25/12/2024
উম্মে কুল সুম পপি—বাংলাদেশের এক জন সৃজনশীল কনটেন্ট ক্রিয়েটর, যিনি কৃষি, পরিবেশ ও পশু পালন নিয়ে কাজ করেন। প্রান্তিক কৃষকদের জীবন তুলে ধরে তিনি অনু প্রেরণা ছড়ান। তথ্যসমৃদ্ধ উপস্থাপনা, শুদ্ধ উচ্চারণ ও ভদ্র আচরণে পপি সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রতীক।