Farhad Bhuiyan

Farhad Bhuiyan টাকা জমাতে জমাতে মরে যাওয়ার চেয়ে,
ঘুরতে ঘুরতে ফকির হয়ে যাওয়া ভালো.!😊

19/12/2023

পৃথিবীতে আমাদের যুদ্ধ করার কথা ছিল শয়তানের সাথে। কিন্তু আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে মানুষের সাথে।

17/12/2023

যতো বড় হবে
ততো বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেও আপন না!😅

16/12/2023

দেখবেন বর্তমান সময়ে আত্মীয়স্বজনদের মধ্যে যার অর্থ সম্পদ বেশি আছে, সবাই কেবল তার সাথেই সম্পর্ক রাখতে চায় !

15/12/2023

যা মানসিক শান্তি দিবে না,
তা মূল্যবান হলেও পরিত্যাজ্য।

২০২৪ জানুয়ারীর অপেক্ষায় 👀
15/12/2023

২০২৪ জানুয়ারীর অপেক্ষায় 👀

15/12/2023



- ভালো মানুষ সবাই চায়; অথচ মানুষের ভালো কেউ চায় না।😁

লক্ষ্যে পৌছানো না পর্যন্ত আগে থেকে কোনকিছু কাউকে বলতে নেই মানুষের নজর লেগে যায়!
14/12/2023

লক্ষ্যে পৌছানো না পর্যন্ত আগে থেকে কোনকিছু কাউকে বলতে নেই মানুষের নজর লেগে যায়!

14/12/2023

ফেইসবুকের নতুন চমক,,,

কমেন্টে গিয়ে প্রথমে @ লিখুন, যদি highlight লিখা আসে, তাহলে সেটা কমেন্ট করুন। যদি highlight লেখাটি নীল হয়, ঠিক এইরকম ( ),,
তাহলে বুঝবেন আপনার আইডি মজবুত আছে এবংসহজে কেউ হ্যাক করতে পারবে না ।

14/12/2023

আপনি কি ভেবেছেন- ১৪ই ডিসেম্বর সব বুদ্ধিজীবী মারা গেছেন?

আপনি ভুল,কারণ আপনার আশেপাশে তাকিয়ে দেখেন হাজারো বুদ্ধিজীবী গিজগিজ করছে।
এরা এত পন্ডিত যে জগতের সব একাই বোঝে আর বাকিরা ধইঞ্চা🫣🫵

13/12/2023

কিছু মানুষ একসময় পছন্দ করতো, এখন ঘৃণা করে!

কেউ একসময় ঘৃনা করতো, এখন ভালোবাসে! কেউ ছিলো অপরিচিত, আজ অনেক আপন!

কেউ ছিলো অনেক কাছের, আজ চিনেও চেনে না! এভাবেই জীবন কেটে যাবে! এই নিয়মেই!

13/12/2023

সময়কে মনে রাখুন।
কোন সময়ে কোন মানুষ কীরকম আচরণ করেছে,বিপদে কারা এসে পাশে দাড়িয়েছে!

12/12/2023

পৃথিবীতেও এত রঙ নাই,
যত রঙ মানুষের ভিতরে লুকিয়ে থাকে!

মানুষ হয়েও বিপদে আছি, চারপাশে শুধু ফেরেস্তা আর ফেরেস্তা..🙂
12/12/2023

মানুষ হয়েও বিপদে আছি, চারপাশে শুধু ফেরেস্তা আর ফেরেস্তা..🙂

12/12/2023

রক্ত কখনো বেইমানি করে না। বেইমানি করে রক্তের গ্রুপ গুলো !

10/12/2023

এদেশের অধিকাংশ মানুষ সত্যের পক্ষে না, শক্তির পক্ষে।। অধিকাংশই নিজে যখন নির্যাতিত হয় তখন সততা খুঁজে এর আগ পর্যন্ত নিজেও শক্তির সাথে তাল মিলিয়ে চলে।।

09/12/2023

এই দেশে প্রচুর অভাব,
কারো শিক্ষার, কারো ভালোবাসার, কারো ভাতের, কারো মনুষ্যত্বের।😌

08/12/2023

আমরা এমন একটা দেশে থাকি যেখানে চুল দেখে Discipline, জামা কাপড় দেখে Financial status, উচ্চতা দেখে attractiveness, টাকা দেখে Humanity, ৩ ঘন্টার পরীক্ষার ফলাফল দেখে intelligence judge করা হয়। মজাই লাগে!

08/12/2023

পৃথিবী জুড়ে যখন মিথ্যা
আর স্বার্থের ব্যবসা।
সেখানে সততা নিয়ে বেঁচে
থাকাটাই বড় সমস্যা।

07/12/2023

কিছু আত্মীয়স্বজন Virus এর মতো হয়। দেখবেন হুদাই আপনার জীবন থেকে শান্তি নামের File টা Delete করে দিয়ে অশান্তি সৃষ্টি করে রাখতে চায়।

06/12/2023

ক্ষমতাবানদেরকে পাবলিক এতো পরিমাণে তেল মারে যে, ক্ষমতাবানরা মনে হয় টয়লেটে ঐ পরিমাণে পানিও ইউজ করে না।

06/12/2023

আমরা মানুষ , কিন্তু বাস করি গিরগিটিদের সাথে !

05/12/2023

সেই যুদ্ধে জেতা অসম্ভব। যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রু পক্ষের সাথে মিশে যায়।

04/12/2023

আগে দেখতাম যে ব্যক্তি বয়সে বড় তাকে সম্মান করা হতো। আর এখন দেখি যে ব্যক্তি ইনকামের দিক দিয়ে বড় তাকে সম্মান করা হয় !

03/12/2023

যে করবে পরোপকার, যে দিবে টাকা ধার, যে করবে ভালো ব্যবহার। এই ৩টি গুণ আছে যার। নিশ্চিত তার বাঁশ উপহার।😁

03/12/2023

লাইফটা নির্বাচনের ময়দান হয়ে গ‍্যাছে যেই আসে ভাষণ দিয়ে যায় কেউ শ্রোতা হতে চায় না.!🥹

02/12/2023

সবাই অনুপ্রেরণা দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, অথচ আমার প্রয়োজন টাকার!🙂

02/12/2023

বাস্তব জীবন থেকে অন্তত একটা শিক্ষা পাবেন যে, চাইলেই কারো আপন হওয়া যায় না!🙂

30/11/2023

আমাদের এমন এক দেশ। যেখানে আপনি কিছু করবেন সেখানে মিথ্যাকথা বলতে হবে, না হয় বাটপারি করতে হবে, না হয় ২নাম্বারি করতে হবে। সত্য বলে আর সঠিক পথে চলে আপনার আগাতে বড়ই কষ্ট। কারণ কেউ না কেউ আপনাকে বাধাগ্রস্ত করবেই।

30/11/2023

নিজে না বুঝলে অন্যের উপর ভরসা করে ব্যবসায় নামবেন না! বিপদ আসন্ন...

30/11/2023

অহংকারে পতন এটা সবাই জানে। তারপরও বেশিরভাগ মানুষ অর্থ, ক্ষমতা, হিংসা ও রূপের অহংকার দেখাতে ব্যস্ত।

30/11/2023

মানুষ এখন বাহিরের চাকচিক্যটার মূল্যায়ন করে। ভিতরের মন মানষিকতার মূল্যায়ন করে না।

29/11/2023

হুটহাট রাগ করলে রাগে মুখের ভাষা খারাপ করলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথা, মিষ্টি হাসির আড়ালে অনেকের খারাপ চরিত্র লুকিয়ে থাকে সেটা কেউ বুঝেনা 🙂

প্রবাসীদের বাস্তব অবস্থাটা এমন। না পারে পরিবারের সবার মন রক্ষা করতে, না পারে নিজে টেনশানমুক্ত থাকতে !
28/11/2023

প্রবাসীদের বাস্তব অবস্থাটা এমন। না পারে পরিবারের সবার মন রক্ষা করতে, না পারে নিজে টেনশানমুক্ত থাকতে !

28/11/2023

মানুষ দেশ ছেড়ে প্রবাসে পাড়ি দেয় কিছু স্বপ্ন নিয়ে। একটা সময় দেশে যাওয়াটাই প্রবাসীদের স্বপ্ন হয়ে দাঁড়ায় !

😊
26/11/2023

😊

26/11/2023

সব কথা সবাইকে বলতেও যাবেন না এবং বোঝাতেও যাবেন না। কারণ কথারও একটা ওজন আছে যেটা বহন করার যোগ্যতা সবাই রাখেনা।

25/11/2023

নিজের ইচ্ছেগুলো বিসর্জন দিয়ে অন্যের ইচ্ছে পূরণের জন্য লড়াই চালিয়ে যাওয়া মানুষটির নামই প্রবাসী !

25/11/2023

যারা আমার থেকে যতটুকু দূর‍ত্ব রাখতে চেয়েছে, আল্লাহ যেনো তাদের থেকে তার চেয়ে বেশি দূরত্বে আমাকে রাখে।

24/11/2023

ব্যবসাকে আল্লাহ্ হালাল করেছেন। কিন্তু পণ্য বিক্রির সময় বেশি মুনাফার আশায় বেশিরভাগ মানুষই মিথ্যে বলে হালাল ব্যবসাকে হারামে গুলিয়ে ফেলে।

24/11/2023

প্রবাসী হচ্ছে টাকার সেই গাছ। যেই গাছ মাটিতে শুয়ে পরার আগ পর্যন্ত সবাই ঝাঁকাতে থাকে !

Address

Bagair, Brahmanbaria
Ashuganj

Alerts

Be the first to know and let us send you an email when Farhad Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category