UI Wizard

UI Wizard Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UI Wizard, Digital creator, .

বৈশাখ ১৪২৪(ইংরেজি ২০১৭সাল)ছবিগুলো সংগ্রহীত
14/04/2024

বৈশাখ ১৪২৪(ইংরেজি ২০১৭সাল)
ছবিগুলো সংগ্রহীত

দিনশেষে পরিচয় একটাই “আমরা ইউআইয়ান”❤️‍🔥
09/04/2024

দিনশেষে পরিচয় একটাই “আমরা ইউআইয়ান”❤️‍🔥

It’s Only A Gate. Meanwhile The Gate:
12/03/2024

It’s Only A Gate.
Meanwhile The Gate:

25/01/2024

76 th Annual sports & Cultural Programme 24,
Uighs🖤

📸:Adnan Shakib Nabil

who?
25/12/2023

who?

সদ্য প্রকাশিত আমাদের ইউ,আই স্কুলের ম্যাগাজিন দুর্বার থেকে সংগৃহিত।শিরোনামঃ স্মৃতিঘেরা দিনগুলি।সাল ২০২২।ষাটোর্ধ্ব দুজন ব্...
10/10/2023

সদ্য প্রকাশিত আমাদের ইউ,আই স্কুলের ম্যাগাজিন দুর্বার থেকে সংগৃহিত।

শিরোনামঃ স্মৃতিঘেরা দিনগুলি।

সাল ২০২২।ষাটোর্ধ্ব দুজন ব্যাক্তিকে একদিন স্কুলের সামনে দাঁড়িয়ে গল্প করতে দেখলাম।আমাদের কয়েকজনকে দেখে তারা ডাকদিলেন।কথা বলে বুঝলাম তারা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।স্কুলের নানা বিষয়ে আলাপ করলেন। তাদের নস্টালজিক সব গল্পশুনে ভেবেছিলাম সৃষ্টিকর্তা তাদের মত বয়স পর্যন্ত বাঁচিয়ে রাখলে হয়তো বৃদ্ধ বয়সে আমিও একদিন এরকম স্কুলের সামনে আসব।তখন আর আমার এই ক্যাম্পাস আজকের মত থাকবে না।নতুন স্যার নতুন শিক্ষার্থীতে এই ক্যাম্পাস তখন পরিপূর্ণথাকবে।পুরো ব্যাপারটা যেন সেদিন মান্না দের কফি হাউজ গানের মত হবে-

"সেই সাত জন নেই আজ টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা আজও খালি নেই
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালী নেই।"

তবে এতসব নতুনত্বের মাঝে সেদিন কিছু জিনিস পুরনোই থেকে যাবে-সেটি এই ক্যাম্পাসের প্রতি আমাদের ভালবাসা,স্মৃতিতে কিছু বন্ধু আর স্যারদের চেহারা।মনে পড়ে যাবে স্মৃতি তৈরির সময়গুলোর কথা।তখন চোখের সামনে ভেসে আসবে প্রথম দিন মায়ের হাত ধরে স্কুলের আসার দৃশ্য থেকে শেষ ক্লাসের দিনের দৃশ্য,এসেম্বলি না করে ক্লাসে লুকিয়ে থাকার দৃশ্য,সিমানা প্রাচীর ডিঙিয়ে স্কুল পালানোর দৃশ্য,লুকিয়ে লুকিয়ে বাইলোজি ল্যাবের কংকাল দেখতে যাওয়ার দৃশ্য,টিফিন টাইমে একটা রুটি আর হালুয়া খাওয়া দৃশ্য,৫টাকা করে চাঁদা তুলে বল-টেপ কেনার দৃশ্য, গ্রীষ্মের কড়ারোদে দলবল নিয়ে বোম্বাস্টিং বাগোল্লাছুট খেলার দৃশ্য,বর্ষার বৃষ্টিতে ভেজা মাঠে ফুটবল খেলার দৃশ্য কিংবা শীতকালে অমল স্যার,সোহেল স্যার,কাশেম স্যারেরসাথে ভলিবল খেলার দৃশ্য।সেদিন কল্পনায় দেখতে পাব মোসারফ স্যার আমাদের জীবনমূখী শিক্ষা দিচ্ছেন,আলি স্যার উচ্চত্তরগণিতের জটিল উৎপাদক করাচ্ছেন,সৌমিত্র স্যার সেমাই-কিসমিসের সাথে সাদৃশ্য করে কোষের গঠন বুঝাচ্ছেন,স্কুলের কোনো অনুষ্ঠানে সুদর্শন দিপংকর স্যার ও পলাশ স্যার সানক্লাস চোখে স্কুলে আসছেন আর ছাত্ররা তাদের সাথে ছবি তোলায় ব্যাস্ত হয়েপরছে,সাইফুল স্যার ক্লাস সেভেনে ছাত্রদের প্যার্ট্যান ম্যাথ করাচ্ছেন,গণি স্যার হাসিমুখে আমাদের কৃষিশিক্ষা পড়াচ্ছেন।
এতসব কল্পনা করতে করতে সেদিন নিজের অজান্তে চোখের কোণে হয়তোবা এক ফোটা জল চলে আসবে।আবার ফিরে যেতেইচ্ছে হবে স্কুল লাইফের প্রথমদিকের দিনগুলোতে ।তবে চাইলেই তো আর ফিরে যাওয়া সম্ভব না কারন জীবনটাতো আর ক্রিস্টোফার নোলানের মুভি না যে চাইলেই টাইমট্রাভেল করা সম্ভব।

স্কুলের সাথে এরকম নানা মজার স্মৃতির মাঝে বেদনারও গল্প রয়েছে।ফারুক স্যারের মুখে গ্রামার পড়ানোর সময় Rahim eats rice,Karim catches fish এই লাইনগুলো শুনেনি এমন ছাত্র খুঁজে পাওয়া যাবে না।স্যারের চেহারাটা শেষবারের মত যেদিনদেখি,সেইদিনও তার পড়ানোর রুমে এই লাইন দুটি বোর্ডে লেখা ছিল।শুধু গ্রামার বুঝিয়ে দেওয়ার জন্য স্যার বেঁচে ছিলেন না।
সৃষ্টিকর্তা ফারুক স্যার জান্নাত নসিব করুক।আমিন।

লেখা-তাসিন আহম্মেদ ফকির(শিশির)
এসএসসি ব্যাচ ২০২২ (দিবা)

উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবেকুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে-”আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির"বাদশা...
05/10/2023

উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে
কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে-
”আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির"

বাদশাহ আলমগীরের সেকাল কিংবা তারও পূর্বে কিংবা এখন যে সময়ের কথাই বলি না কেন শিক্ষকদের স্থান সবসময়ই ছিল সম্মানের সর্বোচ্চ চূড়ায়।আজ বিশ্ব শিক্ষক দিবসে আমাদের ছাত্রজীবন যাদের ছাড়া অসম্পূর্ণ তাদের স্মরণ না করলেই নয়!তাদের সবার সাথেই কত না সুন্দর মুহুর্তের স্মৃতি রয়েছে যা তাদের ছবিগুলোর দিকে তাকালে বার বার চোখের সামনে ভেসে আসে।সেই সাথে ভেসে আসে চোখের কোণে অশ্রু। ইস!যদি পারতাম আবার স্কুল জীবনে স্যারেদের কাছে ফিরে যেতে!

*ছবিগুলো সংগৃহীত

21/09/2023

Random things in UIGHS in a nutshell!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when UI Wizard posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share