বাঙ্গালীর একুশে ভিশন সংবাদঃ
নিম্নচাপ জনিত বৃষ্টির প্রভাবে ব্যাপক আর্থিক ক্ষতির মধ্যে এম.এম.বি ব্রিকস
আজ রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ইং তারিখে সরেজমিনে পরিদর্শন করে দেখা গেল
বিগত ৩০ দিনের মধ্যে পর পর দুইটি নিম্নচাপের প্রভাবে প্রবাহিত বৃষ্টির মধ্যে পরে ব্যাপক আর্থিক লোকসানের কবলে ব্রাহ্মণবাড়িয়ার বৃহত্তম ইট প্রস্ততকারক প্রতিষ্ঠান এম.এম.বি ব্রিকস। প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত ১০ লক্ষ কাঁচা ইট পুরোপরি এবং আংশিকভাবে ধ্বসে গেছে। যার ফলে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন প্রতিষ্ঠানের সাথে সংষ্টিরা। উক্ত পরিস্থিতিতে প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছেন প্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং প্রোপ্রাইটরগণ।
বাঙ্গালীর একুশে ভিশন সংবাদঃ
মানুষের আমিত্ব যতদিন বজায় থাকে ততদিন সে পশুদের কাতারেই বসবাস করে এবং তার যাপিত জীবন জাস্ট একটি প্রাণীর জীবন চক্রের মধ্যেই আবদ্ধ থাকে- আর এটিই হল সুষ্পষ্ট নিদর্শন যা আমরা দেখছি চলমান গোটা বিশ্ব প্রেক্ষাপটের বাস্তবতায়:
দখলদারিত্ব ও মালিকানা মুক্তকরণ অভিযান: মানুষ কিসের উপর এবং কিভাবে মালিকানা এবং দখলদারিত্ব কায়েমের বৃথা চেষ্টা করছে। মানুষ দখলদারিত্ব করছে স্বাধীনতা খুইয়ে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে। দখলদারিত্ব কায়েমের সাথে সাথে মানুষ তার স্বাধীনতাকে হারায়, আত্ম বিকাশের পথটি রুদ্ধ করে এবং মনুষত্ব হারিয়ে দাসে পরিনত হয়। তখন দখলদারিত্বের নামে সে দাসত্ব করে লোভের, অহংকারের, হিংসার, অহমিকার। আচ্ছাদিত মায়া মোহের মধ্যে আব্ধ প্রাণীদের বিরুদ্ধে তখন মানুষকে সকল প্রকার দখলদারিত্ব মুক্তকরন এবং মুক্ত থাকার জন্য যুদ্ধ করতে হয়
বাঙ্গালীর একুশে ভিশন সংবাদ:
বিশ্বায়নের যুগে গোটা পৃথিবীটা নিয়েই আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সকল কার্যক্রম প্রভাবিত এবং প্রবাহিত হচ্ছে। কিন্তু উক্ত যুগের উপযোগি যথাযথ কোনো ব্যবস্থা না থাকার কারণে আজ পৃথিবীর সকল শাসক নামদারীরা নানান এবং বহুমুখী সংকটের মধ্যে আবদ্ধ। তারা রাষ্ট্র নামক এক কারাগারের মধ্যে আবদ্ধ হয়ে নিজেরা বিভিন্ন লোভ লালসার মধ্যে পরে অশান্তির মধ্যে কালাতিপাত করছে এবং রাষ্ট্রের মানুষদেরকেও বিভিন্ন ফন্দি ফিকির করে বৈষম্যের মধ্যে আবদ্ধ করে বিকাশের গতিকে রুদ্ধ করে দিয়েছে। ফলে তাদের অবস্থাটা হল না পারছে নিজেরা ভালভাবে বাঁচতে না পারছে মানুষদেরকে ভালভাবে চালাতে। এই অবস্থার মধ্য দিয়েই পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের নামে তারা সার্বভৌমত্বের মালিক হওয়ার কসরত করছে।
আরে ভাই তুমি যাই কর, যাই বল পৃথিবীতে বসবাসরত মরনশীল মানুষ
Bangalir Ekushea Vision
ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বিপুল ভোটের ব্যবধানে গত ৫ নভেম্বর ২০২৩ রোজ রবিবারের নির্বাচনে বিজয় লাভের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী এবং সৃজনশীল সাধারণ সম্পাদক আবু নাছের আহমেদ: নিজ অনুভূতি প্রকাশ করেন এবং উন্নয়নকে গতিশীল করতে আশুগঞ্জ-সরাইলের সার্বিক উন্নয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করেন:
Bangalir Ekushea Vision: ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বিপুল ভোটের ব্যবধানে গত ৫ নভেম্বর ২০২৩ রোজ রবিবারের নির্বাচনে বিজয় লাভের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি হাজী মোঃ সফিউল্লাহ মিয়া নিজ অনুভূতি ব্যক্ত করেন।
সেই সময় শেখ রবিনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মীরা হাজী মোঃ সফিউল্লাহ মিয়াকে ফুলের মালা দিয়ে নিজেদের আনন্দ উচ্ছাস প্রকাশ করেন:
আশুগঞ্জ:পূর্ববাজার উত্তর গলি: এলাকার ব্যবসায়ী এবং ব্যবসা প্রতিষ্ঠান সমূহ:
Bangalir Ekushea Vision : কর্তৃক আশুগঞ্জ উপজেলার সকল ব্যবসায়িক তথ্য উপাত্ত সহ উপজেলা এবং উপজেলার সাথে সংশ্লিষ্ট ইনফরমেশন দিয়ে বিশ্বায়নের এই যুগে যোগউপযোগি অন লাইন এই তথ্যভান্ডার সংযোজন হচ্ছে। এর প্রতিনিয়ত আপডেট চলমান থাকবে:
আপনার/ আনাদের প্রতিষ্ঠান, সংগঠন এবং সেবাসমূহের তথ্য দিন; পাশে থাকুন-
ধন্যবাদ
প্রধান সমন্বয়ক
Bangalir Ekushea Vision
আরো বিস্তারিত:
https://21--tv.blogspot.com/p/blog-page_12.html
আশুগঞ্জ: রেলগেইট উত্তর এলাকার ব্যবসায়ী এবং ব্যবসা প্রতিষ্ঠান সমূহ:
Bangalir Ekushea Vision : কর্তৃক আশুগঞ্জ উপজেলার সকল ব্যবসায়িক তথ্য উপাত্ত সহ উপজেলা এবং উপজেলার সাথে সংশ্লিষ্ট ইনফরমেশন দিয়ে বিশ্বায়নের এই যুগে যোগউপযোগি অন লাইন এই তথ্যভান্ডার সংযোজন হচ্ছে। এর প্রতিনিয়ত আপডেট চলমান থাকবে:
আপনার/ আনাদের প্রতিষ্ঠান, সংগঠন এবং সেবাসমূহের তথ্য দিন; পাশে থাকুন-
ধন্যবাদ
প্রধান সমন্বয়ক
Bangalir Ekushea Vision
আরো বিস্তারিত:
https://21--tv.blogspot.com/p/blog-page_2.html
Bangalir Ekushea Vision
বাঙ্গালীর একুশে ভিশন সংবাদ:
আজ ২ নভেম্বর বৃহস্পতিবার নৌকা প্রতীক নিয়ে শাহজাহান আলম সাজু এবং তার কর্মী ও সমর্থকেরা নির্বাচনী প্রচার প্রচারণা এবং গণসংযোগ করেছেন বন্দর নগরী আশুগঞ্জ বাজার সহ বিভিন্ন স্থানে;
এই কার্যক্রম আগামী ৫ নভেম্বর-২০২৩ রোজ রবিবারে: ব্রাহ্মণবাড়িয়া-২ আশুগঞ্জ-সরাইল উপনির্বাচনের নির্বাচনী প্রচার প্রচারণার শেষ সময়ের প্রস্তুতি।
আশুগঞ্জ: পশ্চিম বাজার:
Bangalir Ekushea Vision : কর্তৃক আশুগঞ্জ উপজেলার সকল ব্যবসায়িক তথ্য উপাত্ত সহ উপজেলা এবং উপজেলার সাথে সংশ্লিষ্ট ইনফরমেশন দিয়ে বিশ্বায়নের এই যুগে যোগউপযোগি অন লাইন এই তথ্যভান্ডার সংযোজন হচ্ছে। এর প্রতিনিয়ত আপডেট চলমান থাকবে:
আপনার/ আনাদের প্রতিষ্ঠান, সংগঠন এবং সেবাসমূহের তথ্য দিন; পাশে থাকুন-
ধন্যবাদ
প্রধান সমন্বয়ক
Bangalir Ekushea Vision
আরো বিস্তারিত:
https://21--tv.blogspot.com/p/blog-page_77.html
আশুগঞ্জ: মধ্যবাজার উত্তর গলি
Bangalir Ekushea Vision : কর্তৃক আশুগঞ্জ উপজেলার সকল ব্যবসায়িক তথ্য উপাত্ত সহ উপজেলা এবং উপজেলার সাথে সংশ্লিষ্ট ইনফরমেশন দিয়ে বিশ্বায়নের এই যুগে যোগউপযোগি অন লাইন এই তথ্যভান্ডার সংযোজন হচ্ছে। এর প্রতিনিয়ত আপডেট চলমান থাকবে:
আপনার/ আনাদের প্রতিষ্ঠান, সংগঠন এবং সেবাসমূহের তথ্য দিন; পাশে থাকুন-
ধন্যবাদ
প্রধান সমন্বয়ক
Bangalir Ekushea Vision
আরো বিস্তারিত:
https://21--tv.blogspot.com/p/blog-page_88.html
আশুগঞ্জ পূর্ব বাজার উত্তর গলি:
Bangalir Ekushea Vision : কর্তৃক আশুগঞ্জ উপজেলার সকল ব্যবসায়িক তথ্য উপাত্ত সহ উপজেলা এবং উপজেলার সাথে সংশ্লিষ্ট ইনফরমেশন দিয়ে বিশ্বায়নের এই যুগে যোগউপযোগি অন লাইন এই তথ্যভান্ডার সংযোজন হচ্ছে। এর প্রতিনিয়ত আপডেট চলমান থাকবে:
আপনার/ আনাদের প্রতিষ্ঠান, সংগঠন এবং সেবাসমূহের তথ্য দিন; পাশে থাকুন-
ধন্যবাদ
প্রধান সমন্বয়ক
Bangalir Ekushea Vision
আরো বিস্তারিত:
https://21--tv.blogspot.com/p/blog-page_12.html
বিওসি ঘাট: ডিজেল, পেট্টোল ও অকটেন তেল সরবরাহ বিতরন, পরিবহন সংস্থা, ঠিকাদার প্রতিষ্ঠানের অফিস এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এবং বিশেষ করে ধানের আরদ যা আশুগঞ্জের আঞ্চলিক ভাষায় ধানের গালা হিসেবেও সমগ্র দেশে সুপরিচিত এছাড়াও আরো কিছু ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম রয়েছে বিওসি ঘাট এলাকায়----
Bangalir Ekushea Vision : কর্তৃক আশুগঞ্জ উপজেলার সকল ব্যবসায়িক তথ্য উপাত্ত সহ উপজেলা এবং উপজেলার সাথে সংশ্লিষ্ট ইনফরমেশন দিয়ে বিশ্বায়নের এই যুগে যোগউপযোগি অন লাইন এই তথ্যভান্ডার সংযোজন হচ্ছে। এর প্রতিনিয়ত আপডেট চলমান থাকবে:
আপনার/ আনাদের প্রতিষ্ঠান, সংগঠন এবং সেবাসমূহের তথ্য দিন; পাশে থাকুন-
ধন্যবাদ
প্রধান সমন্বয়ক
Bangalir Ekushea Vision
আরো বিস্তারিত:
আশুগঞ্জের ব্যবসা বাণিজ্যঃ আশুগঞ্জের অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমরা বঙ্গালীর একুশে ভিশন কর্তৃক দুইটিভাবে ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর এবং উদ্যোগক্তাদের বিভিন্ন সেবাসমূহ তুলে ধরবো। একটি হল এরিয়া ভিত্তিক এবং অপরটি হল ব্যবসার ক্যাটাগরি অনুসারে যাতে যে কারো পক্ষে ব্যবসা প্রতিষ্ঠানের সেবাগুলো পেতে সহজ হয়।
এরিয়া ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে পেতে নিম্নলিখিত এরিয়াতে সার্চ করুন:----
Bangalir Ekushea Vision : কর্তৃক আশুগঞ্জ উপজেলার সকল ব্যবসায়িক তথ্য উপাত্ত সহ উপজেলা এবং উপজেলার সাথে সংশ্লিষ্ট ইনফরমেশন দিয়ে বিশ্বায়নের এই যুগে যোগউপযোগি অন লাইন এই তথ্যভান্ডার সংযোজন হচ্ছে। এর প্রতিনিয়ত আপডেট চলমান থাকবে:
আপনার/ আনাদের প্রতিষ্ঠান, সংগঠন এবং সেবাসমূহের তথ্য দিন; পাশে থাকুন-
ধন্যবাদ
প্রধান সমন্বয়ক
Bangalir Ekushea Vision
আরো বিস্তারিত:
https://21--tv.blogspot.com/p/blog-pa
আশুগঞ্জ উপজেলা মাইক্রোবাস মালিক ও কর্মচারী ক্লাব
রেন্ট-এ-কার সার্ভিস হলো একটি পেশাদার বা ব্যবসায়িক পরিবহন সেবা প্রদানকারি যাতায়ত ব্যবস্থাকে সহজতর করার কার্যক্রম। এই সেবাদান কার্যক্রমের মাধ্যমে রেন্ট-এ-কার সার্ভিস প্রদানকারী উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানগুলো মোবাইলের মাধ্যমে কিংবা সরাসরি আলোচনার মাধ্যমে নির্দিষ্ঠ স্থান এবং ভাড়া নির্ধারন করে গাড়ি ভাড়া দিয়ে পরিবহন সেবা প্রদান করে।
আপনি কি রেন্ট এ কার সার্ভিস খুজছেন? কোথাও বেড়াতে যাবার কথা ভাবছেন? অথবা কোনো বিবাহ বা গায়ে হলুদ এর অনুষ্ঠান এর জন্য গাড়ি ভাড়া করার কথা ভাবছেন? আপনার চিন্তার দিন শেষ, কারণ আশুগঞ্জের কিছু রেন্ট এ কার উদ্যোগক্তাগণ আপনাদের দিচ্ছি স্বল্প মূল্যে রেন্ট এ কার সার্ভিস। এই রেন্ট এ কার এবং এর উদ্যোক্তাদের কাছে আছে এসি, নন এসি, প্রাইভেট কার, মাইক্রোবাস এবং এ্যম্বুলেন্স এর মত অনেক প্
ফেরী ঘাট: আশুগঞ্জ ফেরী ঘাট একটি গুরুত্বপর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবেও পরিচিত। বর্তমানে আশুগঞ্জ ফেরীঘাট ২টি অংশে চিহ্নিত এক. পুরাতন ফেরীঘাট: এবং দুই. নতুন ফেরী ঘাট। সড়ক পথে পরিবহনের বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান এর অন্যতম বৈশিষ্ট্য এছাড়া আশুগঞ্জ প্রেস ক্লাব, শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক অফিস, পরিবহন সংস্থার মালিকদের সাংগঠনিক অফিস, ঠিকাদারী প্রতিষ্ঠানের অফিস সহ সার, রড, সিমেন্ট এর অনেক ডিলার রয়েছে আশুগঞ্জ ফেরী ঘাট এলাকায়।
উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং ব্যবসা প্রতিষ্ঠানের সেবাসমূহের বর্ণনাসহ যোগাযোগের মোবাইল নাম্বার দেওয়া হর।
[তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে}
Bangalir Ekushea Vision : কর্তৃক আশুগঞ্জ উপজেলার সকল ব্যবসায়িক তথ্য উপাত্ত সহ উপজেলা এবং উপজেলার সাথে সংশ্লিষ্ট ইনফরমেশন দিয়ে বিশ্বায়নের এই যুগে যোগউপযোগি অন লাইন এই তথ্যভান্ডার সংযোজন হচ্ছে। এ
লালপুর বাজার আপডেট:
লালপুর বাজারের ব্যবসা প্রতিষ্ঠান পরিচিতির নতুন তথ্য সংযোজন করে এর আপডেট করা হয়েছে: ---
Bangalir Ekushea Vision : কর্তৃক আশুগঞ্জ উপজেলার সকল ব্যবসায়িক তথ্য উপাত্ত সহ উপজেলা এবং উপজেলার সাথে সংশ্লিষ্ট ইনফরমেশন দিয়ে বিশ্বায়নের এই যুগে যোগউপযোগি অন লাইন এই তথ্যভান্ডার সংযোজন হচ্ছে। এর প্রতিনিয়ত আপডেট চলমান থাকবে:
আপনার/ আনাদের প্রতিষ্ঠান, সংগঠন এবং সেবাসমূহের তথ্য দিন; পাশে থাকুন-
ধন্যবাদ
প্রধান সমন্বয়ক
Bangalir Ekushea Vision
আরো বিস্তারিত:
https://21bbd.blogspot.com/p/blog-page_59.html
Bangalir Ekushea Vision
আড়াইসিধা পুরাতন চকবাজার:
আড়াইসিধা বাজারটি চকবাজার হিসেবে পরিচিত। আড়াইসিধা ইউনিয়নে বেস কয়েকটি চোট আকারের বাজার রয়েছে এর মধ্যে প্রধান হল আড়াইসিধা পুরাতন চকবাজার ----------
Bangalir Ekushea Vision : কর্তৃক আশুগঞ্জ উপজেলার সকল ব্যবসায়িক তথ্য উপাত্ত সহ উপজেলা এবং উপজেলার সাথে সংশ্লিষ্ট ইনফরমেশন দিয়ে বিশ্বায়নের এই যুগে যোগউপযোগি অন লাইন এই তথ্যভান্ডার সংযোজন হচ্ছে।
আপনার/ আনাদের প্রতিষ্ঠান, সংগঠন এবং সেবাসমূহের তথ্য দিন; পাশে থাকুন-
ধন্যবাদ
প্রধান সমন্বয়ক
Bangalir Ekushea Vision
আরো বিস্তারিত:
https://21bbd.blogspot.com/p/blog-page_261.html
ব্রাহ্মণবাড়িয়ায় আয়াত হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন:
বাঙ্গালীর একুশে ভিশন সংবাদ: ৮ অক্টোবর রোজ রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশিলের মোড়ের উক্তর পাশে আয়াত হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ এর জাতীয় সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। উক্ত প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ডা. কৌশিক আহমেদ বাবু
আসন্ন জাতীয় সংসদের উপনির্বাচন ব্রাহ্মণবাড়িয়া-২ আশুগঞ্জ-সরাইল থেকে এমপি পদ প্রার্থী এড. আশরাফ উদ্দিন মন্তু: জানালেন নিজ মতামত এবং আগামী দিনের লক্ষ্য -উদ্দেশ্য এবং ভিশন সম্পর্কে:
শ্রম কল্যাণ কেন্দ্র আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াঃ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৭২ সালের ২০ জানুয়ারি: শ্রমিকের মর্যাদা, স্বাস্থ্য সেবা, শ্রম বাজার এবং শ্রমজীবীদের জীবনমান উন্নয়নসহ প্রাসঙ্গি বিষয়েগুলোকে সামনে রেখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত হয়ে কাজ করে আসছে। এর সদর দপ্তর ঢাকা সচিবালয়। বর্তমানে বেগম মন্নুজাহান সুফিয়ান, এমপি মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালণ করছেন এবং মোঃ এহছানে এলাহী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে ১৭ আগস্ট ২০২১ সাল থেকে দায়িত্ব পালন করছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের অধীনে রয়েছে শ্রম অধিদপ্তর। এই শ্রম অধিদপ্তরের আওতায়ধীন গোটা বাংলাদেশে ৩২টি শ্রম কল্যাণ কেন্দ্র রয়েছে। এই ৩২টি শ্রম কল্যাণ কেন্দ্রের একটি হল শ্রম কল্যাণ কেন্দ্র আশুগঞ্জ।