Support Humanity

Support Humanity Let Humanity Win
(2)

সামান্য একটা ৩০০ টাকার কম্বলের বিনিময়ে এই হাসি❣বিশ্বাস হয়? মানুষ আসলে কতোটা কষ্টে থাকলে পরে এইটুকু একটা উপহারে এতো খুশি ...
16/01/2025

সামান্য একটা ৩০০ টাকার কম্বলের বিনিময়ে এই হাসি❣
বিশ্বাস হয়?

মানুষ আসলে কতোটা কষ্টে থাকলে পরে এইটুকু একটা উপহারে এতো খুশি হয়ে যায়!

মাত্র ৩০০টাকা দিয়েই মোটামুটি ভালো মানের কম্বল কেনা যায়। উনাদের খুশির তুলনায় এই এমাউন্ট টা কি খুব বড়?

'মাঘের শীতে বাঘে কাপে' কথাটা শুনেছেন কখনো?
গতকাল থেকে মাঘ মাস এর শুরু হয়েছে। এই একটা মাস এই মানুষগুলোর উপর দিয়ে কি যাবে আল্লাহ ভালো জানেন।

আচ্ছা, আরেকটা বার একটু ভেবে দেখবেন?
কোন জোর করবো না কাউকে।

আপনি একটা পরিবারের হাসির কারন হতে পারেন মাত্র ৩০০টাকার দিয়ে অথবা ৫-৬ জন মিলে ৫০/৬০টাকা করে দিয়েও একটা পরিবারের মুখে হাঁসি ফুটাতে পারেন চাইলে। নিজে উদ্যোগ নিন অথবা চাইলে আমাদের সাথেও শরীক হতে পারেন।

্ণতার_ছোঁয়া


#ঐতিহ্যে_জন্মভূমি_নওগাঁ

"খ্যাতি নয় মানব কল্যাণে কাজ করতে চাই সারাজীবন " - Support Humanity
15/01/2025

"খ্যাতি নয় মানব কল্যাণে কাজ করতে চাই সারাজীবন " - Support Humanity

13/01/2025
কাউকে উড়তে দেখলে তাকে সাহায্য করুন ডানা কাটার পরিকল্পনা করিয়েন না ❤️
12/01/2025

কাউকে উড়তে দেখলে তাকে সাহায্য করুন ডানা কাটার পরিকল্পনা করিয়েন না ❤️

11/01/2025

মনে রেখো!
শব্দ কেবল কান পর্যন্ত পৌঁছায়।
আর নীরবতা!
আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে।

07/01/2025

ঘুমানোর দোয়া

اللهم باسمك أموت وأحيا

উচ্চারণঃ "আল্লাহূম্মা বিসমিকা আ'মুতু ওয়াহিয়া"

দোয়াটি পড়ে ঘুমিয়ে যাবেন।

06/01/2025

পুরুষ সহজে কাঁদে না😓

- আমরাও মানুষ (স্বপ্না আপু)

05/01/2025

ঘুমানোর পূর্বে অন্তত পক্ষে নিচের আমলগুলো করবেন।

▪ প্রথমে ওযু করে নিবেন,
▪ বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিবেন ,
▪ কয়েকবার দুরূদ শরীফ পড়ে নিবেন,
▪ সূরা ফাতিহা,
▪ সূরা বাকারার শেষ তিন আয়াত (২৮৪ থেকে ২৮৬ নং আয়াত)।
▪ আয়াতুল কুরসী,
▪ সূরা কাফিরুন,
▪ তিন কুল (সূরা ইখলাস,সূরা ফালাক,সূরা নাস) তিনবার করে পড়ে হাতের তালুতে ফু দিয়ে সম্পূর্ণ শরীর মাসেহ্ করে নিবেন।
▪তিনবার ইস্তেগফার পাঠ করুন।
▪আবার কয়েকবার দুরূদ পড়ে নিবেন।

সবগুলো পাঠ করে ডান কাত হয়ে ঘুমানোর আগে,

اللهم باسمك أموت وأحيا

উচ্চারণঃ "আল্লাহূম্মা বিসমিকা আ'মুতু ওয়াহিয়া"

দোয়াটি পড়ে ঘুমিয়ে যাবেন।

03/01/2025

২৫ বছর ধরে মৃত খেজুর গাছের শিকড় তুলে চলে তার সংসার।

25/12/2024

কাল্লা ইন্না মা'য়ীআ রাব্বি সা ইয়াহদিন

"শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি- ২০২৪"আলহামদুলিল্লাহ, 'নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন' এর পক্ষ থেকে পত্নীতলা উপজেলা...
24/12/2024

"শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি- ২০২৪"

আলহামদুলিল্লাহ, 'নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন' এর পক্ষ থেকে পত্নীতলা উপজেলায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।

"ঐক্য যেখানে, বিজয় সেখানে"
Naogaon Welfare Association.

#নওগাঁ_ওয়েলফেয়ার_এসোসিয়েশন

বিজয় দিবস, আমাদের চির গর্বের দিন। এই দিনে পৃথিবীর সকল প্রান্তে থাকা দেশপ্রেমিক বাংলাদেশিদের জানাই বিজয় দিবসের শুভেচ্ছা...
16/12/2024

বিজয় দিবস, আমাদের চির গর্বের দিন। এই দিনে পৃথিবীর সকল প্রান্তে থাকা দেশপ্রেমিক বাংলাদেশিদের জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।

#নঁওগা

চিন্তা করতে পারেন
07/12/2024

চিন্তা করতে পারেন

23/11/2024

চাকরি ঢুকার বয়স ৩৫/৩৭ যাই করেন কিন্তু Attempt ফিক্সড করে দিতে হবে।
যেকোন সরকারী চাকরিতে সর্বোচ্চ ৫/৬ বার।
যেহেতু এখন অনলাইন সিস্টেম। সব কিছুর রেকর্ড থাকে। কোন অসুবিধা হবে না।
৩৫ বছর পর্যন্ত সর্বোচ্চ ৫ বার আবেদন করতে পারবে। নিজের সুবিধা মত আবেদন করবে। ৫ বারেও যে পারবে না তার সরকারি চাকরিতে ঢুকার প্রয়োজন নাই।
এতে অনেক সুবিধা আছে।
প্রস্তুতি ছাড়া কেউ আবেদন করবে না,কারন attempt নষ্ট হবে। পরীক্ষার্থীর সংখ্যা অর্ধেক কমে যাবে।

অনেক ছেলেরা পাশ করে বের হওয়ার পর ২ বছর চাকরি করে টাকা পয়সা জমিয়ে টানা পড়াশুনা করতে পারবে। বয়স শেষ হয়ে যাচ্ছে এই ভয়ে থাকতে হবে না। ২ বছর চাকরির অভিজ্ঞতা পরবর্তিতে কাজে লাগবে।
অনেক মেয়েদের বিয়ে হয়,বাচ্চা হয় তারা সেই সময়টা বাদ দিয়ে আগে বা পরে চেষ্টা করতে পারবে।।

না হলে ৩৫ বছর পর্যন্ত বেকার বসে থাকবে, চাকরিও পাবে না, ব্যবসা বানিজ্য, উদ্যোক্তা, বেসরকারি চাকরি কিছুই করতে পারবে না শেষ পর্যন্ত। আর কিছু ব্যক্তি একটা চাকরি পাওয়ার পরও ১০ বছর ধরে ট্রাই করতে থাকবে। নতুনরা তাদের অভিজ্ঞতা এবং জ্ঞানের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না।

নীতি নির্ধারকদের বিবেচনা করা উচিত। কিন্তু এই বিষয়টা উনাদের কাছে কে উপস্থাপন করবে???

#চাকরি

এই ছোট্ট শিশুটি তার বাবা’র লাশের কাছে কতো সুন্দর হাসতেছে! অথচ‚ সে জানে যে‚ ওর বাবা আর তার সঙ্গে কথা বলবেন না; বাসায় আর ক...
22/11/2024

এই ছোট্ট শিশুটি তার বাবা’র লাশের কাছে কতো সুন্দর হাসতেছে! অথচ‚ সে জানে যে‚ ওর বাবা আর তার সঙ্গে কথা বলবেন না; বাসায় আর কখনও ফিরে আসবেন না।
আর কখনো আদর করে কোলে নিবে না।
কখনও এই দুনিয়ায় নিজের আদরের সন্তানের হাসিমাখা মুখটি দেখবে না!

আল্লাহ তা‘আলা জান্নাতুল ফেরদাউস নসীব করুন‚ আর পরিবারের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন-আমিন।

19/11/2024

Support Humanity Md Al Mamun
05/11/2024

Support Humanity Md Al Mamun

Address

Naogaon
Arazi Naogaon
6500

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801795910420

Alerts

Be the first to know and let us send you an email when Support Humanity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Support Humanity:

Videos

Share