16/01/2025
সামান্য একটা ৩০০ টাকার কম্বলের বিনিময়ে এই হাসি❣
বিশ্বাস হয়?
মানুষ আসলে কতোটা কষ্টে থাকলে পরে এইটুকু একটা উপহারে এতো খুশি হয়ে যায়!
মাত্র ৩০০টাকা দিয়েই মোটামুটি ভালো মানের কম্বল কেনা যায়। উনাদের খুশির তুলনায় এই এমাউন্ট টা কি খুব বড়?
'মাঘের শীতে বাঘে কাপে' কথাটা শুনেছেন কখনো?
গতকাল থেকে মাঘ মাস এর শুরু হয়েছে। এই একটা মাস এই মানুষগুলোর উপর দিয়ে কি যাবে আল্লাহ ভালো জানেন।
আচ্ছা, আরেকটা বার একটু ভেবে দেখবেন?
কোন জোর করবো না কাউকে।
আপনি একটা পরিবারের হাসির কারন হতে পারেন মাত্র ৩০০টাকার দিয়ে অথবা ৫-৬ জন মিলে ৫০/৬০টাকা করে দিয়েও একটা পরিবারের মুখে হাঁসি ফুটাতে পারেন চাইলে। নিজে উদ্যোগ নিন অথবা চাইলে আমাদের সাথেও শরীক হতে পারেন।
্ণতার_ছোঁয়া
#ঐতিহ্যে_জন্মভূমি_নওগাঁ