03/07/2023
শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি-২২ইং'র পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
আনোয়ারায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা জুলাই,২৩ইং) সকালে আনোয়ারা উপজেলা পূর্ব জোনের উদ্যোগে সদরস্থ এডভোকেট আব্দুল জলিল স্মৃতি মিলনায়তনে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ১০৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে টেলেন্টপুল, এ গ্রেড ও সাধারণ গ্রেড তিন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট,সনদপত্র,শিক্ষাসামগ্রী পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।
শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি আনোয়ারা পূর্ব জোনের পরিচালক আনম.নাছির উদ্দিনের সভাপতিত্বে উপ-পরিচালক এস.এম. গোফরানুল হকের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন হালিম লিয়াকত স্মৃতি সংসদ,আনোয়ারা জোনের উপদেষ্টা মুহাম্মদ মুজিবুর রহমান, প্রধান অতিথি ছিলেন ইউসিবি ব্যাংক, কর্ণফুলী শাখার ম্যানেজার মুহাম্মদ জসীম উদ্দিন আমজাদী, প্রধান বক্তা শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি'র কেন্দ্রীয় নির্বাহী পরিচালক সৈয়দ মুহাম্মদ খোবাইব, বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলা সমন্বয়ক নুরের রহমান রণি।
অনুষ্ঠানে প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষা,সমাজসেবা ও ধর্মীয় ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা পাওয়া সংবর্ধেয় অতিথিরা হলেন তরুণ শিল্পোদ্যোক্তা মুহাম্মদ রাশেদ আলী, মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ আলী হোসেন আরিফ মাওলানা মনির আহমদ আনোয়ারি, মাওলানা সরওয়ার আলম কাদেরী।
এসময় অতিথিবৃন্দ এবার প্রকাশিত "উম্মেষ" নামক ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করেন।
অনুষ্ঠানে বক্তারা, আজকের শিশুকে আগামীদিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান। অতিথিবৃন্দরা মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত সমাজ গঠনে হালিম-লিয়াকত স্মৃতি সংসদের শিক্ষামূলক কর্মকান্ডের ভূয়ুসী প্রশংসা করেন।
এতে অন্যান্যদে মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মুহাম্মদ আব্দুর রহিম, মাওলানা নিজাম উদ্দিন সিদ্দীকি,মুহাম্মদ মোরশেদ আলম মুন্সি,মুহাম্মদ সৈয়দুল আজাদ,মুহাম্মদ ফিরোজ মিয়া,মুহাম্মদ সেলিম উদ্দিন,মনিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, আজিজুর রহমান, জিএম মামুন, আলী জিন্নাহ,শহীদুল ইসলাম,হোসেন মিয়া প্রমুখ।
বৃত্তি পরিচালনা সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন আবু সাঈদ,জোবাইদুল,সাকিব,জাহেদ হোসেন,আমজাদ,তানিম,মোরশেদ,মুফিজ,আসাদ,নাছির,ফোরকান, প্রমুখ।
(সংবাদ বিজ্ঞপ্তি)