প্রথম আনোয়ারা

প্রথম আনোয়ারা শিক্ষা, বিনোদন, স্বপ্ন নিয়ে
☎️01815204732
(7)

নতুন রূপে হযরত শাহ মোহছেন আউলিয়া (রাঃ আ:) দরবার শরিফ। আগামী ৬ আষাঢ়,২০শে জুন রোজ বৃহস্পতিবার ২০২৪ বার্ষিক ওরশ শরীফ। 🤲🤲🤲 🌹...
15/06/2024

নতুন রূপে হযরত শাহ মোহছেন আউলিয়া (রাঃ আ:) দরবার শরিফ।
আগামী ৬ আষাঢ়,২০শে জুন রোজ বৃহস্পতিবার ২০২৪ বার্ষিক ওরশ শরীফ।
🤲🤲🤲 🌹🌹🌹

৩ দিন ধরে নিখোঁজ আনোয়ারার সন্তান ইখতিয়ার!আনোয়ারা উপজেলাধীন ৫নং বরুমছড়া ইউনিয়নের সৈয়দ  চেয়ারম্যানের    বাড়ীর মোহাম্মদ ই...
15/06/2024

৩ দিন ধরে নিখোঁজ আনোয়ারার সন্তান ইখতিয়ার!

আনোয়ারা উপজেলাধীন ৫নং বরুমছড়া ইউনিয়নের সৈয়দ চেয়ারম্যানের বাড়ীর মোহাম্মদ ইসমাইল এর ২য় পুত্র মোহাম্মদ ইখতিয়ার।সে গত ১৩/০৬/২০২৪ ইং রোজ বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে রাস্তায় ঘুরতে বের হয় বিকাল ৩ টার দিকে, পরে আর বাসায় ফিরে নি।এখনো তার অনুসন্ধান পাওয়া যায়নি আজ হারিয়ে যাওয়ার ৩ দিন পার হয়ে গেলেও, কোথায় আছে (ইখতিয়ার)?কেমন আছে( ইখতিয়ার)? এই খবর টুকু না পাওয়া তে তার মা-বাবা,ভাই-বোন ও আত্বীয় স্বজনের কান্না ও হাহাকার যেনো থামছে না।

কোনো হৃদয়বান ব্যক্তিবর্গ যদি উক্ত ছেলেটি কে কোথায়ও দেখে থাকেন,,
তাহলে প্লিজ নিচের নং যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরুধ রইল এবং নিজে শেয়ার করে অন্য জনকে দেখানোর সুযোগ করে দিয়ে একজন সন্তান হারানো মা বাবার মুখে হাসি ফুটিয়ে তুলুন।

মোবাইল নং=01820317489 01860943068

শেয়ার করে খোঁজে পেতে সহযোগিতা করুন,,,৩ দিন ধরে নিখোজ আনোয়ারার সন্তান ( ইখতিয়ার) আনোয়ারা উপজেলাধীন ৫নং বরুমছড়া  সৈয়দ  চে...
15/06/2024

শেয়ার করে খোঁজে পেতে সহযোগিতা করুন,,,

৩ দিন ধরে নিখোজ আনোয়ারার সন্তান ( ইখতিয়ার)

আনোয়ারা উপজেলাধীন ৫নং বরুমছড়া সৈয়দ চেয়ারম্যানের বাড়ীর মোহাম্মদ ইসমাইল এর ২য় পুত্র মোহাম্মদ ইখতিয়ার গত ১৩/০৬/২০২৪ ইং রোজ বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে রাস্তায় ঘুরতে বের হয়, বিকাল ৩ টার দিকে,, তারপরে পরে আর বাসায় ফিরে নি,, (ইখতিয়ার) ,
এখনো তার অনুসন্ধান পাওয়া যায়নি আজ হারিয়ে যাওয়ার ৩ দিন পার হয়ে গেলে ও কোথায় আছে (ইখতিয়ার) ?কেমন আছে( ইখতিয়ার) ? এই খবর টুকু না পাওয়া তে তার মা বাবা ও আত্বীয় স্বজনের চোখের অশ্রু যেনো শেষ হচ্ছেনা

কোনো হ্রদয়বান ব্যক্তিবর্গ যদি উক্ত ছেলেটি কে কোথায় ও দেখে থাকেন,,
তাহলে প্লিজ নিছের নং যোগাযোগ করার জন্য বিনিতভাবে অনুরুধ রইল এবং নিজে শেয়ার করে অন্য জনকে দেখানোর সুযোগ করে দিয়ে একজন সন্তান হারানো মা বাবার মুখে হাসি ফুটিয়ে তুলুন

মোবাইল নং=+880 1894-158856
+880 1831-518766

ছবি যখন কথা বলে..... প্রচারে হোক প্রসার।  #শেয়ার_করুন
15/06/2024

ছবি যখন কথা বলে.....
প্রচারে হোক প্রসার।
#শেয়ার_করুন

15/06/2024

🔴লাইভ: আনোয়ারা বটতলী পূর্ব বরৈয়া
আন্নর আলী সিকদার গরুর হাট। (নয়া হাট)

15/06/2024

৬ মণ ওজনের গরু ৩৯ হাজার টাকা।
ভারত থেকে চুরাই পথে আসতে পারে গরু...

14/06/2024

আনোয়ারা বটতলী ঐতিহাসিক রুস্তম হাটে
চলছে জমজমাট গরু-ছাগল-মহিষের বাজার।
ভিডিও: UI Islam Raj

13/06/2024

আনোয়ারায় জমে উঠেছে পশুর হাট,,,
মিন্নাত আলী দোভাষী হাট,,,

সকালে মা হওয়ার আনন্দ নিয়ে ফেসবুকে খুশির স্ট্যাটাস, রাতেই না ফেরার দেশে চট্টগ্রামের মাহাবুবা 🥺🥹😢সকালে পুত্র সন্তানের মা হ...
12/06/2024

সকালে মা হওয়ার আনন্দ নিয়ে ফেসবুকে
খুশির স্ট্যাটাস, রাতেই না ফেরার দেশে
চট্টগ্রামের মাহাবুবা 🥺🥹😢

সকালে পুত্র সন্তানের মা হয়ে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছিলেন মাহবুবা নাজমিন। স্ট্যাটাসে উচ্ছ্বাস জানিয়ে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের মা হলাম।’ পরিবারে নতুন মুখের আগমনে সবার মধ্যেই ছিল খুশির আমেজ। নাজমিনের স্বামী মো. রিমন দুবাই প্রবাসী। সেখানে বসে তিনিও সন্তান জন্মের আনন্দে শামিল হয়েছিলেন। ফেসবুকে দোয়া কামনা করে স্ট্যাটাসও দিয়েছিলেন। কিন্তু এই আনন্দ স্থায়ী হলো না। রাতে শারীরিক অবস্থার অবনতি হয় নাজমিনের। একপর্যায়ে হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ফেরিঘাট এলাকায় নাজমিনের শ্বশুরবাড়ি। সেখানেই গত সোমবার রাতে নাজমিনের প্রসব ব্যথা উঠলে স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। গতকাল মঙ্গলবার সকালে সিজারিয়ার অস্ত্রোপচারের মাধ্যমে নাজমিনের পুত্র সন্তানের জন্ম হয়। এরপর তিনি সুস্থ ছিলেন বলে জানান স্বজনেরা। তবে বিকেলের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাতে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

নাজমিনের স্বজনদের দাবি, প্রসবজনিত জটিলতা থেকেই তাঁর মৃত্যু হয়েছে। এমন কিছু ঘটবে তাঁরা কল্পনাও করেননি। তাই এই মৃত্যু মানতেও পারছেন না কেউ।

চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়ন পরিষদের সদস্য মো. হারুন বলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নে নাজমিনদের বাড়ি। একই ইউনিয়নের মো. রিমনের সঙ্গে মাত্র দেড় বছর আগে তাঁর বিয়ে হয়। তিন মাস আগে চাকরি নিয়ে দুবাই চলে যান রিমন। ছেলের জন্মে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন। সেখান থেকেই ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। রিমন লিখেছিলেন, ‘আল্লাহ তায়লার দরবারে লাখো কোটি শুকরিয়া, আমাকে রাজপুত্র দান করেছেন। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। সকলের কাছে দোয়া প্রার্থী।’ কিন্তু রিমনের এই আনন্দ স্থায়ী হয়নি। স্ত্রীকে দাফন করতে দেশে আসবেন তিনি। দেখবেন তার শিশুপুত্রকেও। তবে সেই দেখায় আর আনন্দ থাকবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় অনেকেই শোক প্রকাশ করেছেন। এফ আই বাবু নামে একজন লিখেছেন, ‘মা এমনিই হয়। সকালে ছেলেকে দুনিয়ার আলো দেখিয়েছে। রাতে মা শেষ নিশ্বাস ত্যাগ করল।’
সূত্র - প্রথম আলো

12/06/2024

আনোয়ারা রায়পুর ঐতিহাসিক দোভাষীর হাটে
চলছে জমজমাট গরু-ছাগল-মহিষের বাজার।

বঙ্গোপসাগরের কুল ঘেঁষে চরের বুকে প্রাকৃতিক পরিবেশে
ক্রেতা বিক্রেতার আগমন চোখে পড়ার মত।

ভিডিও: Md Asif Abrar

12/06/2024

বিক্রেতার মেজাজ যখন একশ একশ 😁😁

ব্রেকিং নিউজ ☞ বারশত ইউনিয়নের পারকি বাজারের পাশে অজ্ঞাতনামা একজন লোকের লাশ পাওয়া গেছেচট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডোবায় ...
12/06/2024

ব্রেকিং নিউজ ☞ বারশত ইউনিয়নের পারকি বাজারের পাশে অজ্ঞাতনামা একজন লোকের লাশ পাওয়া গেছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডোবায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করতে যাচ্ছে থানা পুলিশ। বুধবার (১২ জুন) সকালে উপজেলার বারশত ইউনিয়নের পারকি দুধকুমড়া বটতল যাত্রী ছাউনির পাশে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।

পারকি ইউনিয়ন পরিষদের দফাদার আব্দুল মজিদ জানান, সকালে স্থানীয় লোকজন কেইপিজেডে কাজের যাওয়ার সময় মরদেহটি দেখতে পায়। ভয়ে কেউ মরদেহের পাশে যায়নি। মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। পুলিশকে খবর দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, পারকি দুধকুমড়া এলাকায় একটি মরদেহ পাওয়ার খবর পেয়েছি। উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

আনোয়ারায় এক খামারের কর্মচারীর নদী থেকে লা*শ উদ্ধার করছে পুলিশ। আনোয়ারায় নদীর ধারে পড়েছিল নুর বশর (৫০) নামের এক রাখালের ল...
10/06/2024

আনোয়ারায় এক খামারের কর্মচারীর নদী থেকে লা*শ উদ্ধার করছে পুলিশ।

আনোয়ারায় নদীর ধারে পড়েছিল নুর বশর (৫০) নামের এক রাখালের লাশ। এ ঘটনায় হত্যা সন্দেহে মো. ইসমাইল নামের নুর বশরের এক সহকর্মীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। সোমবার (১০ জুন) সকাল সাড়ে ১২টার দিকে শঙ্খ নদী থেকে গলায় রশি লাগানো লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত নুর বশর কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ইন্নে আমিনের ছেলে। পরে ঘটনায় অভিযুক্ত সহকর্মী মো. ইসমাইল (৪৫) কে আটক করেছে পুলিশ। সে নোয়াখালীর হাতিয়া উপজেলার বড়দিল ইউনিয়নের আনার উল্লাহ’র ছেলে।

10/06/2024

আনোয়ারায় বাল্য বিবাহ পঙ্গু করল ইউএনও,,

10/06/2024

আনোয়ারায় পশুর হাটে পশু শূন্য,,,
জমে উঠেনি বাজার,,,

জেনে নিন  আনোয়ারার কোরবানী বাজারের আপডেট,,,পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে শুরু হয়েগেছে পশুর বাজারের ব্যস্ততা।আনোয়ারায় উল্লেখ...
10/06/2024

জেনে নিন আনোয়ারার কোরবানী বাজারের আপডেট,,,

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে শুরু হয়েগেছে পশুর বাজারের ব্যস্ততা।
আনোয়ারায় উল্লেখযোগ্য কয়েকটি পশুর হাট,কোন হাটের নাম বাদ পড়লে কমেন্টে জানান।

কুরবানী বাজারে পশুর হাট সমুহ,,,

রবিবার /বৃহস্পতিবার
মিন্নত আলী দোবাষী বাজার ,ওয়াহেদ আলী চৌধুরী বাজার,ফাজিল খাঁ হাট,মালঘর বাজার

সোমবার/শুক্রবার
সরকার হাট
বটতলী রুস্তম হাট
পালেরহাট

শনিবার /মঙ্গলবার
চাতরী চৌমুহনি ও
কলেজ বাজার

রবিবার/বুধবার
ফকিরনীর হাট,

শনিবার/বুধবার
গহিরা দোভাষী হাট

☞ হারানো বিজ্ঞপ্তি: খুঁজে পেতে শেয়ার করুনগতকাল দুপুরে শশুর বাড়ি থেকে নিখোঁজ হয়েছেএখনো পর্যন্ত সন্ধান মিলেনি..নাম: আয়শা আ...
08/06/2024

☞ হারানো বিজ্ঞপ্তি: খুঁজে পেতে শেয়ার করুন
গতকাল দুপুরে শশুর বাড়ি থেকে নিখোঁজ হয়েছে
এখনো পর্যন্ত সন্ধান মিলেনি..

নাম: আয়শা আক্তার পপি
স্বামীর নাম: আবদুল হাকিম খান ছোটন
শশুরের নাম : আবদুল মোতালেব
গ্রাম: গুবাদিয়া
বাড়ি:লন্ডনী বাবুর বর বাড়ি

কেউ এই মেয়েটিকে কেউ দেখে থাকলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন.. 01620432612

পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন.. 🙏🙏

07/06/2024

আনোয়ারায় বাজেটের স্বাগত সমাবেশকে কেন্দ্র করে বন্দর সেন্টার চত্ত্বরে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খাঁন গ্রুপের সাথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জ্বামান চৌধুরী জাবেদ গ্রুপের সং*ঘ*র্ষ।
আ*হ*ত উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মান্নান চৌধুরীসহ অনেকে।

আনোয়ারা সেন্টারে জাবেদ গ্রুপ ও ওয়াসিকা গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষে জাবেদ গ্রুপের আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম  ...
07/06/2024

আনোয়ারা সেন্টারে জাবেদ গ্রুপ ও ওয়াসিকা গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষে জাবেদ গ্রুপের আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী আহত,,,,

আনোয়ারার সেন্টার এলাকায় জাবেদ-ওয়াসিকা গ্রুপের সমর্থকেরা মুখামুখি, মাঝখানে পুলিশের বেঁড়িকেট
07/06/2024

আনোয়ারার সেন্টার এলাকায় জাবেদ-ওয়াসিকা গ্রুপের সমর্থকেরা মুখামুখি, মাঝখানে পুলিশের বেঁড়িকেট

চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনে জানালার পাশে বসা নিয়ে ২ যাত্রীর মা/রামা/রিতে প্রা/ণ গেল ১জনের 🥺
06/06/2024

চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনে জানালার পাশে বসা
নিয়ে ২ যাত্রীর মা/রামা/রিতে প্রা/ণ গেল ১জনের 🥺

প্রথম আনোয়ারা  অনলাইন মতামত জরিপ!দীর্ঘদিন আনোয়ারা-বাসী এই প্রধান সমস্যা গুলোর ভোগান্তি থেকে রেহায় পাচ্ছে না।এইবার আনোয়া...
30/05/2024

প্রথম আনোয়ারা অনলাইন মতামত জরিপ!
দীর্ঘদিন আনোয়ারা-বাসী এই প্রধান সমস্যা
গুলোর ভোগান্তি থেকে রেহায় পাচ্ছে না।

এইবার আনোয়ারা-বাসী আস্থা রেখেছে নতুন নের্তৃত্বের
উপর, এখন শুধু সময়ের অপেক্ষা নতুনত্ব আনোয়ারা-বাসীর দু:খ কতটুকু লাঘব করতে পারবে সেটা দেখার ।

আনোয়ারার এই সমস্যা গুলোর মধ্যে কোনটির উন্নয়ন প্রথমে আশা করেন?
এই ব্যাপারে আপনার মতামত কি...?
কমেন্ট করে জানান এবং শেয়ার করে সমস্যা গুলো উপর মহলের নজরে আসার সুযোগ করে দিন।

আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সরকারিভাবে নির্বাচিত প্রার্থী,,,
29/05/2024

আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সরকারিভাবে নির্বাচিত প্রার্থী,,,

সরকারিভাবে ঘোষিত ফলাফল,,,,আনোয়ারা উপজেলা চেয়ারম্যান!!
29/05/2024

সরকারিভাবে ঘোষিত ফলাফল,,,,
আনোয়ারা উপজেলা চেয়ারম্যান!!

অভিনন্দন,,,,, আনোয়ারা উপজেলা নব নির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক (আনারস)ভাইস চেয়ারম্যান -এম এ মান্নান (মান্না)মহিল...
29/05/2024

অভিনন্দন,,,,,
আনোয়ারা উপজেলা নব নির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক (আনারস)
ভাইস চেয়ারম্যান -এম এ মান্নান (মান্না)
মহিলা ভাইস চেয়ারম্যান -এড.চুমকি চৌধুরী(হাঁস)

29/05/2024

আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন
৭৪ কেন্দ্রের (সব কেন্দ্র) সবার ফলাফল:

চেয়ারম্যান পদপ্রার্থী:

আনারস: ৫৮৮৩০
দোয়াত-কলম: ৩৬৮০৭
মোটর সাইকেল: ৩৩০

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী:
চশমা: ৩১১৫৭
টিয়াপাখি : ৩০৩৩৭
তালা: ১৯৯৭১
মাইক: ২৩৪৮
টিউবওয়েল: ৬৬১৮
বই: ৩৫৫৪

মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী:
হাঁস: ৪৫৯৪০
কলস : ২৫০৮২
ফুটবল: ২৩৪৮০

29/05/2024

আনোয়ারায় ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে এম.এ মান্নান (মান্না)-চশমা বিজয়ী"

29/05/2024

আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন প্রাথমিক ভাবে বেসরকারি ফলাফল
মোট কেন্দ্র ৭৪
আনারস-৫৯৫২৭
দোয়াত কলম-৩৭০৯২

29/05/2024

আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন
৬০ কেন্দ্রের সবার ফলাফল:

#চেয়ারম্যান পদপ্রার্থী:

আনারস: ৪৫৩১৫
দোয়াত-কলম: ২৯২৬৫
মোটর সাইকেল: ২৮০

#ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী:
চশমা: ২৩৮১৯
টিয়াপাখি : ২২৬০৫
তালা: ১৬৭৪০
মাইক: ১৮৪০
টিউবওয়েল: ৫৪৩৭
বই: ২৯৩৮

#মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী:
হাঁস: ৩৩৪৪২
কলস : ২০২০৬
ফুটবল: ১৮৩১০

সংগ্রহীত

Address

Anowara
Anowara

Alerts

Be the first to know and let us send you an email when প্রথম আনোয়ারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রথম আনোয়ারা:

Videos

Share

Category

Nearby media companies