Status 2.0

Status 2.0 Welcome to STATUS.One of the finest destination for entertainment on Facebook& YouTube.

17/12/2024
16/12/2024

Status 2.0

😩আমার কোনো গার্লফ্রেন্ড নাই
08/12/2024

😩আমার কোনো গার্লফ্রেন্ড নাই

এতিম খানায় দিয়ে দে।
08/12/2024

এতিম খানায় দিয়ে দে।

05/11/2024
23/06/2024

01/02/2024

🥰🥰🥰

একদিন এক “রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞেস করলেন-: আমি মৎস শিকারে যেতে চাই , আজকের আবহাওয়া কেমন থাকবে বল...
17/05/2023

একদিন এক “রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞেস করলেন-

: আমি মৎস শিকারে যেতে চাই , আজকের আবহাওয়া কেমন থাকবে বলে জানা গেছে ?

সে বল্লো -
: আজকে অতীব সুন্দর, রৌদ্রোজ্জ্বল এবং চমৎকার আবহাওয়া থাকবে জাহাপনা ! আপনি নিঃশংক চিত্তে যেতে পারেন ।

রাজা বের হলেন । রাজা যখন সাগর পাড়ে গেলেন , সাগর পাড়ে এক জেলে ছাগল চড়াচ্ছিলো , সে বললো-

: মহারাজ আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন ? একটু পরেই তাে ঝুম বৃষ্টি হবে !

রাজা রেগে বল্লেন -
: বেটা জেলের বাচ্চা ! তুই কি জানিস আবহাওয়ার খবর ? আর আমাকে কি মূর্খ পেয়েছিস! আমি খবর জেনে তবেই এসেছি ।

রাজা সাগরে গেলেন , কিছুক্ষণ পর শুরু হলাে ঝুম বৃষ্টি ! রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন, তারপর ঐ জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন ! জেলে তো পড়লাে মহা বিপদে! সে তাে আবহাওয়ার কিছুই জানে না! রাজ দরবারে গিয়ে জেলে কেঁদে বল্লো-

: মহারাজ আমাকে যেতে দিন! আমি আসলে আবহাওয়ার কিছুই জানি না।

রাজা বল্লো -
: তাহলে ঐ দিন আমার আবহাওয়া বিভাগে চেয়েও সঠিক খবর তুই কি করে দিলি !

জেলে উত্তর দিল ,
: মহারাজ সেখানে আমার কোন কৃতিত্ব ছিল না ! সব কৃতিত্ব আমার ছাগলের ! বৃষ্টি আসার আধাঘন্টা আগে থেকে ছাগলটা ঘনঘন মুতে ! এর থেকে আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে !

তারপর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন ! সেই থেকেই বড় বড় পদগুলােতে ছাগল নিয়ােগ দেওয়ার রীতি চালু হয়।”

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যা...
16/05/2023

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।

শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?
ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না- সে আজ এতো মধুর স্বরে ডাকছে কেন?
নিশ্চয়ই কোনো বদ মতলব আছে।
ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না।

শিয়াল এবার ময়ুরীর কাছে গিয়ে বলে- আপুমনি কেমন আছো। দেখতে খুবই মিষ্টি লাগছে।
ময়ুরীও বুঝতে পারে- শিয়ালের মুখে মিষ্টি বচন। নিশ্চয়ই লক্ষণ ভালো না।
সে ও সাড়া দেয় না।

শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে- বাহ! তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে।
এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিলো।
তোমাকে আর কষ্ট করতে হবেনা। রাজার বয়স হয়ে গেছে।
তিনি অবসরে যাবেন। আর তোমাকে রাজা বানাবেন।
চলো আমার সাথে সিংহাসনে চলো।

গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসে।

সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়।
কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে।

শিয়াল গাধার কাছে এসে বলে- এতো বোকা হলে রাজা হবে কিভাবে।
রাজা তোমার মাথায় মুকুট পরাবে। কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে।
তাইতো তোমার কান দুটো তোলে নেয়া হয়েছে।
কিছু বুঝনা অবুঝ প্রাণী- এটাকে গ্রুমিং বলে।
চলো চলো আমার সাথে চলো। দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে।

গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে।
কিন্তু এবারও পালিয়ে বাঁচে।

শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে- আবারও ভুল করলে।
লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে।
তাই তোমার লেজটা খসানো হয়েছে।
অবুঝ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারোনা।
এটা হলো আলট্রা গ্রুমিং। মানে একেবারে ফাইনাল টাচ।
চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো।

গাধা আবারও সিংহাসনে আসে।
এবার আর সে বাঁচতে পারে না।
সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহ খানা মাটিতে পড়ে আছে।
সিংহের দাঁতে মুখে রক্তের দাগ।

শিয়াল সিংহকে বলে - মহারাজ এতো কষ্ট করে আপনি খাবেন।
মাথাটা আমাকে দেন। সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই।
শিয়াল গাধার ব্রেণটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়।
সিংহ বলে- ব্রেণ কোথায়।
শিয়াল বলে- মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে- আপনি কি মনে করেন তার ব্রেণ বলে কিছু আছে।

গাছের ডালের উপর থেকে ময়ুর বলে-
তার ব্রেণ ঠিকই আছে। কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি।


প্যাঁচা তার সন্তানকে বলে -এই ঘটনা থেকে তোমরা কি শিখলে।

শিখলামঃ

হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দূরভিসন্ধি আছে।
এটাও শিখলাম- অন্যের কুমন্ত্রণা শুনতে হয়না।
লোভের ফল কখনো মিষ্টি হয়না।
সাদাসিদা হওয়া ভালো। কিন্তু বোকা হওয়া ভালো না।
সবচেয়ে বড় জিনিসটা শিখলাম তা হলো- প্রতারকদের একবার বিশ্বাস করা যায়। কিন্তু বারবার বিশ্বাস করা যায় না।
অতি বিশ্বাস করে সে ঠকেছে। আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের পরিসমাপ্তি ঘটেছে।

আমি যেদিন মেয়েটিকে প্রপোজ করেছিলাম,মেয়েটি আমাকে বলেছিলো আমার বয়ফ্রেন্ড আছে আমাকে ডিস্টার্ব করবেন না। সেদিন মেয়েটিকে আমার...
15/05/2023

আমি যেদিন মেয়েটিকে প্রপোজ করেছিলাম,মেয়েটি আমাকে বলেছিলো আমার বয়ফ্রেন্ড আছে আমাকে ডিস্টার্ব করবেন না। সেদিন মেয়েটিকে আমার অসম্ভব ভালো লেগেছিলো। এমন স্ট্রেটকার্ট মেয়ে সত্যিই অসাধারণ। এর পরে আমি সেই মেয়েটিকে আর কখনো নক দেয়নি। আমি তাকে দেখতাম, তার পোস্ট দেখতাম এভাবে চলে গেলো কয়েক বছর।

কিছুদিন থেকে খেয়াল করলাম মেয়েটি আর অনলাইনে আসে না। ভাবলাম হয়তো তার বিয়ে সেই কারনে ব্যস্ত আছে। হঠাৎ দেখলাম মেয়েটি খুব গুছিয়ে একটা স্যাড পোস্ট দিয়েছে। আমি পুরাটা পড়ে একটা স্যাড রিএক্ট দিলাম। এত স্যাড পোস্ট দেখে বুঝে ছিলাম তার ব্রেকাপ হয়েছে। এর পর থেকে দেখতাম মাঝে মধ্যেই মেয়েটি পোস্ট করতো কিন্তু তাকে অনলাইনে দেখতাম না। তখন বুঝলাম তিনি চ্যাট অফ করে রেখেছেন।

তার পোস্ট দেখে আমিও স্যাড রিএক্ট দিতাম। হঠাৎ একদিন দেখি সেই মেয়েটি আমাকে নক দিয়েছেন..…..

কেমন আছেন?
জি ভালো আছি! আপনি কেমন আছেন?
হয়তো ভালো আছি হয়তো ভালো নেই।
কি হয়েছে বলবেন কি?
এসব বাদ দিন। আচ্ছা আপনি আর আমাকে মেসেজ দেন না কেনো?
আপনিই তো বারন করেছিলেন আপনকে আর মেসেজ না করতে। তাই মন চাইলেও আর মেসেজ দেইনি।
বা আপনি দেখছি খুব বাধ্য ছেলে।
বাধ্য ছেলে কিনা জানি না বাট নিজেকে সস্তা ভাবে প্রেজেন্ট করতে চাই না।

এভাবেই শুরু হলো আমাদের কথা বলা। খুব ভালো একটা সময় কাটছিলো আমাদের। যদিও আমার দিক থেকে ভালোবাসা থেকেই গিয়েছিলো কিন্তু পরে আর কোন দিন প্রকাশ করিনি।
হঠাৎ মেয়েটি বায়না ধরলো তার সাথে দেখা করতে হবে আমি, তার পছন্দের এক তোড়া গোলাপ নিয়ে তার সাথে দেখা করতে গেলাম। মেয়েটি একটা সময় বললো ভালোবাসো আমাকে? আমি বললাম হ্যাঁ বাসি।

এভাবে পার করলাম লম্বা একটা সময়।হটাৎ ইদানীং খেয়াল করলাম তার সাথে আগের মতো কথা হয় না।
সে আমার ম্যাসেজগুলো এড়িয়ে চলছিলো, ভেবেছিলাম সে ব্যস্ত আছে তাই আমিও খুব একটা মেসেজ করতাম না। বেশ কিছুদিন পরে মেয়েটি ফোন করে আমাকে খুব করে সরি বলছে! আমি তার কাছে জানতে চাইলাম এমন পাগলামির কি আছে? কি হয়েছে?
তখন সে আমাকে বললো আমার প্রাক্তন আমার জীবনে ফিরে এসেছে,সে আমাকে বিয়ে করতে চাই আর আমিও এই বিয়েতে রাজী।

আমি হেসে উত্তর দিলাম ভালোবাসা কখনো প্রাক্তন হয় না,তোমাদের আগামী চলার পথ সুন্দর ও সুখময় হোক।
শুভকামনা তোমাদের জন্য চিরন্তন...❤️❤️❤️❤️❤️
ফলো দিয়ে পাশে থাকবেন

১.কেউ যন্ত্রণা দিচ্ছে ? 👤চুপ হয়ে যান। ২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি ? 👤চুপ হয়ে যান। ৩.কোন মানুষ অনেক অপমান করছ...
13/05/2023

১.কেউ যন্ত্রণা দিচ্ছে ?
👤চুপ হয়ে যান।
২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি ?
👤চুপ হয়ে যান।
৩.কোন মানুষ অনেক অপমান করছে?
👤চুপ হয়ে যান।
৪.কেউ ঠকিয়ে গেছে ?
👤চুপ হয়ে যান।
৪.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে ?
👤চুপ হয়ে যান।
৫.কেউ বিশ্বাস ঘাতোকতা করছে ?
👤চুপ হয়ে যান।
👀এমন নিরব হয়ে যান সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে । মৃত হয়ে যান তাদের কাছে।
প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না । শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না । এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস ।
আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি।
কিন্তু আপনি জানেন কি ?
যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি , আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না ।
তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে দুনিয়ার সমস্ত মূল্যবান সময় দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না ।
👀তাই নিজের স্বার্থে বাঁচুন
নিজেকে ভালোবাসুন,,
আপনার একজন "সৃষ্টিকর্তা " আছেন.!
সকল দুঃখ, কষ্ট, চাওয়া,পাওয়া'র কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।

ফলো দিয়ে পাশে থাকুন,,,

ব্রেকিং নিউজ:ঘূর্ণিঝড় মোখার কারণে  চট্টগ্রাম সহ ৫বোর্ডের এসএসসি ও সমমানের পরিক্ষা স্থগিত! আগামী ১৪ মে, রোজ রবিবার এসএসসি...
13/05/2023

ব্রেকিং নিউজ:

ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম সহ ৫বোর্ডের এসএসসি ও সমমানের পরিক্ষা স্থগিত!

আগামী ১৪ মে, রোজ রবিবার এসএসসি ২০২৩ এর ৫টি বোর্ডের পরিক্ষা স্থগিত করা হয়েছে।পরবর্তীতে এই পরিক্ষার সময়সূচী জানিয়ে দেওয়া হবে।
ঘূর্ণিঝড় মোখার কারণে আগামী রোববার অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

একটি দৈত্যাকার জাহাজের ইঞ্জিন হঠাৎ নষ্ট হয়ে যায় এবং কেউ এটি মেরামত করতে পারেনি, তাই  ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতার  একজন মে...
13/05/2023

একটি দৈত্যাকার জাহাজের ইঞ্জিন হঠাৎ নষ্ট হয়ে যায় এবং কেউ এটি মেরামত করতে পারেনি, তাই ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতার একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করেছিল।

তিনি উপর থেকে নিচ পর্যন্ত খুব সাবধানে ইঞ্জিনটি পরিদর্শন করলেন। সব কিছু দেখার পর প্রকৌশলী তার ব্যাগ খুলে একটি ছোট হাতুড়ি বের করলেন।

সে মৃদুভাবে হাতুড়ি দিয়ে আঘাত করলেন। শীঘ্রই, ইঞ্জিনটি আবার প্রাণবন্ত হয়ে উঠল। ইঞ্জিনিয়ার বললেন ইঞ্জিন ঠিক করা হয়েছে!

এক সপ্তাহ পরে প্রকৌশলী জাহাজ মালিককে উল্লেখ করেন যে বিশাল জাহাজটি মেরামত করতে মোট খরচ হয়েছে ২০০০০ ডলার

"কি?!" মালিক উত্তর করলেন। তিনি আরো বললেন
"আপনি প্রায় কিছুই করেননি।

একটি হাতুড়ি দিয়ে মৃদু আঘাত করেছেন তার জন্য ২ ডলার ই যথেষ্ট।

ইঞ্জিনিয়ার সাহেব হেসে উত্তর দিলেন কোথায় নক করতে হবে এবং কি পরিমাণ নক করতে হবে তা জানার দাম ১৯৯৯৮ ডলার।

আমি যদি ৩০ মিনিটের মধ্যে একটি কাজ করি তবে এটি ৩০ মিনিটে কীভাবে করতে হয় তা শিখতে আমি ৩০ বছর কাটিয়েছি।

একজনের দক্ষতা এবং অভিজ্ঞতার প্রশংসা করার গুরুত্বপূর্ন কারণ এগুলি সংগ্রাম, পরীক্ষা এবং চোখের জলের ফলাফল।

নিত্যনতুন গল্প পেতে আমাদের পেইজে ফলো দিয়ে রাখুন...!

মাজেদ ক্লাস থ্রীর প্রথম সাময়ীক পরীক্ষার সময় 'কুমির' রচনা শিখেছে। সমস্যা হল এর পর যে পরীক্ষাই আসুক সে ঘুরিয়ে ফিরিয়ে স...
11/05/2023

মাজেদ ক্লাস থ্রীর প্রথম সাময়ীক
পরীক্ষার সময় 'কুমির'
রচনা শিখেছে।
সমস্যা হল এর পর যে পরীক্ষাই আসুক
সে ঘুরিয়ে ফিরিয়ে সেই কুমিরের
রচনাই লেখে।
যেমন একবার
রচনা এলো "বাবা মায়ের
প্রতি সন্তানের কর্তব্য"।
তো সে লিখলো-
বাবা মা আমাদের জন্ম দেয়।
তারা আমাদের লালন পালন করে।
কুমিররাও তাই করে।
জেনে রাখা ভালো যে, কুমির
একটি সরিসৃপ প্রানী।
এটি জলে বসবাস করে। এর চোখ
গোল গোল। কুমিরের পিঠ খাজ
কাটা, খাজ কাটা, খাজ কাটা,
খাজ কাটা...দশ পৃষ্ঠা শেষ।

এরপরের পরীক্ষায় রচনা এলো আমার
প্রিয় শিক্ষক। সে লিখল- আমার
প্রিয় শিক্ষক এর নাম এয়ার মোহাম্মদ হুজুর।
তার চোখ গুলো গোলগোল।
কুমিরেরও চোখ গোল গোল।
জেনে রাখা ভালো যে কুমির
একটি সরিসৃপ প্রানী।
এটি জলে বসবাস করে। কুমিরের
পিঠ খাজ কাটা, খাজ কাটা, খাজ
কাটা, খাজ কাটা...দশ পৃষ্ঠা শেষ।

শিক্ষক দেখলেন এতো ভারী বিপদ।
শেষে তিনি অনেক
ভেবে চিন্তে রচনার বিষয় ঠিক
করলেন পলাশীর যুদ্ধ। লেখ ব্যাটা,
এই বার দেখি কি করে তুই কুমিরের
রচনা লিখিস।
তো মাজেদ লিখলো- ১৭৫৭
সালে পলাশীর প্রান্তরে ইংরেজ
এবং বাংলার শেষ স্বাধীন নবাব
সিরাজউদ্দৌলার মধ্যে যুদ্ধ
সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে নবাব
সিরাজউদ্দৌলা তার
সেনাপতি মীরজাফর এর উপর
ভরসা করে খাল কেটে কুমির
এনেছিলেন।
জেনে রাখা ভালো যে, কুমির
একটি সরিসৃপ প্রানী।
এটি জলে বসবাস করে। এর চোখ
গোল গোল। কুমিরের পিঠ খাজ
কাটা, খাজ কাটা, খাজ কাটা,
খাজ কাটা...দশ পৃষ্ঠা শেষ!
😜😜😜😜😜😜😜😜😜

Address

Anowara Chittagong
Anowara
880

Website

Alerts

Be the first to know and let us send you an email when Status 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category