Eidi Moni Daily Life In Qatar

Eidi Moni Daily Life In Qatar Video Creator

27/11/2024
24/11/2024
20/11/2024
19/11/2024

যে ধরনের পুরুষকে বিয়ে করা থেকে বিরত থাকা উচিতঃ
_
১) নিয়ন্ত্রণে রাখতে চাওয়া পুরুষঃ দাম্পত্য জীবনের সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় এক শ্রেণীর পুরুষ। খুব সরল মাটির মানুষ হলেই এই ধরণের ছেলেদের সঙ্গে সংসার করা অসম্ভব। আধুনিক বা প্রগতিশীল নারীদের এদের থেকে দূরে থাকাই শ্রেয়।
_
২) যারা আঁচলে নিচে থাকতেই পছন্দ করে মায়ের আঁচলের তলায় থাকা ছেলেদের মধ্যে পুরুষ সুলভ ব্যক্তিত্ব থাকে না। অনেক সময় মায়ের অন্যায় আচরণ সহ্য করে স্ত্রীর বিরুদ্ধাচরণ করে। এই প্রকার ছেলেদের ক্ষেত্রে আবার উলটোটাও করার প্রবণতা থাকে। বিয়ের পর মা-এর সঙ্গে বিরোধ করে স্ত্রীর প্রতি অতিমাত্রায় দুর্বল হয়ে যায়। এটাও সুস্থ সংসারে কাম্য নয়।
_
৩) বেশি বোঝা পুরুষ আমি সব জানি, আমি সব বুঝি। সব বিষয়ে আমার সমান দক্ষতা। এই মানসিকতার ছেলেরা নিজেদের মতামতকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। অন্যের মতের কোনও গুরুত্বই থাকে না এদের। এই ধরণের ছেলেরা স্বামী হিসেবে সুখকর হয় না।
_
৪) অতিরিক্ত আত্মকেন্দ্রিক পুরুষ অতিরিক্ত আত্মকেন্দ্রিক ছেলেরা স্বামী হিসেবে খুব খারাপ হয়। তাদের মধ্যে সব সময় নিজেকে সকলের কাছে জাহির করার প্রবণতা থাকে। যার ফলে স্বামী হিসেবে নিজের গুণাগুণ সর্বত্র ফলাও করে প্রচার করতে থাকে। যা একসময় প্রবল বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
_
৫) খারাপ স্বভাবের পুরুষ শেষের কারণটা খুব গুরুত্বপূর্ণ। বহুল প্রচলিত একটা কথা রয়েছে যে খারাপ ছেলেদের প্রতি মেয়েদের আকর্ষণ বেশি থাকে। কথাটির মধ্যে বিন্দুমাত্র ভুল নেই। নানা গবেষণায় এই প্রবাদটির সত্যতা প্রমাণিত হয়েছে। মেয়েদের ধারণা থাকে যে পরে ছেলেটির পরিবর্তন হবে। নিজগুণে পুরুষ সঙ্গীর মধ্যে বদল আনবেন বলেও মনে করেন অনেক মহিলা। কিন্তু, এই ভাবনা মহিলাদের বিরাট ভুল। যার খেসারত দিতে হয় দাম্পত্য জীবনে। এই প্রকারের ছেলেরা কখনোই ভালো হয় না।
_
৬) যে পুরুষ দাড়ি রাখে না, এবং সুন্নত মোতাবেক চলে না।
_
৭) যে পুরুষ ফোনের পাসওয়ার্ড দিবেনা, ফেসবুকের পাসওয়ার্ড দিবেনা
_
৮.) যেই পুরুষ স্ত্রীকে সময় দেয়না
_
৯) যেই পুরুষের অতীতে একাধিক প্রেম ছিলো
_
১০) যেই পুরুষ নারীর স্বাধীনতা খর্ব করতে চায়
_
১১) যেই পুরুষ মেয়েদের পন্য মনে করে
_
১২) যে পুরুষ মনে করে নারীর কাজ শুরু বাচ্চার জন্ম দেওয়া আর সংসার করা
_
১৩) যে পুরুষ স্ত্রী নয় নিজের পরিবারকে অগ্রাধিকার দেয় বেশি
_
লেখাঃ নাম প্রকাশে অনিচ্ছুক

17/11/2024
17/11/2024

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন???
সবাইকে জানাই শুভ সকাল🥰🥰

13/11/2024

😁😁🤪🤪

13/11/2024

ধিরে ধিরে রিচ কমে যাচ্ছে 😥
কারন.....

12/11/2024

শুভ সকাল কলিজার বন্ধুরা, চলে আসছি আপনাদের খবর নিতে,সবাই কেমন আছেন??

09/11/2024
09/11/2024

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন??আশা করি সবাই ভালো আছেন,,, আর ভালো থাকেন সেটাই দোয়া রইলো,,,আসলে আমার মনে হয় সবাই সব কাজ করতে পারে না আর সব কাজ সবার জন্য ও না,আমার প্রথম মনে হয়েছিলো আমি হয়তো ফেসবুক থেকে ভালো কিছু করতে পারবো,, কিন্তু এখন মনে হচ্ছে এগুলো আমার জন্য না,, এই কাজ গুলো সুন্দর ভাবে চালিয়ে যেতে সব সময় মন মেজাজ ভালো থাকতে হয়,,পাশের মানুষের সাপোর্ট থাকতে হয়,, তাছাড়া এসব কাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না,,তাই আমি সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে বিদায় নেবো,,এই অল্প সময়ে ফেসবুকে অনেকের সাথে পরিচিত হয়েছি,, সবাই সাপোর্ট দিয়ে পাশে থেকেছে,,তাদের সবাইকে অনেক ভালোবাসা দিয়ে গেলাম,,,, সবাই খুব বেশি ভালো থাকবেন।।আমার জন্য দোয়া করবেন,, যে পরিস্থিতিতেই থাকি যেনো ধৈর্য্য ধরে সব সহ্য করে বাকি জিবন টা কাটিয়ে দিতে পারি। আল্লাহ হাফেজ। 💔💔

প্রতিটা মানুষের জিবনে একজন সম্মানিত জীবনসঙ্গী থাকুক,,,🥰যে তার নিজেকেও সম্মানের জায়গায় রাখবে তার সঙ্গীকেও সম্মান দিবে❤️প্...
08/11/2024

প্রতিটা মানুষের জিবনে একজন সম্মানিত জীবনসঙ্গী থাকুক,,,🥰
যে তার নিজেকেও সম্মানের জায়গায় রাখবে তার সঙ্গীকেও সম্মান দিবে❤️
প্রতিটা মানুষের জিবন হোক সুন্দর আর আনন্দের🥰
হিসাব করে দেখেন তো দুনিয়াটা আপনার জন্য কতোদিনের!!!😥

শুভ রাত্রি কলিজার বন্ধুরা🥰🥰আপনাদের ভালোবাসায় ২৭০০ ফলোয়ার ডান আলহামদুলিল্লাহ ❤️❤️🤲🤲
08/11/2024

শুভ রাত্রি কলিজার বন্ধুরা🥰🥰
আপনাদের ভালোবাসায় ২৭০০ ফলোয়ার ডান আলহামদুলিল্লাহ ❤️❤️🤲🤲

08/11/2024

বাবার বাড়ি থেকে কোনো মেয়ে রান্না শিখে শ্বশুর বাড়ী আসে না।সকল স্বামীরা সাবধান তা না হলে......

আসসালামু আলাইকুমসবাইকে পবিত্র জুম্মা মোবারক আল্লাহ সবাইকে হেদায়েত নসীব করুক আমিন 🤲
08/11/2024

আসসালামু আলাইকুম
সবাইকে পবিত্র জুম্মা মোবারক
আল্লাহ সবাইকে হেদায়েত নসীব করুক আমিন 🤲

Address

Amtoli

Alerts

Be the first to know and let us send you an email when Eidi Moni Daily Life In Qatar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category