মুহাম্মাদ'স

মুহাম্মাদ'স দ্বীনের পথে মুসলিম এক হও! ইসলামিক ছবি,, এবং ভিডিও পাওয়া যাবে!!
♥️হিদায়াত♥️

24/06/2024

👑 জান্নাতে সর্ব প্রথম গান শোনাবেন হুরেরা, তাতে কেটে যাবে ৭০ বছর,
জান্নাতি বাতাসে গাছের পাতার সাথে মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি করবে,

আর জান্নাতের হুরদের সাথে সুর মিলাবে সুরের মুর্ছনায় গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে,
আল্লাহ্ তখন জান্নাতবাসীদের কাছে জানতে চাইবেন,,
----"কেমন লাগলো?
----"সকলেই জবাব দিবে, খুব ভালো,
----"আল্লাহ্ বলবেন," এর চেয়েও ভালো শোনো।

জান্নাতবাসী বলবে
"হে আল্লাহ্ এর চেয়ে ভালো কি,
তখন আল্লাহ্ হযরত দাউদ (আঃ) কে ডাক দিয়ে বলবেন,
---- "হে দাউদ এবার তুমি শুনাও"
দাউদ (আঃ) বলবেন,
----"হে আল্লাহ্ আমার কন্ঠ তো দুনিয়াতে ছিল যবুর শরীফে,
আল্লাহ্ বলবেন,
----তোমার কন্ঠ ফিরিয়ে দিলাম কোরআন শরীফ শোনাও।

❤ হযরত দাউদ (আঃ) কোরআনের "সুরা মোজাম্মেল" " শোনাবেন! জান্নাতবাসী মুগ্ধ হয়ে যাবে।
আল্লাহ্ আবার বলবেন,---"কেমন লাগলো?
"জান্নাতিরা বলবে,--- মারহাবা, খুব ভালো লাগলো।
আল্লাহ্ বলবেন, এর চেয়ে ভালো শোনো,
জান্নাত বাসীরা, বলবে "হে আল্লাহ্ এর চেয়ে ভালো কি হতে পারে, আল্লাহ্ পাক রাসুলুল্লাহ্ (সাঃ) কে বলবেন,
----হে আমার প্রিয় হাবিব এবার আপনি ওদের শোনান!

❤ রাসুলুল্লাহ্ (সাঃ) কোরআনের হৃদয় "সুরা ইয়াসিন" তেলাওয়াত করবেন। পুরো জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবে আর ধ্বনি তুলবে,"
আল্লাহু আকবার "
আল্লাহ্ আবারও জানতে চাইবেন, কেমন লাগলো?জান্নাতবাসীরা বলবেন, আল্লাহ্ সবকিছু থেকে এটাই বেশি ভালো লাগলো!

❤ "আল্লাহ্ বলবেন,"এর চেয়েও ভালো আছে, "জান্নাতবাসী অবাক হয়ে বলবে, আল্লাহ্ এর চেয়ে ভালো কিছু আছে,
আল্লাহ্ জবাব দিবেন,
"এর চেয়ে ভালো যা তা হলো তোমাদের রব! আল্লাহ্ বলবেন, "রিজওয়ান (একজন ফেরেস্তা) পর্দা সরিয়ে দাও, আজ আমার বান্দা আমার দীদার করবে, আমাকে দেখবে,
"আল্লাহু আকবার"! পর্দা সরে যাবে ও সবাই আল্লাহর দীদার লাভ করবে। আল্লাহকে দেখার পরে বান্দা অস্থীর হয়ে যাবে তখন ----

জান্নাতের হুর কি,
শরাব কি,
নহর কি,
ফল কি,
সব কিছুকে মূল্যহীন মনে হবে
বান্দা বলবে, "আল্লাহ্ কিছুই চাইনা,
শুধু তোমার দীদার চাই! তোমাকে দেখতে চাই,
"
আল্লাহ্ আমাদের কে জান্নাতে কবুল করুন

আমিন,

27/10/2023

ক্বাজা নামাজের ঘার্তি পূরন করার নিয়ম!!,♥️

27/10/2023

কেউ যদি #কদরের_রাতে আমল করতে চান, এই নিয়মে করতে পারেন...
১। রাত দশটার পর থেকে টিভি বা মোবাইল দেখা থেকে বিরত থাকুন।
২। বেশি গরম লাগলে গোসল করুন ও পরিষ্কার পোষাক পরিধান করুণ।
৩। কোরআন পড়তে পারলে ১২ টার আগ পর্যন্ত কোরআন পড়ুন।
৪। বেশি বেশি নফল আর হাজতের নামাজ পড়ুন।
৫। রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত জিকির করুন। যেমনঃ-
(১) সুবহানাল্লহ, আলহামদুলিল্লাহ, আল্লহু আকবার। (১০০ বার করে)
(২) লা ইলাহা ইল্লাল্লহ (২০০ বার)
(৩) আস্তাগফিরুল্লহ (কমপক্ষে ৫০০ বার, যত বেশি সম্ভব হয়)
(৪)বেশী বেশী দুরুদ পড়া।
(৫) সুবহানাল্লহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)
(৬)"লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)
(৭) দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।(যত পারেন)
(৮)"সুবহানাল্লহি ওয়াবিহামদিহি সুবহানাল্লহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।
(৯) "লা হাওলা ওয়ালা কুওওতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।
(১০) সূরা ইখলাস যত বেশি পড়া যায়।
(১১) স্যায়েদুল ইস্তগফার পাঠ করা।
৬। রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত তাহাজ্জুদ পরুন ৮ রাকাত। রুকু ও সিজদায় বেশি সময় ব্যয় করুন।পারলে সিজদায় দোয়া করা।
৭। তাহাজ্জুদের পর তিন রাকাআত বিতরের নামাজ পরুন।
৮। সেহরি খাওয়ার পূর্বেই হাত তুলুন মালিকের কাছে। আপনার প্রয়োজনের সব কিছু খুলে বলুন..একটু চোখের পানি ফেলে বলুন, "মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি...😭 খালি হাতে ফিরিয়ে দিবেন না.....ইত্যাদি...
৯। সেহরি খান।
১০। ফজরের নামাজ পড়ুন।
উপরের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার কথা শুনে এ আমল করবে, আপনিও তাদের আমলের সমান সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।..." [মুসলিম ২৬৭৪]
রমজানের শেষ দশ দিনের মধ্যে যে কোন দিন শবে কদর হয়ে যেতে পারে। তাই শবে কদরের রাত মিস করতে না চাইলে, বিশেষ করে বিজোড় রাতে এই আমল গুলো করুন।
আল্লাহ্‌ আমাদের আমল করার তৌফিক দিন।আমিন।

⭕ টাইমলাইনে রাখার মত গুরুত্বপূর্ণ পোস্ট 💞💞 ১২ রকম সালাত 💞
27/10/2023

⭕ টাইমলাইনে রাখার মত গুরুত্বপূর্ণ পোস্ট 💞

💞 ১২ রকম সালাত 💞

26/10/2023
11/10/2023

স্বামী স্ত্রী কেউ কাউকে খোটা দিবেন না।

আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও উওম হবে ইন শা আল্লাহ[সূরা আদ-দুহা -৪]আলহামদুলিল্লাহ 🌺🥰
08/10/2023

আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও উওম হবে ইন শা আল্লাহ
[সূরা আদ-দুহা -৪]

আলহামদুলিল্লাহ 🌺🥰

08/10/2023

- The Power Of " সূরা মূলক!'🖤

মনে করুন, আপনি মারা গেছেন!
আপনার জানাজার নামাজ শেষ! আপনাকে কবরে রাখা হলো! আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য! কিন্তু, তাঁরা আসছে না!
অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি!

একটু পরেই–
কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো! আপনি ভাবলেন, এ কেমন কথা! প্রশ্ন - উত্তর কই!? তখন আপনার মনে পড়ল— ' প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই! কবর আজাবেরও কোনো চান্স নাই! অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন- আলহামদুলিল্লাহ! 🤎

( তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে )

সুবহানাল্লাহ
08/10/2023

সুবহানাল্লাহ

06/10/2023

যে ৭ টি আমল কবরে আজাবের ফেরেসতাদের ঢুকতে দিবে না!

04/10/2023

নারীদের ব্যবসা ও কাজ নিয়ে কিছু কথা।

⭕ আসতাগফিরুল্ল-হ্  ইস্তেগফারের ফজিলত:১.গু'নাহ   মা'ফ   হয়ে যায়।২. এর মাধ্যমে বালা-মুসিবত দূর হয়। ৩. রিজিক প্রশস্ত হয়। ৪....
04/10/2023

⭕ আসতাগফিরুল্ল-হ্ ইস্তেগফারের ফজিলত:
১.গু'নাহ মা'ফ হয়ে যায়।
২. এর মাধ্যমে বালা-মুসিবত দূর হয়।
৩. রিজিক প্রশস্ত হয়।
৪. পরিবারে শান্তি আসে।
৫. শরীরে ঈ'মানি শ'ক্তি বৃদ্ধি পায়।
৬. হৃদয় স্বচ্ছ ও নির্মল হয়।
৭. আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়।
৮. চিন্তা-পেরেশানি দূর হয়।
৯.রহমতের বৃষ্টি বর্ষিত হয়।
১০.সুসন্তান লাভ হয়।
১১.নদী-নালা প্রবাহিত হয়
১২.সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয়।
১৩.আ'জাব-গ'জব থেকে রক্ষা পাওয়া যায়।
১৪.মুস্তজাবুদ দাওয়ার গুন অর্জন হয়।(অর্থাৎ, ইস্তেগফার পাঠকারী এমন হয়ে যাবেন,যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তায়ালা তা কবুল করবেন।
১৫.পর'কালে জা'ন্নাত লাভ হয়।

[সূরা হুদঃ৫২,সূরা আনফালঃ৩৩,সূরা নূহঃ১০-১২,সূরা হুদঃ৩]

আল্লাহ আমাদের বেশী বেশী ইস্তেগফার করার তাওফিক দান করুক। (আমিন)

আমিন
04/10/2023

আমিন

04/10/2023

রবিউল আউয়াল এর সেরা গজল 2023
O Prio Rasul Tumake Valobashi
Shayla Binte Bashar

⭕ ঘুমাতে যাওয়ার আগের দু‘আ ও আমলঘুমাতে যাওয়ার আগে রাসূল (ﷺ) বেশ কিছু আমল করতেন। এই সুন্নাহগুলো পালন করার মাধ্যমে আমরা আমা...
03/10/2023

⭕ ঘুমাতে যাওয়ার আগের দু‘আ ও আমল

ঘুমাতে যাওয়ার আগে রাসূল (ﷺ) বেশ কিছু আমল করতেন। এই সুন্নাহগুলো পালন করার মাধ্যমে আমরা আমাদের ঘুমকেও ইবাদতের সমতুল্য করে তুলতে পারি। ঘুমানোর আগের সুন্নাহ এবং কিছু রাতের আমল নিচে তুলে ধরা হলো।

১। ব্যবহার্য থালা-বাসন, হাড়ি-পাতিল ঢেকে রাখা ও বাতি নিভিয়ে দেয়া
২। অযু করা
৩। ঘুমের পূর্বে পড়ার জন্য বিশেষ কয়েকটি দুয়া আছে সেগুলো পড়া (যেমনঃ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া)
৪। সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক্ব ও সূরা নাস পড়া
৫। ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার পড়া
৬। আয়াতুল কুরসী পড়া
৭। সূরা বাক্বারার শেষ দুই আয়াত পড়া
৮। সূরা সাজদাহ ও সূরা মুলক পড়া
৯। ডান কাত হয়ে ঘুমানো

আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো করার তাওফিক দান করুন। আমীন।

⭕ কমপক্ষে ১ বার পড়ুন ইনশাআল্লাহ 👇👇👇১.اَسْتَغْفِرُ اللّٰهَ ~ আস্তাগফিরুল্লাহ্২.اَلْحَمْدُ لِلّٰهِ ~ আলহামদুলিল্লাহ্৩.اَلل...
03/10/2023

⭕ কমপক্ষে ১ বার পড়ুন ইনশাআল্লাহ 👇👇👇

১.اَسْتَغْفِرُ اللّٰهَ ~ আস্তাগফিরুল্লাহ্
২.اَلْحَمْدُ لِلّٰهِ ~ আলহামদুলিল্লাহ্
৩.اَللّٰهُمَّ اغْفِرْلِیْ ~ আল্লাহুম্মাগফিরলী
৪.اَللّٰهُ اَكْبَرُ ~ আল্লহু আকবার
৫.سُبْحٰنَ اللّٰهِ ~ সুবহানাল্লহ্

৬.اَللّٰهُمَّ اَجِرْنِیْ مِنَ النَّارِ ~ আল্লাহুম্মা আজীরনি মিনান নার
৭.لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللٌّهِ الْعَلِيِّ الْعَظِيْمِ ~ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম
৮.سُبْحٰنَ اللّٰهِ وَبِحَمْدِهٖ سُبْحٰنَ اللّٰهِ الْعَظِيْمِ ~ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী সুবহানাল্লাহিল আযীম
৯.اَللّٰهُمَّ صَلِّ عَلٰی سَيِّدِنَا مُحَمَّدٍ ~ আল্লাহুমা সল্লি আলা সায়্যিদিনা মুহাম্মদ (স.)
১০.لَا اِلٰهَ اِلَّا اَنْتَ سُبْحٰنَكَ اِنِّیْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ ~ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যলীমিন

১১.رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِیْ صَغِيْرََا ~ রব্বীর হামহুমা কামা রব্বা ইয়ানী ছগীরা
১২.لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ مُحَمَّدࣨ رَّسُوْلُ اللّٰهِ ~ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.)
১৩.رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ ~ রব্বী হাবলী মিনাছ ছলীহিন

⭕ পড়া শেষে আলহামদুলিল্লাহ্।

03/10/2023

যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট ❤️

💦 বৃষ্টির সময়ে বেশি বেশি দুআ করুন,রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন - "আল্লাহ তাআলা বৃষ্টির সময়ে দুআ কবুল ক...
03/10/2023

💦 বৃষ্টির সময়ে বেশি বেশি দুআ করুন,
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন -
"আল্লাহ তাআলা বৃষ্টির সময়ে দুআ কবুল করেন"
(সুনানে আবু দাউদ ২৫৪০)📖

#আল্লাহ_পাক_সবাইকে_হেদায়াত_দান_করুন_আমিন

03/10/2023

নিশ্চয়ই অভিভাবক এবং সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট!

__সূরা নিসা আয়াত ৪৫
সুবাহান আল্লাহ

03/10/2023

তুমি কি জানো জাহান্নামের আগুন কী?
তা কাউকে জীবিতও রাখবে না, আর মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না। চামড়া ঝলসে দিবে!

[সূরা আল মুদ্দাসসির:২৭-২৯]

আলহামদুলিল্লাহ
03/10/2023

আলহামদুলিল্লাহ

মাশাল্লাহ! প্রথম রোজার চাঁদ🖤আজকের চাঁদ,  ঠিক যেন আরবি হরফ ب এর মতো। 🌙✨সুবহানাল্লাহ 🤲🥰🖤
24/03/2023

মাশাল্লাহ! প্রথম রোজার চাঁদ🖤
আজকের চাঁদ, ঠিক যেন আরবি হরফ ب এর মতো। 🌙✨
সুবহানাল্লাহ 🤲🥰🖤

সকল নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা,, ❤️❤️
08/03/2023

সকল নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা,, ❤️❤️

22/02/2023

প্রিয় গরুর মাংস ,

আশা করি ভালো আছো। পরসমাচার এই যে ,আগে মাঝে মাঝে তোমার সাথে দেখা হতো। কখনো সপ্তাহে একবার ,এরপর পনের দিনে একবার ,এরপর মাসে একবার। কিন্তু এখন অবস্থা এমন আর কোনোদিন দেখা হবে কিনা জানিনা।নাকি খাসির মাংসের মতো তোমাকেও চিরবিদায় দিতে হয় কে জানে।তুমি এখন বিলাসী পণ্য। নিম্নবিত্ত তোমাকে ভুলে গিয়েছে সেই কবে এখন আমরাও বিদায় জানালাম।ভালো থেকো।

ইতি,
মধ্যবিত্ত।

Address

2 No Word, Amtali Municipality
Amtali
8710

Telephone

+8801533785739

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুহাম্মাদ'স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুহাম্মাদ'স:

Videos

Share

Category


Other Video Creators in Amtali

Show All