
19/10/2024
জীবনের একটা আক্ষেপ থেকে যাবে আজীবন! যতদিন এই দেশে ইসলাম থাকবে ; ধর্মপ্রাণ মুসলমান থাকবে। আল্লামা সাঈদীকে ভুলে যাওয়া অসম্ভব! কিন্তু একটা কষ্ট সবার মনে থেকেই যাবে! আমাদের প্রিয় রাহবার 'আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী' জীবনের শেষ তেরটি বছর জীবিত থাকার পরেও আমরা তাকে আমাদের কাছে পাইনি। জালিমের বন্দী শালা থেকে আমরা তাকে বের করে আনতে পারিনি! এই দেশ জালীমের জিঞ্জির ছিঁড়ে আজ স্বাধীন হয়েছে! তবে এই স্বাধীন মুক্ত আকাশে আমরা আমাদের কোরানের পাখিকে আর দেখতে পাবো না! তিনি থাকলে হয়তো আমরা আরেকটু সভ্য হতে পারতাম! মানুষগুলো আরেকটু হেদায়াতের পথে চলতো! এই জাতি আরেকটু লাভবান হতো! যতদিন এই প্রজন্ম বেঁচে থাকবে ; বিগত জালিম সরকার তাদের অন্তরে ঘৃনিত আর জঘন্য হয়েই থাকবে! তারা কোটি জনতার কলিজা ছিড়ে নিয়ে গেছে! কিন্তু অন্তর থেকে বিন্দু পরিমান ভালোবাসাও কেড়ে নিতে পারে নি। আমরা আল্লামা সাইদীকে; এই কোরানের পাখিকে জীবন দিয়ে ভালোবাসি; ভালোবাসবো❤️ ভালোবাসার এই অধিকার কখনোই দিবো না ছেড়ে!❤️ইংশা-আল্লাহ 🤲
#সাঈদী #সাঈদীর