বাংলার দিগন্ত

বাংলার দিগন্ত 🇧🇩কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে। ইংশা আল্লাহ🤲 আমার আমিতে আমাকে খুঁজে বেড়াই......!

জীবনের একটা আক্ষেপ থেকে যাবে আজীবন! যতদিন এই দেশে ইসলাম থাকবে ; ধর্মপ্রাণ মুসলমান থাকবে। আল্লামা সাঈদীকে ভুলে যাওয়া অসম্...
19/10/2024

জীবনের একটা আক্ষেপ থেকে যাবে আজীবন! যতদিন এই দেশে ইসলাম থাকবে ; ধর্মপ্রাণ মুসলমান থাকবে। আল্লামা সাঈদীকে ভুলে যাওয়া অসম্ভব! কিন্তু একটা কষ্ট সবার মনে থেকেই যাবে! আমাদের প্রিয় রাহবার 'আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী' জীবনের শেষ তেরটি বছর জীবিত থাকার পরেও আমরা তাকে আমাদের কাছে পাইনি। জালিমের বন্দী শালা থেকে আমরা তাকে বের করে আনতে পারিনি! এই দেশ জালীমের জিঞ্জির ছিঁড়ে আজ স্বাধীন হয়েছে! তবে এই স্বাধীন মুক্ত আকাশে আমরা আমাদের কোরানের পাখিকে আর দেখতে পাবো না! তিনি থাকলে হয়তো আমরা আরেকটু সভ্য হতে পারতাম! মানুষগুলো আরেকটু হেদায়াতের পথে চলতো! এই জাতি আরেকটু লাভবান হতো! যতদিন এই প্রজন্ম বেঁচে থাকবে ; বিগত জালিম সরকার তাদের অন্তরে ঘৃনিত আর জঘন্য হয়েই থাকবে! তারা কোটি জনতার কলিজা ছিড়ে নিয়ে গেছে! কিন্তু অন্তর থেকে বিন্দু পরিমান ভালোবাসাও কেড়ে নিতে পারে নি। আমরা আল্লামা সাইদীকে; এই কোরানের পাখিকে জীবন দিয়ে ভালোবাসি; ভালোবাসবো❤️ ভালোবাসার এই অধিকার কখনোই দিবো না ছেড়ে!❤️ইংশা-আল্লাহ 🤲

#সাঈদী #সাঈদীর

30/09/2024

কৌতুকঃ বোকা জামাই!



29/09/2024

অপরাধীর উপরও ন্যায় বিচার হলো তাকে আইন দ্ধারা বিচার করা!তোরা কি মগের মুল্লুক? এই দেশ কি যা খুশি তাই করার দেশ?এই দেশ কারোই বাপের না;এই দেশ সবার!

16/08/2024

ছাত্ররা চেয়েছে কোটা সংস্কার
হাসিনা দিয়েছে গোটা সরকার
এরপরেও বলবে হাসিনা খুব খারাপ!
🫱✌️🫲

16/08/2024

দেশে গোড়ার ডিম রেখে তাহারা সোনার ডিম নিয়া ভাগছে!
🥚🥚🥚🥚🥚🥚🥚

15/08/2024

আমি আমার রবের জন্যই আমার মুখমন্ডল ধুলায় রগড়াই! হে আমার 'রব' 'আমি যেন ক্ষমাশীলদের অন্তর্ভুক্ত হতে পারি'।

11/08/2024

চোখের দেখার কিছু দেখা চোখকে শীতল করে দেয়!আজ দেখলাম একজন 'মা' কিভাবে তার সন্তানের জন্য হাসপাতালে ছটপট করছে!এ যেন এক স্বর্গীয় অনুভব,অনুভূত হলো!

10/08/2024

গোপালগঞ্জ স্টেডিয়ামে সেইরাম ব্যাটিং করছে সেনাবাহিনী! তাহারা বলছে 'আব্বা' মাপ করেন,খেলতে আর মাঠে আমু না!

10/08/2024

৫ই মে ২০১৩ ফিরে এলো ৫ আগষ্ট ২০২৪ এ। সেই ৫ তারিখেই লাঞ্চিত আর অপমানিত হলো তারা।সব'ই সময়ের খেলা! প্রকৃতির বিচার!মাজলুমের আর্তনাদ কবু বিফলে যায়না!

স্বপ্ন নাকি দুঃস্বপ্ন তা সবার কাছে প্রশ্ন!?_________________________________আমরা এমন একটি সোনার বাংলাদেশ দেখতে চাই,যেখান...
08/08/2024

স্বপ্ন নাকি দুঃস্বপ্ন তা সবার কাছে প্রশ্ন!?
_________________________________
আমরা এমন একটি সোনার বাংলাদেশ দেখতে চাই,যেখানে কোন ক্ষমতার দাপট কোন দাম্ভিকতা,অহংকার থাকবেনা!যেখানে ভালোবাসা থাকবে ভ্রাতৃত্বের,বন্ধুত্বের আর প্রতিবেশীর প্রতি প্রতিবেশীদের।সেখানে সবাই সবার কাছে থাকবে নিরাপদ! সবাই হবে সবার আস্থার ভাজন। মানুষ হবে মানুষের জন্য! কেউ কারো হুকুমের গোলাম হবেনা! সবুজ শ্যামলে ভরা এই উর্বর জমীন কখনো লাল রঙ ধারন করবে না! ঘৃনা নয় বরং উদারতা দিয়ে ভরে থাকবে সবার মন। ক্ষমা হবে মহৎ গুন! এই স্বপ্নটা কি খুব বেশী দুঃস্বপ্ন! তা সবার কাছে প্রশ্ন? কেননা,ক্ষমতা ক্ষনস্থায়ী আর ভালোবাসা চিরস্থায়ী! আসুন, সত্যিকার সোনার বাংলাদেশ গড়তে; 'দু'হাতে ঠেলে দিয়ে নয় বরং দুই হাত বাড়িয়ে দিয়ে পথ চলি।🇧🇩
🖋️বাংলার দিগন্ত

07/08/2024

ওদের পিতা নাই মা'তা ও আজ তাদের ছেড়ে কাকুর কাছে পালিয়ে গেছে।এখন তারা এতিম!দিশেহারা হয়ে দিকবিদিক ছুটছে!সবাই ডাকে,আয় খোকা আয়! খোকা ভয়ে আসেনা!

আমাদের আত্মার গুন্জন হু হু করে বলেআমরা একআত্মা, এক প্রাণ।শহীদের চেহারার কোন ভিন্নতা নেই।আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উ...
07/08/2024

আমাদের আত্মার গুন্জন হু হু করে বলে
আমরা একআত্মা, এক প্রাণ।
শহীদের চেহারার কোন ভিন্নতা নেই।
আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি।

মনে রেখো এই রকম লাখো আবু সাঈদ আজ বাংলার বুকে জন্মে আছে যারা দুই হাত মেলে ধরলে বিপ্লব হয়ে যায়! বাংলার দিগন্ত

06/08/2024

প্রিয় আবু সাঈদ ভাই,আপনি বুক পেতে জীবন দিয়ে আমাদেরকে আজ স্বাধীনতা এনে দিলেন। যতদিন বাংলাদেশ থাকবে সেই বুকে আপনার নামটি লাল রক্তে লেখা থাকবে❤️

06/08/2024

তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইবো না কেনো! এই জ্বালাও-পোড়াও কখনোই সমর্থন যোগ্য নয়! ক্ষমা হচ্ছে দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম একটি চারিত্রিক বৈশিষ্ট্য।

06/08/2024

আগষ্ট শুধু শোকের মাস নয়! আগষ্ট এখন বিজয়ের ও মাস!
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

06/08/2024

প্রকৃতির বিচার এ রকম ই হয়! আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না!
আলহামদুলিল্লাহ

06/08/2024

সাবধান আগামীর সরকার!
এতে এটাই প্রমানিত হয় যে রাস্তা-ঘাট আর উন্নয়নের তকমা দেখিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়না! ক্ষমতায় থাকতে হলে ন্যায় বিচারও প্রতিষ্ঠা করতে হয়।

আমরা ন্যায়ের পক্ষে অবিরাম☝️
01/08/2024

আমরা ন্যায়ের পক্ষে অবিরাম☝️

Address

Amishapara

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলার দিগন্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলার দিগন্ত:

Videos

Share