Travel & Test With Saif

Travel & Test With Saif সুন্নাহ ভিত্তিক ইসলামিক চাহিদার জন্য চিন্তামুক্ত কেনাকাটার এক দারুন অভিজ্ঞতা ।
(24)

Sunnah Shop Lohagara- সুন্নাহ শপ লোহাগাড়া এর মাধ্যমে আমাদের লক্ষ্য হল আপনার সকল ইসলামিক চাহিদার জন্য চিন্তামুক্ত কেনাকাটার এক দারুন অভিজ্ঞতা ।মানসম্মত ইসলামীক ও হালাল পণ্য-সামগ্রী আপনাদের হাতে স্বল্প সময়ে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।

*** প্রোডাক্ট দেখে বিক্রিত পণ্য ফেরত নিই।

আওরা আইটেম বা বোনদের সামগ্রী বোরকা, আবায়া, জিলবাব, খিমার, ক্বাফতান, নিকাব, হুডি নিকাব, মোজা, স্কার্ট, হিজাব ও আতর এবং

সুগন্ধি মুক্ত বডি ষ্প্রে। । ভাইদের জন্য দাওয়া টি-শার্ট, হুডি, পাঞ্জাবি, জুব্বা, টুপি, আতর ও এলকোহল ফ্রি বডিষ্প্রে। । সকলের জন্য খেঁজুর, তিনফল, জায়তুন, কিসমিস, মধু, জাফরান, বাদাম, মিক্সড ফ্রুট, মিক্সড নাটস, ঘি, কালোজিরা ও কালোজিরা তেল, চিয়াবীজ, চকলেট, সরিষা তেল, জায়নামাজ, মেসওয়াক, চাল, মুড়ি, সেমাই সহ নানান ঔষধি এবং মসলা সামগ্রী। । অথেনটিক কালেকশন গ্রাম পর্যায়ের হতে সংগৃহিত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি করা হয়। । বই ইসলামিক বই ও কালার কোডেট কুরআন এবং তাফসীরের বিশাল আয়োজন। । প্রিন্টিং ও গিফট সামগ্রী মগ, টি-শার্ট, ক্রেস্ট, ক্যাপ, স্টোন, ব্যাংক-রেস্টুরেন্টের কর্পোরেট ও কাস্টমাইজড প্রিন্টিং

04/07/2023

Shah Dorbesia Jame Masjid
Lohagara, Chattogram

27/06/2023
প্রিয় মানুষের সাথে সম্পর্ক দৃঢ় করার অন্যতম একটি উপায় হলো মাঝে মধ্যে প্রিয় মানুষকে হাদিয়া দেওয়া। হাদিয়া আদান-প্রদানের মা...
16/06/2023

প্রিয় মানুষের সাথে সম্পর্ক দৃঢ় করার অন্যতম একটি উপায় হলো মাঝে মধ্যে প্রিয় মানুষকে হাদিয়া দেওয়া। হাদিয়া আদান-প্রদানের মাধ্যেম আমাদের পারস্পরিক মহব্বত-ভালোবাসা বৃদ্ধি পায়।

আপনার প্রিয় মানুষটিকে হাদিয়া দেওয়ার জন্য স্বল্প মূল্যে পছন্দ করতে পারেন কাস্টম ডিজাইনের আমাদের এই মগগুলো। আপনার প্রিয় মানুষের নাম ব্যবহার করে ডিজাইন করিয়ে নিতে পারেন।

- প্রতিটি মগের মূল্য ৪৫০ টাকা
- উন্নত মানের সিরামিক্স মগ
- মগের প্রিন্ট পার্মানেন্ট। কখনোই উঠবে না ইনশাল্লাহ।

অর্ডার করতে ভিজিট করুন
অথবা আমাদের পেইজে মেসেজ করুন।
কিংবা কল করুন 01850705050

আজ বিশ্ব মৌমাছি ও মেট্রলজি দিবস। মধু ও মৌমাছির সাথে মেট্রলজির গভীর একটা সম্পর্ক রয়েছে।
20/05/2023

আজ বিশ্ব মৌমাছি ও মেট্রলজি দিবস।

মধু ও মৌমাছির সাথে মেট্রলজির গভীর একটা সম্পর্ক রয়েছে।

বই পড়ার জন্য এমন পরিবেশ পেলে কার না পড়তে ইচ্ছে করে! মাশাআল্লাহ ❤️
02/05/2023

বই পড়ার জন্য এমন পরিবেশ পেলে কার না পড়তে ইচ্ছে করে!

মাশাআল্লাহ ❤️

03/04/2023

Oud, Luban, attar Burner

02/04/2023

Assalamo Alikum.
এভাবে অনলাইনে প্রমোশন ভিডিও দেখলে হবে না। সরাসরি শপে চলে আসুন

গার্ডিয়ান পাবলিকেশনের নতুন বই চলে এসেছে আপনাদের প্রিয় শপে১. রমাজানের সওগাত২. উশর ও খারাজ৩. নববি স্বাস্থ্যকথন৪. দ্যা থিউর...
24/03/2023

গার্ডিয়ান পাবলিকেশনের নতুন বই চলে এসেছে আপনাদের প্রিয় শপে
১. রমাজানের সওগাত
২. উশর ও খারাজ
৩. নববি স্বাস্থ্যকথন
৪. দ্যা থিউরি অব চেঞ্জ
৫. সূরা ক্বাহাফ
অর্ডার করতে শপে কিংবা অনলাইনে ইনবক্স করুন।

মহিমান্বিত কুরআন : পাওয়া যাচ্ছে ৩টি সংস্করণে১. এক খন্ডে সমাপ্ত[স্ট্যান্ডার্ড সাইজ, হার্ডকভার]নির্ধারিত মূল্য : ৯৯০ টাকাভ...
16/03/2023

মহিমান্বিত কুরআন : পাওয়া যাচ্ছে ৩টি সংস্করণে

১. এক খন্ডে সমাপ্ত
[স্ট্যান্ডার্ড সাইজ, হার্ডকভার]
নির্ধারিত মূল্য : ৯৯০ টাকা

ভিতরের কিছু অংশ দেখুন :
www.seanpublication.com/product/mohimannito-quran-2/

২. ছয় খন্ডে সমাপ্ত
[স্ট্যান্ডার্ড সাইজ, পেপারব্যক বক্সসেট]
নির্ধারিত মূল্য :১১৫০ টাকা

ভিতরের কিছু অংশ দেখুন :
www.seanpublication.com/product/mohimannito-quran-3/

৩. বয়স্ক ভার্সন (দুই খণ্ডে সমাপ্ত)
[কলকাতা ফন্ট, লার্জ সাইজ, পেপারব্যাক বক্সসেট]
নির্ধারিত মূল্য : ১২৯০ টাকা
অফার মূল্য : ১১৫০ টাকা

ভিতরের কিছু অংশ দেখুন :
www.seanpublication.com/product/mquran-elder-edition/

অনলাইনে অর্ডার বা সরাসরি শপে এসে সংগ্রহ করতে পারবেন।
মো: 018 5070 5050

রমাদ্বান কালেকশন
15/03/2023

রমাদ্বান কালেকশন

।| অর্ডার করুন—  'মহিমান্বিত কুরআন' |।• পবিত্র কুরআনে প্রায় ৮০ হাজার শব্দ আছে; মৌলিক শব্দ দুই হাজার। আমাদের এই অনুবাদের ...
15/03/2023

।| অর্ডার করুন— 'মহিমান্বিত কুরআন' |।

• পবিত্র কুরআনে প্রায় ৮০ হাজার শব্দ আছে; মৌলিক শব্দ দুই হাজার। আমাদের এই অনুবাদের সঙ্গে থাকছে দুই হাজার শব্দের আভিধানিক শিট।

• প্রতিটি শব্দ আলাদা করে তার নিচে অর্থ লেখা হয়েছে; পাশেই রয়েছে সাবলীল অনুবাদ। শাব্দিক এবং সাবলীল, দুই অনুবাদে তেমন পার্থক্য নেই। অর্থাৎ সাবলীল অনুবাদেও ভাবানুবাদের চেয়ে শাব্দিক অনুবাদকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেন পাঠকের বুঝতে সহজ হয়।

• শব্দ ভাঙার ক্ষেত্রেও আরবি ইসিম, ফেয়েল, হরফ বিন্যাস সতর্কতার সঙ্গে আলাদা করা হয়েছে এবং বিজ্ঞ আলিমরা দফায় দফায় এর নিরীক্ষণ করেছেন।

• শেষে কুরআনের ব্যাকরণিক ব্যবহার সংযুক্ত করা হয়েছে।

• প্রতিটি পারা প্রচলিত হাফেজি কুরআনের অনুকরণে বামদিক থেকে নতুন পৃষ্ঠায় শুরু করে ডানদিকে শেষ হয়েছে, তাই পারা ও যাবতীয় চিহ্ন বুঝে নিয়ে পড়তে খুবই সহজ ও স্বাচ্ছন্দ্য হবে।

• কুরআনের মূল মুসহাফের অনুকরণে ‘মহিমান্বিত কুরআন—শব্দে শব্দে অর্থ’ ডানদিক থেকে শুরু করে বামদিকে শেষ করা হয়েছে।

• প্রতিটি সুরার নাযিলের ও কুরআনিক বিন্যাসের ক্রমধারা উল্লেখ করা হয়েছে।

• উন্নত কাগজ, ঝকঝকে ছাপা এবং মজবুত বাইন্ডিং করে সুন্দর আকর্ষণীয় ও সহজে বহনযোগ্য করা হয়েছে।

• এক খণ্ডে পুরো কুরআন মাজিদের শাব্দিক ও সাবলীল অনুবাদ।

✅ অথবা বিস্তারিত জানতে কল করুন :
☎️ 01850705050 বা ইনবক্স করুন।

08/03/2023

কালোজিরা তেল ভাঙ্গানোর প্রসেসিং।
আমরা অনেকে কালোজিরার তেলে মর্ম না বুঝলেও যারা বুঝে তাঁরা ঠিকই নিয়ে নেয়।

07/03/2023

ড. মিজানুর রহমান আজহারি'র রিফ্লেকশন ফ্রম সূরা ইউসূফ এখন আপনাদের প্রিয় Sunnah Shop Lohagara- সুন্নাহ শপ লোহাগাড়া-য়।
অনলাইনে অর্ডার বা সরাসরি শপে চলে আসুন।

হালাল বিনোদন
05/03/2023

হালাল বিনোদন

চাঁদা বিহীন মসজিদ পরিচালনায় স্থায়ী ইনকাম সোর্স সৃষ্টির লক্ষ্যে আমাদের  পরিকল্পনায় আপনার সহযোগিতা কামনা করছি। আসসালামু আল...
22/02/2023

চাঁদা বিহীন মসজিদ পরিচালনায় স্থায়ী ইনকাম সোর্স সৃষ্টির লক্ষ্যে আমাদের পরিকল্পনায় আপনার সহযোগিতা কামনা করছি।

আসসালামু আলাইকুম

"প্রজেক্ট : সদকায়ে জারিয়া"
(একটি স্বপ্নের নাম)

এই স্বপ্নটি আমাদের লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদের স্থায়ী ইনকাম সোর্স নিয়ে

আমাদের মসজিদটির স্থায়ী কোন ইনকাম নাই
সামনের লাইব্রেরি থেকে সামান্য কিছু আসে
তা মসজিদের খরচের তুলনায় একেবারেই অপ্রতুল

সম্পূর্ণ খরচ নির্বাহ করতে হয় চাঁদার উপর

বৃহৎ এই মসজিদের খরচ দিনকে দিন বেড়েই চলেছে

এর একটা স্থায়ী সমাধানের স্বপ্ন দেখেছেন অনেকেই
কিন্তু কিছুতেই কিছু হয়ে উঠেনি এ পর্যন্ত

আসুন না আমরা একটা উদ্যৌগ নেই

স্টেশনের ভিতরে ২/৩ টা তৈরী ভবন বিক্রয়ের খবর আছে
যে গুলি হতে বর্তমানে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ভাড়া উঠে প্রতি মাসে

যে ভবনগুলির বাজার মূল্য দেড় কোটি থেকে তিন কোটি টাকার ভিতর

আমরা যদি উদ্যোগ নেই, যে কোন একটা ভবন মসজিদের স্থায়ী ইনকামের জন্য ক্রয়ের চিন্তা করতে পারি

অথবা

জায়গা কিনে ভবন করতে পারি কিংবা সালামী দিয়ে দোকান স্পেস কিনে বাড়াও দেওয়া যেতে পারে

মসজিদ ফান্ডে আমার জানা মতে তেমন কোন টাকা নাই

২ কোটি টাকা সংগ্রহের টার্গেট নিয়ে আমরা কাজ শুরু করতে পারি

২০০ জন দাতা যদি ১ লক্ষ টাকা করে দান করে, তবে দ্রুত আমরা একটা স্থায়ী সমাধানে পৌঁছাতে পারি

৪০০ জন যদি ৫০ হাজার করে দান করে, তা হলেও সম্ভব

১০০০ জন যদি ২০ হাজার করে দান করে, তাহলে একেবারেই সহজ একটা ব্যাপার

২০০০ জন ১০০০০ করে হলে,একেবারেই মামুলি ব্যাপার

এই দানটা জীবনে শুধু একবার করেই কেয়ামত দিবস পর্যন্ত সদকায়ে জারিয়া পেতে পারি আমরা

আসুন না আমার যারা এই স্টেশনের ব্যবসায়ী এবং স্থায়ী বাসিন্দা আছি,আমরা সবাই মিলে একবার ট্রাই করি

আমাদের প্রয়াত মা-বাবা বা নিকট আত্বীয়দের নাজাতের উদ্যশ্যে আমরা এ কাজটাকে সফলতা দিতে চেষ্টা করি

কে কে শরিক হতে চান? কমেন্টে বা ইনবক্সে জানাবেন আশা করি

আল্লাহ আমাদের "প্রজেক্ট সদকায়ে জারিয়া" কে প্রতিষ্টা করার তাওফিক দিন (আমিন)

রমজান মাসে দানের বরকত মাথায় রেখে আসুন আমরা কিছু করি

আপনি যাকে এই প্রজেক্টে শরিক করাতে চান?
তাকে এই ম্যাসেজটি পৌঁছে দেবেন

যাযাক আল্লাহ খাইরান।

Alhamdulillah শীঘ্রই আসছেপ্রি-অর্ডার করতে ইনবক্স করুন
20/02/2023

Alhamdulillah
শীঘ্রই আসছে
প্রি-অর্ডার করতে ইনবক্স করুন

আপনার কপির জন্য আজিই যোগাযোগ করুন।
11/02/2023

আপনার কপির জন্য আজিই যোগাযোগ করুন।

09/02/2023

অর্ডার করতে ইনবক্স করুন

১বই : মুহস্বানাত : পবিত্র নারীদের পাঠশালায় লেখক : আব্দুল্লাহ ইবনে জা'ফর, খন্দকার মারিয়াম হুমায়ুন, বারিয়াহ বিনতে আতিয়ার, ...
28/01/2023


বই : মুহস্বানাত : পবিত্র নারীদের পাঠশালায়
লেখক : আব্দুল্লাহ ইবনে জা'ফর, খন্দকার মারিয়াম হুমায়ুন, বারিয়াহ বিনতে আতিয়ার, শাইখ আব্দুল্লাহ আল মামুন, সায়মা সাজ্জাদ মৌসি
প্রকাশনী : ইনবাত পাবলিকেশন
পৃষ্ঠা : ২৯৬
মুদ্রিত মূল্য : ৩৯৫ টাকা

নারী। যাদের জীবনে অনেক দায়িত্ব। শৈশবকাল থেকেই তার সেই দায়িত্ব শুরু হয়ে যায়। কৈশোরের চৌকাঠে পা দিলেই বাবার বাড়ির সংসার গুছানোর দায়িত্ব চেপে বসে কাঁধে। তারপর বয়স হলে বিয়ে, বিয়ের পর শ্বশুর বাড়ি বা নিজের সংসার। স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের নিয়ে গড়ে ওঠে আরেকটি নতুন জীবন। এরই মাঝে কোল জুড়ে আসে এক চিলতে মায়া। সন্তানকে মানুষ করার ঝোঁক তখন চেপে বসে মাথায়। অনেক দায়িত্ব! আর সেই নারী যদি হয় আল্লাহর মনোনীত দ্বীনের প্রকৃত অনুসারী, তাহলে তো তার দায়িত্ব বেড়ে যায় কয়েকগুণ। সাথে যুক্ত হয় জবাব্দিহিতার ভয়। আল্লাহর সন্তুষ্টি কামনা, স্বামীকে খুশি রাখা, নিজেকে পর পুরুষের দৃষ্টি থেকে হেফাযত করা, সন্তানদের দ্বীনি পরিবেশ দেয়া, চারপাশের মানুষগুলোকে দ্বীনের পথে আহ্বান করা, একবিংশ শতাব্দীর বড় বড় ফিতনাগুলোর বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করে যাওয়া…আরও কত কি!আল্লাহ সুব. তাআলা পবিত্রতা পছন্দ করেন। সেই পবিত্রতা দেহের, সেই পবিত্রতা আত্মার। একজন মুসলিমাহ নিজের দেহ, পোশাক, সৌন্দর্য, চরিত্র, আখলাক সবকিছুই পবিত্র রাখবে, কলুষিত হতে দিবে না। তারাই তো ‘মুহস্বানাত’, তাবৎ দুনিয়ার সবচেয়ে দামী সম্পদ।


বই- মুহসিনীন (উত্তম পুরুষদের পাঠশালায়)
মোট পৃষ্ঠা সংখ্যা- ২৯২
মুদ্রিত মূল্যঃ ৩৯৫ টাকা

পুরুষ, এক যোদ্ধার নাম। শৈশব থেকে তার যুদ্ধ শুরু; সমাজের সাথে, ভ্রান্তির বিপক্ষে। মাঝে মাঝে যুদ্ধ চলে নিজের সাথেও। তবু হিংস্র চেহারার অগোচরে লুকিয়ে থাকে কোমলতা যা খুবই টের পাওয়া যায়। পুরুষ তো আত্মভোলা, নিজেকে সে ভুলে থাকে। নিজেকে ক্ষয় করে গড়ে তোলে পরিবার, সমাজ ও জাতি। পুরুষদের অন্তর গভীর সমুদ্রের মতো। সকল কষ্ট লুকিয়ে থাকে বুকের গহিনে, আঁধারে। মুখ ফুটে বলে না কখনো। জীবনটা বিলিয়ে দিতেই যেন পুরুষের জন্ম।

দ্বীন পুরুষকে সুপুরুষ করে গড়ে তোলে। দ্বীন তাকে শেখায় পবিত্রতা; তা যতটা দেহের ঠিক ততটাই অন্তরেরও। রাগ নিয়ন্ত্রণ, সবর ও নম্রতা, অন্তরের কুপ্রবৃত্তির সাথে আমরণ লড়ে যাওয়া; এসবই উত্তম পুরুষদের জীবনের মূল্যবান সবক। সমাজের পিঠে অশ্লীলতার কশাঘাত; ফলে যিনা-ব্যভিচার এখন সহজ, বিয়ে হয়ে গিয়েছে কঠিন। সাধারণ ঘরের মুসলিম পুরুষদের মাঝে অনেকেই একটা সময় জাহিলিয়াতের ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল। আল্লাহর ইচ্ছায় অনেকেই ইসলামের ছায়াতলে ফিরে আসে। কিন্তু আগের ভুতুড়ে সেসব স্মৃতি প্রতিনিয়ত হাতছানি দেয়। মাঝে মাঝে বীরেরা হেরে যায় অন্তরের সাথে এক ঠান্ডা যুদ্ধে। রাজ্যের বিষাদ গ্রাস করে তাকে। বিয়েই যেন সমাধান। কিন্তু বিয়ের পর যে এক নতুন জীবনের সাথে সাথে শুরুর হয় নতুন অজানা এক দায়িত্ব, সেটাও তো মাথায় রাখা উচিত।
আল্লাহ সুবহানা ওয়া তা'আলা অনুগ্রহশীল, তাই তিনি ভালোবাসেন তাদেরকে যারা অন্যের ওপর এবং নিজের ওপর অনুগ্রহ করে। তারাই তো ‘মুহসিনীন’, বিভ্রাটের দুনিয়ায় উত্তমদের অন্তর্গত।

অর্ডার করুন ইনবক্সে বা সরাসরি শপে চলে আসুন।

Alhamdulillah কালকে ন্যাচারাল মধু সংগ্রহ করতে যাবো। যাদের লাগবে ইনবক্সে জানাবেন।
09/01/2023

Alhamdulillah
কালকে ন্যাচারাল মধু সংগ্রহ করতে যাবো। যাদের লাগবে ইনবক্সে জানাবেন।

সুন্নাহ ভিত্তিক ইসলামিক চাহিদার জন্য চিন্তামুক্ত কেনাকাটার এক দারুন অভিজ্ঞতা ।

এটা মানতেই হবে! আমরা যখন বাজারের শক্ত ও চকচকে গুড় খেয়ে অভ্যাস্ত। তখন হটাৎ ব্যাতিক্রম গুড় দেখলে প্রশ্ন আসতেই পারে স্বাভাব...
03/01/2023

এটা মানতেই হবে!

আমরা যখন বাজারের শক্ত ও চকচকে গুড় খেয়ে অভ্যাস্ত।
তখন হটাৎ ব্যাতিক্রম গুড় দেখলে প্রশ্ন আসতেই পারে স্বাভাবিক। গুড় শক্ত ও ক্লিন হবার জন্য চিনি, হাইড্রজ ও ফিটকারী ব্যবহার হয়।

কিন্তু আপ্নি শুধু রস দিবেন গুড় তৈরিতে তখন
দেখবেন গুড় গলে যাচ্ছে। ইয়ারটাইট করে ফ্রীজে না রাখলে ফাংগাস পড়ছে।

আপনি প্রশ্ন করতে পারেন এর প্রমান কী?
এর প্রমান নিতে হবে আপনাকে একেবারে রুট লেভেলে আসতে হবে। একেবারে প্রত্যান্ত অঞ্চলে আসলে গুড়ের খুটিনাটি সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে তখন।

বিশুদ্ধ পন্য পেতে চাইলে
এগুলা মেনেই আপনাকে নিতে হবে।

ছবি এক কাস্টমার ভাইকে গুড় দিয়েছিলাম যেতে যেতে গলে গেছে।
গুড় নিতে ইনবক্স করুন।

Alhamdulillah, ৩য় জাতীয় মৌমাছি ও মধু সম্মেলন-২২ হতে আমার প্রতিষ্ঠানের জন্য শুভেচ্ছা স্মারক। ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে.
05/12/2022

Alhamdulillah,
৩য় জাতীয় মৌমাছি ও মধু সম্মেলন-২২ হতে আমার প্রতিষ্ঠানের জন্য শুভেচ্ছা স্মারক। ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে.

Alhamdulillah, চলে এসেছে খেঁজুর গুড়।চলে আসুন এবং দ্রুত সংগ্রহ করে নিন।অনলাইনে ইনবক্স বা অফলাইনে অর্ডার করুন।মোঃ ০১৮৫০৭০৫...
30/11/2022

Alhamdulillah,
চলে এসেছে খেঁজুর গুড়।
চলে আসুন এবং দ্রুত সংগ্রহ করে নিন।
অনলাইনে ইনবক্স বা অফলাইনে অর্ডার করুন।
মোঃ ০১৮৫০৭০৫০৫০

28/11/2022

আহ,
আমার খুব ইচ্ছে এ ভিডিওটা সকল অবিবাহিত ভাই-বোনদের শোনাই। খুব খুব ইচ্ছে হয়।
All Credit : support team
অবিবাহিত ভাই-বোন শোনবেন প্লিজ কাজে আসবে। কত সময়তো শর্ট ভিডিও দেখে শেষ করছি।

Assalamoalikum.আপনাদের ভালোবাসায় সিক্ত সুন্নাহ শপ লোহাগাড়া। আপনাদের ভালোবাসায় ১৬০০০+ হাজার ফলোয়ারের বিশাল পরিবার। আপনাদে...
27/11/2022

Assalamoalikum.
আপনাদের ভালোবাসায় সিক্ত সুন্নাহ শপ লোহাগাড়া। আপনাদের ভালোবাসায় ১৬০০০+ হাজার ফলোয়ারের বিশাল পরিবার। আপনাদের ভালোবাসার মূল্য দেয়ার সামর্থ্য আমাদের নেই। তাই আপনাদের ভালোবাসার প্রতি বহিঃপ্রকাশ স্বরূপ আগামী ৩১/১১/২০২২খ্রি: ০১ (এক) দিন আমাদের সকল পণ্যতে ১৬%-৫০% পর্যন্ত ডিসকাউন্ট। আপনারা সবাই আমন্ত্রিত।
মা’আস্সালাম।
আমাদের সকল পণ্যে অনলাইনে বা সরাসরি শপে এসে অর্ডার করতে পারবেন।
বিস্তারিত- 01850-705050 অথবা, ইনবক্স করুন।

26/11/2022

গুড়ের চেয়েও চিনির দাম বেশি
তাই গুড়ের আড়ত গুলোই জমজমাট কম।

আড়তের গুড়ের সাথে রুট লেভেল থেকে যারা গাছিদের থেকে যারা বানিয়ে নেয় তাদের গুড় মেলানো ভুল হবে।
এবং আড়ৎ এর গুড় থেকে সরাসরি গাছির গুড় সব সময় দাম বেশি হয়।

Address

Lohagara, Chittagong
Amirabad
4396

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801850705050

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel & Test With Saif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel & Test With Saif:

Videos

Share

Category

New Design T-shirt

color- forest, navy, turkish blue & XXL, XL Size available


Other Video Creators in Amirabad

Show All

You may also like