Alamdanga Academy

Alamdanga Academy একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান
(2)

27/05/2024
26/05/2024

দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা যশোর বোর্ড অনিবার্য কারণবশত স্থগিত করেছে। তাই আজকের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে না।

06/05/2024

আল ইকরা ক্যাডেট একাডেমির(আলমডাঙ্গা একাডেমি) শিশু শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জানানো যাচ্ছে যে, সরকারি নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ায়, আগামীকাল ৭/৫/২০২৪ তারিখ রোজ মঙ্গলবার হতে যথা নিয়মে সকাল ৭.৩০ থেকে ৯.২০ ঘটিকা পর্যন্ত শিশু শ্রেণির ক্লাস চলবে।

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে একাডেমিতে উদযাপিত হয় আলোচনা সভা। একাডেমির সকল শিক্ষকদের নিয়ে বিভিন্ন শ্রেণির শিক্ষ...
05/10/2023

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে একাডেমিতে উদযাপিত হয় আলোচনা সভা। একাডেমির সকল শিক্ষকদের নিয়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মতবিনিময় সভার মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস সম্পর্কে আলোচনা করা হয়।

15/08/2023

নেমন্তন্ন
অন্নদাশঙ্কর রায়

যাচ্ছ কোথা?
চাংড়িপোতা।
কিসের জন্য?
নেমন্তন্ন।
বিয়ের বুঝি?
না, বাবুজি।
কিসের তবে?
ভজন হবে।
শুধুই ভজন?
প্রসাদ ভোজন।
কেমন প্রসাদ?
যা খেতে সাধ।
কী খেতে চাও?
ছানার পোলাও।

ইচ্ছে কী আর?
সরপুরিয়ার।
আঃ কী আয়েস।
রাবড়ি পায়েস।
এই কেবলি?
ক্ষীর কদলী।
বাঃ কী ফলার!
সবরি কলার।
এবার থামো।
ফজলি আমও।
আমিও যাই?
না, মশাই।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী, জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে আলমডাঙ্গা একাডেমি কর্...
15/08/2023

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী, জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে আলমডাঙ্গা একাডেমি কর্তৃক আয়োজিত শোক র‌্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ এনামুল হক। এছাড়া একাডেমির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বক্তৃতা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় মূল্যায়ন ভিত্তিক পুরস্কার বিতরণ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

07/08/2023

আমরা সবাই রাজা
___রবীন্দ্রনাথ ঠাকুর
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে,
নইলে মোদের রাজার সনে মিলব কী সত্বে।-
আমরা সবাই রাজা।
আমরা যা খুশি তাই করি,
তবু তাঁর খুশিতেই চরি,
আমরা নই বাঁধা নই দাসের ত্রাসের দাসত্বে,
নইলে মোদের রাজার সনে মিলব কি স্বত্বে।-
আমরা সবাই রাজা।
রাজা সবারে দেন মান,
সে মান আপনি ফিরে পান,
মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে,
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে।--
আমরা সবাই রাজা।।
আমরা চলব আপন মতে,
শেষে মিলব তারি পথে।
মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে,
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে।--
আমরা সবাই রাজা।।

05/08/2023

যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে,আল্লাহ তার কোনো ইচ্ছা অপূর্ণ রাখেন না।

লেখা: হযরত আলী (রাঃ)
📷: আফরোজা 🌸

05/08/2023

স্কুল পালাতো রবীন্দ্রনাথ। নজরুল তো বেশি পড়তেই পারলেন নাই। লালন বুঝলোই না স্কুল কি জিনিস। অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
অ্যান্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি। ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”।

স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাঁকে ক্লাসের বেঞ্চে বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট থেকে টাকা তুলে যোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন একসময়।

সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মঙ্গেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল।

সংগৃহীতঃ

04/08/2023

ভোলানাথ লিখেছিল
___রবীন্দ্রনাথ ঠাকুর

ভোলানাথ লিখেছিল
তিন-চারে নব্বই
গণিতের মার্কায়
কাটা গেল সর্বই।
তিন-চারে বারো হয়।
মাস্টার তারে কয়;
‘লিখেছিনু ঢের বেশি’
এই তার গর্বই ।

04/07/2023
আজ আলমডাঙ্গা একাডেমির মূল ভবন চত্তরে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি ও এস.এস.সি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, মেডিকে...
25/04/2023

আজ আলমডাঙ্গা একাডেমির মূল ভবন চত্তরে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি ও এস.এস.সি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ক্যাডেট কলেজের চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।।

মহান স্বাধীনতা দিবস-২০২৩ উপলক্ষ্যে  আলমডাঙ্গা একাডেমি উপজেলা পর্যায়ে ডিসপ্লেতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় একাডেমির...
26/03/2023

মহান স্বাধীনতা দিবস-২০২৩ উপলক্ষ্যে আলমডাঙ্গা একাডেমি উপজেলা পর্যায়ে ডিসপ্লেতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় একাডেমির পক্ষ থেকে অভিনন্দন।

আলহামদুলিল্লাহ, আলমডাঙ্গা একাডেমির শিক্ষার্থী রাসিফ রায়হান ঝিনাইদহ ক্যাডেট কলেজে এবং মারিয়া মেহজাবিন নেহা জয়পুরহাট ক্যাড...
09/03/2023

আলহামদুলিল্লাহ, আলমডাঙ্গা একাডেমির শিক্ষার্থী রাসিফ রায়হান ঝিনাইদহ ক্যাডেট কলেজে এবং মারিয়া মেহজাবিন নেহা জয়পুরহাট ক্যাডেট কলেজে চুড়ান্তভাবে ভর্তি হওয়ার সুযোগ পাওয়াই একাডেমির পক্ষ থেকে অভিনন্দন।

আল-ইকর‌া ক্যাডেট একাডেমি থেকে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অদ্য ইং ২৮-০২-২০২৩ তারি...
28/02/2023

আল-ইকর‌া ক্যাডেট একাডেমি থেকে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অদ্য ইং ২৮-০২-২০২৩ তারিখে প্রাথমিক বৃত্তির ফলাফলে অত্র প্রতিষ্ঠান থেকে ১৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ০৬ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন এর শুকরিয়া আদায় সহ সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো যাচ্ছে। সেই সাথে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে অভিনন্দন ও শুভ কামনা।

আলমডাঙ্গা একাডেমি (আল-ইকরা ক্যাডেট একাডেমি)-র পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে...
21/02/2023

আলমডাঙ্গা একাডেমি (আল-ইকরা ক্যাডেট একাডেমি)-র পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করছেন একাডেমির অধ্যক্ষ জনাব মোঃ এনামুল হক সহ অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগন।

আলমডাঙ্গা একাডেমি থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী মোঃ তারিক হাসান শিমুল জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০ এ বিজ্ঞান যন্ত...
30/01/2023

আলমডাঙ্গা একাডেমি থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী মোঃ তারিক হাসান শিমুল জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০ এ বিজ্ঞান যন্ত্রের উদ্ভাবন বা বিজ্ঞান প্রজেক্ট বিষয়ে "গ" বিভাগে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে। একাডেমির পক্ষ থেকে তারিক হাসান শিমুল এবং সংশ্লিষ্ট শিক্ষকদেরকে অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ।

আজ ২৮-০১-২০২৩ তারিখে একাডেমি চত্ত্বরে উদযাপন হলো ‍"গণিত উৎসব-২০২৩"
28/01/2023

আজ ২৮-০১-২০২৩ তারিখে একাডেমি চত্ত্বরে উদযাপন হলো ‍"গণিত উৎসব-২০২৩"

গতকাল ০৭-০১-২০২৩ তারিখে আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে প্রাইমারী গ্রুপ, জুনিয়র গ্রুপ ও সেকেন্ডারি গ্রুপে অংশগ্রহণ করে ঝিনাইদহ,...
08/01/2023

গতকাল ০৭-০১-২০২৩ তারিখে আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে প্রাইমারী গ্রুপ, জুনিয়র গ্রুপ ও সেকেন্ডারি গ্রুপে অংশগ্রহণ করে ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার মধ্যে আলমডাঙ্গা একাডেমির ০২ জন শিক্ষার্থী প্রাইমারী গ্রুপে "নাবাত রেহান মারফী" ও সেকেন্ডারি গ্রুপে "শাবিবা বিনতে শামিম সাবা" বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় আলমডাঙ্গা একাডেমির পক্ষ থেকে অভিনন্দন।

আলমডাঙ্গা একাডেমির ২০২২ সালের এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফলাফলে ০৪ জন ট্যালেন্টপুলে ও ১৩ জ...
05/01/2023

আলমডাঙ্গা একাডেমির ২০২২ সালের এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফলাফলে ০৪ জন ট্যালেন্টপুলে ও ১৩ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ায় আলমডাঙ্গা একাডেমির পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে অভিনন্দন।

https://www.jessoreboard.gov.bd/uploads/notice/05_20230105142856_147.pdf

ধারাবাহিক সফলতায় আবারও কৃতিত্ত্বের স্বাক্ষর অক্ষুন্ন রেখে ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার ফলাফলে আলমডাঙ্গা একাডেমির ৬৩ জন শ...
28/11/2022

ধারাবাহিক সফলতায় আবারও কৃতিত্ত্বের স্বাক্ষর অক্ষুন্ন রেখে ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার ফলাফলে আলমডাঙ্গা একাডেমির ৬৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫৯ জন শিক্ষার্থী জিপিএ ৫.০০ পেয়েছে। এর মধ্যে ৪১ জন শিক্ষার্থী সকল বিষয়ে A+ অর্জন করেছে। শতভাগ পাস সহ অভাবনীয় ফলাফলের জন্য সকল শিক্ষার্থীকে আলমডাঙ্গা একাডেমির পক্ষ থেকে অভিনন্দন

নতুন প্রসপেক্টাসগুলো দেখলেও ভাল লাগে। প্রেসের রঙের গন্ধ আর নতুন বছরের আগমনী বার্তা, অন্যরকম এক ভালা লাগা কাজ করে।আগামী ১...
10/11/2022

নতুন প্রসপেক্টাসগুলো দেখলেও ভাল লাগে। প্রেসের রঙের গন্ধ আর নতুন বছরের আগমনী বার্তা, অন্যরকম এক ভালা লাগা কাজ করে।
আগামী ১২ই নভেম্বর শিশু শ্রেণিতে ভর্তিইচ্ছু সকলকে একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রসপেক্টাস-২০২৩
02/11/2022

প্রসপেক্টাস-২০২৩

ভর্তি বিজ্ঞপ্তি-২০২৩
02/11/2022

ভর্তি বিজ্ঞপ্তি-২০২৩

Address

Alamdanga
7210

Alerts

Be the first to know and let us send you an email when Alamdanga Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alamdanga Academy:

Videos

Share

Category

Nearby media companies