Md Shamim Reza

Md Shamim Reza Hi ! I am Md Shamim Reza.

১০ হাজার ডেলিগেটের সম্মেলনে বিরিয়ানির পোটলা নিয়ে মারামারি হলো না কেন, চেয়ার সেটিং খেলা হলো না কেন? তার মানে এটি একটি ছাত...
01/01/2025

১০ হাজার ডেলিগেটের সম্মেলনে বিরিয়ানির পোটলা নিয়ে মারামারি হলো না কেন, চেয়ার সেটিং খেলা হলো না কেন? তার মানে এটি একটি ছাত্রশিবিরের পাতানো কাউন্সিল। এ কমিটি মানি না।

-জনৈক দলের সেক্রেটারী।

21/12/2024

ওলি আল্লাহর বাংলাদেশ,
শহীদ গাজীর বাংলাদেশ।
শিল্পি : রোকোনুজ্জামান

জুলাই গণ–অভ্যুত্থানে নি'হ'ত অনেককে ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন করা হয়েছে।  রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় ১...
19/12/2024

জুলাই গণ–অভ্যুত্থানে নি'হ'ত অনেককে ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় ১১৪টি ম'র'দে'হ। এসব ম'র'দে'হ রায়েরবাজারে বেওয়ারিশ হিসেবে দা'ফ'ন করা হয়েছে। কিন্তু কার কবর কোনটি, সেটা জানতে পারছেন না তাদের স্বজনেরা। নিহত ব্যক্তিদের একজন মাহিন মিয়া। মাহিনের ভাই আবদুল জব্বারের সঙ্গে ৯ ডিসেম্বর রায়েরবাজার কবরস্থানে দেখা হয়। তিনি পেশায় রিকশাচালক। তিনি বলেন, তিনি ও তাঁর ভাই মাহিন গত ১৮ জুলাই মোহাম্মদপুরের টাউন হল এলাকায় আন্দোলনে অংশ নিয়েছিলেন। মাহিন সেদিন আর বাড়ি ফেরেননি। তার পর থেকে ভাইয়ের খোঁজে আশপাশের থানা, হাসপাতালের ম'র্গ চষে বেড়িয়েছেন। পরে আঞ্জুমান মুফিদুল ইসলামের কার্যালয়ে গিয়ে বেওয়ারিশ হিসেবে দাফন করা ম'র'দে'হের ছবি দেখে জানতে পারেন, তাঁর ভাইকে হ'ত্যা করা হয়েছে, দাফন করা হয়েছে রায়েরবাজারে। মাহিন মা'রা যাওয়ার ১৫ দিন পর তাঁর স্ত্রীর প্রথম সন্তান হয়।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত প্রত্যয়নপত্রে মাহিন মিয়ার পরিচয় লেখা আছে ‘অজ্ঞাত’। সেখানে লেখা আছে, ১৯ জুলাই ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের স্ট্রেচারে তাঁর মৃ'তদেহ পাওয়া যায়। তাঁর মাথার বাঁ ও ডান পাশে ছিদ্র রয়েছে। মৃত্যুর কারণ হিসেবে মাথায় গু'লি উল্লেখ করা হয়েছে।

মাহিনের ভাই আবদুল জব্বার বলেন, ‘ভাইয়ের লা'শটা চোখে দেখলাম না। এখানে কোনটা আমার ভাইয়ের কবর, তা–ও তো জানি না। ভাইটা বাচ্চার বাপ হইল, এই ছেলে বড় হইলে বাপের কবরটাও চিনব না।’

17/12/2024

অনেক সুন্দর ছিল মূহূর্তটি।
তাফসির মাহফিল আযান দিয়ে জামায়াতে নামাজ আদায় করা।

13/12/2024

কিছু কথা মনের গভীরের।

02/12/2024

গানে গানে জুলাই বিপ্লবের গল্পকথা

ফুলের সৌন্দর্য দেখার আগে, কাঁটা সহ্য করতে হয়।
26/09/2024

ফুলের সৌন্দর্য দেখার আগে,
কাঁটা সহ্য করতে হয়।

এটা আসিফের ২০১৯ সালের আজকের দিনের ঘটনা। ১৮ সেপ্টেম্বর ঢাবির বিজনেস ফ্যাকাল্টিতে আমাদের প্রোগ্রাম ছিলো। সেখানে অতর্কিত হা...
19/09/2024

এটা আসিফের ২০১৯ সালের আজকের দিনের ঘটনা। ১৮ সেপ্টেম্বর ঢাবির বিজনেস ফ্যাকাল্টিতে আমাদের প্রোগ্রাম ছিলো। সেখানে অতর্কিত হামলা করেছিলো ছাত্রলীগ। আহত হয় আসিফ মাহমুদ সহ আরো অনেকেই। পরে আসিফকে মেডিকেলে ভর্তি করানো হয়। সেই ঘটনায় শাহবাগ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করতে গেলে পুলিশ আসিফের মামলা নেয় নাই।

আসিফরা কেউ হুট করে উড়ে এসে জুড়ে বসে চেয়ারে বসে নাই। দীর্ঘ সংগ্রাম, হামলা-মামলা সব সহ্য করেই রেসে টিকে ছিলো। এরপরও হতাশ হয়ে মাঠ ছাড়ে নাই। আসিফ, নাহিদ দুইজনেই বেশ কয়েকবার ছাত্রলীগের হামলায় আহত হয়েছিলো।

যারা মাঠে ভয়কে জয় করে টিকে থেকেছে, দিন শেষে তারা হতাশ হয়নি।

- বাকি

19/09/2024

"যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদেরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয় কিন্ত গরীবেরা তাদের ছেলেদের দেয়। যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায় আর গরীবেরা তাদের ছেলেদের কবর খুঁজে।"
-সার্বিয়ান প্রবাদ

18/09/2024

মাছ ধরা আসলে অনেক ধৈর্যের ব্যাপার

18/09/2024
26/08/2024

With Bangladesh Islami Chhatrashibir – I just got recognized as one of their top fans!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলমডাঙ্গা উপজেলা ছাত্র সমাজের পক্ষ থেকে গত ৪/৮/২৪ তারিখে আলমডাঙ্গাতে সাধারণ ছাত্রদের উপর৷ ছাত...
15/08/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলমডাঙ্গা উপজেলা ছাত্র সমাজের পক্ষ থেকে গত ৪/৮/২৪ তারিখে আলমডাঙ্গাতে সাধারণ ছাত্রদের উপর৷ ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদ ও ৮ দফা দাবি আদায়ের লক্ষে UNO এবং আলমডাঙ্গা থানার ওসি মহোদয়ের নিকট আজ সম্নয়ক টিম একটি স্মারক লিপি প্রদান করে।

03/07/2024

ঢাকার মধ্যে অন্যতম কবরস্থান। আজিমপুর কবরস্থান ।

01/07/2024

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার মাধবপুর গ্রামে মারা পড়েছে বিষধর সাপ।

28/06/2024

চুয়াডাঙ্গার আলমডাঙ্গাতে দেখা মিলল রাসেল ভাইপারের। গরিবের রাসেল ভাইপার।

26/06/2024

গরমে গাছ থেকে তাল খাওয়ার মজা গ্রামের ছেলেরা ছাড়া বুঝবে না ।

21/06/2024

স্বপ্ন যাবে বাড়ি আমার।যে মানুষটা একবার ঘর ছাড়ে সে আর কোনদিন বাড়ি ফেরে না।

Address

Madhabpur, Chuadanga
Alamdanga

Alerts

Be the first to know and let us send you an email when Md Shamim Reza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Shamim Reza:

Videos

Share