মেমসাহেব

মেমসাহেব ভালোবাসা সুন্দর🖤🖤 I am a digital Marketer.
(1)

12/01/2025
29/10/2024
31/07/2024

যার জীবনে ফ্যামিলি প্রবলেম থাকে, তার আর অযথা জাহান্নামের প্রয়োজন পড়ে না।

অপরিচিত মানুষদের থেকে পাওয়া অবহেলাগুলো কিংবা কষ্টগুলো একদিন হুট করেই ভুলে যাওয়া যায়। কিন্তু নিজের মানুষদের থেকে পাওয়া প্রতিনিয়ত অবহেলা আর কষ্ট কখনো ভুল করেও ভুলে যাওয়া সম্ভব হয় না।

কথায় আছে, "চোখের আড়াল মানেই মনের আড়াল।" দুরত্ব যত বাড়তে থাকবে, কষ্টগুলো তত মলিন হতে শুরু করবে।

তবে এক ছাদের নিচে থেকে চোখের সামনে দেখা আর পাওয়া কষ্টগুলো না কখনো সহ্য করা যায়, আর না কখনো কাউকে মুখ ফুটে বলতে পারা যায়। যদি বলাও হয় কাউকে, দেখা যায় শেষে হাসির পাত্র হতে হয়।

খুঁটিনাটি হোক আর অসীম কারণই হোক, এই ফ্যামিলি প্রবলেম যাদের আছে তাদের ডিপ্রেশনে পড়তেও খুব একটা বেশি সময় লাগে না।

মোটকথা, ফ্যামিলি প্রবলেমের তোপে পড়লে আপনি মারা হয়তো যাবেন না...কিন্তু সেটাকে আবার বেঁচে থাকাও বলতে পারবেন না।

তাকে জাহান্নাম বলাটাই শ্রেয়।

আর যাদের এই সমস্যা নেই, তারা কখনোই এর যন্ত্রণা বুঝবে না।

18/07/2024

আপডেট ২০ মিনিট আগে.

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ জন নিহত
৪০০ জন আহত,, ২৫ জন মৃত্যুর সাথে লড়াই করছে।
আহ্ বাংলাদেশ। 😭😭

আজ ঢাবি,জাবি,রাবি-কে বাঁচাতে না পারলে প্রিয় মাতৃভূমির কবর খুঁড়ে রাখুন।
কপি করে যাস্ট পোস্ট করতে থাকেন!!
বেশি সময় লাগবে না!
যে যেই গ্রুপেই পারেন পোস্ট করেন প্লিজ।
সবাই গ্রুপে অন্তত ১টা হ্যাশট্যাগ পোস্ট করেন, তাহলে আজকের মধ্যেই ১০ লক্ষ হ্যাশট্যাগ পূর্ণ হবে ইনশাআল্লাহ।।।


















''আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনের সঙ্গী হিসেবে চান। তবে আপনাকে মেনে নিতে হবে, সে ফুলটাইম আপনার বাড়িতে কাজ ক...
08/07/2024

''আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনের সঙ্গী হিসেবে চান। তবে আপনাকে মেনে নিতে হবে, সে ফুলটাইম আপনার বাড়িতে কাজ করতে পারবে না।

আপনি যদি একজন গৃহিণীকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান তাহলে আপনাকে মেনে নিতে হবে, যে সে আপনাকে আর্থিক ভাবে সহায়তা করতে পারবে না।

Think before you act!!

আপনি একজন স্টাইলিশ কর্মহীন মেয়েকে জীবন সঙ্গী হিসেবে চান। তবে তার লাইফ স্টাইলের জন্য ব্যয়, আপনাকেই করতে হবে।

আপনি একজন সাধারণ মেকআপ এর স্তরে মুখ ঢেকে না রাখা মেয়েকে বিয়ে করতে চান। তবে আপনাকে মেনে নিতে হবে তার মুখের ছোট ছোট ব্রণের দাগ কিংবা গর্ত দেখে , আপনি কোনদিন তাকে বলতে পারবেন না। তুমি ঐ স্টাইলিশ মেয়ের মত নও!

কাউকে কারো মত বানানো যায়না। সবাই একটি নিজস্ব সত্তা নিয়ে জন্মগ্রহণ করে। আপনি যেমন মেয়ে চান তেমন মেয়েকেই বিয়ে করুন।
মাটির পুতুল ভেঙে নতুন করে গড়ানো যায়, কিন্তু মানুষ না।

একই শরীরে আপনি কারিনা, জরিনা, মিশেল ওবামা, সিদ্দিকা কবির সবাইকে চাইতে পারেননা।
কারন আপনি নিজেও একই সাথে শাহরুখ খান, বিল গেইটস, টমি মিয়া নন।

21/06/2024

সুবর্ণা মুস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদীর প্রচণ্ড ঝগড়া হলো, রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন।

সুবর্ণা সকালে উঠে দরজা খুলে দেখেন, যেই রুমে ঝগড়া হয়েছিল, সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথাই লিখে পুরো রুমকে ভরে ফেলা হয়েছে, কথাটি হল- 'সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি'।

এতো ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি, ২০০৮ সালে ডিভোর্স হয়। কারণ ভালোবাসা রং বদলায়..!

জীবনানন্দ দাশ লিখেছিলেন-
'প্রেম ধীরে মুছে যায়; নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।'

এই জীবনানন্দকে একবার দেখেই বিয়ের পিঁড়িতে বসে লাবণ্যপ্রভা। সাহিত্যের ছায়া থেকে একশ হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র এই লাবণ্য।

সেও কিছুকাল পরে টের পায় তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। মুক্তির জন্য ছটফট করতে থাকে। দুর্বিষহ হয়ে উঠে দুজনের জীবন। প্রেম সত্যি একসময় মুছে যায়।

গুলতেকিন নামের ক্লাস টেনের সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে বিয়ে করে ফেলে।

বিয়ের পরে সে জানতে পারে যে লেখক হুমায়ুন আহমেদ মানুষ হিসেবে খুবই সাধারণ। বাস্তব জীবনে সে চাঁদের দিকে হা করে তাকিয়ে থাকে না, কবিতা আওড়ায় না। তার মধ্যে আলাদা কিছু নেই। সে আর দশটা মানুষের মতোই সাধারণ।

স্বপ্ন ভঙ্গের মতো ব্যাপার"
গুলতেকিন বারবার বলতে থাকে- 'তোমার লেখাই ভালো, অন্যকিছু ভালো না।'
আসলেই ভালোবাসা রং বদলায়
নন্দিতা রায়ের 'বেলাশেষে' সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বুঝানো হয়েছে-

'হাতের ওপর হাত রাখা খুব সহজ,
সারাজীবন বইতে পারা সহজ নয়!'

সহজ না হওয়ার কারণ ঐ একটাই-
'ভালোবাসা রং বদলায়'🖤

13/06/2024

ভালো খারাপ অতশত জানিনা, যারা আমায় importance দেয়, যাদের সাথে থাকলে I can be myself.❤️

তাদের সাথেই আমি মিশি🌸

08/06/2024

- এতো গুরুত্ব দিচ্ছেন যে, অবহেলা করবেন না তো...!😊❤️🥀

08/06/2024

সবচেয়ে সুন্দর রিভেঞ্জ কারো প্রতি কোনোরকম অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃ'ণা না রেখে তাঁদের ভুলে যাওয়া! 😊

06/06/2024

- মানুষ কল্পনাতেই বেশি সুখী 🙂🥀

06/06/2024

বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।
—হুমায়ূন আহমেদ

05/06/2024

O sajni re 🥰🥰💓
Feel this song 🤟🤟💞🎶🎶

03/06/2024

যে মেয়েটা বৃষ্টি এলেই ভিজতে ছাদে দৌড় দিত সেই মেয়েটাই বিয়ের পর বৃষ্টি হলে শুকনো কাপড়গুলো ছাদ থেকে আনতে দৌড় দেয়।এটাই হয়তো দায়িত্ব এটাই সংসার.. 🌧️😊

এমন একটি চা'য়ের ডেট হোক আমাদেরও 🥹 🌼☕
29/05/2024

এমন একটি চা'য়ের ডেট হোক আমাদেরও 🥹 🌼☕

Address

Alamdanga

Telephone

+8801301060042

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেমসাহেব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মেমসাহেব:

Videos

Share