Anamul Haque Bijoy

Anamul Haque Bijoy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anamul Haque Bijoy, Media, Checkposts, Akhaura.

18/10/2021
18/10/2021

প্রেম একদিন হারিয়ে যায় কিন্তু
সত্যিকারের বন্ধুত্ব কখনই হারায় না💯💕

30/07/2021

লকডাউনে একটা বিষয় আমি খেয়াল করলাম; তা হলো, মানুষ করোনার হাত থেকে নয় পুলিশের হাত থেকে পালাতে চেয়েছিল। এ দেশের মানুষ সচেতন হয়েছিল যাতে পুলিশের হাতে ধরা পড়ে জরিমানা না দিতে হয়।

পাগল বেশে ২ একজন রাস্তায় রাস্তায় ঘুরে, পুলিশের গাড়ী দেখলেই এক দৌড়ানি দেয় পুলিশ বলে,
সবাই দোকানের সাটার আটকায়া ফেলে, দোকানও বন্ধ, সব চুপচাপ, মনে হয় কেউ নেই, কোথাও কেউ নেই নাটকের মত।
সবাই আছে কিন্তু মনে হচ্ছে কেউ নেই!!

দুর্ভাগ্য কিছু ব্যক্তি থাকে, যারা দোকানের বাইরে জুতা রেখে সাটার আটকে ভিতরে লাইট ফ্যান অফ করে ঘাপটি মেরে বসে থাকতো।
পুলিশ বাবাজিও চুপচাপ দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা...
অতপর, জরিমানা

আমাদের দেশে করোনার শেষ ফলাফর কী হবে আল্লাহ্ জানে!
যেসব মাওলানারা ওয়াজ মাহফিলে বলেছিল, মুসলিমদের করোনা ধরবে না, ধরলে কোরআন শরিফ মিথ্যা হয়ে যাবে(নাঊযুবিল্লাহ), সেইসব হুজুরদের দেখেছি ফুসফুসের ৭০% আক্রান্ত হয়ে, অক্সিজেন সেচুরেশন ৬০-৬৫ তে এসে লাইফসাপোর্ট পর্যন্ত চলে গিয়েছিল।

করোনা এমন কিছু না যে আতঙ্কিত হয়ে থাকতে হবে। শুধু মাত্র সচেতনতাই পারে করোনা থেকে বাঁচিয়ে রাখতে।

পুলিশের হাত থেকে রক্ষা পেতে সাটার নয়, করোনার হাত থেকে বাঁচতে মাস্ক এবং দূরত্ব বজায় রাখুন।

প্রেমিক হতে গেলে_____ রুদ্র গোস্বামীওই যে ছেলেটাকে দেখছ, পছন্দ মতো ফুল ফুটল না বলে মাটি থেকে উপড়ে ছুঁড়ে ফেলে দিলো গাছটাক...
21/01/2020

প্রেমিক হতে গেলে
_____ রুদ্র গোস্বামী

ওই যে ছেলেটাকে দেখছ, পছন্দ মতো ফুল ফুটল না বলে মাটি থেকে উপড়ে ছুঁড়ে ফেলে দিলো গাছটাকে ?
ছেলেটার ভীষণ জেদ ,
ও কখনও প্রেমিক হতে পারবে না ।
এই তো সেদিন কাঁচের জানালা দিয়ে রোদ
ঢুকছিল বলে
কাঁচওয়ালার বাড়িতে গিয়ে তাঁকে কী বকা !
কাঁচওয়ালাতো থ’ !
সাদা কাঁচে রোদ ঢুকবে না এমন আবার হয় !
ছেলেটার খুব জেদ,
ও শুধু দেখে আর চেনে বুঝতে জানে না ।

প্রেমিক হতে গেলে ঋতু বুঝতে হয়
যেমন কোন ঋতুটার বুক ভর্তি বিষ
কোন ঋতুটা ভীষণ একা একা, কোন ঋতুটা প্লাবন
কোন ঋতুতে খুব কৃষ্ণচূড়া ফোটে
ছেলেটা ঋতুই জানে না
ও শুধু দেখে আর চেনে, বুঝতে জানে না ।
ছেলেটা কখনো প্রেমিক হতে পারবে না
প্রেমিক হতে গেলে গাছ হতে হয়
ছায়ার মতো শান্ত হতে হয় ।
বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় ।
জেদি মানুষেরা কখনও গাছ হতে পছন্দ করে না ।
তারা শুধু আকাশ হতে চায় ।

ছবিয়াল : কুয়াশা রাত্রি

♦একটা ছেলেও ধর্ষিত হয়,কিভাবে জানেন?●যখন একটি মেয়ে দীর্ঘদিন so called সিরিয়াস relationship এ থাকার পর বলে-"তোমার সাথে আমা...
21/01/2020

♦একটা ছেলেও ধর্ষিত হয়,কিভাবে জানেন?

●যখন একটি মেয়ে দীর্ঘদিন so called সিরিয়াস relationship এ থাকার পর বলে-"তোমার সাথে আমার সম্পর্ক আর রাখা সম্ভব নয়, আমরা বন্ধু হয়ে থাকতে পারি।"---তখন ছেলেটা নিঃশব্দে ধর্ষিত হয়।
●ছেলেটি যখন হাজারো আশা,অনুভূতি আর স্বপ্ন দিয়ে সাজানো ভালোবাসার পৃথিবীটা দেখায়,আর মেয়েটা নিতান্তই নিজের সুখের জন্য অন্য কারোর হাতে হাত রেখে তার পৃথিবীটা ভেঙে দিয়ে যায়,তখন সে আবারো ধর্ষিত হয়।
●ভালোবাসাটা যখন টাকা পয়সার দিয়ে মাপা শুরু হয় সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরাই হারে।একজন ছেলের ভালোবাসা যখন মনের রাস্তা ছেড়ে সরকারি চাকরির যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তখন ছেলেটার মনটাই ধর্ষিত হয়।
●কয়েক বছরের পুরনো প্রেমিক রেখে মেয়েটি যখন রাত ১ টায় নতুন প্রেমিককে বলে-"আমি তোমাকে ভালোবাসি" এবং নতুন ভাবে ফোনালাপে ব্যস্ত এবং পুরোনো ফোন ওয়েটিং---তখন ও ছেলেরা ধর্ষিত হয়।
●ছেলেরা হাউমাউ করে কাঁদতে পারে না।মৃত্যুর আগে পর্যন্ত হেসে যাবার ক্ষমতা রাখে।ছেলেরা সিগারেট খোর হতেও পারে।দুঃখ লুকিয়েও মুচকি হাসি দিয়ে বলতে পারে-"ভালো আছি, ভালো থেকো।"একসময় তোকে ছাড়া বাঁচতে পারবোনা, কথা না বলে থাকতে পারবোনা" এই কথা শুনতে অভ্যস্ত ছেলেটিও দিনের পর দিন একটা মেসেজ, কলের আশায় বসে থেকে থেকে বাস্তব জগৎটাকে মেনে নিতে দ্বিধাবোধ করেনা,কারণ সে চায় না যে ভিতরে পাথর বয়ে নিয়ে বেড়াচ্ছে তাতে আর কেউ ক্ষতিগ্রস্থ হোক।
এইরকম মেয়েরা ছেলেদের শারীরিক ভাবে ধর্ষণ করতে না পারলেও,তাদের মনের মধ্যে তিলতিল করে বেড়ে ওঠা আশা,অনুভূতিগুলোর টুঁটি চেপে মেরে ফেলে।প্রতিদিন মানসিকভাবে ধর্ষণ শারীরিক ধর্ষণের থেকে কোনো অংশে কম নয়।তোমার কিছুদিনের টাইম পাস একটা হাসিখুশি মানুষকে পাথর করে দিতেও পারে।
পার্থক্য একটাই মনের ধর্ষণের বিচার হয়না।

লিখেছেনঃ
Subhadip Halder

24/11/2019

কত শত পারফিউম আসবে যাবে🍀

কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থাকবে😍❤

13/05/2019

আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না 💕😘
তাই পৃথিবীর সকল মানুষ সুন্দর 😍🌸

06/01/2019

~মা ❤
~ সে তো বেঁচে থাকার প্রধান অক্সিজেন❤

#অনুকাব্য

09/05/2018

ওহে বৃষ্টি,
তুমি এতো উতলা হয়ে আছো কেনো? :-/
বলছি আর কি থামবেনা?? :-)
আমাকে কি ঘর থেকে বের হতে দিবে না? :-D :-/

08/05/2018

কিছু সুখ,কিছু ডিপ্রেশন,কিছু লেখা,কিছু কথা,যা নিজের একান্ত।তা কখনোও ভাই,বন্ধুদের মাঝে শেয়ার করতে নেই।
একসময় হয়তো বলতাম নিজের একান্ত বলতে কিছুই নেই।
তবুও বাস্তবতার মাঝে দাঁরিয়ে বলতে হচ্ছে আসলেই।প্রতটি মানুষের একান্ত বলতে কিছু থাকে,যা আমারও আছে।✌😞
একান্ত গুলো, শুধু একান্ত রয়ে যাউক,তারপরও সব
অবুঝ-শিশু নিজের ভিতরে রেখেই ঘুমিয়ে পরলো। শুভ রাত্রি

#অবুঝ_শিশু #

Address

Checkposts
Akhaura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anamul Haque Bijoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies


Other Media in Akhaura

Show All