কাইয়ুম ভ্লগ

কাইয়ুম ভ্লগ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কাইয়ুম ভ্লগ, Video Creator, Akhaura.
(1)

I've just reached 3.5K followers! Thank you for continuing support. I could never have made it without each and every on...
06/04/2024

I've just reached 3.5K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

05/04/2024

পবিত্র রমজান মাসে কি ঝগড়া দেখুন

11/03/2024

বানরেও মদ খায় দেখুন

07/03/2024

ফানি ভিডিও #ফানিভিডিও

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!Amir Hussain Lxr
02/03/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Amir Hussain Lxr

07/02/2024

আমাদের পেইজের ভিডিও গুলো আপনার কাছে কেমন লাগে

11/01/2024

আমাদের পেইজের ভিডিও গুলি আপনার কাছে কেমন আছেন

08/01/2024

কেমন আছেন সবাই

18/12/2023

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সালামের উত্তর দিবেন ইনশাআল্লাহ

জন্মনিবন্ধন করতে মা-বাবার জন্মসনদ বাধ্যতামূলকের নিয়মটি তুলে দিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন...
15/08/2022

জন্মনিবন্ধন করতে মা-বাবার জন্মসনদ বাধ্যতামূলকের নিয়মটি তুলে দিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন)। এখন থেকে মা-বাবার জন্মসনদ ছাড়াই জন্মনিবন্ধন করা যাবে। এখন থেকে হাসপাতালে জন্ম নেওয়ার পর দেওয়া ছাড়পত্র বা টিকার কার্ড যেকোনো একটি প্রমাণ দেখিয়ে শিশুর জন্মনিবন্ধন করা যাবে।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) মির্জা তারিক হিকমত।

তিনি বলেন, আইন অনুযায়ী সবার জন্মনিবন্ধন বাধ্যতামূলক। ২০২১ সালে একটি বিষয় যুক্ত করা হয়েছিল যে, যাদের জন্ম ২০০১ সালের পর তাদের বয়স ১৮ না হওয়ায় এনআইডি হয়নি। কাউকে যদি জন্মের পর একটি আইডি দিতে চাই সেক্ষেত্রে বাবা-মায়ের জন্মনিবন্ধন অপরিহার্য। স্কুলে এখন ইউনিক আইডির বিষয়টি প্রচারণা হচ্ছে। সেটি অটোমেটিক হয়ে যেতো যদি বাবা-মায়ের জন্মনিবন্ধন থাকতো এবং সেটি যদি সন্তানের জন্মনিবন্ধনের সঙ্গে থাকে তাহলে ডিজিটালি সেই সন্তান পরিচিত হয়। এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এ পর্যন্ত যারা সঠিকভাবে জন্মনিবন্ধন আবেদন দিয়েছে তাদের প্রায় ৩০ লাখের বেশি ইউনিক আইডি অটোমেটিকলি জেনারেট হয়েছে।

তিনি আরও বলেন, ১৮ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য বাবা-মায়ের জন্মনিবন্ধন দেওয়ার বিষয়টি আবেদনে বাধ্যতামূলক থাকলেও সেটি আমরা তুলে দিয়েছি। ১৮ বছরের নিচে যারা তাদের টিকা নিতে হলে হয়তো বাবা-মাসহ তিনটি জন্মনিবন্ধন করা লাগতো। সেজন্য এটি তুলে দিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এভাবে নিবন্ধন কার্যক্রম চলবে।

২০২১ সালের ১ জানুয়ারি থেকে জন্মনিবন্ধনের নিয়মে পরিবর্তন এনে বলা হয়েছিল, ২০০১ সালের পর জন্ম নেওয়া ব্যক্তিদের জন্মনিবন্ধন করতে হলে তার বাবা-মায়ের জন্মনিবন্ধন সনদ অবশ্যই প্রয়োজন হবে। ওই সময় জন্মনিবন্ধন করতে গিয়ে নানা ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা।

তাসনিম জান্নাত সাফার বয়স ৫ বছর। স্কুলে ভর্তির ক্ষেত্রে ডিজিটাল জন্মনিবন্ধন বাধ্যতামূলক করায় তার বাবা-মা অনলাইন নিবন্ধন করতে গিয়ে দেখেন তাদের জন্মনিবন্ধনও বাধ্যতামূলক। তবে তাদের জন্মনিবন্ধন না থাকায় এখনো সাফার জন্মনিবন্ধন হয়নি।

এ বিষয়ে সাফার মা খাদিজা আক্তার বলেন, স্কুলে ভর্তির সময় জন্মনিবন্ধন বাধ্যতামূলক করায় আমরা অনলাইনে সাফার জন্মনিবন্ধনের জন্য আবেদনের চেষ্টা করি। কিন্তু আমার এবং ওর বাবার জন্মনিবন্ধন এখনো করা হয়নি, তাই সাফার জন্মনিবন্ধনের আবেদন করা যায়নি।

আমাদের জন্মনিবন্ধন করাটা কষ্টসাধ্য হওয়ায় এখনো সাফার জন্মনিবন্ধন করা হয়নি। স্কুলেও এমন জটিলতা দেখে জন্মনিবন্ধনের বিষয়টি শিথিল করেছিল। যেহেতু এসব জটিলতা কেটে গেছে অবশ্যই সাফার জন্মনিবন্ধন দ্রুত করে ফেলবো।

আইএইচআর/এমএএইচ/এমএস

জন্মনিবন্ধন জনদুর্ভোগ

পোস্ট টি ছেলে মেয়ে উভয়ের জন্যই...জরুরি plzzzzzz কেও এরিয়ে যাবেন না🥺🥺🥺🥺একটু সময় নিয়ে পড়বেন আশা করি ভালো লাগবে....কিছ...
12/08/2022

পোস্ট টি ছেলে মেয়ে উভয়ের জন্যই...জরুরি

plzzzzzz কেও এরিয়ে যাবেন না🥺🥺🥺🥺
একটু সময় নিয়ে পড়বেন আশা করি ভালো লাগবে....

কিছুদিন পরেই তো ১৪ ফেব্রুয়ারী....
ওইদিন সব ছেলেরাই তাদের gf কে শারীরিক সম্পর্ক করার কথা বলবে.....
তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ থাকবে যে এরকম প্রস্তাব করবে তাকে ১০০ টাকা হাতে ধরিয়ে দিয়ে বলবেন যে শারীরিক সম্পর্ক টা যেন কোন পতিতালয়ে গিয়ে করে আসে.... আর ওইদিনই ভালবাসা নামক মিথ্যে সম্পর্কটার সমাপ্তি করে দিন কেননা ভালবাসা পবিত্র একটা জিনিস যেখানে কোন অপবিত্র জিনিসের জায়গা নাই....
মেয়েদের উদ্যেশ্যে বলছি: আরে বোন তোমরাও অনেক বোকা....
তোমাদের এসব কুপ্রস্তাব দিলেই কেন রাজী হতে হবে......
যদি মন থেকে কেউ ভালোবাসে তাহলে কখনোই এসব কুপ্রস্তাব তার gf কে দিবে না.....
তোমরা সবাই সতর্ক হও....

আর এখন বলব ছেলেদের উদ্যেশ্যে: আরে ভাই তোমরা মেয়েদেরকে কি ভাব যে, শারীরিক সম্পর্ক করলেই ভালবাসা হয়ে যায় তাছাড়া হয় না🙄

নারী মানেই কারো মা কারো বোন👆
"হ্যাঁ" এখন প্রশ্ন থাকতে পারে তাহলে বউ হবে কে?
বউ তো সেই হবে যাকে আল্লাহ তায়ালা জন্মের পরেই তোমার সাথে সেট করে রাখছে....
নারীদের সম্মান কর তাহলে নিজের সম্মান ও বৃদ্ধি পাবে....
একটু চিন্তা করে দেখ যে, নারী না হলে আমরা পুরুষ আসতাম না, নারী না থাকলে মা কি জিনিস বুঝতাম না,যে নারীদের কথা আল্লাহ তায়ালা কুরআন শরীফে অনেক বার উল্লেখ করেছেন.....

আরে শারীরিক সম্পর্ক অনেক করতে পারবেন যখন আপনার স্ত্রী আসবে....
আর আল্লাহ তায়ালা এটাও বলেছেন যে, বিয়ে ছাড়া অবৈধ সম্পর্ক করবে যে, তার জন্য জান্নাত হারাম হয়ে যায় আর তো বলাই আছে যে যেমনটা করবে তার জন্য তেমন কিছুই থাকবে ভবিষ্যতে হোক ভালো কাজ অথবা খারাপ কাজ.....

আর মেয়েদের প্রতি আমার অনুরোধ রইল কেউ অন্তত ১৪ ফেব্রুয়ারীর দিন প্রতারনার শিকার হয়ো না.......

#ধন্যবাদ

২ বছর পর শুরু হচ্ছে ওলীকূলের শিরোমনি আখাউড়ায় কেল্লা শাহ(রাঃ) এর উরশ, কোন বাদ্যযন্ত্র বাজানো যাবে না উরশে!  আগামী ১০ ই আগ...
06/08/2022

২ বছর পর শুরু হচ্ছে ওলীকূলের শিরোমনি আখাউড়ায় কেল্লা শাহ(রাঃ) এর উরশ, কোন বাদ্যযন্ত্র বাজানো যাবে না উরশে!

আগামী ১০ ই আগষ্ট মহাসমারোহে শুরু হচ্ছে ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া খড়মপুর গেছুদারাজ কেল্লা শাহ (রাঃ) এর পবিত্র উরশ মোবারক। করোনার জন্য গত ২ বছর উরশ অনুষ্ঠিত হয়নি। এবার আশা করা হচ্ছে উরশে লক্ষাধিক ভক্ত আশেকানের জমায়েত হবে।

তবে এবারই প্রথম গান বাজনা নিষিদ্ধ করেছে প্রশাসন। বাদ্যযন্ত্র বাজালে সেগুলো জব্দ করা হবে বলে জানিয়েছেন খড়ম মাজার পরিচালনা কমিটির সহ সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা।

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকার কারণে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি থেকে ...
31/07/2022

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকার কারণে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি থেকে বাদল আমিনকে অব্যাহতি দেয়া হলো।

আজ আখাউড়া পৌরসভা'র বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৭ কোটি টাকা'র উন্নয়ন কাজের টেন্ডার প্রকৃয়া সম্পুর্ণ হয়েছে।আখাউড়া পৌরসভার নাগরিক...
28/07/2022

আজ আখাউড়া পৌরসভা'র বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৭ কোটি টাকা'র উন্নয়ন কাজের টেন্ডার প্রকৃয়া সম্পুর্ণ হয়েছে।আখাউড়া পৌরসভার নাগরিক সুবিধা নিশ্চিত করে একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল ভাই।

 #পায়ে_হেটে_হজ্জযাত্রা_২০২৩ভারতের কেরালা রাজ্যের শিহাব চত্তুর নামক একজন মুসলিম যুবক তার ইচ্ছা, পায়ে হেঁটে হজ্জ করবেন। কি...
24/07/2022

#পায়ে_হেটে_হজ্জযাত্রা_২০২৩
ভারতের কেরালা রাজ্যের শিহাব চত্তুর নামক একজন মুসলিম যুবক তার ইচ্ছা, পায়ে হেঁটে হজ্জ করবেন। কিন্তু তার বাড়ি থেকে মক্কা নগরীরর যে দূরত্ব তাতে পায়ে হেঁটে হজ করা মোটেই সহজসাধ্য নয়; কিন্তু তিনি যে প্রতিজ্ঞা করেই ফেলেছেন। তাই বাড়ি থেকে ৮৬৪০ কিলোমিটার দূরে মক্কায় পায়ে হেঁটে গিয়েই পবিত্র হজ্জ আদায় করবেন শিহাব।

তিনি গত ২ জুন হজ্জযাত্রা শুরু করেছেন। ৪৭তম দিনে তিনি অনেকটা পথ পাড়ি দিয়ে তিনি এখন ভারতের গুজরাটে অবস্থান করছেন। তার আশা, ২৮০ দিনে তিনি আট হাজার ৬৪০ কিলোমিটার পথ পায়ে হেটেপাড়ি দিতে সক্ষম হবেন।

তিনি প্রতিদিন ২৫কিলোমিটার করে পথ হাঁটছেন।
তার পরিবার, বন্ধুমহলসহ অসংখ্য মানুষ তাকে সমর্থন করছেন।
শিহাব তার সাথে নিয়েছেন ১০ কেজি ওজনের একটি ব্যাগ।

তিনি ভারতের কেরালা থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবের পৌঁছাবেন। শিহাবের আশা, ছয় দেশের সীমানা অতিক্রম করে তিনি ২০২৩ সালের হজে অংশগ্রহণ করতে পারবেন।
আল্লাহ তার দীর্ঘ পরিশ্রম কবুল করবেন ( #আমিন)💖

আখাউড়া থানা পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার আসামি ৩০ বোতল স্কফ সহ নাছিমা বেগম নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হ...
23/07/2022

আখাউড়া থানা পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার আসামি ৩০ বোতল স্কফ সহ নাছিমা বেগম নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে

নাছিমা বেগম আখাউড়া উপজেলার দক্ষিণ ইউপির নুরপুর গ্রামের লিয়াকত মিয়ার স্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া- সরাইলে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই ও ডাকাতি করত, জেলার সদর উপজেলার বিশ্বরোড খাটিহাতা গ্রামের, মৃত আবদুল কাদ...
21/07/2022

ব্রাহ্মণবাড়িয়া- সরাইলে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই ও ডাকাতি করত, জেলার সদর উপজেলার বিশ্বরোড খাটিহাতা গ্রামের, মৃত আবদুল কাদিরের ছেলে- আন্তঃ জেলার দুর্ধর্ষ ডাকাত সর্দার গাফফার কে গ্রেফতার করেছে- সরাইল থানা পুলিশ।

আখাউড়া থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আসাদুল ইসলাম(বামে), সেই সাথে বিদায় নিচ্ছেন সাবেক সফল ওসি মো. মিজানুর রহমান...
21/07/2022

আখাউড়া থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আসাদুল ইসলাম(বামে), সেই সাথে বিদায় নিচ্ছেন সাবেক সফল ওসি মো. মিজানুর রহমান (ডানে) দু'জনের জন্য শুভ কামনা।

21/07/2022

আমরা সবাই রওয়ানা করলাম গণিশাহ বাবার দরবারে সবাই দোয়া করবেন

নোয়াখালীতে টিকট‌কে ফাঁ‌সির অ‌ভিনয় করার সময় ফাঁস লে‌গে সান‌জিদা আক্তার না‌মে এক স্কুলছাত্রীর মৃত‌্যু হয়ে‌ছে। অ‌ভিভাবক মহ...
08/07/2022

নোয়াখালীতে টিকট‌কে ফাঁ‌সির অ‌ভিনয় করার সময় ফাঁস লে‌গে সান‌জিদা আক্তার না‌মে এক স্কুলছাত্রীর মৃত‌্যু হয়ে‌ছে। অ‌ভিভাবক মহল আসুন আমা‌দের সন্তান‌দের প্রতি নজর বাড়াই।

আখাউড়ায় র‍্যাব মাদক ব্যবসায়ী সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত ৩ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ভৈরব র‍্যাব সদস্য ও মাদক ব্যবসায়ীদের  মধ্...
05/07/2022

আখাউড়ায় র‍্যাব মাদক ব্যবসায়ী সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ভৈরব র‍্যাব সদস্য ও মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। র‍্যাবের দাবি মঙ্গলবার (৫ জুলাই) সাড় ৬ টায় মাদক ব্যবসায়ীদের ধরতে উপজেলা উত্তর ইউপির কল্যান পুর গেলে তাদের উপর হামলা করে। এতে র‍্যাবের এক সদস্য সহ এক সোর্স আহত হয়। পরে র‍্যাবের গুলিতে নাসির উদ্দিন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছেন। আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত র‍্যাব সদস্যের নাম মোঃ এবি সুমন ও সোর্সের নাম মোঃ খোকন। গুলি বিদ্ধ নাসির উদ্দিন কল্যানপুর গ্রামের মৃত মোঃ সাত্তার মিয়ার পুত্র।

ভৈরব র‍্যাবের কমান্ডার রাফিউদ্দিন যুবায়ের সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল কল্যানপুর গেলে দেশীয় অস্ত্র নিয়ে র‍্যাবের উপর হামলা করা হয়। র‍্যাব তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে নাসির উদ্দিন গুলিবিদ্ধ হয়। এসময় লাঠিসোঁটা সহ ফেনসিডিল জব্দ করা হয়েছে।

05/07/2022

আখাউড়ায় র‍্যাবের গুলিতে কল্যান পুর গ্রামের নাসির উদ্দিন গুলিবিদ্ধ। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন....

আখাউড়ার মাদ্রাসার ছাত্র সেজে নকল রশিদ দিয়ে ৩ প্রতারক আটক আটককৃতদের বাড়ি আশুগঞ্জ ভৈরবএদেরকে চিনে রাখুন প্রচারের স্বার্...
05/07/2022

আখাউড়ার মাদ্রাসার ছাত্র সেজে নকল রশিদ দিয়ে ৩ প্রতারক আটক আটককৃতদের বাড়ি আশুগঞ্জ ভৈরব
এদেরকে চিনে রাখুন প্রচারের স্বার্থে শেয়ার করে দিন

কর্ণফুলী টানেলঃ দক্ষিন এশিয়ার সর্বপ্রথম পানির নিচের পাতাল পথ। নির্মাণ প্রায় শেষ, এখন শুধুই উদ্বোধনের অপেক্ষা। ♥️ চলো বাং...
30/06/2022

কর্ণফুলী টানেলঃ দক্ষিন এশিয়ার সর্বপ্রথম পানির নিচের পাতাল পথ। নির্মাণ প্রায় শেষ, এখন শুধুই উদ্বোধনের অপেক্ষা। ♥️ চলো বাংলাদেশ 🇧🇩

ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে আখাউড়ার পানিবন্ধী পরিবারের মাঝে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের প্রবাসী কল্যাণ সংঘের পক্ষথেকে ...
19/06/2022

ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে আখাউড়ার পানিবন্ধী পরিবারের মাঝে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের প্রবাসী কল্যাণ সংঘের পক্ষথেকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আখাউড়ায় ১ মাদকসেবি কে ১ মাসের কারাদণ্ড এবং মোটরসাইকেলের বৈধ কাগজ পত্র না থাকায় ৫৭'০০০ টাকা জরিমানা আদায়প্রেস বিজ্ঞপ্তিঃ-...
19/06/2022

আখাউড়ায় ১ মাদকসেবি কে ১ মাসের কারাদণ্ড এবং মোটরসাইকেলের বৈধ কাগজ পত্র না থাকায় ৫৭'০০০ টাকা জরিমানা আদায়

প্রেস বিজ্ঞপ্তিঃ- আখাউড়া পৌরসভার পল্লীবিদ্যৎ সংলগ্ন মার্কেটের সামনে পুলিশের অভিযান। ভ্রাম্যমান আদালত কর্তৃক দেবগ্রামের শাহাদাত কে মাদকসেবনের দায়ে এক মাসের কারাদন্ড। এসময় ৮ টি মোটরসাইকেলের বৈধ কাগজ পত্র না থাকায় ৫৭,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আখাউড়া থানা পুলিশের কাছে সংবাদ ছিল, আখাউড়া পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন জনৈক সগির আহমেদের মার্কেটের সামনের চা দোকানগুলোতে ইদানিং ব্রাক্ষণবাড়িয়া জেলা সদর সহ বিভিন্ন স্থান থেকে আসা মাদকসেবীরা নতুন একটি আড্ডাস্থল বানিয়েছে। আগে মাদকসেবীদের নুরপুর গ্রামে নিয়মিত যাতায়াত থাকলেও পুলিশ সহ আইনপ্রয়োগকারী সংস্থার টানা অভিযানে এসব মাদকসেবীরা এখন নুরপুর ছেড়ে নতুন এ আস্তানাটি চালু করেছে। থানা পুলিশ প্রথমে ছদ্মবেশে রেকি করে এলাকাটি পর্যবেক্ষণে নিয়ে আসে। এরপর নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহযোগে অভিযানের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুসারে গতকাল ১৮ জুন সন্ধ্যার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহযোগে মাদকসেবীদের নব্য এ কথিত আস্তানায় অভিযান চালায় আখাউড়া থানা পুলিশ। আখাউড়ার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রশান্ত চক্রবর্তী এবং থানার ইন্সপেক্টর(তদন্ত) জনাব সন্জয় কুমার সরকারের নেতৃত্বে আখাউড়া থানা পুলিশ সহযোগে ভ্রাম্যমান আদালত পল্লীবিদ্যুৎ সংলগ্ন সগিরের মার্কেটের সামনে চায়ের দোকান সমূহের সামনে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ১ টি স্কাফ সিরাপসহ আটককৃত যুবক শাহাদাত হোসেন(২৫)'কে ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। শাহাদাত আখাউড়া উপজেলার দেবগ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ সময় ৮ টি মোটর সাইকেল আটক করে যথাযথ কাগজপত্র প্রদর্শন করতে না পারায়, হেলমেট ইত্যাদি না থাকায় সংশ্লিষ্ট মোটরসাইকেল চালকদের সর্বমোট ৫৭,০০০ টাকা জরিমানা করা হয়। আটক করা হয় আরো একটি মোটর সাইকেল। সতর্ক করা হয় সংশ্লিষ্ট চা দোকানীদের। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভবিষ্যতে অভিযানকালে মাদকসেবীদের সনাক্ত করতে তাৎক্ষণিক ডোপ টেষ্টের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃংখলাবাহিনীর জোরদার অভিযানও অব্যাহত থাকবে।

আখাউড়া গাজীরবাজার - স্থলবন্দর সড়কের জাজিরপুল এলাকা থেকে দুই বস্তা গাজা ও অটো রিক্সাসহ আব্দুল্লাহপুরের তাজু মিয়ার ছেলে...
18/06/2022

আখাউড়া গাজীরবাজার - স্থলবন্দর সড়কের জাজিরপুল এলাকা থেকে দুই বস্তা গাজা ও অটো রিক্সাসহ আব্দুল্লাহপুরের তাজু মিয়ার ছেলে, চান মিয়া (২৮) কে আটক করে বিজিবির সদস্যরা।

***সবার কাছে অনুরত ২  #মিনিট সময় নিয়ে পড়বেনহয়তো এই ২মিনিট সময় আপনার জিবনকে বদলাতে পারে*** #মৃত_ব্যক্তির_অার্তনাদ রাসুল (...
18/06/2022

***সবার কাছে অনুরত ২ #মিনিট সময় নিয়ে পড়বেন
হয়তো এই ২মিনিট সময় আপনার জিবনকে বদলাতে পারে***

#মৃত_ব্যক্তির_অার্তনাদ

রাসুল (সাঃ) বলেছেন-মৃত ব্যক্তির জন্য ঐ সময়টা খুব কষ্টকর হয়, যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে।
এর চেয়ে বেশি কষ্ট হয় তখন, যখন তাকে কবরে শুয়ায়ে তাকে মাটি দেয়া হয়, এবং তাকে একা ফেলে সবাই চলে আসে।
আরো কষ্ট হয় যখন শরীর হতে কাপড়,অলংকার,
আংটি,খুলে নেয়া হয়। সেই সময় তার রুহ উচ্চস্বরে চিৎকার করতে থাকে, এ চিৎকার জীন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়। সে তখন চিৎকার করে বলতে থাকে- তোমাদেরকে আল্লাহর কসম আমার শরীরের কাপড় চোপর, অলংকার, ধীরে ধীরে খুলো, যেহেতু এই মাত্র আমি মালাকুল মউতের কঠিন আযাব হতে নিস্কৃতি পেয়েছি।

যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয়- তখন সে বলেতে থাকে-হে গোসল দাতাগণ, আমার দেহে জোরে মর্দন
করোনা, কেননা মালাকুল মউতের কঠিন আযাবে আমার দেহ,ক্ষত -বিক্ষত হয়ে গেছে।

যখন মৃতকে কাফন পড়ানো হয় তখন মৃত দেহ বলতে থাকে, হে কাফন দাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি কাফন পরাইও না, আমার স্ত্রী, সন্তান,আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদেরকে শেষ বারের মত দেখতে দাও।

তাদের সাথে ইহাই আমার শেষ দেখা। কেয়ামতের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না।

যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে হে আমার আত্মীয়-স্বজন, তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেওনা, আমার বাড়ি,ঘর, স্ত্রী, কন্যা,সবার কাছ থেকে বিদায় লওয়ার
জন্য একটু সুযোগ দাও।

হে আমার আত্মীয় -স্বজন, আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি। তোমরা তাদেরকে কষ্ট দিওনা। তাদের প্রতি অবিচার করোনা। আমি এখন সবকিছু ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। তোমরা তাড়াতাড়ি করোনা, আমাকে সবার কাছ থেকে বিদায় লওয়ার সুযোগ দাও। যখন মৃত ব্যক্তিকে-গুরস্তানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে বলেতে থাকে হে আমার বংশধরগণ, হে আমার আত্মীয়-স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা যেন আমার
মত দুনিয়ার মায়ায় পড়ে আরাম আয়েশে আখেরাতের কথা ভুলে যেওনা।

তোমরা লক্ষ করে দেখ, আমি আল্লাহর নাফরমানি করে হালাল হারামের প্রতি লক্ষ না করে,যে ধন দৌলত কামায় করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না। সব ওয়ারীশগণ বন্টন করে নিচ্ছে। আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপরাশি। যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাপের ভাগ নিচ্ছে না।
যখন জানাজার নামাজ শেষে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃতব্যক্তি বলতে থাকে- হে বন্ধুগণ তোমাদের সাথে আমার কত ভালবাসা ছিল, এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছো! দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও।

হে বন্ধুগণ-সত্যিই তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেছি। কিন্তু এমন এক সময় ছিলো তোমরা আমাকে না দেখে এক দিনও থাকতে পারতেনা।
টাকা,পয়সা, ধনসম্পদ, সব কিছু তোমাদের জন্য রেখে
যাচ্ছি, আর কোনো কিছু তোমাদের কাছে চাইবো না। শুধু একটু দোয়া করে যাও।

টাকা,পয়সা, সবকিছু আমি রেখে গেছি। ভোগ বিলাসে মক্ত হয়োনা। আমার জন্য কিছু দান-খয়রাত করিও, দোয়া কালাম পড়িও, আমার রুহের উপর বখশিশ দিও।
মনে রেখ, আমার মত তোমাদেরকেও একদিন চলে যেতে হবে।

হে আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও।

( #আমিন) 😢😢😢😢

আজ ১৩ই জুন আখাউড়া উপজেলা  নয়াদিল গ্রামে মোঃ মোকলেস মিয়া, পিতা মৃতঃ সিদিক মিয়া,  বসতবাড়ি  আজ ঝড় তুফানে বাড়ী ঘর ভেঙে চুরমা...
13/06/2022

আজ ১৩ই জুন আখাউড়া উপজেলা নয়াদিল গ্রামে মোঃ মোকলেস মিয়া, পিতা মৃতঃ সিদিক মিয়া, বসতবাড়ি আজ ঝড় তুফানে বাড়ী ঘর ভেঙে চুরমার হয়ে গেল। থাকার মত বসতবাড়ি একটাও ঘর নেই।
আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল , আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সবাই কাছে সহযোগিতা চাচ্ছেন।

Address

Akhaura

Telephone

+8801749944512

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাইয়ুম ভ্লগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাইয়ুম ভ্লগ:

Videos

Share

Category


Other Video Creators in Akhaura

Show All