Jahangirnagar Theatre

Jahangirnagar Theatre ติดต่อ ID : fideliavisual
(6)

"আমরা নাট্য শ্রমিক, নাটক আমাদের শ্রম ও ঘামের ফসল।"
১৯৮০ সালে বাংলাদেশের সে সময়ের নবীন একটি বিশ্ববিদ্যালয়ের সজীব তরুণেরা সম্মিলিত হয়ে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রতিষ্ঠা করে। নিজেদের নাটক প্রসঙ্গে আগ্রহ ও ভাবনার প্রকাশ, নাট্যচর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি সুস্থ পরিবেশের বিকাশ, এবং গোটা দেশের বিস্তৃত জনপদের সঙ্গে নিজেদের প্রাণের বন্ধন স্থাপন; এই তিনটি কারণ ছিলো জাহাঙ্গীরনগর থিয়েটার প্রতিষ্ঠার প্রেরণ

া।
প্রতিষ্ঠার পর থেকেই জাহাঙ্গীরনগর থিয়েটার এই লক্ষ্যগুলো নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে৷ জাহাঙ্গীরনগর থিয়েটার মনে করে, এদেশের আদি ঐতিহ্য ও সংস্কৃতির সচল ধারার সঙ্গে থিয়েটারের নিবিড় বন্ধন থাকা চাই। সেই সাথে প্রয়োজন বিশাল এই বিশ্বের নাট্যাঙ্গনের সঙ্গে সংযুক্তি। ঘর এবং বাহির, দুই'ই আমাদের আপন। �

👋✌️🫰🫶
19/05/2023

👋✌️🫰🫶

বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। ভালোবাসা আর আনন্দে উদ্ভাসিত হোক আপনার জীবন। ✨
04/05/2023

বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। ভালোবাসা আর আনন্দে উদ্ভাসিত হোক আপনার জীবন। ✨

ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসবের দিন ঈদুল ফিতর। ইদ মানে খুশি, ইদ মানেই আনন্দ। এই আনন্দ জাতি কিংবা ধর্মের গন্ডিতে সী...
21/04/2023

ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসবের দিন ঈদুল ফিতর। ইদ মানে খুশি, ইদ মানেই আনন্দ। এই আনন্দ জাতি কিংবা ধর্মের গন্ডিতে সীমাবদ্ধ না থেকে, ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
আমরা, জাহাঙ্গীরনগর থিয়েটার, সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা। ইদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক পৃথিবীতে,মানবতা, শান্তি ও সম্প্রীতি বিরাজ করুক সবখানে। ইদ মোবারক।✨

প্রবাদে আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসবপ্রিয় বাঙালির সারা বছর উৎসব লেগে থাকলেও ঐতিহাসিকভাবে  সবচেয়ে বড় উৎসব বাংল...
14/04/2023

প্রবাদে আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসবপ্রিয় বাঙালির সারা বছর উৎসব লেগে থাকলেও ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় উৎসব বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ। কোন কোন ইতিহাসবিদদের মতে, সম্রাট আকবর বাংলা নববর্ষের প্রবর্তন করেন। আবার কোন কোন ইতিহাসবিদ মনে করেন সম্রাট আকবরের বহু আগে ৭ম শতকের রাজা শশাঙ্কের হাত ধরে বাংলা নববর্ষের প্রবর্তন। তবে বাংলা নববর্ষের প্রবর্তনের সাথে জড়িয়ে আছে বাংলার কৃষকদের ইতিহাস। কৃষকদের নতুন ফসল ওঠা ও খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা নববর্ষের প্রচলন হলেও
পরবর্তীতে বাংলা নববর্ষ শুধুমাত্র বাংলার কৃষকদের ফসল উৎপাদন ও খাজনা আদায়ের সাথে নয় বরং বাঙালি জাতিয়তাবাদের ধারক ও বাহক হিসেবে সকল শ্রেণি,পেশা,সম্প্রদায় ও ধর্মের মানুষের সার্বজনীন উৎসবে পরিণত হয়।

বৃটিশ শাসনামলে বৃটিশবিরোধী আন্দোলন, পাকিস্তান শাসনামলে বিভিন্ন আন্দোলন ও বাংলাদেশ সৃষ্টির পর স্বৈরাচারবিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে বাঙালি জাতীয়তাবাদ ও জাতিগত চেতনার ধারক হিসেবে বাংলা নববর্ষ অনুপ্রেরণা জুগিয়েছে সবসময়।

বাংলা নববর্ষকে ঘিরে বাংলার লোকসংস্কৃতিতে বিভিন্ন আচার অনুষ্ঠানের উল্লেখ পাওয়া যায় যার মধ্যে হালখাতা অনুষ্ঠান, বৈশাখী মেলা, পুতুল নাচ উল্লেখযোগ্য।
১৯৬৭ সালে ছায়ানটের হাত ধরে বাংলা বর্ষবরণ উদযাপনের মাধ্যমে যে প্রতিবাদ সূচিত হয় তা আজ পুরো বাংলাদেশের আবেগ,সংস্কৃতি ও জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
শত আঘাত প্রতিকূলতা ও ভয়ভীতি উপেক্ষা করে আজও রমনার বটমূলে বাংলা বর্ষবরণের মাধ্যমে আমরা সাহস ও লড়াই করার শক্তি খুঁজে পাই।
বাংলা নববর্ষকে বরণ করে নেয়া এবং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি মনে করিয়ে দেয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা আজ ইউনেস্কো স্বীকৃত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।

বাংলাদেশে বসবাসরত বাঙালি জাতিসত্তার পাশাপাশি আদিবাসীরা তাদের নিজস্ব সংস্কৃতির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়। নতুন বছরের আগমনকে কেন্দ্র করে ত্রিপুরারা বৈসুব, মারমারা সাংগ্রাই ও চাকমারা বিজু উৎসব পালন করে যা সংক্ষেপে বৈসাবি নামে পরিচিত। বৈসাবি উপলক্ষ্যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ধরনের উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছর পালিত হয়।

হিংসা,হানাহানি, রেষারেষি, সাম্প্রদায়িকতামুক্তভাবে
নতুন বছর সকলের ভালো ও সুস্থ কাটুক। আনন্দ, সংস্কৃতি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক সকলের বাংলা নতুন বছর এই কামনায় আমরা, জাহাঙ্গীরনগর থিয়েটার, সকলকে জানাচ্ছি বাংলা নতুন বছরের শুভেচ্ছা। শুভ হোক ১৪৩০। শুভ হোক নতুন বছরের আগমনী মঙ্গলবার্তা।

বাংলা বছরের প্রত্যেকটি মাসের শেষ দিন'ই সংক্রান্তি বলে পরিচিত৷ প্রতিটি মাসের সংক্রান্তি উদযাপন না করলেও চৈত্র মাসের শেষ দ...
13/04/2023

বাংলা বছরের প্রত্যেকটি মাসের শেষ দিন'ই সংক্রান্তি বলে পরিচিত৷ প্রতিটি মাসের সংক্রান্তি উদযাপন না করলেও চৈত্র মাসের শেষ দিনটি বাঙালি আড়ম্বরের সাথে পালন করে। এই দিনটা শুধু বাঙালি জাতির সংক্রান্তি নয়, আদিবাসীরাও বর্ষবিদায় হিসেবে নানা ভাবে দিনটি পালন করে। কালের বিবর্তনে বাঙালির অনেক চর্চাই হারিয়ে যাচ্ছে। বছরের শেষ দিনটিতে আমরা প্রহর গুনি নতুন এক সকালের, নতুন এক বছরের৷ সারা বছরের ভুল ভ্রান্তি, সবকিছুকে পেছনে ফেলে আবারও যেন নতুনের, শুভ কিছুর প্রত্যাশা।
সবাইকে, জাহাঙ্গীরনগর থিয়েটারের পক্ষ থেকে রইলো চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা।

আজ ২৭ মার্চ, বিশ্ব নাট্য দিবস। ১৯৬১ সালের জুন মাসে ভিয়েনায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) নবম কংগ...
27/03/2023

আজ ২৭ মার্চ, বিশ্ব নাট্য দিবস। ১৯৬১ সালের জুন মাসে ভিয়েনায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) নবম কংগ্রেসে বিশ্ব নাট্য দিবস প্রবর্তনের প্রস্তাব গৃহীত হয়। পরের বছর প্যারিসে অনুষ্ঠেয় (১৯৬২ সালে) থিয়েটার অব নেশন্স উৎসবের সূচনার দিনটি অর্থাৎ ২৭ মার্চ প্রতি বছর বিশ্ব নাট্য দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

১৯৮২ সাল থেকে বাংলাদেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে। বিশ্বের নাট্যকর্মী ও শিল্পীদের মধ্যে সৌহার্দ্য স্থাপন ও নাটকের শক্তিকে নতুন করে আবিষ্কার করার লক্ষ্যে শিল্পকলা একাডেমি, গ্রুপ থিয়েটার ফেডারেশন সহ নাটক ভিত্তিক অন্যান্য সংগঠন সম্মিলিতভাবে দিবসটি উদযাপন করে।

জাহাঙ্গীরনগর থিয়েটার এর পক্ষ থেকে সকলকে বিশ্ব নাট্য দিবসের শুভেচ্ছা।
বিশ্ব নাট্য দিবসে আমাদের অঙ্গীকার হোক নাট্য সংস্কৃতি বিকাশের মাধ্যমে সকল অপশক্তি নির্মূল করে সুস্থধারার সাংস্কৃতিক চর্চার দ্বারা একটি সুন্দর সমাজ বিনির্মান।

সংযম, আনন্দ, সম্প্রীতি, শান্তিতে পরিপূর্ণ হোক এই রমজান। পরিবার, প্রিয়জনদের সাথে কাটুক ইবাদতের এই মাসটি। জাহাঙ্গীরনগর থিয়...
24/03/2023

সংযম, আনন্দ, সম্প্রীতি, শান্তিতে পরিপূর্ণ হোক এই রমজান। পরিবার, প্রিয়জনদের সাথে কাটুক ইবাদতের এই মাসটি।
জাহাঙ্গীরনগর থিয়েটারের পক্ষ থেকে রইলো রমজানের শুভেচ্ছা। রমজান মুবারক.....🌙✨

"১৯৮১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রিক এরেনা আদলে নির্মিত 'মুক্তমঞ্চ'র নির্মাণ কাজ শেষ হয়। 'মুক্তমঞ্চ'র অভিষেক হয় ...
11/03/2023

"১৯৮১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রিক এরেনা আদলে নির্মিত 'মুক্তমঞ্চ'র নির্মাণ কাজ শেষ হয়। 'মুক্তমঞ্চ'র অভিষেক হয় জাহাঙ্গীরনগর থিয়েটারের ক্ল্যাসিক প্রযোজনা, সেলিম আল দীনের রচনা ও নির্দেশনায় 'শকুন্তলা' মঞ্চায়নের মধ্য দিয়ে।"
(তথ্যসূত্র: শহিদুজ্জামান সেলিম)।

জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজনার প্রথম নির্দেশক নাট্যাচার্য সেলিম আল দীন। শুধু তাই'ই নয়। জাহাঙ্গীরনগর থিয়েটার জন্মলগ্ন থেকেই পেয়েছে তার সান্নিধ্য। তার সংস্পর্শে এবং অভিভাবকত্বে হয়েছে সমৃদ্ধ।
তার এই সম্মানে আমরা, জাহাঙ্গীরনগর থিয়েটার অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।

10/03/2023
"দি ম্যান ফ্রম আর্থ" এর কুশীলবেরা শিল্পকলায় চলে এসেছে। আপনারও সন্ধ্যায় চলে আসুন। একসাথে সবাই মিলে উপভোগ করি আমাদের আজকের...
09/03/2023

"দি ম্যান ফ্রম আর্থ" এর কুশীলবেরা শিল্পকলায় চলে এসেছে। আপনারও সন্ধ্যায় চলে আসুন। একসাথে সবাই মিলে উপভোগ করি আমাদের আজকের মঞ্চায়ন "দি ম্যান ফ্রম আর্থ" ✨

আগামীকাল সন্ধ্যা ৭:৩০ মিনিটে "দি ম্যান ফ্রম আর্থ" এর দ্বিতীয় প্রদর্শনী মঞ্চস্থ হতে যাচ্ছে। 🎫🎭স্থান: জাতীয় সংগীত ও নৃত্যক...
08/03/2023

আগামীকাল সন্ধ্যা ৭:৩০ মিনিটে "দি ম্যান ফ্রম আর্থ" এর দ্বিতীয় প্রদর্শনী মঞ্চস্থ হতে যাচ্ছে। 🎫🎭

স্থান: জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা।
আমন্ত্রণে: ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ।✨

08/03/2023

"মেঘে আনো মালা বজ্র উজালা,
জাহ্নবী সম বেগে জাগো পদদলিতা"

লিলি থেকে শিশির,
কোপেনহেগেন থেকে ঢাকা,
প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে যারা সকল বাঁধা দূর করে, লড়াই করে যাচ্ছেন নিজের নারীত্বের সম্মান পেতে, অন্তরে নিজেকে যেভাবে ধারণ করছে সেভাবেই সারা পৃথিরীর সামনে নিজেকে মেলে ধরতে, লড়াই করছে সকল অশ্রদ্ধা,অসম্মানের বিরুদ্ধে, সেইসব সাহসী নারীসহ বিশ্বের সকল নারীদের আমরা জাহাঙ্গীরনগর থিয়েটার জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।

কার্যকরী পর্ষদ ২০২৩, জাহাঙ্গীরনগর থিয়েটার।
23/02/2023

কার্যকরী পর্ষদ ২০২৩, জাহাঙ্গীরনগর থিয়েটার।

বাঙালি জাতির অর্জন আজকে যা কিছু, তা এমনি এমনি আসে নি। না স্বাধীনতা, না নিজের ভাষায় কথা বলার অধিকার। তার জন্য দিতে হয়েছে ...
21/02/2023

বাঙালি জাতির অর্জন আজকে যা কিছু, তা এমনি এমনি আসে নি। না স্বাধীনতা, না নিজের ভাষায় কথা বলার অধিকার। তার জন্য দিতে হয়েছে প্রাণ, রাজপথে ঝরাতে হয়েছে রক্ত। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজ বাংলায় কথা বলার সুখ।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর, জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে ঘোষণা করা হয়। পৃথিবীর প্রতিটি ভাষার প্রতি সম্মান জানিয়ে , প্রতি বছর এই দিনে সারা বিশ্বের মানুষ পালন করে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

আমরা, জাহাঙ্গীরনগর থিয়েটার, আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি ভাষাশহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা কথা বলি। সবাইকে রইল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের শুভেচ্ছা। পৃথিবীর প্রতিটি মানুষ তার মায়ের ভাষায় কথা বলুক, নিজের ভাষায় কথা বলুক। প্রতিটি ভাষার চর্চা হোক, ভাষাগুলো আমাদের মধ্যে বেঁচে থাকুক।💙

জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজনা-১০১"দি ম্যান ফ্রম আর্থ"রচনা: জিরোম বিক্সবিঅনুবাদ ও নির্দেশনা: জাহিন জামালপ্রথম প্রদর্শনী: ...
19/02/2023

জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজনা-১০১
"দি ম্যান ফ্রম আর্থ"
রচনা: জিরোম বিক্সবি
অনুবাদ ও নির্দেশনা: জাহিন জামাল
প্রথম প্রদর্শনী: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, সেলিম আল দীন মুক্তমঞ্চ!💙💙

ছবি কৃতজ্ঞতা:
নাজমুল হোসেন;
মাহিদুল হক তানভীর;
রাহুল রায় কৌশিক;

19/02/2023

জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটোরিয়াম) নতুন কমিটি গঠন করা হয়েছে; এতে চন্দন সমদ্দার সোম সাধারণ সম্পাদক ও সুমাইয়া জাহ.....

16/02/2023

মধ্য রাতের কবিতা ও গান

15/02/2023

াহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ছয়দিন ব্যাপী থিয়েটার নাট্যেৎসব। মঙ্গলবার সন্ধ্য....

জাহাঙ্গীরনগর থিয়েটারের ছয়দিন ব্যাপী নাট্য উৎসব আয়োজনের তৃতীয় দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি থাকছে ঢাকা থিয়েটার প্রযোজিত নাটক- ...
14/02/2023

জাহাঙ্গীরনগর থিয়েটারের ছয়দিন ব্যাপী নাট্য উৎসব আয়োজনের তৃতীয় দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি থাকছে ঢাকা থিয়েটার প্রযোজিত নাটক- "একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার"।

রচনা: আনন জামান;
নির্দেশনা: শহিদুজ্জামান সেলিম;
আবহ সঙ্গীত: রাহুল আনন্দ;
মঞ্চ পরিকল্পনা: আফজাল হোসেন;
পোশাক পরিকল্পনা: রোজী সিদ্দিকী;
আলো পরিকল্পনা: ওয়াসিম আহমেদ।

আমাদের এই আয়োজনকে আরও বেশি আনন্দময় করে তুলতে আপনাদের সবান্ধব উপস্থিতি কাম্য।

জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত " নাট্য উৎসব-২০২৩" নিয়ে দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন
14/02/2023

জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত " নাট্য উৎসব-২০২৩" নিয়ে দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন

আমরা নাট্য শ্রমিক, নাটক আমাদের শ্রম ও ঘামের ফসল। সুধী, "শিল্পের সৃজন হোক নিসর্গের প্রেরণায়" এই স্লোগানকে ধারণ করে আমরা, ...
13/02/2023

আমরা নাট্য শ্রমিক, নাটক আমাদের শ্রম ও ঘামের ফসল।
সুধী,
"শিল্পের সৃজন হোক নিসর্গের প্রেরণায়" এই স্লোগানকে ধারণ করে আমরা, জাহাঙ্গীরনগর থিয়েটার, আয়োজন করছি ০৬ দিন ব্যাপী "নাট্য উৎসব -২০২৩"। আজ, উৎসবের দ্বিতীয় দিন, আজ থাকছে জাহাঙ্গীরনগর থিয়েটার এর প্রযোজনা " বিচারপতি ঘুমিয়ে গেছেন"।

রচনাঃ মান্নান হীরা
নির্দেশনাঃ তাসনিয়া তাহাসিন আরশী।
সময়ঃ সন্ধ্যা ৭ টা
স্থানঃ সেলিম আল দীন মুক্তমঞ্চ

আপনারা সবাই সবান্ধব আমন্ত্রিত।

সুধী,আগামীকাল ১২/০২/২০২৩ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত "নাট্য উৎসব- ২০২৩"।  ৬ দিন ব্যাপী এই বর্...
11/02/2023

সুধী,
আগামীকাল ১২/০২/২০২৩ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত "নাট্য উৎসব- ২০২৩"। ৬ দিন ব্যাপী এই বর্ণিল আয়োজনের প্রথম দিন, সকাল ১০ টায় অমর একুশের পাদদেশ হতে থাকছে এক বর্ণাঢ্য র‍্যালী এবং সান্ধ্যকালীন আয়োজনে থাকছে বটতলা প্রযোজিত নাটক "খনা"।
রচনা :সামিনা লুৎফা নিত্রা
নির্দেশনা : মোহাম্মদ আলী হায়দার
সময় : সন্ধ্যা ৭ টা
স্থান। : সেলিম আল দীন মুক্তমঞ্চ
উক্ত আয়োজনে আপনারা সবান্ধব আমন্ত্রিত।

পোস্টার সাঁটানোর মাধ্যমে পুরোপুরি শুরু হয়ে গেলো উৎসব আয়োজন। দিন-রাত চলছে উৎসবের কাজ।
08/02/2023

পোস্টার সাঁটানোর মাধ্যমে পুরোপুরি শুরু হয়ে গেলো উৎসব আয়োজন।
দিন-রাত চলছে উৎসবের কাজ।

08/02/2023

A six-day theatre festival titled ‘Natya Utsab-2023’ is scheduled to begin on Jahangirnagar University campus on February 12. Jahangirnagar Theatre will organise the festival with...

সেলিম আল দীন মুক্তমঞ্চে আসছে দেশ নাটকের প্রযোজনা "পারাপার"। নাট্য উৎসব-২০২৩ এর ষষ্ঠ দিন, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় মঞ...
06/02/2023

সেলিম আল দীন মুক্তমঞ্চে আসছে দেশ নাটকের প্রযোজনা "পারাপার"। নাট্য উৎসব-২০২৩ এর ষষ্ঠ দিন, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় মঞ্চায়িত হতে যাচ্ছে নাটকটি।
রচনা : মাসুম রেজা
নির্দেশনা: ফাহিম মালেক ইভান

নাটকের কথা : ভাবোখালী গ্রামের সরল মানুষগুলো জীবনকে খুব সহজ করে দেখে। সরল মনে জীবনকে রঙিন করে দেখে সবকিছু। ঘুড়ির খেলা, পালাগান, ঐতিহ্যবাহী সব আয়োজনে আনন্দে অতিবাহিত হয় দিন। গ্রামের মহাজন ড্যাডম মালিথার বাড়িতে প্রতিবছর আয়োজিত হয় পালাগান। এবারের আয়োজনে পালা করবে কলকাতা থেকে আসা ড্যাডম মালিথার পুত্র ডালিম মালিথার বন্ধু চিনু গায়েন। পালাগানে সবাইকে মুগ্ধ করে ভাবোখালী গ্রামের সকলের মন জয় করে নেয় চিনু। সে মুগ্ধতার ঘোর লাগে জোসনার মনেও। চিনুর অপূর্ব বাকচাতুর্য আর গুনে নিজের অজান্তেই জড়িয়ে পড়ে চিনু ভালোবাসায়।

অন্যদিকে, চিনুর গ্রাম ছোট ঝলমলিয়ার বাড়িতে চিনুরই অপেক্ষায় থাকে মাঞ্জেলা, চিনুর সঙ্গে বিয়ের হবে বলে প্রতীক্ষায় কাটে যার ৪ বছর। ভালোবাসার মানুষের প্রতিক্ষার প্রহর যখন শেষ হয়না তখন মাঝে মাঝেই গ্রামে ফেরী করতে আসা চুড়িবুড়ির কাছে তার গোপন কথার পশরা সাজায়। চুড়িবুড়িও তাকে সান্ত্বনা দেয়, সেই সঙ্গে পরামর্শ দেয় চিনুকে ভুলে যাওয়ার, প্রতিশ্রুতি দেয় কলকাতায় নিয়ে চাকরি দেয়ার।

অপরদিকে ভাবোখালী গ্রামের সবার ইচ্ছায় চিনুর সাথে বিয়ে হয় জোসনার এবং তারই সঙ্গে কলকাতায় পাড়ি দেয়ার উদ্দেশে এসে পৌঁছায় বেনাপোলের সীমান্তবর্তী অঞ্চলে।

অবরোধে সীমান্ত বন্ধ থাকার কারণে আশ্রয় নেয় এলাকার প্রভাবশালী সংস্কৃতি অনুরাগী, যাত্রাদলের পৃষ্ঠপোষক রশিদ কোম্পানীর হোটেলে। সেখানে এসে চিনুর নতুন পরিচয় উন্মোচিত হয়। প্রকাশিত হয় এক অজানা তথ্য। হঠাৎ করেই চিনুর মুখোমুখী এসে দাঁড়ায় মাঞ্জেলা। সেও বুড়ির সঙ্গে কলকাতায় যাবার প্রত্যাশায় এখানে এসে হাজির। জীবনের কঠিন পর্যায়ে এসে প্রকাশিত হয় এক চরম সত্য যা মাঞ্জেলার কাছে অবিশ্বাস্য মনে হয়। চিনু আসলে জোসনাকে বিয়ের প্রলোভনে কলকাতায় পাচারের উদ্দেশেই নিয়ে যায়, অন্যদিকে একই পেশার চুড়িবুড়িও মাঞ্জেলাকে একই কারনে কলকাতায় পাড়ি দেয়ার পরিকল্পনা করে। জোসনাকে নিয়ে চিনুর পেশাগত দিক আর মাঞ্জেলার প্রতি তার প্রেম চিনুকে এক গভীর সঙ্কটে ফেলে দেয়। মানব জীবনের চরিত্রের এই বৈপরীত্য প্রতিটি মানুষকে এক কঠিন পথে ধাবিত করে। এমনই গল্প নিয়ে হাজির হবে দেশ নাটক।
নাটকটি উপভোগের জন্য আপনারা সবান্ধব আমন্ত্রিত।

04/02/2023

সুধী,
অনিবার্য কারণ বশত 'নাট্য উৎসব ২০২৩' এর সময় সূচী পরিবর্তন করা হয়েছে।

বর্তমান সময়সূচীঃ ১২ থেকে ১৮ ফেব্রুয়ারি (৬ দিন ব্যাপী)

১২.০২.২৩ - উদ্বোধনী ও র‍্যালী, নাটকঃ খনা-বটতলা

১৩.০২.২৩ - নাটকঃ বিচারপতি ঘুমিয়ে গেছেন- জাহাঙ্গীরনগর থিয়েটার

১৪.০২.২৩- নাটকঃ একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার - ঢাকা থিয়েটার

১৫.০২.২৩- নাটকঃ দ্য ম্যান ফ্রম আর্থ - জাহাঙ্গীরনগর থিয়েটার

১৬.০২.২৩ - মধ্যরাতের কবিতা ও গান- জাহাঙ্গীরনগর থিয়েটার ও বন্ধুরা

১৭.০২.২৩- পুনর্মিলনী, নাটকঃ পারাপার- দেশ নাটক

এছাড়াও থাকছে গুণীজন সম্মাননা।

উক্ত উৎসবে আপনারা সবান্ধব আমন্ত্রিত।

নাট্য চর্চায় সংগীত অন্যতম অপরিহার্য। নাটকের জন্য সংগীত যেহেতু অপরিহার্য সেহেতু নাট্যচর্চার পাশাপাশি চলে সংগীত চর্চা। তাই...
03/02/2023

নাট্য চর্চায় সংগীত অন্যতম অপরিহার্য। নাটকের জন্য সংগীত যেহেতু অপরিহার্য সেহেতু নাট্যচর্চার পাশাপাশি চলে সংগীত চর্চা। তাই প্রত্যেকেই হয়ে ওঠে গান এবং বাদ্যযন্ত্রে পারদর্শী।
আমরা, জাহাঙ্গীরনগর থিয়েটার, "শিল্পের সৃজন হোক নিসর্গের প্রেরণায়" এই স্লোগান কে ধারন করে আয়োজন করতে যাচ্ছি ৭ দিন ব্যাপী "নাট্য উৎসব ২০২৩"। উৎসবের ৭ম দিন অর্থাৎ ১৭ ফেব্রুয়ারির আয়োজনে থাকছে ব্যতিক্রমী আয়োজন "মধ্যরাতের কবিতা ও গান"।
পরিবেশনায়: জাহাঙ্গীরনগর থিয়েটার ও বন্ধুরা

জাহাঙ্গীরনগর থিয়েটারের "নাট্য উৎসব ২০২৩" এর দ্বিতীয়  দিন, অর্থাৎ ১৩ই ফেব্রুয়ারী সেলিম আল দীন মুক্তমঞ্চে মঞ্চস্থ হতে যাচ্...
01/02/2023

জাহাঙ্গীরনগর থিয়েটারের "নাট্য উৎসব ২০২৩" এর দ্বিতীয় দিন, অর্থাৎ ১৩ই ফেব্রুয়ারী সেলিম আল দীন মুক্তমঞ্চে মঞ্চস্থ হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর থিয়েটারের
নাটক "বিচারপতি ঘুমিয়ে গেছেন"
রচনাঃ মান্নান হীরা
নির্দেশনাঃ তাসনিয়া তাহাসিন আরশী

নাটকের কথাঃ
নাটকটিতে ক্ষমতার দুষ্টচক্রে নিষ্পেষিত বিচারহীনতার রাজনৈতিক বাস্তবতা প্রস্ফুটিত হয়েছে। হত্যাযজ্ঞের এক দশক পর আসন পাকাপোক্ত করার পর রাণী, হাতের পুতুল বিচারপতিকে তলব করেন বিচারকার্য পরিচালনা করার জন্য। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রহস্যের জট উন্মোচিত হতে শুরু করলে আসামী সাক্ষীকে হত্যা করে রুদ্ধ করে দেয় সত্য উদঘাটনের পথ। বিচারকার্যের সংবাদ পেয়ে রাজ্যের বিচার প্রার্থীরা বিচারের আশায় উপস্থিত হয় রাজ বিচারালয়ে। কিন্তু শেষমেষ সুষ্ঠু বিচার যেন অধরা হয়েই রয়। ক্ষমতার মোহময় চাদরে ঢাকা পড়ে থাকে ন্যায্য বিচার।

নাটককে বলা হয় সমাজের দর্পণ। ‘বিচারপতি ঘুমিয়ে গেছেন' নাটকটি যেন সেই ধারা অক্ষুণ্ণ রেখেই হয়ে উঠেছে আমাদের বর্তমান সামাজিক অবস্থার প্রতিবিম্ব। বিচারহীনতার অপসংস্কৃতির সাথে সাথে আরো নানা অসংগতির দিকে একটি প্রশ্নবোধক চিহ্নই একেঁ দেয় নাটকটি।

জাহাঙ্গীরনগর থিয়েটারের আমন্ত্রণে "নাট্য উৎসব ২০২৩" এর তৃতীয় দিন, অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারী সেলিম আল দীন মুক্তমঞ্চে মঞ্চস্থ হ...
30/01/2023

জাহাঙ্গীরনগর থিয়েটারের আমন্ত্রণে "নাট্য উৎসব ২০২৩" এর তৃতীয় দিন, অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারী সেলিম আল দীন মুক্তমঞ্চে মঞ্চস্থ হতে যাচ্ছে ঢাকা থিয়েটারের নাটক "একটি লৌকিক ও অলৌকিক স্টিমার"।
রচনাঃ আনন জামান।
নির্দেশনাঃ শহীদুজ্জামান সেলিম।

নাটকের গল্প নিয়ে নির্দেশক শহীদুজ্জামান সেলিম বলেন, “নাটকটি মহামারি নিয়ে। শহরে মহামারিতে অনেক লোক মারা যাচ্ছে। শহরের অনেক লোক অপেক্ষায় রয়েছে একটা স্টিমারের। এই স্টিমার দিয়ে তারা অন্য একটা শহরে বা গ্রামে চলে যাবে। তারা অপেক্ষা করছে এবং নিজেদের মধ্যে কথা বলছে, তাদের নিকট অতীতের নানা কথা বলে চলেছে। নাটকটির গল্প এই সময়ের জন্য ভীষণ প্রাসঙ্গিক।”

দর্শক, "নাট্য উৎসব-২০২৩" এর এই আয়োজনে আপনাদের সকলের আমন্ত্রণ রইলো।

সিংহলের রাজকন্যা খনা, যার আরেক নাম লীলাবতী। তিনি জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী নারী। বাঙালির কৃষিজীবনে এখনো সংশয়মুক...
29/01/2023

সিংহলের রাজকন্যা খনা, যার আরেক নাম লীলাবতী। তিনি জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী নারী। বাঙালির কৃষিজীবনে এখনো সংশয়মুক্তির পথ প্রদর্শক হিসেবে স্বীকৃত খনার বচন। কিংবদন্তি সেই খনার বচন এখনও এই বাঙালির বর্তমান সমাজেও কৃষকের মুখে মুখে ঘোরাফেরা করে।

এই খনার বচনে এখনও উঠে আসে কৃষিকাজের নানা প্রথা, কোন মৌসুমে কোন ফসল, কোন সময়ে বৃষ্টি কেমন হবে, কোন সময়ে বৃষ্টি কোন ফসলের জন্য কেমন এবং ফসলের উৎপাদন সম্পর্কিত খনার বিবিধ বচন ঘোরাফেরা করে। যেমন : ‘ষোল চাষে মূলা তার অর্ধেক তুলা/ তার অর্ধেক ধান বিনা চাষে পান’, ‘থোড় থেকে গরু না বায় হাল/ তার দুঃখ চিরকাল’ ‘ব্যাঙ ডাকে ঘনঘন/ বৃষ্টি হবে শীঘ্র জানো’ এমন হাজারো বচন আজও কৃষকসমাজের মানুষের কাছে খনার বচন হিসেবে পরিচিত। খনার সেই উপকথাকে নাট্যরূপ দিয়ে নাট্যদল বটতলা প্রথম মঞ্চে আনে ২০১০ সালের ৯ মার্চ।

আগামী ১২ থেকে ১৮ ফেব্রুয়ারী জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত "নাট্য উৎসব-২০২৩" এর প্রথম দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি, সেলিম আল দীন মুক্তমঞ্চে মঞ্চস্থ হতে যাচ্ছে "খনা"। ইতিমধ্যে দর্শক মহলে ব্যাপক আলোচিত নাটকটি দেখার আমন্ত্রণ রইলো।

সনাতন ধর্মের রীতি অনুসারে, সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের দেবী। তিনি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপ...
26/01/2023

সনাতন ধর্মের রীতি অনুসারে, সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের দেবী। তিনি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে পৃথিবীতে আসেন। এজন্য এই পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উদযাপিত হয়। এই তিথিকে শ্রীপঞ্চমী বলা হয়। এছাড়াও বলা হয় বসন্তপঞ্চমী। সাধারণত বিদ্যার্থীরা বিদ্যা লাভের জন্য সরস্বতীপূজা করেন।

আমরা, জাহাঙ্গীরনগর থিয়েটার, সকলকে জানাই সরস্বতী পূজার শুভেচ্ছা ও ভালোবাসা।

আসছে জাহাঙ্গীরনগর থিয়েটারের ”নাট্য উৎসব -২০২৩”আপনি প্রস্তুত তো?!
05/01/2023

আসছে জাহাঙ্গীরনগর থিয়েটারের ”নাট্য উৎসব -২০২৩”
আপনি প্রস্তুত তো?!

২০২২ সালের বিদায়ের মাধ্যমে শুরু হলো নতুন একটি বছর; ২০২৩। প্রকৃতির স্বাভাবিক নিয়মেই একটি বছর গড়িয়ে নতুন বছর আসে। নতুন বছর...
01/01/2023

২০২২ সালের বিদায়ের মাধ্যমে শুরু হলো নতুন একটি বছর; ২০২৩। প্রকৃতির স্বাভাবিক নিয়মেই একটি বছর গড়িয়ে নতুন বছর আসে। নতুন বছর মানে নতুন সম্ভাবনা, নতুন ভাবে বাঁচার আরেকটি সুযোগ। আমরা আশা করি, সকল অমঙ্গল ও অশান্তির কালো মেঘ সরে যাবে, পুরনো সকল সমস্যা পেছনে ফেলে আমরা এগিয়ে যাব নতুনভাবে।

আমরা, জাহাঙ্গীরনগর থিয়েটার, সকলকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন আলোয় ভরে উঠুক সকলের জীবন। Happy New Year 2023!

আজ শুভ বড়দিন। আজ থেকে দুই সহস্রাধিক বছর আগে জেরুজালেমের কাছাকাছি বেথলেহেম নগরীর এক গোয়ালঘরে জন্মেছিলেন খ্রিষ্টধর্মের প্র...
25/12/2022

আজ শুভ বড়দিন। আজ থেকে দুই সহস্রাধিক বছর আগে জেরুজালেমের কাছাকাছি বেথলেহেম নগরীর এক গোয়ালঘরে জন্মেছিলেন খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট। ৩৩ বছরের স্বল্পস্থায়ী জীবনে তিনি মানুষকে শুনিয়েছেন শান্তির বাণী, ভালোবাসার কথা।
হিংসা-দ্বেষ, পাপ-পংকিলতা থেকে মানুষকে মুক্ত করাও ছিল তার প্রবর্তিত ধর্মের অন্যতম মূল কথা। তার শান্তির বাণী জাতি-ধর্ম নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য। মতবাদ প্রচারের সময় অমানুষিক নির্যাতনের শিকার হয়েছিলেন যিশু। কিন্তু কোনো নির্যাতন-নিপীড়নই তাকে তার পথ থেকে বিচ্যুত করতে পারেনি। মানুষকে জয় করার হাতিয়ার ছিল তার সংযম ও সহিষ্ণুতা।
আমরা জাহাঙ্গীরনগর থিয়েটার, সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা।
Marry Christmas 🎄

জাহাঙ্গীরনগর থিয়েটারের অন্যতম সংগঠক, নাট্যকার, নির্দেশক ও অভিনেতা আলোক কুমার রায়ের মৃত্যু বার্ষিকী আজ। গত ২০১৫ সালের ২৪ ...
24/12/2022

জাহাঙ্গীরনগর থিয়েটারের অন্যতম সংগঠক, নাট্যকার, নির্দেশক ও অভিনেতা আলোক কুমার রায়ের মৃত্যু বার্ষিকী আজ। গত ২০১৫ সালের ২৪ শে ডিসেম্বর তার নিজ শহর জামালপুরে হঠাৎই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় আমাদের প্রিয় আলোকদার।

শিল্পের প্রতিটি শাখায় তার বিচরণ ছিল অত্যন্ত সহজাত ও স্বতঃস্ফূর্ত। মৃত্যুর এক সপ্তাহ আগে তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথের মরমী দর্শনে পিএইচডি সম্পন্ন করেন। তিনি শেরপুর সেকেন্দর আলী কলেজের দর্শনের শিক্ষক ছিলেন।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাথির তিন যুগ পূর্তি উৎসবটি তার সম্মানে উৎসর্গ করা হয়েছিল। সে বছর থেকে জাথি প্রবর্তন করেছে আলোক কুমার রায় স্মৃতি পদক। প্রতিবছর তরুণ মেধাবী ও সৃষ্টিশীল একজন নাট্যকর্মীকে আলোক কুমার রায় পদকে ভূষিত করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আলোক কুমার রায়। দর্শন বিভাগের ১৭ ব্যাচের ছাত্র ছিলেন তিনি। তার ক্যাম্পাসকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাট্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নতুন করে প্রাণ পায়।

আমরা জাহাঙ্গীরনগর থিয়েটার, আলোক কুমার রায়ের প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল, ১৬ ডিসেম্বর, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের প্রযোজনায় অংশগ্রহণ...
17/12/2022

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল, ১৬ ডিসেম্বর, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের প্রযোজনায় অংশগ্রহণ করে জাহাঙ্গীরনগর থিয়েটার।

জাহাঙ্গীরনগর থিয়েটার মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি জানাই সম্মান ও শ্রদ্ধা।

আজ, ১৪ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে আজকের এই দিনে, বিজয়ের প্রাক্কালে, বাঙ্গালীকে মেধাশূন্য করার এক হীন চক্...
14/12/2022

আজ, ১৪ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে আজকের এই দিনে, বিজয়ের প্রাক্কালে, বাঙ্গালীকে মেধাশূন্য করার এক হীন চক্রান্ত শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। স্বাধীনতাকামী বাঙ্গালীকে দমানোর উদ্দেশ্যে জাতির সূর্যসন্তানদের ধরে নিয়ে যাওয়া হয় বধ্যভূমিতে। নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয় তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, প্রথিতযশা লেখক সহ অগ্রগণ্য ব্যক্তিত্বদের ঢাকার রায়েরবাজার ও মিরপুর বধ্যভূমিতে নিয়ে হত্যা করা হয়, এতটাই নৃশংসভাবে, তাদের লাশ অব্দি শনাক্ত করা দুষ্কর হয়ে পড়েছিলো। এমনকি অনেক বুদ্ধিজীবীদের লাশ শেষ পর্যন্ত খুজেও পাওয়া যায়নি।
আমরা, জাহাঙ্গীরনগর থিয়েটার, আজকের এই দিনে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করছি সকল শহীদ বুদ্ধিজীবীদের, যাদের ভালোবাসা আর রক্তের উপর দাঁড়িয়ে আছে আজকের স্বাধীন বাংলাদেশ।

নাটক জীবনের গল্প বলে। আর সেই গল্পগুলোকে রঙিন সুতোর মালায় গেথে দর্শকদের সামনে চার দশক ধরে উপস্থাপন করছে জাহাঙ্গীরনগর থিয়ে...
04/12/2022

নাটক জীবনের গল্প বলে। আর সেই গল্পগুলোকে রঙিন সুতোর মালায় গেথে দর্শকদের সামনে চার দশক ধরে উপস্থাপন করছে জাহাঙ্গীরনগর থিয়েটার।
এক সূর্যোদয়ের সাথে যার যাত্রা শুরু হয়েছিলো, পায়ে পায়ে সেই সংগঠন পেরিয়ে এসেছে ৪২ টি বছর। এই সময়গুলো যাদের অবদানে রঙিন ও দীপ্ত, তারা সকলেই এসেছিলেন নতুন হিসেবে, শিল্পের টানে।

এমনি শিল্পমনা নতুন প্রাণের সন্ধানে চলছে সদস্য আহবান। যারা আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন জহির রায়হান মিলনায়তনের ৩ নং কক্ষে। কিংবা ফোনে যোগাযোগ করতে পারেন ০১৭৫৮৫৭৬৭৪৬ নাম্বারে।

Address

Savar
Aich Nodda

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahangirnagar Theatre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Gaming Video Creators in Aich Nodda

Show All

You may also like