Jahangirnagar Theatre

Jahangirnagar Theatre ติดต่อ ID : fideliavisual

"আমরা নাট্য শ্রমিক, নাটক আমাদের শ্রম ও ঘামের ফসল।"
১৯৮০ সালে বাংলাদেশের সে সময়ের নবীন একটি বিশ্ববিদ্যালয়ের সজীব তরুণেরা সম্মিলিত হয়ে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রতিষ্ঠা করে। নিজেদের নাটক প্রসঙ্গে আগ্রহ ও ভাবনার প্রকাশ, নাট্যচর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি সুস্থ পরিবেশের বিকাশ, এবং গোটা দেশের বিস্তৃত জনপদের সঙ্গে নিজেদের প্রাণের বন্ধন স্থাপন; এই তিনটি কারণ ছিলো জাহাঙ্গীরনগর থিয়েটার প্রতিষ্ঠার প্রেরণ

া।
প্রতিষ্ঠার পর থেকেই জাহাঙ্গীরনগর থিয়েটার এই লক্ষ্যগুলো নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে৷ জাহাঙ্গীরনগর থিয়েটার মনে করে, এদেশের আদি ঐতিহ্য ও সংস্কৃতির সচল ধারার সঙ্গে থিয়েটারের নিবিড় বন্ধন থাকা চাই। সেই সাথে প্রয়োজন বিশাল এই বিশ্বের নাট্যাঙ্গনের সঙ্গে সংযুক্তি। ঘর এবং বাহির, দুই'ই আমাদের আপন। �

👋✌️🫰🫶
19/05/2023

👋✌️🫰🫶

বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। ভালোবাসা আর আনন্দে উদ্ভাসিত হোক আপনার জীবন। ✨
04/05/2023

বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। ভালোবাসা আর আনন্দে উদ্ভাসিত হোক আপনার জীবন। ✨

ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসবের দিন ঈদুল ফিতর। ইদ মানে খুশি, ইদ মানেই আনন্দ। এই আনন্দ জাতি কিংবা ধর্মের গন্ডিতে সী...
21/04/2023

ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসবের দিন ঈদুল ফিতর। ইদ মানে খুশি, ইদ মানেই আনন্দ। এই আনন্দ জাতি কিংবা ধর্মের গন্ডিতে সীমাবদ্ধ না থেকে, ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
আমরা, জাহাঙ্গীরনগর থিয়েটার, সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা। ইদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক পৃথিবীতে,মানবতা, শান্তি ও সম্প্রীতি বিরাজ করুক সবখানে। ইদ মোবারক।✨

প্রবাদে আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসবপ্রিয় বাঙালির সারা বছর উৎসব লেগে থাকলেও ঐতিহাসিকভাবে  সবচেয়ে বড় উৎসব বাংল...
14/04/2023

প্রবাদে আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসবপ্রিয় বাঙালির সারা বছর উৎসব লেগে থাকলেও ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় উৎসব বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ। কোন কোন ইতিহাসবিদদের মতে, সম্রাট আকবর বাংলা নববর্ষের প্রবর্তন করেন। আবার কোন কোন ইতিহাসবিদ মনে করেন সম্রাট আকবরের বহু আগে ৭ম শতকের রাজা শশাঙ্কের হাত ধরে বাংলা নববর্ষের প্রবর্তন। তবে বাংলা নববর্ষের প্রবর্তনের সাথে জড়িয়ে আছে বাংলার কৃষকদের ইতিহাস। কৃষকদের নতুন ফসল ওঠা ও খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা নববর্ষের প্রচলন হলেও
পরবর্তীতে বাংলা নববর্ষ শুধুমাত্র বাংলার কৃষকদের ফসল উৎপাদন ও খাজনা আদায়ের সাথে নয় বরং বাঙালি জাতিয়তাবাদের ধারক ও বাহক হিসেবে সকল শ্রেণি,পেশা,সম্প্রদায় ও ধর্মের মানুষের সার্বজনীন উৎসবে পরিণত হয়।

বৃটিশ শাসনামলে বৃটিশবিরোধী আন্দোলন, পাকিস্তান শাসনামলে বিভিন্ন আন্দোলন ও বাংলাদেশ সৃষ্টির পর স্বৈরাচারবিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে বাঙালি জাতীয়তাবাদ ও জাতিগত চেতনার ধারক হিসেবে বাংলা নববর্ষ অনুপ্রেরণা জুগিয়েছে সবসময়।

বাংলা নববর্ষকে ঘিরে বাংলার লোকসংস্কৃতিতে বিভিন্ন আচার অনুষ্ঠানের উল্লেখ পাওয়া যায় যার মধ্যে হালখাতা অনুষ্ঠান, বৈশাখী মেলা, পুতুল নাচ উল্লেখযোগ্য।
১৯৬৭ সালে ছায়ানটের হাত ধরে বাংলা বর্ষবরণ উদযাপনের মাধ্যমে যে প্রতিবাদ সূচিত হয় তা আজ পুরো বাংলাদেশের আবেগ,সংস্কৃতি ও জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
শত আঘাত প্রতিকূলতা ও ভয়ভীতি উপেক্ষা করে আজও রমনার বটমূলে বাংলা বর্ষবরণের মাধ্যমে আমরা সাহস ও লড়াই করার শক্তি খুঁজে পাই।
বাংলা নববর্ষকে বরণ করে নেয়া এবং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি মনে করিয়ে দেয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা আজ ইউনেস্কো স্বীকৃত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।

বাংলাদেশে বসবাসরত বাঙালি জাতিসত্তার পাশাপাশি আদিবাসীরা তাদের নিজস্ব সংস্কৃতির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়। নতুন বছরের আগমনকে কেন্দ্র করে ত্রিপুরারা বৈসুব, মারমারা সাংগ্রাই ও চাকমারা বিজু উৎসব পালন করে যা সংক্ষেপে বৈসাবি নামে পরিচিত। বৈসাবি উপলক্ষ্যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ধরনের উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছর পালিত হয়।

হিংসা,হানাহানি, রেষারেষি, সাম্প্রদায়িকতামুক্তভাবে
নতুন বছর সকলের ভালো ও সুস্থ কাটুক। আনন্দ, সংস্কৃতি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক সকলের বাংলা নতুন বছর এই কামনায় আমরা, জাহাঙ্গীরনগর থিয়েটার, সকলকে জানাচ্ছি বাংলা নতুন বছরের শুভেচ্ছা। শুভ হোক ১৪৩০। শুভ হোক নতুন বছরের আগমনী মঙ্গলবার্তা।

বাংলা বছরের প্রত্যেকটি মাসের শেষ দিন'ই সংক্রান্তি বলে পরিচিত৷ প্রতিটি মাসের সংক্রান্তি উদযাপন না করলেও চৈত্র মাসের শেষ দ...
13/04/2023

বাংলা বছরের প্রত্যেকটি মাসের শেষ দিন'ই সংক্রান্তি বলে পরিচিত৷ প্রতিটি মাসের সংক্রান্তি উদযাপন না করলেও চৈত্র মাসের শেষ দিনটি বাঙালি আড়ম্বরের সাথে পালন করে। এই দিনটা শুধু বাঙালি জাতির সংক্রান্তি নয়, আদিবাসীরাও বর্ষবিদায় হিসেবে নানা ভাবে দিনটি পালন করে। কালের বিবর্তনে বাঙালির অনেক চর্চাই হারিয়ে যাচ্ছে। বছরের শেষ দিনটিতে আমরা প্রহর গুনি নতুন এক সকালের, নতুন এক বছরের৷ সারা বছরের ভুল ভ্রান্তি, সবকিছুকে পেছনে ফেলে আবারও যেন নতুনের, শুভ কিছুর প্রত্যাশা।
সবাইকে, জাহাঙ্গীরনগর থিয়েটারের পক্ষ থেকে রইলো চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা।

আজ ২৭ মার্চ, বিশ্ব নাট্য দিবস। ১৯৬১ সালের জুন মাসে ভিয়েনায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) নবম কংগ...
27/03/2023

আজ ২৭ মার্চ, বিশ্ব নাট্য দিবস। ১৯৬১ সালের জুন মাসে ভিয়েনায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) নবম কংগ্রেসে বিশ্ব নাট্য দিবস প্রবর্তনের প্রস্তাব গৃহীত হয়। পরের বছর প্যারিসে অনুষ্ঠেয় (১৯৬২ সালে) থিয়েটার অব নেশন্স উৎসবের সূচনার দিনটি অর্থাৎ ২৭ মার্চ প্রতি বছর বিশ্ব নাট্য দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

১৯৮২ সাল থেকে বাংলাদেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে। বিশ্বের নাট্যকর্মী ও শিল্পীদের মধ্যে সৌহার্দ্য স্থাপন ও নাটকের শক্তিকে নতুন করে আবিষ্কার করার লক্ষ্যে শিল্পকলা একাডেমি, গ্রুপ থিয়েটার ফেডারেশন সহ নাটক ভিত্তিক অন্যান্য সংগঠন সম্মিলিতভাবে দিবসটি উদযাপন করে।

জাহাঙ্গীরনগর থিয়েটার এর পক্ষ থেকে সকলকে বিশ্ব নাট্য দিবসের শুভেচ্ছা।
বিশ্ব নাট্য দিবসে আমাদের অঙ্গীকার হোক নাট্য সংস্কৃতি বিকাশের মাধ্যমে সকল অপশক্তি নির্মূল করে সুস্থধারার সাংস্কৃতিক চর্চার দ্বারা একটি সুন্দর সমাজ বিনির্মান।

সংযম, আনন্দ, সম্প্রীতি, শান্তিতে পরিপূর্ণ হোক এই রমজান। পরিবার, প্রিয়জনদের সাথে কাটুক ইবাদতের এই মাসটি। জাহাঙ্গীরনগর থিয়...
24/03/2023

সংযম, আনন্দ, সম্প্রীতি, শান্তিতে পরিপূর্ণ হোক এই রমজান। পরিবার, প্রিয়জনদের সাথে কাটুক ইবাদতের এই মাসটি।
জাহাঙ্গীরনগর থিয়েটারের পক্ষ থেকে রইলো রমজানের শুভেচ্ছা। রমজান মুবারক.....🌙✨

"১৯৮১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রিক এরেনা আদলে নির্মিত 'মুক্তমঞ্চ'র নির্মাণ কাজ শেষ হয়। 'মুক্তমঞ্চ'র অভিষেক হয় ...
11/03/2023

"১৯৮১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রিক এরেনা আদলে নির্মিত 'মুক্তমঞ্চ'র নির্মাণ কাজ শেষ হয়। 'মুক্তমঞ্চ'র অভিষেক হয় জাহাঙ্গীরনগর থিয়েটারের ক্ল্যাসিক প্রযোজনা, সেলিম আল দীনের রচনা ও নির্দেশনায় 'শকুন্তলা' মঞ্চায়নের মধ্য দিয়ে।"
(তথ্যসূত্র: শহিদুজ্জামান সেলিম)।

জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজনার প্রথম নির্দেশক নাট্যাচার্য সেলিম আল দীন। শুধু তাই'ই নয়। জাহাঙ্গীরনগর থিয়েটার জন্মলগ্ন থেকেই পেয়েছে তার সান্নিধ্য। তার সংস্পর্শে এবং অভিভাবকত্বে হয়েছে সমৃদ্ধ।
তার এই সম্মানে আমরা, জাহাঙ্গীরনগর থিয়েটার অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।

10/03/2023
"দি ম্যান ফ্রম আর্থ" এর কুশীলবেরা শিল্পকলায় চলে এসেছে। আপনারও সন্ধ্যায় চলে আসুন। একসাথে সবাই মিলে উপভোগ করি আমাদের আজকের...
09/03/2023

"দি ম্যান ফ্রম আর্থ" এর কুশীলবেরা শিল্পকলায় চলে এসেছে। আপনারও সন্ধ্যায় চলে আসুন। একসাথে সবাই মিলে উপভোগ করি আমাদের আজকের মঞ্চায়ন "দি ম্যান ফ্রম আর্থ" ✨

আগামীকাল সন্ধ্যা ৭:৩০ মিনিটে "দি ম্যান ফ্রম আর্থ" এর দ্বিতীয় প্রদর্শনী মঞ্চস্থ হতে যাচ্ছে। 🎫🎭স্থান: জাতীয় সংগীত ও নৃত্যক...
08/03/2023

আগামীকাল সন্ধ্যা ৭:৩০ মিনিটে "দি ম্যান ফ্রম আর্থ" এর দ্বিতীয় প্রদর্শনী মঞ্চস্থ হতে যাচ্ছে। 🎫🎭

স্থান: জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা।
আমন্ত্রণে: ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ।✨

08/03/2023

"মেঘে আনো মালা বজ্র উজালা,
জাহ্নবী সম বেগে জাগো পদদলিতা"

লিলি থেকে শিশির,
কোপেনহেগেন থেকে ঢাকা,
প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে যারা সকল বাঁধা দূর করে, লড়াই করে যাচ্ছেন নিজের নারীত্বের সম্মান পেতে, অন্তরে নিজেকে যেভাবে ধারণ করছে সেভাবেই সারা পৃথিরীর সামনে নিজেকে মেলে ধরতে, লড়াই করছে সকল অশ্রদ্ধা,অসম্মানের বিরুদ্ধে, সেইসব সাহসী নারীসহ বিশ্বের সকল নারীদের আমরা জাহাঙ্গীরনগর থিয়েটার জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।

কার্যকরী পর্ষদ ২০২৩, জাহাঙ্গীরনগর থিয়েটার।
23/02/2023

কার্যকরী পর্ষদ ২০২৩, জাহাঙ্গীরনগর থিয়েটার।

বাঙালি জাতির অর্জন আজকে যা কিছু, তা এমনি এমনি আসে নি। না স্বাধীনতা, না নিজের ভাষায় কথা বলার অধিকার। তার জন্য দিতে হয়েছে ...
21/02/2023

বাঙালি জাতির অর্জন আজকে যা কিছু, তা এমনি এমনি আসে নি। না স্বাধীনতা, না নিজের ভাষায় কথা বলার অধিকার। তার জন্য দিতে হয়েছে প্রাণ, রাজপথে ঝরাতে হয়েছে রক্ত। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজ বাংলায় কথা বলার সুখ।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর, জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে ঘোষণা করা হয়। পৃথিবীর প্রতিটি ভাষার প্রতি সম্মান জানিয়ে , প্রতি বছর এই দিনে সারা বিশ্বের মানুষ পালন করে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

আমরা, জাহাঙ্গীরনগর থিয়েটার, আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি ভাষাশহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা কথা বলি। সবাইকে রইল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের শুভেচ্ছা। পৃথিবীর প্রতিটি মানুষ তার মায়ের ভাষায় কথা বলুক, নিজের ভাষায় কথা বলুক। প্রতিটি ভাষার চর্চা হোক, ভাষাগুলো আমাদের মধ্যে বেঁচে থাকুক।💙

জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজনা-১০১"দি ম্যান ফ্রম আর্থ"রচনা: জিরোম বিক্সবিঅনুবাদ ও নির্দেশনা: জাহিন জামালপ্রথম প্রদর্শনী: ...
19/02/2023

জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজনা-১০১
"দি ম্যান ফ্রম আর্থ"
রচনা: জিরোম বিক্সবি
অনুবাদ ও নির্দেশনা: জাহিন জামাল
প্রথম প্রদর্শনী: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, সেলিম আল দীন মুক্তমঞ্চ!💙💙

ছবি কৃতজ্ঞতা:
নাজমুল হোসেন;
মাহিদুল হক তানভীর;
রাহুল রায় কৌশিক;

19/02/2023

জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটোরিয়াম) নতুন কমিটি গঠন করা হয়েছে; এতে চন্দন সমদ্দার সোম সাধারণ সম্পাদক ও সুমাইয়া জাহ.....

16/02/2023

মধ্য রাতের কবিতা ও গান

15/02/2023

াহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ছয়দিন ব্যাপী থিয়েটার নাট্যেৎসব। মঙ্গলবার সন্ধ্য....

Address

Savar
Aich Nodda

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahangirnagar Theatre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share