Evocax

Evocax ‘Evocax’, came from ‘Evocation’—the act of bringing or recalling a feeling, memory, or ima

ঐতিহাসিক পদ্মাসেতুর প্রথম টোল টিকেট। পদ্মা পারাপারের খরচ বাড়ছে আগের তুলনায়। --------The first toll ticket of historical ...
25/06/2022

ঐতিহাসিক পদ্মাসেতুর প্রথম টোল টিকেট। পদ্মা পারাপারের খরচ বাড়ছে আগের তুলনায়।
--------
The first toll ticket of historical 'Padma Bridge.' As per the proposed rates, cost of crossing the 'Padma' will be increased.
--------
Image sources: Facebook.



আগামীকাল শেষ হতে চলেছে এক দীর্ঘ পথচলা।ইন্টারনেট এক্সপ্লোরার ১৫ জুন থেকে কাজ করা বন্ধ করছে। প্রায় ২৭ বছর একটানা গোটা দুনি...
14/06/2022

আগামীকাল শেষ হতে চলেছে এক দীর্ঘ পথচলা।

ইন্টারনেট এক্সপ্লোরার ১৫ জুন থেকে কাজ করা বন্ধ করছে। প্রায় ২৭ বছর একটানা গোটা দুনিয়ায় ইন্টারনেট সার্ফিং'এর অন্যতম প্রধান নাম ইন্টারনেট এক্সপ্লোরার অবসর গ্রহণ করছে বলে ঘোষণা দিল মাইক্রোসফট।
Evocax

Speechless !!
02/11/2021

Speechless !!

Our latest is by James Cheshire, Professor of Geographic Information and Cartography at University College London, and artist and designer Oliver Uberti. They created this visualisation to show the movement of ice on the Greenland ice cap in order to monitor its health. Find out more: https://orlo.uk/I9uly

'ফেসবুক'এর নাম বদলে যাচ্ছে ? নাকি অন্যকিছু ?______________________________________________________সকালে দেখলাম অনেকে লিখ...
29/10/2021

'ফেসবুক'এর নাম বদলে যাচ্ছে ? নাকি অন্যকিছু ?
______________________________________________________

সকালে দেখলাম অনেকে লিখছেন ফেসবুকের নাম বদলে মেটা হচ্ছে।
কথাটা ঠিক। জুকারবার্গের facebook inc.-র নাম বদলে meta inc. হচ্ছে। কিন্তু আমরা যে প্ল্যাটফর্মে লিখছি, বলছি, শুনছি, এই অ্যাপ্লিকেশনের নাম বদলাবে না। এটা ফেসবুক'ই থাকবে।

ফেসবুক অ্যাপ এখন থেকে 'মেটা' ইনকর্পোরেটেড-এর অধীনে তার কাজ চালাবে। ঠিক যেমনভাবে গুগল এর পেছনে থাকা সংস্থার নাম Alphabet inc.

তো এখন থেকে মেটা'র অধীনে কাজ করবে: 'ফেসবুক', 'হোয়াটস অ্যাপ', 'ইনস্টাগ্রাম', 'ম্যাসেঞ্জার', 'অক্যুলাস', 'ওয়ার্কপ্লেস', 'পোর্টাল', এবং 'দিয়েম'। এগুলির প্রত্যেকটা মেটা'র আলাদা আলাদা কোম্পানি। সবগুলোর আলাদা প্রোডাক্ট রয়েছে।

Facebook app

Le Science !!! 🙄🙄🙄
04/09/2021

Le Science !!! 🙄🙄🙄

শীর্ষ তালিবান নেতৃত্ব কারা ? দেখে নিন ...১. হ্যাইবাতুল্লাহ আখুন্দজাদা বর্তমানে আখুন্দজাদাই তালিবানের 'সুপ্রিম লিডার'। ২০...
16/08/2021

শীর্ষ তালিবান নেতৃত্ব কারা ? দেখে নিন ...

১. হ্যাইবাতুল্লাহ আখুন্দজাদা

বর্তমানে আখুন্দজাদাই তালিবানের 'সুপ্রিম লিডার'। ২০১৬ সালে আমেরিকান ড্রোন হানায় এর আগের তালিবান নেতা মোল্লা মনসুর আখতার এর মৃত্যুর পর আখুন্দজাদার হাতে দায়িত্ব চলে আসে। আল কায়দা নেতা আল জওহাইরি'র তরফে সম্পূর্ণ সমর্থন রয়েছে আখুন্দজাদার সাথে। আদপে তালিবানদের মধ্যে এই আখুন্দজাদা আইনি পন্ডিত হিসেবে পরিচিত। তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমর'এর মৃত্যুর খবর লুকিয়ে গোটা তালিবান সন্ত্রাসী শক্তিকে এক করতে এই আখুন্দজাদার হাত সবথেকে বেশি ছিল বলে খবর।

২. মোল্লা মহম্মদ ইয়াকুব
তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমর এর ছেলে মোল্লা মহম্মদ ইয়াকুব। তালিবান এর সমস্ত ফিল্ড মিলিটারি অপারেশন্স'এর দায়িত্ব এর হাতে। একেই তালিবানের শীর্ষ নেতার দায়িত্ব দেবার প্রস্তাব থাকলেও ইয়াকুব নাকি তা গ্রহণ করতে রাজি হয়নি। আখুন্দজাদার নাম নেতা হিসেবে ইয়াকূবেরই প্রস্তাব বলে জানা গেছে।

৩. সিরাজুদ্দীন হাক্কানি
তালিবান মুজাহিদিন কমান্ডার জালালুদ্দিন হাক্কানির পুত্র এই সিরাজুদ্দীন হাক্কানি। হিংস্র জঙ্গি কার্যকলাপ চালানোর দায়িত্ব হাক্কানি নেটওয়ার্কের হাতে, যার নেতা বর্তমানে সিরাজুদ্দীন। তালিবানদের মধ্যে 'সুইসাইড বম্বিং' এর ধাঁচে হামলা চালায় এই হাক্কানি নেটওয়ার্কই। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তালিবান গতিবিধি নিয়ন্ত্রণ চালায় এই নেটওয়ার্কই। আমেরিকার গোয়েন্দা বিভাগের তরফে খবর অনুযায়ী এই হাক্কানি নেটওয়ার্ক বহু বছর ধরে সন্ত্রাসের আঁতুরঘর হিসেবে পরিচিত। সিরাজুদ্দীন হাক্কানি বর্তমানে তালিবানের ডেপুটি কমান্ডার।

৪. মোল্লা আব্দুল ঘানি বরাদর
তালিবান এর সহ প্রতিষ্ঠাতা। কাতার থেকে তালিবান প্ৰশাসন চালানোর দায়িত্ব ছিল এর কাঁধে। মার্কিন প্রশাসন-এর সাথে 'শান্তি চুক্তি' সম্পন্নের দায়িত্ব পালন করে এই আব্দুল ঘানি। যদিও ২০১০ সালে আমেরিকান ফৌজ এর হাতে বন্দি ও পরে ২০১৮ সালে মুক্ত হতে হয় তাকে। এর পর থেকে গোপনে সমস্ত কাজ কর্ম চালিয়ে আসছে এই আব্দুল ঘানি বরাদর।

৫. শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই
আফগানিস্তান থেকে তালিবান শক্তি সরে যাবার পর থেকে এই স্টানিকজাই দোহা থেকে কাজকর্ম চালাচ্ছে। পাকিস্তানী আর্মি ও আই এস আই এই ব্যক্তির প্রশিক্ষণ দিয়েছে বলে জানা যায়। ১৯৯৬ সালে আমেরিকার তৎকালীন ক্লিন্টন প্ৰশাসনের সাথে কথা বলতে সেখানে যায় স্টানিকজাই।

৬. আব্দুল হাকিম হাক্কানি
আখুন্দজাদা'র ডান হাত হাকিম হাক্কানি। আফগানিস্তান সরকার ও তালিবানদের মধ্যে আলোচনার দায়িত্ব ছিল এই হাক্কানির হাতে। পাকিস্তানের কোয়েত্তা'তে মাদ্রাসার আড়ালে তালিবানি কাজকর্ম চালিয়ে আসছিল হাকিম হাক্কানি।

Evocax

আফগানিস্তানে অবস্থা কেমন ? কার নিয়ন্ত্রণে কতটুকু এলাকা ? বিবিসি নিউজ এর একটি রিপোর্ট অনুযায়ী আগের তুলনায় অনেকটা শক্তিশাল...
28/07/2021

আফগানিস্তানে অবস্থা কেমন ? কার নিয়ন্ত্রণে কতটুকু এলাকা ? বিবিসি নিউজ এর একটি রিপোর্ট অনুযায়ী আগের তুলনায় অনেকটা শক্তিশালী তালিবানরা। তবু লড়াই চালিয়ে যাচ্ছে আফগান সেনাবাহিনী। বেশ কিছু সীমান্ত পারাপারের ক্রসিং পয়েন্ট এখন তালিবানি গোষ্ঠী নিয়ন্ত্রণে। কাবুল, কান্দাহার, হেরাত এর খুব কাছে পৌঁছে গেছে তালিবানরা। তবু সরকার বলছে দেশের বহুল জনপদগুলিতে এখনও প্রধান নিয়ন্ত্রণ আফগান কর্তৃপক্ষের হাতে।

Evocax
Cerebrodea Technologies

01/06/2021

রোবোটিক্স.... আর্টিফিশিয়াল ইন্টিলিজ্যান্স

https://fb.watch/5RtuA_F8aA/

EVOCAX/250520211212: সাইক্লোন 'ইয়াশ' আজ রাত ১২ টার পর বদলে যাবে মহা শক্তিশালী ঘূর্ণিঝড়ে। ২৬ মে অর্থাৎ বুধবার সকালবেলাতেই...
25/05/2021

EVOCAX/250520211212: সাইক্লোন 'ইয়াশ' আজ রাত ১২ টার পর বদলে যাবে মহা শক্তিশালী ঘূর্ণিঝড়ে। ২৬ মে অর্থাৎ বুধবার সকালবেলাতেই উড়িষ্যার ভদ্রক জেলার চাঁদবালি-ধামরা বন্দরের ওপর আছড়ে পড়বে ইয়াশ। মাটিতে আছড়ে পড়বার অর্থাৎ ল্যান্ডফল এর সময় ইয়াসের গতি থাকতে পারে ১৫৫-১৬৫ কিমি প্রতি ঘন্টা। এই সময়ে হঠাৎ দমকা বাতাসের গতিবেগ বেড়ে ১৮৫ কিমি প্রতি ঘন্টা অবধি হতে পারে বলে অনুমান (gusting wind)। ২৫ তারিখই উড়িষ্যার পুরি, জগৎসিংপুর, ভদ্রক, কেন্দ্রাপাড়া,বালাসোর'সহ অন্যান্য জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। একই অবস্থা পশ্চিমবঙ্গের মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা জেলারও। খুব বেশি বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলার নানা জায়গায়। ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, কলকাতা সহ একাধিক জায়গায়। ঝাড়খন্ড, বিহার, আসাম-মেঘালয়ের একাধিক জায়গায়, ২৬ ও ২৭ মে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইয়াশের জেরে।

ছবিসূত্রঃ IMD

প্যালেস্টাইনের বিপক্ষে কোনদেশুগুলো ইসরায়েল এর পাশে ? দেখে নিন নামগুলো ...  https://www.cerebrodeatech.com/post/evocax-is...
16/05/2021

প্যালেস্টাইনের বিপক্ষে কোনদেশুগুলো ইসরায়েল এর পাশে ? দেখে নিন নামগুলো ...
https://www.cerebrodeatech.com/post/evocax-israel-stands-along

ট্যুইট করে কিছু দেশকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। সেই দেশগুলোর নাম...

৪ এপ্রিল অবধি বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মামলা ও টিকাকরণের চিত্রানুগ উপস্থাপনা (গ্রাফিক্যাল রিপ্রেসেন্টেশন)। নীল রঙ সংক্রম...
05/05/2021

৪ এপ্রিল অবধি বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মামলা ও টিকাকরণের চিত্রানুগ উপস্থাপনা (গ্রাফিক্যাল রিপ্রেসেন্টেশন)। নীল রঙ সংক্রমণের মামলা দেখাচ্ছে। শেষ ১৪ দিনে ভারতে সংক্ৰমণ বেড়েছে হুহু করে। বেগুনি (purple)রঙ দেখাচ্ছে টিকাকরণের হিসেব। সংক্রমণের তথ্য হাতে আসলেও,বহু দেশ থেকে পৌঁছুচ্ছে না টিকাকরণের সঠিক তথ্য।

সৌজন্যে: গুগল (Google)

***************************************
কেমন বাড়ছে সংক্ৰমণ ? এক ঝলকে তথ্য.
*******************************************
পৃথিবীর খবর ...বিজ্ঞানের চোখে
জানতে লাইক করুন Evocax
*******************************************

30/04/2021
16/04/2021

স্বয়ংক্রিয় রোবো সেনা পরীক্ষণ চলছে। এই রোবো সেনা মানুষের চিন্তন শক্তির অনেক কিছু অনুধাবন করতে পারে অনায়াসে। কে ক্ষতিকর, আর কে নয়...তা বুঝেই হামলা করবে এই রোবো সেনা।

চমকপ্রদ ভিডিওটি দেখুন !!
https://www.facebook.com/aluthmedia/videos/1671133239753070/

28/03/2021

.com

Evocaxcom
28/03/2021

Evocaxcom

Happy Holi !!com

Evolution of Data Storage...🖤
13/03/2021

Evolution of Data Storage...🖤

23/01/2021

তথ্যের অংক
---------------------
ডেটা সায়েন্স বর্তমানে পৃথিবীর সবথেকে সেরা ও দামি বিজ্ঞানের আওতাও পড়ে। আর কম্পিউটার সায়েন্স এই বিজ্ঞানকে এমন পর্যায়ে নিয়ে গেছে, যা মানবসভ্যতার ভবিষ্যৎ অবধি গুনে বলে দেবার চেষ্টা করছে লাগাতার। হয়তো আমি ভুল! কিছুক্ষেত্রে বলেও দিচ্ছে...!!!

ডেটা সায়েন্স এর মূল কিন্তু গণিত বা অংক। সাজানো অ্যালগোরিদম। উদাহরন বলি একখানা , আপনি জুতো খুঁজলেন কোনো ওয়েবসাইটে কিন্তু এর পর থেকে যেকোনো ওয়েবসাইটে গেলেই জুতো কোম্পানির বিজ্ঞাপন দেখতে পাবেন। আপনার ফেসবুকের দেওয়ালেও ! কি করে ? এটা এখন খুব সহজ ব্যাপার মনে হলেও, 'keywords' এর গুরুত্ব এখানে অপরিসীম।

ডেটা এনালিটিক্স এর মধ্যে প্রেডিকটিভ অ্যানালিটিক্স বলে একটা পার্ট আছে। বলতে পারেন ভাগ। এই ভাগে অঙ্ক কষে বলার কাজ করা হয়, যে ভবিষ্যতে কি হতে পারে এবং তার সম্ভাবনা কতটুকু!! Statistics এর ভাষায় একে বলে probability. অর্থাৎ যার অংক যত শক্তিশালী ফলাফল দেবে, ধরে নিন ভবিষ্যৎ তত বেশি সুনির্দিষ্টভাবে আঁকা যাবে।

😎😎😎

Evocax com

Cerebrodea TechnologiesAdobe SparkCanvahttps://youtu.be/g155tNqSVl0
01/01/2021

Cerebrodea Technologies
Adobe Spark
Canva
https://youtu.be/g155tNqSVl0

ITES can change the future of your business! Contact us ...Let us talk about the future..com , ,

দুনিয়ার সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞান মস্তিষ্কের অধিকারীরা এক ফ্রেমে! কোথায় তোলা হয়েছিল ছবি ? কারা আছেন এই ছবিতে ? দেখে ...
26/12/2020

দুনিয়ার সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞান মস্তিষ্কের অধিকারীরা এক ফ্রেমে! কোথায় তোলা হয়েছিল ছবি ? কারা আছেন এই ছবিতে ? দেখে নিন এক ঝলকে ....
_______________________________________________________________
Solvay Conference on quantum mechanics at the Institute International de Physique Solvay, Brussels, Belgium in 1927.

Front row: Irving Langmuir, Max Planck, Marie Curie, Hendrik Lorentz, Albert Einstein, Paul Langevin, Charles-Eugène Guye, C.T.R Wilson, Owen Richardson.

Middle row: Peter Debye, Martin Knudsen, William Lawrence Bragg, Hendrik Anthony Kramers, Paul Dirac, Arthur Compton, Louis de Broglie, Max Born, Niels Bohr.

Back row: Auguste Piccard, Émile Henriot, Paul Ehrenfest, Édouard Herzen, Théophile de Donder, Erwin Schrödinger, JE Verschaffelt, Wolfgang Pauli, Werner Heisenberg, Ralph Fowler, Léon Brillouin.

Curie, the only woman in attendance, was also the only one among them to win a Nobel Prize in two separate disciplines: chemistry and physics.

30/11/2020

শেষ কয়েকদিন যাবৎ ঘরে একখানা ক্যামেরা নিয়ে কাজ করছি। কি আশ্চর্য কান্ড, জানেন ! মাছি উড়ে গেলেও ঘাড় ঘুরিয়ে দেখে নিজে থেকে !! আর আমাকে ম্যাসেজ পাঠায়, "মোশান ডিটেক্টেড !!!"

পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। এখন আর মনিটরের দিকে তাকিয়ে থাকতে হয় না। লেন্স -এ কেউ বা কিছু নড়াচড়া করলেই "আর্টিফিশিয়াল ইনটিলিজ্যান্স" পরিচালিত রোবো ক্যামেরা টুক করে নির্দিষ্ট সময়ের পরিমাপে রেকর্ড করে নিচ্ছে ঘটনা। অযথা ডেটা সেভ করতে হবে না। বিশাল সার্ভার স্পেস এর দরকার নেই। লাগানোর জন্য চাই শুধু অবিচ্ছিন্ন ইন্টারনেট ও পাওয়ার কানেকশন। বিশেষ কোনও ঝামেলাই নেই।পৃথিবীর যেকোন অংশ থেকে ২৪ ঘন্টা নজর রাখুন কি হচ্ছে আপনার নিজের জায়গায় ! নিজের মুঠোফোন থেকেই।

আর্টিফিশিয়াল ইনটিলিজ্যান্স সম্পর্কে জানতে ইচ্ছে করে ? আসুন গল্প করা যাক।

লাইক করুন Evocax এ।
লগ ইন করুন . com -- এ

ফিদেলের স্টাইলে চুরুট মুখে, হাতে চে গুয়েভারার ট্যাটু আর সবসময় একটা মনজয় করা হাসি। ফুটবলের রাজপুত্র আর আমাদের মাঝে নেই।পৃ...
25/11/2020

ফিদেলের স্টাইলে চুরুট মুখে, হাতে চে গুয়েভারার ট্যাটু আর সবসময় একটা মনজয় করা হাসি। ফুটবলের রাজপুত্র আর আমাদের মাঝে নেই।পৃথিবী তোমায় মনে রাখবে..."হাফ এঞ্জেল-হাফ ডেভিল"...বিদায়।
https://www.cerebrodeatech.com/post/evocax-maradona

চলে গেলেন কিংবদন্তি। দিয়েগো আর্মান্দো মারাদোনা। ফিদেলের স্টাইলে চুরুট মুখে, হাতে চে গুয়েভারার ট্যাটু আর সবসময় এ....

😭😭😭😭
25/11/2020

😭😭😭😭



আপনারা প্রতিদিন যে স্কুটি বা বাইক কিংবা গাড়িতে চলাচল করেন ,তাকে ভাল করে জানতে ইচ্ছে করে না ? আর আপনার হাতের মুঠোফোন, কম্...
21/11/2020

আপনারা প্রতিদিন যে স্কুটি বা বাইক কিংবা গাড়িতে চলাচল করেন ,তাকে ভাল করে জানতে ইচ্ছে করে না ? আর আপনার হাতের মুঠোফোন, কম্পিউটার্স ..এদের সম্পর্কে ?

'যন্ত্রের ভাষা' সিরিজে পড়ুন এক অজানা সফরের কথা..যন্ত্রের কথা..তার ভাষার কথা... লগ ইন করুন .com -এ...
https://www.cerebrodeatech.com/post/mach-lang-evocax

যারা কম্পিউটার ভালবাসেন তাদের জন্য.... আর যারা ভালবাসেন না। ভালবেসে দেখুন। ঠকাবে না। কারন কম্পিউটারতো মেশিন। যন্ত....

Evocax has now it's own website .com. So check it out for news updates on scientific developments throughout the world. ...
15/11/2020

Evocax has now it's own website .com. So check it out for news updates on scientific developments throughout the world.

Be futuristic !!!

https://www.cerebrodeatech.com/post/evocax-beng-hyperloop1

১৫ সেকেন্ডে ৫০০ মিটার দূরত্ব অতিক্রম !মানবসভ্যতার অত্যাশ্চর্য পরিবহন মাধ্যম 'হাইপারলুপ' পডে চড়ে দেখলো মানুষ !!

'হাইপারলুপ'! সত্যিই বিজ্ঞানের আরেক আজব আবিষ্কার! পরিবহনের দুনিয়ায় মানবসভ্যতার গর্ব করার মত একটি মাধ্যম। ব্রিটিশ বেসরকারি...
11/11/2020

'হাইপারলুপ'! সত্যিই বিজ্ঞানের আরেক আজব আবিষ্কার! পরিবহনের দুনিয়ায় মানবসভ্যতার গর্ব করার মত একটি মাধ্যম। ব্রিটিশ বেসরকারি সংস্থা 'ভার্জিন' গ্রূপের এই 'হাইপারলুপ' পড প্রথমবারের মত অতিক্রম করল ১৫ সেকেন্ডে ৫০০ মিটারের দূরত্ব ! সোমবার সংস্থার তরফে জানানো হয়, আমেরিকার নেভাডায় সংস্থার পরীক্ষাকেন্দ্রে প্রথমবারের মত হাইপারলুপের ভেতরে যাত্রী পরিবহন পরীক্ষণ সম্পূর্ন হয়েছে। পরীক্ষায় ১০৭ মাইল/ঘন্টার গতিবেগ পর্যন্ত পৌঁছে যায় এই অত্যাশ্চর্য যন্ত্রটি। ভেতরে বসে ছিলেন দুইজন মানুষ। সংস্থার প্রধান প্রযুক্তি আধিকারিক জোশ জিগ্যাল আর যাত্রী অভিজ্ঞতা অধিকর্তা সারা লুসিয়ান এই অদ্ভূত যাত্রায় বসে ছিলেন হাইপারলুপ পডের ভেতর। ভারতের পুনে শহরের তনয় মন্জরেকর, ভার্জিন হাইপারলুপ সংস্থায় প্রযুক্তি বিশেষজ্ঞ। সংস্থার তরফে জানানো হয়েছে তিনিই পরবর্তী ব্যক্তি, যিনি এই অবিশ্বাস্য যাত্রার অভিজ্ঞতা অর্জন করবেন।

Virgin Hyperloop
Mint



111120201229

Aftershocks !!!!🤨😕  com091120201624
09/11/2020

Aftershocks !!!!🤨😕
com
091120201624

  Joe Biden. 46th President of USA.  USA TODAY
07/11/2020

Joe Biden.
46th President of USA.


USA TODAY

All eyes continue to be on battleground states that will ultimately decide the election.

ভারতীয় সময়: 06/11/2020 01:16 AM (IST)মার্কিন সময়: 05/11/2020 02:46PM (EST)মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনের চূড়ান...
05/11/2020

ভারতীয় সময়: 06/11/2020 01:16 AM (IST)
মার্কিন সময়: 05/11/2020 02:46PM (EST)

মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনো বেরোয়নি।

***গণনা চলছে: পেনসিলভানিয়া (২০), জর্জিয়া(১৬), নর্থ ক্যারোলিনা (১৫), নেভাডা (০৬) ও আলাস্কা (০৩) প্রদেশে।

***ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন
৭,২৪,৮২,৩৯৩ টি ভোট।
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দখলে
৬,৮৯,২১,৩১০ টি ভোট।
বাইডেন আপাতত ৩৫,৬১,০৮৩টি ভোটে এগিয়ে।

***ইলেক্টরেল কলেজের ভোটে
বাইডেন ২৬৪ ও ট্রাম্প ২১৪ টি আসনে জয়ী।
জয়ের জন্য বাইডেনের দরকার আর ৬টি ভোট।

প্রদেশ অনুযায়ী ভোট সমীকরণ:

১. নেভাডাতে বাইডেন এগিয়ে ০.৯ শতাংশ ভোটে। ৭৬ শতাংশ ভোট গণনা সম্পূর্ণ। এখানকার ওয়াশো ও ক্লার্ক কাউন্টির ভোটে ডেমোক্র্যাট প্রার্থীর আরও এগিয়ে যাবার সম্ভাবনা বেশি।

২. পেনসিলভানিয়া'তে ২২ শতাংশ মেইল ইন ভোট গণনা বাকি। সংখ্যাটি ৫ লক্ষ ৭০ হাজারের বেশি। ট্রাম্প আপাতত এগিয়ে থাকলেও এই মেইল ইন ভোটগুলো মারাত্মকভাবে বিপদে ফেলে দিতে পারে রিপাবলিকান শিবিরকে। অধিকাংশ ডেমোক্র্যাট সমর্থকের ভোট পড়েছে এই প্রক্রিয়ায়। ফিলাডেলফিয়া কাউন্টি এমনিতেই শক্তিশালী ডেমোক্র্যাট ঘাঁটি। মার্কিন সময় বৃহস্পতিবার দুপরের মধ্যে বেরোতে পারে ফলাফল।

৩. জর্জিয়াতে ৯৯ শতাংশ ভোট গণনা শেষ। বাইডেন পিছিয়ে .৩ শতাংশ ভোটে। কিন্তু গণনার বাকি এখনও প্রায় ৩৯ হাজার ব্যালট। এর মধ্যে চ্যাথাম ও ফুলটন কাউন্টিতে মোট জনসংখ্যার প্রায় ৪৪ শতাংশ কৃষ্ণাঙ্গ অধিবাসী। স্বাভাবিকভাবেই এখানেও শেষ পাল্লা ভারী বাইডেনের।

৪. নর্থ ক্যারোলিনাতে ট্রাম্প প্রায় ১.৪ শতাংশ ভোটে এগিয়ে। ৯৪ শতাংশ ভোট গণনা হয়ে গেছে। প্রায় ১৯ হাজার ব্যালট গণনা বাকি। এখানকার কাম্বারল্যান্ড ও ওয়েক কাউন্টির মাটিতে বাইডেনের শক্তিশালী সমর্থন রয়েছে।

৫. আলাস্কা তে ট্রাম্পের জয় হয়তো অবশ্যম্ভাবী। কিন্তু সমস্যা হল এখানে মাত্র ৩টি ইলেক্টরেল ভোট। অর্থাৎ আলাস্কার জয়ে রিপাবলিকান শিবির শেষ হাসি হাসতে পারছে না।

সব মিলিয়ে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে বাইডেন-হ্যারিস জুটির জয় এখন শুধু সময়ের অপেক্ষা।
--------
Ref: USA TODAY
061120200149




----------------

রহস্যময় রেডিও সিগন্যাল আমাদের ছায়াপথেই !ব্রিটিশ কলম্বিয়া(কানাডা): হ্যাঁ !! রেডিও সিগন্যালই বটে। ক্যানাডিয়ান হাইড্রোজেন ই...
05/11/2020

রহস্যময় রেডিও সিগন্যাল আমাদের ছায়াপথেই !

ব্রিটিশ কলম্বিয়া(কানাডা): হ্যাঁ !! রেডিও সিগন্যালই বটে। ক্যানাডিয়ান হাইড্রোজেন ইন্টেন্সিটি ম্যাপিং এক্সপেরিমেন্ট (CHIME)'এর রেডিও টেলিস্কোপে ধরা পড়েছে শক্তিশালী রেডিও সিগন্যাল। তাও সেটা আমাদের পৃথিবীর বাইরের! চলতি বছরের ২৭-২৮ এপ্রিল হতবাক করে দেওয়া এই রেডিও সিগন্যাল, বিজ্ঞানের ভাষায় ফাস্ট রেডিও বার্স্ট (FRB) ধরতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। তবে এটি প্রথম ঘটনা নয়। এর আগেও এমন রেডিও সিগন্যাল ধরা পড়েছে বেশ কয়েকবার। কিন্তু এবারে মাত্রা ছিল অত্যন্ত শক্তিশালী। এতটাই, যে সাধারণ 4G ফোনের রিসিভার অবধি এই সিগন্যাল ধরতে সক্ষম! বিজ্ঞান পত্রিকা নেচারে প্রকাশিত হয়েছে এ সম্পর্কিত প্রবন্ধ। সিগন্যালের উৎস নিয়ে প্রথমে ধন্দ্বে পরে যান গবেষকরা। তবে কি অন্য কোনও উন্নত জগৎ থেকে কেউ পাঠাচ্ছে এই সিগন্যাল ? পরে অনেকটাই পরিষ্কার হয় কারন। বিং জ্যাং, লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ে মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, এই সিগন্যাল হয়তো আসছে 'ম্যাগনিটার' থেকে। এই ম্যাগনিটার আসলে বয়সে খুব তরুণ নিউট্রন নক্ষত্রদের মত। কিন্তু নিউট্রন নক্ষত্রদের থেকে অনেক শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বকীয় ক্ষেত্র সম্পন্ন মহাজাগতিক বস্তু। কোনও অতিকায় নক্ষত্রের বিস্ফোরণের পর তৈরী হয় ম্যাগনিটাররা বলে অভিমত বিজ্ঞানীদের। বিশাল ম্যাগনেটিক ফিল্ড এর হঠাৎ এলোমেলো হয়ে যাবার কারণেই এই শক্তিশালী রেডিও বার্স্ট'এর আবির্ভাব। এই খোঁজ CHIME ছাড়াও STARE2 রেডিও টেলিস্কোপে ধরা পড়েছে। কিন্তু বিজ্ঞানীরা পরিষ্কার জানিয়েছেন এই রেডিও সিগন্যাল কোনও ম্যাগনিটার থেকে উৎপন্ন হবার সম্ভাবনা হলেও সমস্ত 'সিগন্যাল' একরকমের নয়। কারন কিছু সিগন্যাল বারবার একই সময়ে ধরা পড়ছে টেলিস্কোপগুলিতে! নির্দিষ্ট ব্যবধানে! সেগুলির উৎস নিয়ে গবেষণা জারি রয়েছে। তার মানে বিজ্ঞানীরা এখনই পুরোপুরি সন্দেহমুক্ত নন পৃথিবীর বাইরে জীবনের অস্তিত্ব নিয়ে।

___________________________________________________
References:
1. https://www.nasa.gov/feature/goddard/2020/nasa-missions-help-pinpoint-the-source-of-a-unique-x-ray-radio-burst
2.https://www.nationalgeographic.com/science/2020/11/mysterious-fast-radio-burst-spotted-milky-way-first-time/
3. https://globalnews.ca/news/7442257/fast-radio-burst-space-signal-origin-magnetar/

National Geographic
NASA - National Aeronautics and Space Administration
Global News
_________________________________________________________________

© .com
051120201815

Message from Joe Biden
04/11/2020

Message from Joe Biden

Here are the facts...

এরিজোনার ভোট গণনা সম্পূর্ণ। এখানকার সবগুলো ইলেক্টোরাল ভোট (১১ টি) পেয়েছেন বিডেন। সাথে মেইন প্রদেশের চারটির মধ্যে তিনটি ভ...
04/11/2020

এরিজোনার ভোট গণনা সম্পূর্ণ। এখানকার সবগুলো ইলেক্টোরাল ভোট (১১ টি) পেয়েছেন বিডেন। সাথে মেইন প্রদেশের চারটির মধ্যে তিনটি ভোটও পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। সবমিলিয়ে ২৩৮টি ভোটে পৌঁছে গেছেন বিডেন। নেভাডা'তে গণনা শেষ হয়নি। সেখানকার ৬টি ভোট ধরলে, বিডেন পেয়ে যাচ্ছেন মোট ২৪৪টি ভোট। কিন্তু পেনসিলভেনিয়া (২০), মিশিগান (১৬) ও উইসকনসিন(১০)'এ জয়ের পাল্লা ভারী ট্রাম্পের দিকে। নর্থ ক্যারোলিনা (১৫) ও জর্জিয়াতে (১৬) এখন অবধি পিছিয়ে বিডেন। তবে এই দুই প্রদেশে লড়াই হাড্ডাহাড্ডি। ট্রাম্পের চাইতে মাত্র দেড় শতাংশ ভোট পেছনে রয়েছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি বিডেন।
সূত্র: USA TODAY
041120201435

গতি বাড়িয়ে অনেকটাই সামনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ইলেক্টরাল কলেজের ভোটে একটু একটু করে দুর্বল হয়ে পড়ছেন ডেমোক...
04/11/2020

গতি বাড়িয়ে অনেকটাই সামনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ইলেক্টরাল কলেজের ভোটে একটু একটু করে দুর্বল হয়ে পড়ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন। ফ্লোরিডা, ওহিও,টেক্সাসের মত প্রদেশগুলিতে জয়লাভ রিপাবলিকানদের। পেনসিলভেনিয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, উইসকনসিন'এ নিশ্চিত জয়ের দিকে ট্রাম্প। এরিজোনাতে এগিয়ে বিডেন।
সূত্র: USA TODAY
041120201215

দ্রুতগতিতে এগোচ্ছেন ট্রাম্প মার্কিন স্থানীয় সময় (EST) ৪ নভেম্বর,  ২০২০, রাত ১২ টা ৪১ মিনিট  ভারতীয় সময় (IST) ৪ নভেম্বর, ...
04/11/2020

দ্রুতগতিতে এগোচ্ছেন ট্রাম্প
মার্কিন স্থানীয় সময় (EST) ৪ নভেম্বর, ২০২০, রাত ১২ টা ৪১ মিনিট
ভারতীয় সময় (IST) ৪ নভেম্বর, ২০২০, সকাল ১১ টা ১১ মিনিট
সূত্র: USA TODAY

একটু একটু করে নিশ্চিত জয়ের দিকে এগোচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন।মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (EST) ৩ নভেম্ব...
04/11/2020

একটু একটু করে নিশ্চিত জয়ের দিকে এগোচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (EST) ৩ নভেম্বর রাত ১১ টা ৩২ মিনিট অবধির হিসেব অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের থেকে অনেকটাই এগিয়ে গেছেন বিডেন। ইলেক্টরেল কলেজে একের পর এক বড় প্রদেশগুলিতে সমস্ত ভোট যাচ্ছে বিডেন এর ঘরে।
সূত্র: USA TODAY



আমেরিকার স্থানীয় সময় ৩ নভেম্বর,২০২০ রাত ১০ টা ১৭ মিনিট অবধি। সৌজন্যে: USA TODAY
04/11/2020

আমেরিকার স্থানীয় সময় ৩ নভেম্বর,২০২০ রাত ১০ টা ১৭ মিনিট অবধি।
সৌজন্যে: USA TODAY

গ্রীস ও তুর্কি'র সীমান্ত লাগোয়া এজিয়ান সাগরের গভীরে তীব্র ভূকম্পনের ধাক্কায় লন্ডভন্ড সবকিছু। তুর্কির বিপর্যয় ও জরুরি পরি...
01/11/2020

গ্রীস ও তুর্কি'র সীমান্ত লাগোয়া এজিয়ান সাগরের গভীরে তীব্র ভূকম্পনের ধাক্কায় লন্ডভন্ড সবকিছু। তুর্কির বিপর্যয় ও জরুরি পরিষেবা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ(আফদ)'এর তথ্য অনুযায়ী এজিয়ান সাগরের ১৬.৫ কিমি গভীরেই এই কম্পন প্রথম ধাক্কা দেয় শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টো ৫১ মিনিট নাগাদ। ইউরোপিয়ান -ভূমধ্যসাগর সিসমোলজিকেল সেন্টার বলেছে গ্রীক দ্বীপপুঞ্জের মধ্যে অন্যতম সামোস এর ১৩ কিমি উত্তর পূর্বে সাগরের বুকে কম্পনের উৎস। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত তুর্কির ইজমির শহর। ইজমির'এ প্রায় ১৭টি বিশাল বাড়ি ভেঙ্গে পড়ে। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে খবর। উদ্ধারকাজ চলছে। ছোটখাটো সুনামি হয়ে গেছে গ্রীক দ্বীপ সামোসের ওপরেও। ঘরছাড়া হয়েছেন বহু। গ্রীসের স্পেশাল ডিপার্টমেন্ট ফর মেডিকেল ডিজাস্টার দপ্তরের তথ্য অনুযায়ী সমুদ্রের ঢেউয়ে ভেসে গেছে সমোসের দুই শিশু। প্রধানমন্ত্রী কিরিয়াকস মিটসোটাকিস দুই শিশুর শোকার্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। মূল কম্পনের পর কমপক্ষে ১৯৬টি পরবর্তী কম্পন(আফটার শকস) অনুভূত হয়েছে গোটা অঞ্চলে। এর মধ্যে ২০টির বেশি কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৪ এর ওপর পৌঁছে যায়। শেষ খবর পাওয়া অবধি প্রায় ৩৯ জনের মৃত্যু হয়েছে এই কম্পনের ধ্বংসলীলার মাঝে। আহত হয়েছেন আটশো'র কাছাকাছি। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব পরীক্ষণ বিভাগ এর তথ্য অনুযায়ী রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ এর কাছাকাছি।
com
U.S. Geological Survey (USGS)
011120201116

26/10/2020

শনিবার ভারতীয় সময় সকাল ৮ টা ৫১ মিনিট ০৩ সেকেন্ড (UTC 03:21:03)'এ  বাংলাদেশের খাগড়াছড়ির কাপ্তাই হ্রদ এর উত্তরে (ত্রিপুরার...
24/10/2020

শনিবার ভারতীয় সময় সকাল ৮ টা ৫১ মিনিট ০৩ সেকেন্ড (UTC 03:21:03)'এ বাংলাদেশের খাগড়াছড়ির কাপ্তাই হ্রদ এর উত্তরে (ত্রিপুরার দক্ষিণ-পূর্ব সীমান্ত থেকে প্রায় ৪১ কিমি ও মিজোরাম সীমান্ত থেকে আনুমানিক ১৭ কিমি পশ্চিমে) রিখটার স্কেলে ৪.৬ তীব্রতার ভূ-কম্পন অনুভূত হয়। এখন অবধি পাওয়া খবর অনুযায়ী কম্পনের কারনে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

Evocax 241020201658
USGS Natural Hazards Science

স্যামুয়েল প্যাটি। প্যারিসের ডাউনটাউন-এ একটি স্কুলে ইতিহাস ও ভূগোলের শিক্ষক ছিলেন ৪৭ বছরের স্যামুয়েল। ক্লাসে 'বাক স্বাধীন...
17/10/2020

স্যামুয়েল প্যাটি। প্যারিসের ডাউনটাউন-এ একটি স্কুলে ইতিহাস ও ভূগোলের শিক্ষক ছিলেন ৪৭ বছরের স্যামুয়েল। ক্লাসে 'বাক স্বাধীনতা' নিয়ে কথা বলেছিলেন। বাচ্চাদের দেখিয়েছিলেন 'চার্লি এবদো'র তরফে প্রকাশিত হজরত নবী মহম্মদের বিতর্কিত কার্টুন। গত সপ্তাহের শুক্রবার তার স্কুলের সামনে শিরচ্ছেদ করে তাকে হত্যা করে কট্টরপন্থী ইসলামিক আততায়ী। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় হত্যাকারীর। জানা গেছে ১৮ বছর বয়সের ওই হত্যাকারীর জন্ম মস্কো শহরে। কিন্তু বংশানুক্রমিকভাবে চেচনিয়ার বাসিন্দা সে। ঘটনায় এখন অবধি গ্রেপ্তার হয়েছে ৯ জন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এই ঘটনাকে 'সন্ত্রাসবাদী হামলা' হিসেবে দেখছেন ও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।




Evocax 171020202305

Address

Cerebrodea Technologies, Krishnanagar
Agartala
799001

Alerts

Be the first to know and let us send you an email when Evocax posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Evocax:

Share