EBC News EBCNEWS/ইবিসি নিউজ সম্পদাকঃ এম.এম কামাল
(1)

সংসদ নির্বাচনে প্রার্থীর যোগ্যতা ও অযোগ্যতার বিধান জানাল ইসিস্টাফ রিপোর্টার : সংসদ নির্বাচনে প্রার্থীর যোগ্যতা ও অযোগ্যত...
17/11/2023

সংসদ নির্বাচনে প্রার্থীর যোগ্যতা ও অযোগ্যতার বিধান জানাল ইসি
স্টাফ রিপোর্টার : সংসদ নির্বাচনে প্রার্থীর যোগ্যতা ও অযোগ্যতার বিধান জানাল ইসি
১৬ নভেম্বর ইসি থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশন এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করছে। যেখানে সংসদ নির্বাচনের প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতার বিষয়ে সুস্পষ্টভাবে বলা হয়েছে। একই সঙ্গে কারা কারা সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন সে বিষয়েও জানিয়েছে ইসি।

প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার বিধানে যা আছে

জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বা থাকার যোগ্যতা-অযোগ্যতা সংক্রান্ত সংবিধানের ৬৬(১) (২) অনুচ্ছেদে ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২(১) অনুচ্ছেদে বিধান রয়েছে। সংবিধানের ১৫২ অনুচ্ছেদের “প্রজাতন্ত্রের কর্ম” ও “সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ” এর ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য যে, অনুচ্ছেদ ১২ এর উপ-ধারা (ড) অনুযায়ী কোম্পানীর পরিচালক বা ফার্মের অংশীদার কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত কোনো ঋণ বা তার কোনো কিস্তি মনোনয়নপত্র দাখিলের দিনের পূর্বে পরিশোধে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন।

কিন্তু অনুচ্ছেদ ১২ এর দফা (১) এর উপ-দফা (ঠ) কৃষি কাজের জন্য গৃহীত ক্ষুদ্র কৃষি ঋণ ব্যতীত, মনোনয়নপত্র দাখিলের দিনের পূর্বে ব্যাংক হতে গৃহীত কোনো ঋণ বা তার কোন কিস্তি পরিশোধে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন।

সেই সঙ্গে উপ-দফা (ঢ) অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের দিনের পূর্বে প্রদেয় সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোন সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন।

ছবিসহ ভোটার তালিকার ব্যবহার

জাতীয় সংসদ নির্বাচনের জন্য বর্তমানে প্রণীত ছবিসহ ভোটার তালিকা ব্যবহার করতে হবে। ভোটকেন্দ্রে ভোটগ্রহণের কাজে ভোটগ্রহণ কর্মকর্তা ছবিসহ ভোটার তালিকা ব্যবহার করবেন। তবে প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা পোলিং এজেন্টকে ছবি ছাড়া ভোটার তালিকার সিডি ক্রয় করতে পারবেন।

এজন্য জেলা বা উপজেলা পর্যায় হতে অথবা রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের অফিস হতে মনোনয়নপত্র গ্রহণের সময় নির্বাচনী এলাকার আওতাধীন প্রতি ইউনিয়নের জন্য ৫০০ টাকা এবং সিটি করপোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড/পৌরসভার প্রতি ওয়ার্ডের জন্য ৫০০ টাকা হারে ট্রেজারি চালান/পে-অর্ডার মাধ্যমে টাকা জমা দিতে হবে। ট্রেজারি চালানের কোড নং ১-০৬০১-০০০১-২৬৩১” নবসৃজিত কোড “১০৬০১০১১০০১২৫-১৪২৩২৫৩”। ছবিসহ ভোটার তালিকা শুধুমাত্র নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ব্যবহার করবেন।

রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ

নির্বাচন পরিচালনার জন্য ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর নির্বাচনী এলাকার জন্য বিভাগীয় কমিশনারকে এবং অন্যান্য নির্বাচনী এলাকার জন্য জেলা প্রশাসকদেরকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারদের স্ব-স্ব উপজেলার জন্য এবং কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক, সিটি করপোরেশনের জোনাল এক্সিকিউটিভ অফিসার, উপপরিচালক, স্থানীয় সরকার, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, উপজেলা/থানা নির্বাচন অফিসার অথবা অন্য কোনো কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের কর্মক্ষেত্রও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নির্বাচন পরিচালনা সহকারী রিটার্নিং অফিসাররা আইন ও বিধি মোতাবেক রিটার্নিং অফিসারকে সকল প্রকার সহায়তা প্রদান করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশ সাপেক্ষে, রিটার্নিং অফিসারের অধীনে থেকে প্রয়োজনবোধে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

সময়সূচি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

গণ-প্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (২) ও (৩) অনুসারে সময়সূচি জারির পর, যথাসম্ভব, রিটার্নিং অফিসাররা তাদের আওতাভুক্ত নির্বাচনী এলাকায় সময়সূচির প্রজ্ঞাপন এবং সময়সূচির আলোকে গণ-বিজ্ঞপ্তি জারি করবেন।

গণ-বিজ্ঞপ্তিতে কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচির উল্লেখ থাকবে। এতদভিন্ন রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের স্থান ও সময় উল্লেখ করে একই গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনয়নপত্র আহ্বান করতে হবে।

এখানে উল্লেখ্য যে, মনোনয়নপত্র অফিস চলাকালীন সময় অর্থাৎ সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত গৃহীত হবে। আরও উল্লেখ্য যে, নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে সরাসরি মনোনয়নপত্র দাখিলের পাশাপাশি অনলাইনেও মনোনয়নপত্র দাখিল করা যাবে।

গণ-বিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার দর্শনীয় স্থানসমূহ এবং সহকারী রিটার্নিং অফিসারদের অফিসে টাঙিয়ে দিতে হবে।

মুদ্রিত ছবিসহ ভোটার তালিকার সঙ্গে ছবি ছাড়া সিডি যাচাই

প্রার্থীদেরকে প্রদত্ত ছবি ছাড়া ভোটার তালিকার সিডির সঙ্গে ছবিসহ মুদ্রিত ভোটার তালিকা শতভাগ যাচাই করে ভোটকেন্দ্রে প্রেরণ করতে হবে।

শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগস্টাফ রিপোর্টার : বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয...
17/11/2023

শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগে মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। আগামী শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

আরো বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনো ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

এদিকে ১৭ নভেম্বর বিকেলে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ভার্চুয়ালে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন দলের সভাপতি শেখ হাসিনা।

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল।
15/11/2023

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল।

দেশ এখন নির্বাচনী ট্রেনে। ৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন। উন্নয়নের শপথ নিন, নৌকা মার্কায় ভোট দিন। জয়বাংলা
15/11/2023

দেশ এখন নির্বাচনী ট্রেনে। ৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন। উন্নয়নের শপথ নিন, নৌকা মার্কায় ভোট দিন। জয়বাংলা

বিশ্ব ইজতেমায় সবাইকে  স্বাগতম
15/11/2023

বিশ্ব ইজতেমায় সবাইকে স্বাগতম

আর মাত্র ৫৭-মিনিট পরে।
15/11/2023

আর মাত্র ৫৭-মিনিট পরে।

ইসিতে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন, বেড়েছে সিইসির নিরাপত্তাইবিসি নিউজ ।। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কে...
15/11/2023

ইসিতে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন, বেড়েছে সিইসির নিরাপত্তা
ইবিসি নিউজ ।। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
মোতায়েন করা হয়েছে ৮ প্লাটুন বিজিবি। বেড়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নিরাপত্তা ব্যবস্থাও।
বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকেই বাংলাদেশ পর্যটন করপোরেশনের সামনের রাস্তা ছাড়া নির্বাচন ভবনের আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। যে কোনো অনাকাঙিক্ষত ঘটনা রোধ করতে এপিসি, জলকামান নিয়ে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা বাহিনী।
এছাড়া র‌্যাবের কয়েকটি টিমকেও কড়া নজর রাখতে দেখা গেছে। বিজিবিও টহল দিচ্ছে। নির্বাচন ভবনে পরিচয়পত্র ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বিজিবির লেফট্যানেন্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম জানান, ৮ প্লাটুন (প্রতি প্লাটুনে ২০ জন সশস্ত্র সদস্য) জওয়ান নিয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, সন্ধ্যা ৭টায় সিইসি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এতে থাকবে সংসদ নির্বাচনের তফসিল।
এদিকে দুপুরে নির্বাচন ভবন ঘুরে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি সাংবাদিকদের বলেছেন, সিকিউরিটি যাতে নিশ্চিত হয় সেজন্য যা যা দরকার আমরা সব করবো। আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয়, সেই আন্দোলন যাতে সুন্দরভাবে হয়, সেজন্য পুলিশ নিরাপত্তা বিধান করবে। কিন্তু যদি কোনো নৈরাজ্য হয়, কোনো শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কোনো কিছু হয়, সেখানে পুলিশ অবশ্যই কঠোর অবস্থান নেবে।
ডিএমপি কমিশনার নির্বাচন ভবনে আসার কিছুক্ষণ আগে নির্বাচন ভবনে আসেন সিইসি। আগে যেখানে পুলিশের একটি টিম তাকে নিরাপত্তা দিতো, সেখানে দু’টি টিম তার নিরাপত্তা দিচ্ছে।আগামী ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করতে চায় ইসি।

14/11/2023
14/11/2023

মাগরিব নামাজের আযান হচ্ছে

হাইমচরের গাজীপুর ইউনিয়নে ভিডব্লিউবি এর চাল বিতরণমোঃ হোসেন গাজী।। হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গল...
14/11/2023

হাইমচরের গাজীপুর ইউনিয়নে ভিডব্লিউবি এর চাল বিতরণ
মোঃ হোসেন গাজী।। হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে ইউনিয়ন পরিষদ অস্থায়ী কার্যালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় গাজীপুরের উপকারভোগীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, ইউপি সচিব নারায়ণ চন্দ্র মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও ইউপি সদস্য সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৭বছর পূর্তি ও ১৮তম বর্ষে পর্দাপণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত....চাঁদপুর জেলা শহর থেকে...
14/11/2023

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৭বছর পূর্তি ও ১৮তম বর্ষে পর্দাপণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত....
চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত ও বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৭বছর পূর্তি ও ১৮তম বর্ষে পর্দাপণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্য রাখেন, পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক জনাব সোহেল রুশদী মহোদয়।

১৪.১১.২০২৩ তারিখের  #দৈনিক_চাঁদপুর_খবরনিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন।লাইক কমেন্ট ও শেয়ার করুন।সোহেল রুশদীসম্পাদক ও প্রকাশক
13/11/2023

১৪.১১.২০২৩ তারিখের #দৈনিক_চাঁদপুর_খবর
নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন।
লাইক কমেন্ট ও শেয়ার করুন।
সোহেল রুশদী
সম্পাদক ও প্রকাশক

অভিনন্দন মোঃ মিজানুর রহমাননবাগত অফিসার ইনচার্জকচুয়া থানা, চাঁদপুর।
13/11/2023

অভিনন্দন মোঃ মিজানুর রহমান
নবাগত অফিসার ইনচার্জ
কচুয়া থানা, চাঁদপুর।

জনগণ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করবে : মায়া চৌধুরীস্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম স...
13/11/2023

জনগণ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করবে : মায়া চৌধুরী
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক দুই বারের সফল মন্ত্রী স্বাধীনতা পদক প্রাপ্তবীর মুক্তিযোদ্ধা, চাঁদপুর -২ নির্বাচনী আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন,সারা দেশে বিএনপি জামায়াত হরতাল অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। আগুন সন্ত্রাস,বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা নির্বাচনকে ভন্ডুল করতে চায়। এদের হাত থেকে পুলিশ, সাংবাদিক ও সাধারণ মানুষ কেউই রক্ষা পায়না। তারা জ্বালাও পোঁড়াওতে বিশ্বাসী। আন্দোলনের নামে কোন ধরনের সন্ত্রাস, সহিংসতা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। তিনি বলেন,দেশে যথা সময়ে শেখ হাসিনার অধিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।

৯ অক্টোবর মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন ও ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যৌগে আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রভাবশালী এই প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, উন্নয়নের রোল মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দেশে আগুন সন্ত্রাসীদের স্থান নেই। দেশের মানুষ তাদের এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তাদের অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে দেশের জনগণ। নির্বাচন ছাড়া আগুন,সন্ত্রাস করে অন্ধকার গলি দেয়ে ক্ষমতায় আসা যাবে না। জনগণ আর তাদেরকে মেনে নিবে না। জনগণ বিএনপি জামায়াত এর হরতাল অবরোধ ও নৈরাজ্য এবং সন্ত্রাসী কার্যক্রমের কারনে তাদেরকে বয়কট করেছে।

তিনি আরও বলেন, যারা অবরোধ ও নৈরাজ্যের মাধ্যমে মানুষ ও পুলিশ হত্যা করে তাদের সাথে সংলাপ হতে পারে না। যে কোন সময়ে তফসিল ঘোষণা করা হবে। সংবিধান অনুযায়ী সময় মতো শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করবে। শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হবেন।

তিনি বলেন, বিএনপির আন্দোলন গর্তে ঢুকে গেছে। আমি আগেই বলেছি তাদের আন্দোলন করার মোরদ নাই। তাদের মাজা ভাঙ্গা। চোরা গুপ্তা হামলা করে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করলে আন্দোলন হয়না আন্দোলনে জনগণের সমর্থন লাগে। তাদের সাথে জনগন নেই। শেখ হাসিনার বাংলাদেশে জঙ্গিবাদ আর আগুন সন্ত্রাসের জায়গা নেই। তারা গাড়িতে আগুন দিতে আসবে, নির্বাচন বানচাল করতে আসবে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

মায়া চৌধুরী আরো বলেন,একমাত্র নৌকা প্রতীক স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। এই নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকনের সভাপতিত্বে ও সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের পরিচালনায় এ উন্নয়ন ও শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ও দুই বারের সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

সমাবেশে আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার,গাজী ইলিয়াছুর রহমান,যুগ্ম-সম্পাদক আইয়ুব আলী গাজী,উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গজরা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হানিফ দর্জি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু রাদেশ্যাম সাহা চান্দু,মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মনির হোসেন বেপারী,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ,ফতেপুর পূর্ব ইউপির চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, বিশিষ্ট শিল্পপতি মানিক দর্জি, মতলব উত্তর উপজেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, দূর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছঅসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু,সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কাদের জিলানী, যুবলীগ নেতা গফুর সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রব বেপারী,উপজেলা কৃষকলীগের সভাপতি খোরশেদ আলম,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম রনি, স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, সুলতানাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ কামাল হোসেন, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ ফেরদাউস মিয়াজী, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিঠু পাটোয়ারী, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ রিয়াদ প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, কলাকান্দা ইউপির চেয়ারম্যান আঃ সোবহান সরকার সুভা, জহিরাবাদ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ সেলিম গাজী, আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য শাহ আলম সিদ্দিকী, মোঃ আহসান উল্লাহ হাসান, উপজেলা যুবলীগের সদস্য হাসান মোরশেদ আহার চৌধুরী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন জুয়েল চৌধুরী,মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই প্রধান, বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির রায়হান, পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের প্রধান,ঢাকা মহানগর উত্তর ছাত্র লীগের সাবেক সহসভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা যুবলীগের সদস্য কামরুল হাসান মামুন, উপজেলা মৎস্য জীবিলীগের সভাপতি নাইমুল হাসান লাভলু,সাধারণ সম্পাদক মোঃ শাহিন চৌধুরী, পৌর আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর ভুইয়া,মোসলেম দেওয়ান, শাহজালাল খান,যুবলীগ নেতা হারুন-অর-রশিদ,এসএম নোমান দেওয়ান,খোরশেদ আলম,উপজেলা শ্রমিকলীগ নেতা শামীম প্রধান,ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন, পৌর মৎস্যজীবিলীগের সভাপতি মোঃ জনি সরকার, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি মিল্লাতুনেছা মিলি, সাধারণ সম্পাদক শিউলী বেগম, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তার, ছেংগারচর পৌর যুবলীগ নেতা ইসমাইল হোসেন, বাদল ঢালী, উপজেলা ছাত্র লীগের সদস্য জোবায়ের আহমেদ জনি, আরমান কাজী, সোহেল রানা,মাইন উদ্দিন,সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

চাঁদপুর সরকারি কলেজে ১৪০ নবীন বিতার্কিককে বরণস্টাফ রিপোর্টার : ‘মুক্ত বিহনে অদৃশ্য শেকল ভাঙার মিছিলে স্বাগত’ স্লোগানে গত...
13/11/2023

চাঁদপুর সরকারি কলেজে ১৪০ নবীন বিতার্কিককে বরণ
স্টাফ রিপোর্টার : ‘মুক্ত বিহনে অদৃশ্য শেকল ভাঙার মিছিলে স্বাগত’ স্লোগানে গতকাল চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ) বরণ করে নেয় নতুন বিতার্কিকদের। বিভিন্ন ডিপার্টমেন্টের স্নাতক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মিলিয়ে প্রায় ১৪০ জনের অধিক নবীন বিতার্কিককে নিয়ে অনুষ্ঠিত ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৩’-এ প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও সিসিডিএফ-এর প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর অসিত বরণ দাশ। উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শেখ খলিলুর রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও সিসিডিএফ-এর মডারেটর কিউ এম হাসান শাহরিয়ার। সম্মানিত শিক্ষকদের মূল্যবান মতামত ও প্রেরণা সকলের মাঝে প্রাণের সঞ্চার করে।
চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ)-এর সভাপতি মুহাম্মদ আবদুল বাসেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিডিএফ-এর সাধারণ সম্পাদক শাহজিয়া সেতু। আর আয়োজনজুড়ে অত্যন্ত প্রাণবন্ত সঞ্চালনায় সকলকে মুগ্ধ করে রাখেন সিসিডিএফ-এর শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মুনিরা আক্তার পল্লবী এবং বিতর্ক ও বিতর্ক ব্যবস্থাপনা সম্পাদক তাজরিয়া আক্তার জ্যোতি।
সিসিডিএফের সকল সদস্যের উপস্থিতিতে নবীন বিতার্কিকদের শুভেচ্ছা সামগ্রী প্রদান ও অনুভূতি বর্ণন, সমসাময়িক বিষয়াদি সম্পর্কিত কুইজ প্রতিযোগিতা ও উপহার প্রদান এবং গত ৩ মাসব্যাপী বিতর্ক অনুশীলন করে যাওয়া উচ্চমাধ্যমিক পর্যায়ের ১০ জনকে নতুন সদস্য পদ প্রদান এই আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে। সবশেষে সিসিডিএফ-এর সদস্যদের অংশগ্রহণে এক রোমাঞ্চকর রম্য বিতর্কের মধ্য দিয়ে উপভোগ্য এ আয়োজনের সমাপ্তি ঘটে।

মতলব উত্তর থানার নবাগত ওসি রাশেদ মোবারকস্টাফ রিপোর্টার : মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহা...
13/11/2023

মতলব উত্তর থানার নবাগত ওসি রাশেদ মোবারক
স্টাফ রিপোর্টার : মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ রাশেদ মোবারক। ৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে তিনি থানার দায়িত্বভার গ্রহণ করেন। বিদায়ী ওসি মোহাম্মদ মহিউদ্দিনের স্থলাভিষিক্ত হন তিনি। এর আগে মোহাম্মদ রাশেদ মোবারক চাঁদপুর জেলা ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

নবাগত ওসি মোহাম্মদ রাশেদ মোবারক চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম; পুলিশ সুপার, চাঁদপুর মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার উপর অর্পিত দায়িত্ব যেন সৎ, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে পালন করতে পারে সেজন্যে আমার সকল সিনিয়র স্যারসহ মতলব উত্তর থানার সকল শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক সহকর্মী ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।

এছাড়া যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি মাদক ও চোরাকারবারিদের উদ্দেশ্যে বলেন, বিগত সময় কী হয়েছে তা জানতে চাই না। এখন থেকে মাদক, ইভটিজিং ও আইন পরিপন্থী কাজ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে।

তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের উদ্দেশ্য বলেন, হয় মাদক ছাড়, না হয় মতলব উত্তর ছাড়। এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

চাঁদপুর জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেডস্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শে...
13/11/2023

চাঁদপুর জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড
স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১নভেম্বর কক্সবাজার জেলা সফর উপলক্ষে চাঁদপুর জেলা থেকে মোতায়েনকৃত ১শ ১৩ জন অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
৯নভেম্বর ব্রিফিং অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
চাঁদপুর জেলা পুলিশ থেকে মোতায়েনকৃত ১শ ১৩ জন অফিসার ও ফোর্সদের ৪শ টাকা অর্থ পুরষ্কার অগ্রিম প্রদান করেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এম এ ওয়াদুদ সেতুর ৩৬২.৫০ মিটার ভায়াডাক্ট নির্মাণ কাজের উদ্বোধনস্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার মহামায়া-ছোটসুন্দর বা...
13/11/2023

এম এ ওয়াদুদ সেতুর ৩৬২.৫০ মিটার ভায়াডাক্ট নির্মাণ কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার মহামায়া-ছোটসুন্দর বাজার- কামরাঙা বাজার- বাকিলা জিসি সড়কে ৩৮০০ মিটার চেইনেজে ডাকাতিয়া নদীর উপর ২৭৪.২০ মিটার ভাষাবীর এম এ ওয়াদুদ সেতুর ৩৬২.৫০ মিটার ভায়াডাক্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
১০ নভেম্বর বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ডাকাতিয়া নদীর উপর নির্মিত ভাষাবীর এম এ ওয়াদুদ সেতুর পাড়ে এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. দীপু মনি।

উদ্বোধনকালে তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলাবাসী তাদের একটি স্বপ্নের সেতু বাস্তবায়নের মুখ দেখতে যাচ্ছেন। এ সেতুটি দুই উপজেলার একটি বড় যোগাযোগ ব্যবস্থা। যদিও সেতুর কাজ আরো আগেই শেষ শেষ হয়েছে। বিভিন্ন সমস্যা ও নানা প্রতিকূলতার কারনে দুই পাশের সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় চলাচল করা যাচ্ছে না। তবে আগামী এক দেড় মাসের মধ্যেই এপ্রোস সড়কের কাজ শেষ হলে দুই পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। এক সময় এই স্থানটিতে নৌকা দিয়ে মানুষ চলাচল করতো। এখন সেটি চোখের নিমিষেই সড়ক পথে পারাপারের ব্যবস্থা হচ্ছে।

তিনি আরো বলেন, চাঁদপুর সদরের এই রামপুর ইউনিয়নেই ভাষাবীর এম এ ওয়াদুদের জন্ম। তাই ২০১৭ সালে নির্মাণ কাজ শুরু হওয়া ডাকাতিয়া নদীর উপর নির্মিত এই সেতুটির নামকরণ করা হয়েছে ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত মোতাবেক। দাপ্তরিকভাবেও সেটি গৃহীত হয়। তার নামে এত বড় একটি স্থাপনা হয়েছে, তার পরিবার হিসেবে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। এর সঙ্গে জড়িত প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠান, শ্রমিক থেকে শুরু করে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

এসময় প্রকৌশলী, উক্ত কাজের ঠিকাদার, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ,চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী ,ফরিদগন্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান ,নিবাহী প্রকৌশলী ,অ্যাড:সাইফুদ্দিন বাবু,রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী ,রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক সহ উক্ত এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব উত্তরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাস্টাপ রিপোর্টার : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়...
13/11/2023

মতলব উত্তরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
স্টাপ রিপোর্টার : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. নূরুল আমিন রুহুল বলেছেন, বিএনপি জামাত যে জ্বালাও-পোড়াও করছে, নৈরাজ্য করছে, তা দমনের জন্য আমাদের ছাত্রলীগের ভাইয়েরাই যথেষ্ট। বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি মানুষ প্রত্যাখ্যান করেছে।
১০ নভেম্বর বিকেলে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আয়োজনে সারা দেশে বিএনপি-জামায়াতের হরতাল নৈরাজ্য, অবরোধ এবং অগ্নি সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের একটি ছেলে যখন তার মোবাইল ফোনে একজন পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করার দৃশ্য দেখে, তখন সে বা তার পরিবার চায় না, বিএনপি ক্ষমতায় আসুক। আমার ছোট বোনটা যখন বছরের শুরুতেই নতুন বই পায়, দেশের এত উন্নয়ন দেখে, তখন সে ও তার পরিবার চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক। আমার মতলব উত্তর-মতলব দক্ষিরের মানুষ চায় না বিএনপি ক্ষমতায় আসুক। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। দেশের তরুণরা শেখ হাসিনার উন্নয়নের মার্কা নৌকাতেই তাদের প্রথম ভোটটি দেবে।

নুরুল আমিন রুহুল বলেছেন, আগের ছাত্রলীগ আর এখনকার ছাত্রলীগের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদের সময় ছাত্রলীগকে মানুষ মর্যাদা দিত। ছাত্রলীগকে তাদের পুরনো জায়গায় ফিরে যেতে হবে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হতে হবে ছাত্রলীগকে। আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা প্রশংসনীয়।

মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর নবী খান ও যুগ্ম আহ্বায়ক মাশরুল খান তামিমের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান।

আরো বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু হায়াৎ সিহাব, মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আহাম্মদ পান্না, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোরসালিন মোহাম্মদ মহসিন, সদস্য গোলাম কিবরীয়া টিটু, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজীব হোসেন, শরীফ আহমেদ, হাসান, দেওয়ান সাকিব প্রমুখ।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হয়।

মুখস্ত নির্ভর নয়, শিক্ষার্থীদেরকে দক্ষতা অর্জন করতে হবে : শিক্ষামন্ত্রীস্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছ...
13/11/2023

মুখস্ত নির্ভর নয়, শিক্ষার্থীদেরকে দক্ষতা অর্জন করতে হবে : শিক্ষামন্ত্রী
স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আমরা ২০৪১ সালে উন্নত জীবনের স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এবং চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লব কিংবা আধুনিক বিশ্বে বাঁচতে হলে একেবারে মুখস্ত নির্ভর নয়, আমাদের শিক্ষার্থীদেরকে জেনে, বুঝে, অভিজ্ঞতা ভিত্তিক শিখনের মধ্য দিয়ে ক্রমাগতভাবে শিখতে হবে। আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে।
তিনি বলেন, আমাদের নতুন শিক্ষাক্রম একেবারে রুপান্তর। আপনারা-আমরা কিন্তু একটি মুখস্ত বিদ্যার জগত পার করে এসেছি। আমরা যখন পড়াশুনা করেছি, তখন একটি নতুন প্রযুক্তি এসেছে ১০-১৫ বছর বিরতিতে। এখন ১০-১৫ মিনিটের মধ্যে নতুন নতুন প্রযুক্তি আসছে। এখন আমাদের শিক্ষার্থীরা যে জগতে বড় হবে, সেখানে প্রতিদিন প্রতি মুহুর্তে নতুন নতুন প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে তারপর নিজেদেরকে নেতৃত্বের জায়গায় এনে টিকে থাকতে হবে। আমরা কি সারা জীবন পিছিয়ে থাকব? নিশ্চয়ই না।

১০ নভেম্বর দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে নতুন শিক্ষাক্রমের সংস্কার ও বাতিলের দাবী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন পৃথিবীতে মূল জিনিস হচ্ছে দক্ষতা। সেই কারণে আমাদের নতুন শিক্ষাক্রম রুপান্তর। এখন বিশ্বের অনেক দেশে এটি করেছে। বাকী দেশগুলো করবার চেষ্টা করছে। আমরা একটি খুব ভাল জায়গায় নিজেদেরকে নিয়ে আসতে ফেরেছি এবং এটি হুট করে হয়নি। ২০১৭-১৮ সালে অনেগুলো গবেষণার পর ২০১৯ সালে সিদ্ধান্ত হয়ে আজকে আমরা এই অবস্থায় এসেছি এবং এটি পুরোপুরি বাস্তবায়ন হবে ২০২৭ সাল পর্যন্ত।

তিনি বলেন, একটি দীর্ঘ সময় নিয়ে, অসংখ্য বিশেষজ্ঞদের কাজের মধ্য দিয়ে আমাদের এই জায়গাটিতে এসছি এবং এটি আমাদের প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। সুতরাং এটি নিয়ে যারা আজকে তথাকথিত আন্দোলন করছে, তাদের বেশীরভাগ কোচিং ব্যবসার সাথে জড়িত। যারা একেবারে স্কুল পর্যায় গিয়ে কমিশনে গাইড বই বিক্রি করেন, তারা এসবের সঙ্গে জড়িত এবং দু:খজনক হলেও সত্য কোন কোন শিক্ষকও এর সাথে জড়িত। অর্থাৎ যারা কোচিং করেন, নোট গাইডের ব্যবসায় জড়িত।

শিক্ষামন্ত্রী বলেন, তারা যে দাবীগুলো করছেন এটি কোনভাবেই যৌক্তিক নয়। তারা বলছে নতুন শিক্ষাক্রম বাতিল, সংস্কার কিংবা একটি ৫০ নম্বরের পরীক্ষা চান। তাহলে আমরা যদি বলি ৫০ নম্বরের পরীক্ষা দিব, তাহলে সংস্কার আর বাতিলের প্রয়োজন হবে না। ৫০ নম্বরের পরীক্ষা কেন? তাহলে আবার বাচ্চাদের কোচিংয়ে যেতে হবে পরীক্ষার প্রস্তুতির নামে। কাজেই তাদের মূল উদ্দেশ্যে হচ্ছে কোচিং ব্যবসাকে বাঁচিয়ে রাখা। এছাড়া আমরা তাদের যেসব দাবী এবং মিথ্যাচার সবগুলোর আমরা জবাব দিয়েছি।

মন্ত্রী বলেন, তারা অনেক অভিভাবককেও বিভ্রান্ত করছেন। এত বড় রুপান্তরের ক্ষেত্রে আমরা একটি বছর পার করে এসেছি। এটি কোন কম সময় নয়। আমাদের অভিভাবকরা অভ্যস্ত হবেন, শিক্ষকরা ক্রমাগত প্রশিক্ষণ পাচ্ছেন এবং প্রশিক্ষণ চলবে। কাজেই আমাদের নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হচ্ছে এবং বাস্তবায়ন হবে। কারণ আমাদের বইগুলো এখনো বলছি পরীক্ষামূলক সংস্করণ আমরা ক্রমাগত এর পরিমার্জন ও পরিশীলন করবো। কিন্তু এই পদ্ধতির পরিবর্তন হবে না। বইগুলো আরো উন্নত করা হবে।

বছরের শুরুতে বই পাওয়ার শঙ্কা রয়েছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি গণমাধ্যমে দুইরকম হেডলাইন দেখেছি। একটি বলছে ১ তারিখে বই দেয়া যাবে কোন শঙ্কা নেই, অপরটি বলেছে ১ তারিখে বই দেয়া নিয়ে শঙ্কা। কাজেই কিসের উপর ভিত্তি করে এই সংবাদ প্রকাশ করছেন এবং কেন করছেন আমি জানি না। আমরা এখনো আশাবাদি এবং বিশ্বাস করি সময়মত বই দিতে পারব ইনশাআল্লাহ।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

মতলব উত্তরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও কেক কাটার  মধ্যে দিয়ে উদযাপিতমতলব উত্তর প্রতিনিধি।। বাংলাদেশ আওয়ামী যু...
11/11/2023

মতলব উত্তরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও কেক কাটার মধ্যে দিয়ে উদযাপিত
মতলব উত্তর প্রতিনিধি।। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কাটা উৎসবের আয়োজন করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগ ও ছেংগারচর পৌর যুবলীগ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আয়োজনে আজ ১১ নভেম্বর শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগি সংগঠনের কার্যালয়ে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেককাটা, বর্ণাঢ্য র‌্যালি ও মিলাদ ও দোয়াসহ নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ।

অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেনের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ৬নং কলাকান্দা ইউপির দুই বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান যুবলীগ নেতা আঃ ছোবহান সরকার সুভা, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আহসান উল্ল্যাহ হাসান, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাজ্বী মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, আওয়ামী লীগ নেতা অ্যাড. সেলিম মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন রাঢ়ী, সাদুল্ল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ইউসুফ মিয়া, উপজেলা যুবলীগের সদস্য রেদয়ান খন্দকার, সাদুল্ল্যাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আকতার ঢালী, সম্পাদক আরিফুল হক খোকা, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্ল্যাহ সরকার লিখন, সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি জিলানী, পৌর কৃষকলীগের সভাপতি আঃ কাদির প্রধান. ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, পৌর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মিঝি,এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়া, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ষাটনল ইউনিয়ন যুবলীগের সাধারন সেলিম খান টিটু, ছেংগারচর পৌর যুবলীগ নেতা বাদল ঢালী, পৌর যুবলীগের সদস্য নাজমুল খান প্রমূখ। আলোচনাসভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাজ্বী মনির হোসেন বেপারী।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক বোরহান চৌধুরী, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক চাঁন মিয়া বেপারী, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ কাউছার আহম্মেদ, পৌর আওয়ামীলীগ নেতা ও সাবেক কমিশনার মোঃ খোকন প্রধান, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বদিউল আলম তফাদার, মোহনপুর ইউনিয়ন যুবলীগ নেতা রিপন চৌধুরী, সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা গফুর সরকার,পৗর পৌর আওয়ামীলীগের ১নং ওয়ার্ড শাখার সভাপতি জাহাঙ্গীর ভুইয়া, ৫নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোসলেম দেওয়ান, ৪নং ওয়ার্ড শাখার সভাপতি শাহজালাল খান, ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আল-আমিন সরকার,উপজেলা যুবলীগ নেতা খোরশেদ আলম,এসএম নোমান দেওয়ান, পৌর যুবলীগ নেতা ইসমাইল হোসেন, উজ্জল সরকার, পৌর মৎস্যজীবিলীগের সভাপতি মোঃ জনি সরকার,ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ ইয়াছিন খান, পৌর মৎস্যজীবিলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন বেপারী, পৌর যুবলীগ নেতা মোবারক হোসেন, মানিক বেপারী, আরমান কাজী, সোহেল রানা,মোঃ আবুল কালাম,মাইন উদ্দিনসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মাধ্যমে দেশের প্রথশ ও সর্ববৃহৎ এই যুব সংগঠন প্রতিষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠন প্রতিষ্ঠা করেন।
নেতারা আশাবাদ ব্যক্ত করেন, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান শেখ ফজলে শামস পরশ ও যুবনেতা মাইনুল হোসেন খান নিখিলের বলিষ্ঠ নেতৃত্বে সারা দেশে সংগঠন আরও শক্তিশালী হবে।

তারা আরও বলেন, কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচি পালনে সদা তৎপর রয়েছে মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগ ও ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগ।
আলোচনা সভায় যুবলীগের নেতৃবৃন্দ বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামাত অরাজকতার চেষ্টা করবে সেখানেই বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রসিডিয়াম সদস্য আধুনিক মতলবের রুপকার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপুর নেতৃত্বে এই মতলবে তাদের প্রতিরোধ করবে যুবলীগ। তারা আন্দোলনের নামে পেট্রোল বোমা দিয়ে হাজার হাজার মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তারা দেশকে জঙ্গি রাষ্ট্র পরিণত করেছিল। তারা আবারও আন্দোলনের নামে মানুষকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি-জামাত গোষ্ঠী আন্দোলনের নামে বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।

যুবলীগের নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি-জামাত কোন আঘাত হানার চেষ্টা করলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও সাজেদুল হোসেন চৌধুরী দিপুর নেতৃতে যুবলীগের প্রত্যেকটি নেতা-কর্মী রাজপথেই বিএনপি-জামাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এদিকে আলোচনা সভা শেষে বিএনপি জামায়াতের মানুষ হত্যা, নৈরাজ্য ও সন্ত্রাস এবং অবৈধ হরতাল ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি পৌর আওয়ামী লীগের দরয়ি কার্যালয় হইতে শুরু হয়ে মতলব উত্তর থানা রোড হয়ে ছেংগারচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলে ৬নং কলাকান্দা ইউপির দুই বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান যুবলীগ নেতা আঃ ছোবহান সরকার সুভার নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে কর্মসুচিতে অংশ গ্রহণ করেন। এরপর দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু। তিনি ঢাকায় দলীয় কর্মসুচিতে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারেনি। তবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের সকল নেতাকর্মীদেরকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Address

পেন্নাই সড়ক
চাঁদপুর।
1100

Alerts

Be the first to know and let us send you an email when EBC News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EBC News:

Videos

Share

Nearby media companies