AB News Australia

AB News Australia অস্ট্রেলিয়ার সব খবর জানুন এখানেই
(2)

30/01/2025

নিউজিল্যান্ডের পর্যটন খাত কোভিড-১৯ মহামারীর পর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে দেশটি অর্থনৈতিক মন্দায় রয়েছে, তাই সরকার পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে নতুন উদ্যোগ নিয়েছে।

28/01/2025
27/01/2025

অস্ট্রেলিয়ার বিএনপির নেতাকর্মীরা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন। এই আয়োজনের মাধ্যমে তাঁদের ঐক্যবদ্ধতা ও সাংগঠনিক শক্তি উজ্জ্বলভাবে প্রতিফলিত হয়েছে।

অস্ট্রেলিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপনঅস্ট্রেলিয়ার বিএনপির নেতাকর্মীরা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন ...
21/01/2025

অস্ট্রেলিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

অস্ট্রেলিয়ার বিএনপির নেতাকর্মীরা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন। এই আয়োজনের মাধ্যমে তাঁদের ঐক্যবদ্ধতা ও সাংগঠনিক শক্তি উজ্জ্বলভাবে প্রতিফলিত হয়েছে।

১৯ই জানুয়ারি, এ এফএম তাওহীদুল ইসলাম ও মোহাম্মদ হায়দার আলীর নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী বিশ্বাসী প্রবাসীরা জিয়াউর রহমানের জন্মদিনকে উদযাপন করতে স্থানীয় পার্কগুলোতে বনভোজনের আয়োজন করেন। সিডনি থেকে তাদের ডাকে সাড়া দিয়ে প্রতিটি শহরে একই আদলে জন্মবার্ষিকী উদযাপনের নজির দেখা যায়।

সিডনির জাতীয়তাবাদী দলের পরিবেশনা ছিল প্রাণবন্ত। প্রত্যেকে পরিবারকে সঙ্গে নিয়ে অংশ নেন । একসঙ্গে করেন লাঞ্চ । খেলাধুলা ও খোশগল্পে মেতে উঠেন।
পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে কামাল হোসেন ও এম ফয়সাল আল-মাহমুদ নেতৃত্বে নেতাকর্মীরা দুপুরের আগে থেকেই সপরিবারে হাজির হন। তাঁরা জিয়াউর রহমানের ওপর বক্তব্য রাখেন এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া, শিশু কিশোরদের জন্য অঙ্কন প্রতিযোগিতা এবং বড়দের জন্য বিভিন্ন খেলার আয়োজনও করা হয়।

এই আনন্দঘন পরিবেশে নেতাকর্মীদের মুখে ফুটে ওঠে উদযাপনের স্বাদ। তাঁরা আগামীতে বিএনপির সব ধরণের আয়োজনে সক্রিয় ভূমিকা রাখার ইচ্ছা প্রকাশ করেন।

এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, যা তাঁদের জাতির প্রতি অবিচল ভালোবাসা ও দায়বদ্ধতার একটি উজ্জ্বল উদাহরণ।

21/01/2025
18/01/2025

অস্ট্রেলিয়ার সিডনির সৈকতগুলোতে ভেসে আসা ছোট আকারের সাদা ও ধূসর বলের কারণে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার, নর্দান বিচ কাউন্সিলের নির্দেশে ৯টি সৈকত বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, সৈকতে ভেসে আসা এই বর্জ্যগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

15/01/2025

শহরের জনসংখ্যা প্রায় ৫০ লক্ষেরও বেশি, যা বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় স্থান করে নিয়েছে। এখানে বহু সংস্কৃতির একটি অনন্য মিলন ঘটেছে, যা সিডনির বৈচিত্র্যময় সমাজকে একটি বিশেষ রূপ দেয়।

14/01/2025
09/01/2025

অভিবাসনবান্ধব দেশ অস্ট্রেলিয়ার জনপ্রিয় কর্ম ভিসায় আবেদন ও পরবর্তী সময়ে স্থায়ী বাসিন্দা এবং তা থেকে নাগরিক হওয়ার প্রক্রিয়া আরও সহজ হতে চলেছে। আবেদন করতে মাত্র এক বছরের কাজের অভিজ্ঞতা এবং দুই বছর পরই স্থায়ী ভিসায় আবেদন করার সুবিধাসহ বেশ কিছু নতুনত্বের ইঙ্গিত চলছে দেশটির অভিবাসন বিভাগের প্রস্তাবে।

07/01/2025

অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটির ফাউন্ডেশন একাডেমিক স্কলারশিপে আবেদন আহ্বান করা হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ বৃত্তির আর্থিক মূল্য পাঁচ হাজার অস্ট্রেলিয়ান ডলার।

06/01/2025

নতুন বছরের সূচনায়, পহেলা জানুয়ারি ২০২৫, বুধবার, সিডনির ল্যাম্বার্ট রিজার্ভ পার্কে ক্লাবের সদস্যরা হাজির হন আত্মিক বন্ধনে। এই বার্ষিক মিলনমেলা সম্প্রীতির প্রতীক হিসেবে সকলের হৃদয়ে স্থান করে নেয়।

05/01/2025

সিডনির সবুজ পিচে বর্ডার-গাভাস্কার সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারতীয় ক্রিকেট দলের জন্য এক কঠিন পরীক্ষা। স্কট বোলান্ডের নিখুঁত লাইন-লেংথ এবং পিচ থেকে আসা সিম মুভমেন্টের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা ছিলেন অসহায়। ফলস্বরূপ, প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানে থামে ভারত।

05/01/2025

এইবার অস্ট্রেলিয়ান মিডিয়া কোহলিকে ‘জোকার’ বলে আক্রমণ করল। তবে কেন ? নেপথ্যের গল্প জানতে যেতে হবে একটু গভীরে। মেলবোর্ন টেস্টের প্রথম দিনে ঘটে এক অবাঞ্ছিত ঘটনা। কোহলি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন অজি ওপেনার স্যাম কনস্টাসকে। এই ঘটনায় তোলপাড় শুরু হয় ক্রিকেট বিশ্বে।

04/01/2025
03/01/2025

বিশ্ব অর্থনীতির অস্থিরতায় যখন ঝড় উঠেছে, তখন অস্ট্রেলিয়ান ডলারের অবনমন এক নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। ভ্রমণপ্রিয় মানুষ ও ক্রেতাদের মনে আশঙ্কার মেঘ জমেছে।

অস্ট্রেলিয়ার পার্থের ওয়ালপোল সৈকতে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। মেয়ের প্রাণ বাঁচাতে নিজেদের প্রাণ বিলিয়ে দিলেন বাবা-মা। সৈ...
29/12/2024

অস্ট্রেলিয়ার পার্থের ওয়ালপোল সৈকতে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। মেয়ের প্রাণ বাঁচাতে নিজেদের প্রাণ বিলিয়ে দিলেন বাবা-মা। সৈকতের নিষ্ঠুর জোয়ারভাটা নাটকীয়ভাবে কেড়ে নেয় বাবা-মা শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি কে ।

গত ২৭ ডিসেম্বর দুই কন্যা সুবাহ ও সিয়ানাকে নিয়ে ওয়ালপোল এলাকায় ভ্রমণে যান এ দম্পতি। পরদিন ২৮ ডিসেম্বর দুপুরে ওয়ালপোল সৈকতে ঘুরতে গিয়েছিলেন তারা। ক্রিসমাসের ছুটির সময় তারা সমুদ্র উপভোগ করছিলেন, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই এক মর্মান্তিক বিপর্যয়ে রূপ নেয়।

সাগরের উত্তাল ঢেউয়ের ছোট্ট সিয়ানা হঠাৎ তলিয়ে যায়। উপায়ন্তুর না বুঝে তাকে রক্ষা করতে স্বপন ও পাপড়ি নির্দ্বিধায় পানিতে ঝাঁপিয়ে পড়েন। তাদের এই সাহসী পদক্ষেপে বেঁচে যায় সিয়ানা, কিন্তু নিজেদের জীবন উৎসর্গ করতে হয় তাদের। মেয়েকে বাঁচাতে তারা যেন মরিয়া হয়ে উঠেছিলেন। বাবা-মায়ের এক অভাবনীয় আত্মত্যাগে কন্যার জীবন রক্ষার এই কাহিনী যেন কল্পকাহিনীকেও হার মানায়।

স্থানীয় পুলিশ সমুদ্র থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেছে। এই ঘটনায় প্রাণে বেঁচে ফিরেছেন আরেক সাহসী বাংলাদেশি সজীব নন্দী, যিনি তাদের সফরসঙ্গী ছিলেন, তাদের কন্যাকে বাঁচাতে তিনিও নির্দ্বিধায় সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। ভাগ্যক্ৰমে তিনি প্রাণে বেঁচে বর্তমানে পার্থের ডেন্মার্ক্ হাসপাতালে ভর্তি আছেন।

নিহত দম্পতির লাশ এখনো হাসপাতাল মর্গে, আগামীকাল লাশগুলো হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিঘাতে পার্থে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি স্তব্ধ, শোকে আচ্ছন্ন। কার্টিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝেও নেমে এসেছে গভীর বিষাদের ছায়া।

স্বপনের সহকর্মী অধ্যাপক ড. প্রবির সরকার, যিনি সম্প্রতি একই ট্রিপ থেকে ফিরেছেন, তিনি জানান এই দুঃসংবাদে তিনি এতটাই মর্মাহত যে, নিজের অনুভূতি প্রকাশ করতে হিমশিম খাচ্ছেন। তাদের পারিবারিক সম্পর্ক ছিল।

স্বপন ছিলেন কার্টিন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং নগর পরিকল্পনা বিভাগের শিক্ষক। তার অসামান্য প্রতিভা ও নিষ্ঠা শিক্ষার্থীদের মাঝে ছিল অনুপ্রেরণার উৎস।

নিহত শহিদুল হাসান স্বপন এবং সাবরিনা আহমেদ পাপড়ি, খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থী। স্বপন ৯৭ ব্যাচের এবং পাপড়ি ০৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শহিদুল হাসান স্বপন পার্থের কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পার্থের Wellitone তাঁদের নিজের বাড়ি আছে।

28/12/2024

অস্ট্রেলিয়ায় সংবাদ প্রকাশের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অর্থ পরিশোধের নিয়ম কঠোর হচ্ছে। মেটা ও গুগলের মতো বৃহৎ প্রতিষ্ঠানকে দেশটির গণমাধ্যমকে অর্থ দিতে বাধ্য করা হচ্ছে। ২০২১ সালে পাস হওয়া আইন অনুযায়ী, এসব প্রতিষ্ঠানকে সংবাদ প্রকাশের জন্য চুক্তি করতে হতো।

27/12/2024

সিডনির রিজেস হোটেল ক্যাম্পবেলটাউন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘এলান গালা এন্ড চ্যারিটি ইভিনিং’। অস্ট্রেলিয়ান বাংলাদেশী উইমেনস চেম্বার অফ কমার্স (এবিডব্লিউসিসি) এর উদ্যোগে আয়োজনটি কুড়িয়েছে প্রশংসা ।

Address

Sydney, NSW
2000

Alerts

Be the first to know and let us send you an email when AB News Australia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AB News Australia:

Videos

Share