07/10/2024
এপ্রিলের সময়টাতে Southeast Australia তে Autumn season থাকে । গরমটা কমে এসে শীতের হালকা একটা হিম হিম ভাব চারদিকটায় । এক কথায় বলতে গেলে, খুব মিষ্টি একটা আবহাওয়া । সেদিন মনটা কোন কারণ ছাড়াই সকাল থেকে ভিষণ খারাপ । হঠাৎ পাভেল বললো, “চলো আজ বিকালটা বাইরে কাটাই!”। আমার খুব একটা ইচ্ছা না করলেও পাভেলের আগ্রহ দেখে আর না করলাম না । বের হলাম, বেশ সুন্দর একটা বিকেল । একটু মেঘ আর একটু গোধূলির আলো, চাকদিকটা কেমন আদর মাখা । আমি খুব চুপচাপ, নীরবতা ভালো লাগছিল তবু কিছু একটার প্রয়োজন বুঝতে পারছিলাম । পাভেল কিভাবে যেন আমার মন পড়ে ফেলে । ও গান ছেড়ে নিরবতা ভাঙল, “তোমায় হৃদ মাঝারে রাখবো,ছেড়ে দেব না ।” আমার কখন কোনটা ভালো লাগে সেটা ও খুব ভালো বোঝে, শুধু প্রকাশটা অন্যরকম; ও বলে কম-কিন্তু করে বেশি । সেদিনের বিকেলটায় মন খারাপ ছিল, মিষ্টি একটা ভালোলাগা ছিল, নিরবতায় অনেক কথা চুপচাপ বলা হয়ে যাচ্ছিল। আমার মনে শুধু একটা কথাই বেজে চললো, “ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবে না”! কি অদ্ভুত সত্য কথা ! গাড়ি ছুটছে কোন গন্তব্য ছাড়া, গান বেজে চলছে আর আমরা দুজন একটা শান্ত বিকেলের আলোয় এই একাকী ভীনদেশে কোন এক অচেনা আনন্দ খোঁজার চেষ্টা করছি । 🖤
[ডায়েরির পাতা থেকে; April 2024]