Md Iqbal Hossain

Md Iqbal Hossain ❤️🥀আমার একমাত্র পেইজ সকলে পেইজটি ফলো দিয়ে সাথে থাকবেন ❤️🥀
(2)

29/06/2024

বর্তমানে!
টাকা জাতির মেরুদন্ড.
শিক্ষা জাতির কারাদণ্ড!
সত্য কথা জাতির মৃত্যুদন্ড.?

তীব্র নিন্দা জানাচ্ছি, গত ২২ জুন আশ শফিক একাডেমি সাইনবোর্ড, ঢাকা তে আয়োজন করা হয়েছিলো হাতের লেখা প্রশিক্ষণ। সেখানে অধমও ...
29/06/2024

তীব্র নিন্দা জানাচ্ছি,

গত ২২ জুন আশ শফিক একাডেমি সাইনবোর্ড, ঢাকা তে আয়োজন করা হয়েছিলো হাতের লেখা প্রশিক্ষণ। সেখানে অধমও অংশগ্রহণ করেছিলাম।এই ছেলে দুটি আমার পিছনের তেপায়ায় ছিলো। পটিয়া মাদ্রাসার ছাত্র।খুব নম্র ও ভদ্র।২৬ জুন কোর্স শেষ হওয়ার পর আমাদের প্রশিক্ষণ একাডেমি থেকে নিউজ আসে যে,বাড়িতে যাওয়ার পথে দু'জন প্রশিক্ষণার্থী নিখোঁজ। কিছুক্ষণ আগের সংবাদ,জঙ্গী প্রশিক্ষণ দিয়ে এসেছে সন্দেহ করে র‍্যাব তাদের গ্রেফতার করেছে।গত কয়েক বছরে বিভিন্ন জঙ্গি আস্তানায় হামলা করে শতাধিক জঙ্গি গ্রেফতার করা হয়েছে।তন্মধ্যে একজন ও কওমী মাদ্রাসার ছাত্র ছিলোনা।তারপর ও কেনো বারবার বেহায়ার মতো আমাদের দিকেই আঙুল তুলছেন?কেনো মা বাবার চোখ অশ্রুসিক্ত করছেন? কেনো ইলমে ওহী আহরণের বাঁধা হয়ে দাড়িয়ে আছেন?

প্রভুর দরবারে বিচার দিলাম।মনে রাখবেন, তোদের ও একদিন কাঠগড়ায় দাড়াতে হবে।সেদিন পালানোর পথ পাওয়া যাবেনা।

#প্রতিবাদ #তীব্র_নিন্দা

28/06/2024

ভারত যাদের বন্ধু, তাদের শত্রুর দরকার হয় না।

- আল্লামা সাঈদী (রঃ) 💚

28/06/2024

মাশা আল্লাহ
আমার কলিজা ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ

28/06/2024

ইসলামী আন্দোলন করা ফরজ, আমাদে প্রিয় রাহাবার দের এই ভাবে ফাঁ*সি**তে জু***লা **নো হয়েছিল
ভিডিও টি দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না

28/06/2024

আলহামদুলিল্লাহ কুমিল্লা বৃষ্টি হচ্ছে।

সকলের কাছে দোয়া চাই 🤲 ছারছিনার মুহতারাম পীর সাহেব হুজুর খুবই অসুস্থ। আল্লাহ তায়ালা হুজুরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন।
28/06/2024

সকলের কাছে দোয়া চাই 🤲
ছারছিনার মুহতারাম পীর সাহেব হুজুর খুবই অসুস্থ। আল্লাহ তায়ালা হুজুরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন।

মাশাআল্লাহ, তিনি একজন ম্যাজিস্ট্রেট ৷ দাড়ী টুপি পাগড়ী ওয়ালারা দ্বীনের পথে আসলে দুনিয়া সুন্দর হবে..... ইনশাআল্লাহ..!
28/06/2024

মাশাআল্লাহ, তিনি একজন ম্যাজিস্ট্রেট ৷ দাড়ী টুপি পাগড়ী ওয়ালারা দ্বীনের পথে আসলে দুনিয়া সুন্দর হবে..... ইনশাআল্লাহ..!

এমপি আনার হত্যাকাণ্ডের পেছনে স্বর্ণ চোরাচালানের বড় বড় মাফিয়ারা আছেন, তারা বহু বছর ধরে কাজ করে যাচ্ছেন। এপার-ওপার দুই পার...
28/06/2024

এমপি আনার হত্যাকাণ্ডের পেছনে স্বর্ণ চোরাচালানের বড় বড় মাফিয়ারা আছেন, তারা বহু বছর ধরে কাজ করে যাচ্ছেন। এপার-ওপার দুই পার লাভবান হচ্ছে। হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা পাচার হচ্ছে। যারা জড়িত তারা খুবই শক্তিশালী। একাধিক প্রভাবশালী সংসদ সদস্য এর সাথে জড়িত। আনার হত্যার মামলা যেন আলোর মুখ না দেখে কিংবা ভিন্ন খাতে প্রবাহিত হয় সেজন্য মাফিয়া গ্রুপটি প্রভাব খাটাচ্ছে। একাধিক এমপিও স্বর্ণ চোরাচালানির ব্যবসায় জড়িত।

সময় টিভি

সিলেটের এই রিক্সা চালক কানে শোনেন না, কথাও বলতে পারেন না। যাত্রীর নেওয়ার সময় স্থানের নাম ও ভাড়ার তালিকা বের করে দেন। ভাড়...
27/06/2024

সিলেটের এই রিক্সা চালক কানে শোনেন না, কথাও বলতে পারেন না। যাত্রীর নেওয়ার সময় স্থানের নাম ও ভাড়ার তালিকা বের করে দেন। ভাড়া নির্দিষ্ট। রাস্তায় যাত্রী কোথাও নেমে দেরি করলে মিনিট অনুযায়ী সেটার ভাড়াও লিখে রাখা সবই গোছালো।🖤

27/06/2024

বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে
সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার
ইসাখল ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচুর পরিমাণে ত্রাণ বিতরণ।

আলহামদুলিল্লাহ ❤️

এখন ট্রেন আসবে, কদিন পর নিজেরাই ট্রেনে ঢিল মারবে - তারপর ট্রেনের নিরাপত্তার জন্য সোলজার আসবে।
27/06/2024

এখন ট্রেন আসবে, কদিন পর নিজেরাই ট্রেনে ঢিল মারবে - তারপর ট্রেনের নিরাপত্তার জন্য সোলজার আসবে।

এরাই ছিল জাতির সূর্য সন্তান এবং দেশপ্রেমিক।
27/06/2024

এরাই ছিল জাতির সূর্য সন্তান এবং দেশপ্রেমিক।

27/06/2024

২০১০ সালে চট্রগ্রাম লালদিঘী ময়দানে চট্রগ্রাম বন্দর ভারতের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ জামায়েত ইসলামী জনসভার বক্তব্য-

জনসভাই উপস্থিত ছিলেন আমীরে জামায়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান ভাই, শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই, শহীদ মীর কাশেম আলী, কারান্তরীন আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদী সাহেব, মরহুম মাওলানা আব্দুস ছোবহান, মরহুম মাওলানা মুমিনুল হক চৌধুরী, কারান্তরীন এ,টি,এম আজহারুল ইসলাম সহ আরো অনেকে।

সেই সব আজ শুধু স্মৃতি হয়ে কাদায়...
Md Iqbal Hossain

কোকাকোলা কোম্পানীর শেয়ার আছে ই**স**রা**ই**লে**র, কিন্তু অ্যাপেল কোম্পানি সরাসরি fund raise করে এবং বিপুল পরিমাণ অর্থ কো...
27/06/2024

কোকাকোলা কোম্পানীর শেয়ার আছে ই**স**রা**ই**লে**র, কিন্তু অ্যাপেল কোম্পানি সরাসরি fund raise করে এবং বিপুল পরিমাণ অর্থ কোম্পানি থেকে ই**সরা**ইলে সরাসরি প্রেরণ করে।
অর্থাৎ ২০০৭ যদি ধরি, ২০০৭ থেকে যত অ্যাপেলের ফোন, পণ্য, ল্যাপটপ, ইলেকট্রনিক্স, আমি আপনি কিনেছি, তার একটা বড় অংশ একদম সরাসরি, মানে কোকাকোলার চেয়েও বেশি এবং সরাসরি ইস**রাই**লকে অর্থনৈতিক ভাবে সহায়তা করেছে...

অ্যাপেলের পণ্য বয়কট করতে পারবেন? কোকাকোলার চেয়েও বেশি এবং ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত হবে ই**স**রা**ইল... পারবেন কি?

27/06/2024

ফি"লি"স্তি"নে"র এক ভাইয়ের খুৎবা দেওয়ার মুহূর্ত,
পেটে পাথর বেঁধে খুৎবা দিচ্ছেন, চোখ জুড়ানো দৃশ্য!

বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন যাবেনা।যেতে দেওয়া হবে না ইনশা আল্লাহ।
27/06/2024

বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন যাবেনা।
যেতে দেওয়া হবে না ইনশা আল্লাহ।

26/06/2024

ভারতের পা ধরেছিলো খালেদা জিয়া? প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভিপি নুরের।

আলহামদুলিল্লাহ আমাদের একটাই স্লোগান আল্লাহু আকবর ✊
26/06/2024

আলহামদুলিল্লাহ
আমাদের একটাই স্লোগান আল্লাহু আকবর ✊

ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিটায়-পাটায় ব্রিটিশদের ভ...
26/06/2024

ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিটায়-পাটায় ব্রিটিশদের ভারত ছাড়া করলো।

তারও বহু বছর পর তারা আবার আসলো ওয়াইন আর ধাতু নিয়ে। সুবেদারদের ঢেলে ঢেলে ওয়াইন খাওয়ালো। দুটো জাহাজ ভেড়ানোর অনুমতি পেলো।

তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইলো, তারপর মালামাল রাখার ওয়্যারহাউজ। তারপর একদিন ওয়্যারহাউজে চুরি হলো, ওয়্যারহাউজে বাউন্ডারি দিলো। ব্যবসা বাড়লো।
তারপর ওয়্যারহাউজ চালাতে ব্রিটিশ অফিসার আসলো, তাদের থাকার বাংলো হলো। বাংলোর নিরাপত্তায় পাহাড়াদার এলো। উঁচু প্রাচীর হলো। সৈন্য এলো। দুর্গ হলো। এরপর মুঘলদের পতন হলো ব্রিটিশদের হাতে।
২০০ বছরের গোলামীর রাস্তা শুরু হয়েছিলো দুটো জাহাজ ভেড়ানোর ঘাট দিয়ে।

ভারত রেল ট্রানজিট নিবে, তারপর রেলে দামি পন্য বহন করবে, কিছু উচ্ছৃঙ্খল বাঙালি (!) রেলে হামলা করবে। নিরাপত্তায় সৈন্য আসবে, ঘাটি হবে। ব্যবসা বাড়বে। দুর্গ হবে।

তারপর আমরা পাসপোর্ট ছাড়া বোম্বে, গুজরাট, কাশ্মীর ঘুরতে পারবো!

26/06/2024

নামাজ যেমন ফরজ আল্লাহর দ্বীন কায়েম করাও তেমন ফরজ। আলোচক: �মুফতি আমির হামজা (হাফিঃ)�� |

আলহামদুলিল্লাহ!আজকে বগুড়া জেলার শেরপুর উপজেলায় কুরআন প্রেমিক জনতার ঢল।
26/06/2024

আলহামদুলিল্লাহ!আজকে বগুড়া জেলার শেরপুর উপজেলায় কুরআন প্রেমিক জনতার ঢল।

পদ্মা সেতু, তুমি কার সার্থের জন্য তৈরী..??
25/06/2024

পদ্মা সেতু, তুমি কার সার্থের জন্য তৈরী..??

যত হামলা মামলার বয় দেখাও কোন লাভ নাই জীবনের বিনিময়ে হলেও এই রেললাইন স্থাপন বন্ধ করতে হবে ইনশা আল্লাহ  💪কে কে আমার সাথে ...
25/06/2024

যত হামলা মামলার বয় দেখাও কোন লাভ নাই
জীবনের বিনিময়ে হলেও এই রেললাইন স্থাপন বন্ধ করতে হবে ইনশা আল্লাহ 💪
কে কে আমার সাথে এক মত আছেন..?
সকলে নিজ নিজ যায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলোন।

25/06/2024

ধ'''র্ষ'''ণ মামলায়
ইবনে শায়খুল হাদীস এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা,
ইয়া আল্লাহ সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুন।🤲

ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিটায়-পাটায় ব্রিটিশদের ভ...
25/06/2024

ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিটায়-পাটায় ব্রিটিশদের ভারত ছাড়া করলো।

তারও বহু বছর পর তারা আবার আসলো ওয়াইন আর ধাতু নিয়ে। সুবেদারদের ঢেলে ঢেলে ওয়াইন খাওয়ালো। দুটো জাহাজ ভেড়ানোর অনুমতি পেলো।

তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইলো, তারপর মালামাল রাখার ওয়্যারহাউজ। তারপর একদিন ওয়্যারহাউজে চুরি হলো, ওয়্যারহাউজে বাউন্ডারি দিলো। ব্যবসা বাড়লো।

তারপর ওয়্যারহাউজ চালাতে ব্রিটিশ অফিসার আসলো, তাদের থাকার বাংলো হলো। বাংলোর নিরাপত্তায় পাহাড়াদার এলো। উঁচু প্রাচীর হলো। সৈন্য এলো। দুর্গ হলো। এরপর মুঘলদের পতন হলো ব্রিটিশদের হাতে।

২০০ বছরের গোলামীর রাস্তা শুরু হয়েছিলো দুটো জাহাজ ভেড়ানোর ঘাট দিয়ে।

ভারত রেল ট্রানজিট নিবে, তারপর রেলে দামি পন্য বহন করবে, কিছু উচ্ছৃঙ্খল বাঙালি (!) রেলে হামলা করবে। নিরাপত্তায় সৈন্য আসবে, ঘাটি হবে। ব্যবসা বাড়বে। দুর্গ হবে।

তারপর আমরা পাসপোর্ট ছাড়া বোম্বে, গুজরাট, কাশ্মীর ঘুরতে পারবো!



Copied

আমি কখনো সত্যি  বলি নাই, আমি যা বলি মিথ্যা  বলি আমার কথা কে বিশ্বাস করবেন না 😜
25/06/2024

আমি কখনো সত্যি বলি নাই,
আমি যা বলি মিথ্যা বলি আমার কথা কে বিশ্বাস করবেন না 😜

শুভ জন্মদিন leo Messi🎂 😜
25/06/2024

শুভ জন্মদিন leo Messi🎂 😜

আমার এক চোখেতে ফেলানি কান্দে আরেক চোখে আবরার..🥲
25/06/2024

আমার এক চোখেতে ফেলানি কান্দে আরেক চোখে আবরার..🥲

আর বাংলাদেশীরা পড়লে সমালোচনায় টিকে না।
25/06/2024

আর বাংলাদেশীরা পড়লে সমালোচনায় টিকে না।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Md Iqbal Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Iqbal Hossain:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Dhaka

Show All

You may also like