সংযুক্ত আরব আমিরাত অনুষ্ঠিত হলো গাউছিয়া কমিটির দ্বি-বাষিক কাউন্সিল_২০২৩
মোঃ নুরুন্নবী আরব আমিরাত প্রতিনিধি
হযরতুলহাজ্ব আল্লমা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ্ (মাঃজিঃআঃ) সংযুক্ত আরব আমিরাতে আগমন উপলক্ষে সংবর্ধনা ও গাউছিয়া কমিটি বাংলাদেশ আজমান প্রাদেশিক শাখার দ্বি-বাষিক কাউন্সিল-২০২৩ বিভিন্ন প্রদেশে থেকে আসা আলেম উলামায়েরা।
এবং সংঘটনের সদস্যরা তিন থেকে চার শতাধিক মানুষের উপস্থিতি কানায় কানায় পরিপূর্ণ হয়ে উটে গাউছিয়া কমিটির সদস্য ও রসুল প্রেমিকেরা
অসাধারণ একটি নৃত্য পরিবেশনা ফুলবাড়িয়া ডিগ্রী কলেজের নবীন বরণ অনুষ্ঠানে।#ওয়াল্ট বাংলা টিভি# United Arab Emirates ####
মেরী আসতেছে আপনাদের গান শোনাতে আগামী নভেম্বরের তিন তারিখ শুক্রবার সন্ধ্যায় ওমানের মাস্কাটে Al Falaj Hotel ,Grand Banquet Hall রুমে Bangla Music Concert এ ,
অনেক গান হবে, অনেক আনন্দ হবে
আপনি আসছেন তো????
৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর এই তিনদিন দেশব্যাপী সর্বাত্মক অবরোধ পালনের আহবান জানিয়ে বক্তব্য।
বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সিংড়া উপজেলা ও পৌর শাখা এবং সকল সহযোগী সংগঠনের শান্তি ও উন্নয়ন সমাবেশ।
প্রবাসের মাটিতে দেশের সাদ। চিতল পিটা খাঁজ পিটা
সংযুক্ত আরব আমিরাতে আজমানের সানায়াতে খেলাম। ভালো লাগছিলো রেস্টুরেন্টির পরিবেশ অনেক সুন্দরও মনোরম দৃশ্য
আরব আমিরাতের রাষ্ট্রপতি আধুনিক আমিরাতের জনপ্রিয় ও আবুধাবির শাসক মহামান্য শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন।
.
ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
শাহজিবাজার T-10 ফ্রিজ কাপ ২০২২ ফাইনাল ম্যাচ খেলেছেন জাতীয় প্লিয়ার মোঃ আশরাফুল ইসলাম
মোঃ ইমন খাঁন
স্টাফ রিপোর্টার
হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলা শাহজিবাজার
বিগ ফাইনাল ম্যাচ, T-10, ফ্রিজ কাপ ২০২২ ইং
১৮/০২/২০২২ শুক্রবার বেলা ২,৩০, মিনিটে
স্থানঃশাহজিবাজার খেলা বড় মাঠ প্রাঙ্গণ,, অনুষ্ঠিত হয়।
উক্ত খেলা প্রধান অতিথি জনাব মোঃ ওয়াসিম চৌধুরী সাহেব উপজেলা চেয়ারম্যান। মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনু মুহাম্মদ সুমন , এবং শাহজিবাজারের মেম্বার জনাব মোঃ নূরধন, আলফা লাইফ ইন্স্যুরেন্স এর অফিসার , সহ মাধবপুর থানা পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবং খেলার উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল ইসলাম সহ দুই দলের খেলোয়াড়। শুরুতেই বীর মুক্তিযোদ্ধা ছায়েব আলী সহ বাঘাসুরার সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্ম
হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় চাচা-ভাতিজা নিহত
রিফাত হোসেন লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। নিহতরা হলেন—চাচা ইমরান আলী (২১) ও ভাতিজা আব্দুল্লাহ বিন নাঈম (৬)।
বুধবার (১২ জানুয়ারি) সকালে ওই উপজেলার আরডিআরএস অফিস সংলগ্ন বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুঘর্টনা ঘটে। এ সময় আব্দুল্লাহ ঘটনাস্থলে এবং ইমরান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে মারা যান।
শিশু আবদুল্লাহ বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী গ্রামের বাসিন্দা ও হাতীবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারী ফারুক হোসেনের ছেলে ও ইমরান আলী ওই এলাকার আব্বাস আলীর ছেলে।
জানা গেছে, আবদুল্লাহ তার বাবা ও চাচার সঙ্গে মোটরসাইকেল যোগে হাতীবান্ধায় স্কুলে যাচ্ছিল। এ সময় উপজেলার আরডিআরএস অফিস সংলগ্ন বুড়িমারী স্থলবন