প্রিয় বাঁশখালী

প্রিয় বাঁশখালী চট্টগ্রামের বাঁশখালীর স্থানীয় ম্যাগ।

আহমদিয়া ডলমপীর (রহ.) সিনিয়র মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত।
24/02/2025

আহমদিয়া ডলমপীর (রহ.) সিনিয়র মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত।

অভিনন্দনSaymon Syed১৭ত বিজেএস পরীক্ষায়  সহকারী জজ/ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বাঁশখালীর কৃতি সন্তান সাইম...
23/02/2025

অভিনন্দন
Saymon Syed
১৭ত বিজেএস পরীক্ষায় সহকারী জজ/ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বাঁশখালীর কৃতি সন্তান সাইমন সৈয়দ।
তিনি বর্তমান বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

ঐতিহ্যবাহী বাঁশখালী ছাত্র সংস্থা'র সাধারণ সভা ও ৪০ তম কার্যকরী কমিটির নির্বাচন শনিবার ২২ ফেব্রুয়ারি  নগরীর মেরন সান স্ক...
23/02/2025

ঐতিহ্যবাহী বাঁশখালী ছাত্র সংস্থা'র সাধারণ সভা ও ৪০ তম কার্যকরী কমিটির নির্বাচন শনিবার ২২ ফেব্রুয়ারি নগরীর মেরন সান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল আযম কায়েস ও জাহেদ হোছাইন তালুকদার, স্থায়ী পরিষদ সদস্য মোঃ নুরুল হোছাইন, প্রাক্তন সভাপতি সোলতানুল আনিস চৌধুরী, হাছান মোঃ জুনাইদ রাছেল ও তোফাজ্জল হোছাইন সাকিব। সদস্যদের প্রত্যক্ষ ভোটে এইচ এম মিজানুর রহমান সভাপতি এবং মোহাম্মদ ওসমান গণি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য মো: সাইফুল কাদের, প্রাক্তন সভাপতি মিনহাজুর রহমান শিকদার, মো: নেজাম উদ্দিন ও হাফিজুর রহমান হিরু প্রমুখ।আগামী ২৮শে ফেব্রুয়ারীর ২০২৫ইং এর মধ্যে পূণার্ঙ্গ কমিটি প্রকাশ করার নির্দেশ দেওয়া গেলো।

দীর্ঘ ১৭বছর পর চাকরি ফিরে পেয়েছেন। ২৭ তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকতা। পুইছড়ি ইউনিয়নের কৃতি সন্তান, ওসমান গণি । তিনি ব...
22/02/2025

দীর্ঘ ১৭বছর পর চাকরি ফিরে পেয়েছেন। ২৭ তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকতা। পুইছড়ি ইউনিয়নের কৃতি সন্তান, ওসমান গণি ।

তিনি বর্তমানে চট্রগ্রাম মুসলিম হাই স্কুলে শিক্ষক হিসাবে কর্মরত আছেন।।

মইনীয়া যুব ফোরাম বাঁশখালী'র ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেচ্ছাসেবী ও শিক্ষাবান্ধব সংগঠন মইনীয়া যুব  ...
22/02/2025

মইনীয়া যুব ফোরাম বাঁশখালী'র ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সেচ্ছাসেবী ও শিক্ষাবান্ধব সংগঠন মইনীয়া যুব ফোরাম বাঁশখালী'র ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কাউন্সিল মাওলানা নাঈম উদ্দিন হাছান'র সভাপতিত্বে শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় মইনীয়া সাইফিয়া নূর মোহাম্মদীয়া মডেল মাদ্রাসা'র হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আতিকুল্লাহ কে সভাপতি, ইফতিখারুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও সাজ্জাদ হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আকবর হোসেন রুবেল। এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা সার্জেন্ট এইচ এম মিজানুর রহমান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, বাঁশখালী উপজেলার সহ-সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশরাফ উদ্দিন চৌধুরী টিটু, উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরাম বাঁশখালী'র সম্মানিত উপদেষ্টা নুর মোহাম্মদ, লিয়াকত আলী চৌধুরী, ইলিয়াস রেজভী, মাওলানা আমির হোসেন, রাশেদুল ইসলাম নয়ন, মাদিক উল্লাহ, আবুল বশর সহ প্রমুখ।

দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মোহাম্মদীয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের ২য় তম সম্মেলন মাওলানা আবুল বশরের (ভারপ্রাপ্ত সু...
22/02/2025

দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মোহাম্মদীয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের ২য় তম সম্মেলন মাওলানা আবুল বশরের (ভারপ্রাপ্ত সুপার অত্র মাদরাসা) সভাপতিত্বে, অ্যাডভোকেট রায়হান সোবহান এর সঞ্চালনায় শুক্রবার মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকমণ্ডলী ও গভর্নিং বডির সদস্যবৃন্দ। উক্ত সম্মেলনে প্রাক্তন ছাত্র পরিষদের ২০২৫ সেশনের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি আরিফুল ইসলাম (দাখিল ব্যাচ-২০০৯) ও সেক্রেটারি মোঃ তাওহিদুল ইসলাম (দাখিল ব্যাচ-২০১৪) নির্বাচিত হয়েছেন।

পর্যটন উপজেলা বাঁশখালী চাইপ্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাঁশখালীর পরতে পরতে সৌন্দর্যের হাতছানি। বাঁশখালীর পূর্বের সুবিশা...
20/02/2025

পর্যটন উপজেলা বাঁশখালী চাই

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাঁশখালীর পরতে পরতে সৌন্দর্যের হাতছানি। বাঁশখালীর পূর্বের সুবিশাল পাহাড়শ্রেণী, বিস্তৃত চা বাগান, পশ্চিমে সমুদ্র বিলাস। আর মাঝখানে ইকোপার্ক একজন পর্যটকের মনকে প্রফুল্লচিত্তে উদ্বেলিত করে। ফলে পর্যটন উপজেলা বাঁশখালী ঘোষণা বাঁশখালীবাসীর প্রাণের দাবি।

শামিম উ আদিল
সমাজকর্মী

আলহাজ্ব মাওলানা মুফিজুর রহমানের শোকসভা পালিতমাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং স্মার্ট গ্রুপ অব ইন্ড...
20/02/2025

আলহাজ্ব মাওলানা মুফিজুর রহমানের শোকসভা পালিত

মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মাস্টার নজির আহমদের দ্বিতীয় পুত্র আলহাজ্ব মাওলানা মুফিজুর রহমানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মাস্টার নাজির আহমদ ডিগ্রি কলেজ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টায় খতমে কোরআন শেষে ১০টায় কলেজ মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী, সাবেক চেয়ারম্যান, মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ মোশাররফ হোছাইন অধ্যক্ষ পুঁইছড়ি ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা, কাজী মোহাম্মদ সোলেমান অধ্যক্ষ সরকারি আলওল কলেজ, এস.এম আতাউর রহমান সহকারী অধ্যাপক (ইংরেজি) অধ্যক্ষ সরকারি আলাওল কলেজ মু. জাহাঙ্গীর আলম প্রধান শিক্ষক নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়, রেজউল করিম প্রধান শিক্ষক চাম্বল উচ্চ বিদ্যালয়, মাওলানা মো: ইসমাইল অধ্যক্ষ শেখেরখীল দারুসসালাম আর্দশ আলিম মাদ্রাসা, জনাব উমর ফারুক প্রধান শিক্ষক বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, হাফেজ মাওলানা সাহাব উদ্দীন সুপার আম্বিয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসা, খোকন চক্রবর্তী প্রক্তন প্রধান শিক্ষক পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়।

এ সময় বক্তারা এ অঞ্চলে শিক্ষা প্রসার, অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টিতে মাস্টার নজির আহমদ পরিবারের অবদান তুলে ধরেন এবং মাস্টার নজির আহমদ পরিবার বাঁশখালীর সার্বিক উন্নয়নে যে অবদান রেখে যাচ্ছেন বাঁশখালীর অন্যান ধনাঢ্য পরিবারও একই ধারা অনুসরণ করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: আব্দুল কাদের।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরচিালনা করেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোছাইন অধ্যক্ষ পুঁইছড়ি ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা। দোয়া মাহফিল শেষে ছাত্র- ছাত্রীদের মাঝে খবার বিকরণ করা হয়।

১৯৬২ সালে বাঁশখালীর নাপোড়ায় জন্ম গ্রহণ করে আলহাজ্ব মাওলানা মুফিজুর রহমান গত ১৮জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাত্রা পথে ইন্তিকাল করেন।

বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ বাহারচরা ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা, সভাপতি গাজী কামরুল ইসলাম , সেক্রেটারী  তানভীর হোসাই...
19/02/2025

বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ বাহারচরা ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা, সভাপতি গাজী কামরুল ইসলাম , সেক্রেটারী তানভীর হোসাইন সিদ্দিকী। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় বাহারছড়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এক সভায় ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন বাহারছড়া ইউনিয়ন জামায়াতের আমীর হাসান আজাদ চৌধুরী। এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট মুহাম্মদ নাছের । বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের দায়িত্বশীল ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল, বাঁশখালী উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, বাঁশখালী উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী প্রমুখ।

বাঁশখালী উপজেলাকে পর্যটন উপজেলা হিসেবে ঘোষণা দিয়ে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ নেয়া হোক। সমুদ্র সৈকত, ইকোপার্ক, চা-বাগান...
18/02/2025

বাঁশখালী উপজেলাকে পর্যটন উপজেলা হিসেবে ঘোষণা দিয়ে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ নেয়া হোক। সমুদ্র সৈকত, ইকোপার্ক, চা-বাগানে যাতায়াতের রাস্তাগুলো সংস্কার, আবাসিক সুবিধা দিতে হোটেল-মোটেল তৈরি করে নিরাপত্তা দেয়া গেলে বাঁশখালী হয়ে উঠবে দেশের সমৃদ্ধ একটি উপজেলা।

মোহাম্মদ জসিম উদ্দিন
নির্বাহী সম্পাদক, প্রিয় বাঁশখালী

চট্টগ্রামে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে  বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিতা
18/02/2025

চট্টগ্রামে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিতা

17/02/2025

মাওলানা আবু বকর (র.)
আমাদের আলোর বাতিঘর

#বাঁশখালী #প্রেরণা #আলেম #মাওলানা #বড়মাদরাসা

বাঁশখালী উপজেলায় একটি বাস স্টেশন সময়ের দাবি। বাংলাদেশের অন্যতম উপজেলা হয়েও এখানে নেই বাস ও সিএনজির নির্দিষ্ট কোন স্টেশন।...
17/02/2025

বাঁশখালী উপজেলায় একটি বাস স্টেশন সময়ের দাবি। বাংলাদেশের অন্যতম উপজেলা হয়েও এখানে নেই বাস ও সিএনজির নির্দিষ্ট কোন স্টেশন। রাস্তার দুপাশে রাখা যানবাহনের জন্যে প্রতিনিয়ত ভোগান্তিতে যাত্রীরা। এখন কথা হল বেড়ালের গলায় ঘন্টা বাঁধিবে কে?

Md Shahabuddin
সম্পাদনা সহযোগী, প্রিয় বাঁশখালী

বাঁশখালীর গলার কাঁটা এখন আভ্যন্তরীণ সড়কের বেহাল দশা৷ মানুষ হাঁসফাঁস করছে। অতীতে কোন রাজনৈতিক দল বাঁশখালীর আভ্যন্তরীণ সড়ক...
16/02/2025

বাঁশখালীর গলার কাঁটা এখন আভ্যন্তরীণ সড়কের বেহাল দশা৷ মানুষ হাঁসফাঁস করছে। অতীতে কোন রাজনৈতিক দল বাঁশখালীর আভ্যন্তরীণ সড়ক সংস্কারে ভূমিকা রাখেনি৷ পরিবর্তিত এই সময়ে আদৌ আলোর মুখ কি দেখাবে কেউ?
#মতামত

কাজী শাহরিয়ার
#বাঁশখালী
#সড়ক

16/02/2025

শুধু বাঁশখালীতে কোন পরিবর্তন নেই
রাস্তার উপর বাজার, যানজট,রাস্তাঘাট,চাঁদাবাজি, দালালি,চুরি,জুয়া,মাদক...

নিস্ক্রিয় উপজেলা প্রশাসন আগে আর দেখেনি বাঁশখালী!পাঁচ আগস্টের পর উপজেলা প্রশাসনের বেশকিছু চেয়ারের পরিবর্তন হলেও পরিবর্তন ...
16/02/2025

নিস্ক্রিয় উপজেলা প্রশাসন আগে আর দেখেনি বাঁশখালী!

পাঁচ আগস্টের পর উপজেলা প্রশাসনের বেশকিছু চেয়ারের পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদা'র চেয়ার।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাঁশখালীতে চেয়ার আঁকড়ে বসে আছেন তিনি। দায়িত্ব অবহেলার নামে নানা অনিয়মের ঘ্যাড়াকলে আজবধি অদৃশ্য কারণে বাঁশখালীতে থেকে গেছেন তিনি।

সম্প্রতি অন্তর্বত্তিকালীন সরকার ড. ইউনুস সরকারের উদ্যোগে তারুণ্যের উৎসব দেশব্যাপী ঝাঁকঝমকভাবে পালিত হলেও বাঁশখালীতে তারুণ্যের উৎসবে ছিলো না সাংবাদিকদের অংশগ্রহণ। খবর নিয়ে জানা যায়, সংবাদকর্মীদের না জানিয়েই এ উৎসব তড়িগড়ি করে পালন করা হয়েছে!

তারুণ্যের উৎসব নিয়ে উপজেলা প্রশাসনের গাত্রদাহের কারণ কী জানতে চাইলে এড়িয়ে যান ওই প্রশ্ন।

বাঁশখালীতে রমরমা ভুমিদস্যুর কর্মযজ্ঞ। দখলবাণিজ্য, বালি কাটা, মাটি কাটাসহ নানা অভিযোগ দেওয়ার পরও প্রতিকার পাচ্ছে না বাঁশখালীর জনগণ। খোদ্ স্থানীয় জনপ্রতিনিধির কোনো ম্যাসেজের রিপ্লেও নাই এমন অভিযোগ উপজেলা প্রশাসনের ভূমি অফিস ও ইউএনও অফিসের বিরোদ্ধে।

উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় সংবাদকর্মীদের অংশগ্রহণ নাই। যার দরুণ, উপজেলার নানা সমস্যা, সমাধানের কথা উঠে আসে না। যে ক'জন সংবাদকর্মী প্রশাসনের বিজ্ঞাপন নিয়ে খোশ মেজাজে থাকে তারা তাদের অজ্ঞাবহ দাসে পরিণত হওয়ায় গঠনমূলক কোনো কিছুই উঠে আসে না।

বিভিন্ন সমস্যা সমাধান/উত্তোরণে ছাত্রসমাজের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানা ইস্যু নিয়ে আবেদন, অভিযোগ, স্মারকলিপি প্রদান করেও কোনো সঠিক জবাব পায়নি বলে অভিযোগ রয়েছে ছাত্রসমাজের। নিয়ম করে সব অনিয়ম চলছে সর্বত্র। এসবের আশু প্রতিকার কী?

Shibbir Ahmed Rana
#মতামত
#প্রশাসন

ছনুয়া কাদেরীয়া উচ্চ বিদ্যালয় হল রুমে শনিবার সকাল ১০ টা থেকে ছনুয়া কাদেরীয়া উচ্চ বিদ্যালয় ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত জুলাই ...
16/02/2025

ছনুয়া কাদেরীয়া উচ্চ বিদ্যালয় হল রুমে শনিবার সকাল ১০ টা থেকে ছনুয়া কাদেরীয়া উচ্চ বিদ্যালয় ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লব শীর্ষক কুইজ প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছাত্র সংসদের সভাপতি সায়মুন ইসলাম হৃদয়ের সভাপতিত্বে এবং ইয়ার মোহাম্মদ ফাহিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র‍্যাব কর্মকতা মোঃ ফোরকান, প্রধান মেহমান অরবিট স্কুল এন্ড কলেজ পরিচালক লায়ন মোঃ আমিরুল হক ইমরুল কায়েস, বিশেষ অতিথি এড. মোহাম্মদ নুর, চট্টগ্রাম জজ কোর্ট। বিশেষ অতিথি, মোঃ তাওহিদুল ইসলাম, সভাপতি বাঁশখালী ছাত্র সংস্থা।জয়নাল আবেদিন, অফিসার, এনজিও সহ অত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য অনেকই।

Address

Umm Al Quwain
Um Al Quweim
11815

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801816120472

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় বাঁশখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় বাঁশখালী:

Videos

Share

Category