Mjh RaFi

Mjh RaFi We try to provide something that will benefit you,always stay by our side by following.Inshallah!

10/01/2025

যে ফিতনা নিয়ে রাসূলুল্লাহ ﷺ দাজ্জালের চেয়ে বেশী ভয় পেতেন।
শাইখ আনোয়ার আল আওলাকি রাহিমাহুল্লাহ

10/01/2025

পেছনে এক কোণায় দাঁড়িয়ে মুচকি হাসতে থাকা, ডান হাত দিয়ে এক চোখ ডলতে থাকা, কাবলি পরিহিত হেংলা পাতলা, চিকণ লম্বা মানুষটাকে কি আপনি চিনেন? (কপি)

10/01/2025

প্যাসিফিক প্যালিসেডস বাড়ি, বিজনেস সব শেষ। ইসরায়েলি বাহিনী গাজায় দেড় বছরেও এরকম একদিনের সমান পারেনি।

লসএঞ্জেলস, আমেরিকা

10/01/2025

⚡ শামের সিংহ গুলো ⚡

10/01/2025

🙈🙉🙊 হনুমান মহাশয় বাংলাদেশ দখল করতে রওনা দেবার আগেই ফটাস 🙄

যুদ্ধবিরতি নয়, সমঝোতা নয়, কোন ক্ষমা নয়। # তাদের_সবাইকে_হত্যা_করোফিলিস্তিনিদের ব্যাপারে এমনই মন্তব্য করেছিলেন অভিনেতা জেম...
10/01/2025

যুদ্ধবিরতি নয়, সমঝোতা নয়, কোন ক্ষমা নয়।

# তাদের_সবাইকে_হত্যা_করো

ফিলিস্তিনিদের ব্যাপারে এমনই মন্তব্য করেছিলেন অভিনেতা জেমস উডস।

সম্প্রতি আমেরিকায় ভয়াবহ দাবানলে লস অ্যাঞ্জেলেসে তার বাড়ি পুড়ে ছাই হয়েছে।

10/01/2025

🔴 মেক্সিকো সিটির একটি ওয়াক্স মিউজিয়ামে বেঞ্জামিন নেতানিয়াহুর মোমের ভাস্কর্য ভাঙতে দেখা গেছে মুখোশধারী এক ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে।

ভাস্কর্যটি ভেঙে ওই ব্যক্তি বলেন, 'ফিলিস্তিন দীর্ঘজীবী হোক, সুদান দীর্ঘজীবী হোক, ইয়েমেন দীর্ঘজীবী হোক এবং পুয়ের্তো রিকো দীর্ঘজীবী হোক।

10/01/2025

বাংলাদেশের মানুষ আসলে কি চায়.!!

08/01/2025

ঢাকা বিমানবন্দরে একজন প্রবাসীকে আইনশৃঙ্খলা বাহিনী রক্তা ক্ত করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই-

দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে না পারলে আমরা কঠিন পদক্ষেপ নেব।

07/01/2025

(সম্ভবত) খতমে বুখারীর অনুষ্ঠানে আফগানিস্তানের উপ- পররাষ্ট্রমন্ত্রী আব্বাস স্টানিকজাই পাকিস্তানকে লক্ষ্য করে বলেন:
❝তোমরা তোমাদের ক্ষেপণাস্ত্র আর ফাইটার জেট নিয়ে অহংকার করো না। তোমরা তো কেবল এসব অস্ত্রের নাম রেখেছ "আবদালী, গজনভী", আর আমার সামনে উপবিষ্ট প্রত্যেকেই রিয়েল "আবদালী" এবং প্রকৃত "গজনভী"। আমরা যদি এই রিয়েল আবদালী এবং প্রকৃত গজনভীদের মাত্র পাঁচজনকে ছেড়ে দেই, তাহলে তোমরা ভারত মহাসাগরে গিয়েও রক্ষা পাবে না। তোমাদের ঠিকানাও খুঁজে পাওয়া যাবে না।❞

(তালেবানের পুরোটা কলিজা)

উল্লেখ্য, পাকিস্তান তাদের ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে "গজনভী, আবদালী"। সুলতান মাহমুদ গজনভী এবং আহমাদ শাহ আবদালীর নামের দিকে সম্পৃক্ত করে তারা তাদের সমরাস্ত্রের এই নাম দেয়।

07/01/2025

জার্মান পররাষ্ট্রমন্ত্রী "অ্যানালেনা বেয়ারবক" দামেশক সফর করেছে আজ তিন দিন হতে চললো। জুলানীর সাথে সাক্ষাৎ করে সে বিভিন্ন বিষয়ে আলোচনা করে।

জার্মান, ফ্রান্স স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন কোনও ইসলামি রাষ্ট্র গঠন করতে চাইলে ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে কোনও ধরনের সহযোগিতা প্রদান করবে না।

আজকে আমার আলাপের মূল বিষয় এটা নয় যে, ইউরোপীয় ইউনিয়ন কেন জুলালীকে সহযোগিতা করবে না? আজকে ভিন্ন একটি বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী "অ্যানালেনা বেয়ারবক" হলো একজন নারী। চরম পর্যায়ের ইসলাম বিরোধী। জঘন্য লেভেলের মুসলিম বিরোধী এবং অতিমাত্রার ফ্যামিনিস্ট।

দামেশকে পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে স্বাগত জানায় সিরিয়ার নতুন সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। কিন্তু নারী হওয়ায় কেউ তার সাথে হ্যান্ডশেক করেনি। বরং বুকে হাত দিয়ে হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানিয়ে সম্মানের সাথে তাকে অভিবাদন জানিয়েছে।

বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট প্রাসাদে আসার পর সেম দৃশ্য। "অ্যানালেনা বেয়ারবক" এর সাথে জুলানী হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানায়। বুকে হাত দিয়ে স্বাগত জানায়।

অপরদিকে তার সাথে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীও দামেশক এসেছে। সে পুরুষ হওয়ায় জুলানী সহ সকলেই তার সাথে হ্যান্ডশেক করেছে। ব্যস এখান থেকেই শুরু বিপত্তি।

"অ্যানালেনা বেয়ারবক" দামেশ সফরের তিন দিন হয়ে গেলেও হ্যান্ডশেক না করার বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছে না। পারছে না ভুলে যেতে। একজন পররাষ্ট্রমন্ত্রী হয়েও বিগত ৩দিন যাবত একের পর টুইট করেই যাচ্ছে। ইসলাম এবং মুসলমানদের নিয়ে বিদ্রুপ আর উপহাস করেই চলছে।

তার এই কর্মকাণ্ড দেখলে আপনার কাছে মনে হবে, কোনও এক "নিশিকন্যা" দামেশকে তার দেহ বিলাতে গিয়েছিল, কিন্তু সেখানের মুসলমানরা তাকে প্রত্যাখ্যান করায় রাগ আর ক্ষোভে সে পাগল হয়ে গিয়েছে।

পশ্চিমা আপুদের এত সখ কেন মুসলমানদের স্পর্শ পাওয়ার? মুসলমানদের জন্য "কুকুর শূকর" হারাম সেটা জানে না?

এই রাগ থেকেই সে ঘোষণা দিয়ে এসেছে, ইসলামি রাষ্ট্র গঠন করলে জার্মান সহ ইউরোপীয় ইউনিয়ন জুলানীকে কোনও প্রকার সহায়তা করবে না। ভাবসাব এমন যে, এতদিন তারা সিরিয়ার জন্য খুব সহযোগিতা করে আসছিল, কিন্তু এখন তারা আর সেই সহযোগিতা করবে না।

এই হলো তাদের মানবতাবাদ এবং নারী অধিকারের নমুনা। এমন হিউম্যানিজম এবং নারী অধিকারের উপর থুথু ফেলি। লাত্থি মারি এমন স্বাধীনতাকে।

02/01/2025

الجهاد ماضي منذ بعثني الى يوم القيامة

02/01/2025

❝হে প্রিয় ভাইয়েরা, জি*হা #//দকে সহজ বিষয় মনে করবেন না❞
- «শহীদ আয #///যাম রাহিমাহুল্লাহ »
অনুবাদক: মুহাম্মাদ আজলান
এই ভিডিওটার অনুবাদে একটু এদিক সেদিক হতে পারে । আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ

02/01/2025

মায়ানমারের আরাকানে লড়াইরত রোহিঙ্গাদের মু জ! হিদ সংঘটন আরসার প্রধান আবু আম্মার জুনুনি নতুন বছরে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওর বক্তব্যে তিনি বলেন -

"আসসালামু আলাইকুম। আজ ১ জানুয়ারী ২০২৫। আমি পুরো রোহিঙ্গা জাতির সামনে হাজির হয়েছি। রোহিঙ্গা জাতি জানেন আপনাদের ছেলেরা আরাকানের জমিতে, আরকানের পাহাড়ে কিভাবে কষ্ট করে মগবাদীদের(বৌদ্ধ) বিরুদ্ধে, জালিম AA(আরকান আর্মী) কিভাবে লড়াই করছে। কনকনে শীতের মধ্যে পাহাড়ে তারা আছে, পরনের জন্য তাদের কোন ভাল কাপড় নাই, এমন পরিস্থিতিতে তারা কত কষ্ট করছে তা আল্লাহ ছাড়া কেউ জানেনা। এজন্য আমি রোহিঙ্গা জাতিদের বলি, আপনাদের দোয়ায় আমাদের সবসময় মনে রাখবেন।
আল্লাহর সাথে আরাকান নিয়ে আমরা যে ওয়াদা করেছিলাম, সেখান থেকে আমরা কখনো পিছু হটবো না। আরাকানের জমিতে অবশ্যই আমরা রোহিঙ্গাদের আবাদ করব।

আমার কমান্ডো সৈনিক, আমার ফিদায়ী(ইসতেহাদি) মু জ! হিদরা রোহিঙ্গা জাতির জন্য যেভাবে আপনারা কষ্ট করে ধৈর্যের সাথে লড়াই করছেন; তার জন্য আপনাদেরকে সালাম জানাচ্ছি। আপনাদের থেকে আমি আশা করছি, যেভাবে এখন আপনারা মগবাদীদের(বৌদ্ধ) বিরুদ্ধে শক্ত লড়াই করছেন, সামনে আরো শক্ত লড়াইয়ে এসব মগবাদীদের ইনশাআল্লাহ নিঃশেষ করে

02/01/2025

গণতন্ত্র,সমাজতন্ত্র,জাতীয়তাবাদ,ধর্মনিরপেক্ষতা এই গুলোতে বিশ্বাসী আপনি?
❌ ঈমান নাই ❌

02/01/2025

আফগান সীমান্তবর্তী অঞ্চল থেকে পাকিস্তান সেনাদের পালিয়ে যাওয়াটা মোটেও কোন স্বাভাবিক ঘটনা নয়। এটি নিঃসন্দেহে পাকিস্তানের খাইবার পাকতুন প্রদেশে টিটিপির পুনরুত্থান কে নির্দেশ করে। খোরাসান থেকে আবদালী,ঘুরী কিংবা গজনবীর সন্তানেরা তাদের পূর্বপুরুষের পথ ধরে ধেয়ে আসছে। হিন্দু রাষ্ট্র হিন্দের মাটিতে প্রবেশে তাদের বাঁধা এখন সেকুলার পাকিস্তান। যারা ইসলামের নাম দিয়ে পৃথক হয়ে রাষ্ট্রে পশ্চিমাদের গোলামী করে যাচ্ছে। পাকিস্তানে সাম্প্রতিক টিটিপির পুনরুত্থান এবং ভূমি দখল এতটাই গুরুত্বপূর্ণ যে,স্বয়ং পাকিস্তানের সংসদ সদস্যরা পার্লামেন্টে এটা নিয়ে নিজেদের হতাশা প্রকাশ করছে। ভিডিওতে ইমরান খানের দল PTI এর একজন সদস্য সীমান্তে তার নিজ এলাকার বাস্তবতা তোলে ধরছে।

Address

Al Aroba Swin Area
Sharjah

Alerts

Be the first to know and let us send you an email when Mjh RaFi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mjh RaFi:

Videos

Share

Category