যে ফিতনা নিয়ে রাসূলুল্লাহ ﷺ দাজ্জালের চেয়ে বেশী ভয় পেতেন।
শাইখ আনোয়ার আল আওলাকি রাহিমাহুল্লাহ
পেছনে এক কোণায় দাঁড়িয়ে মুচকি হাসতে থাকা, ডান হাত দিয়ে এক চোখ ডলতে থাকা, কাবলি পরিহিত হেংলা পাতলা, চিকণ লম্বা মানুষটাকে কি আপনি চিনেন? (কপি)
প্যাসিফিক প্যালিসেডস বাড়ি, বিজনেস সব শেষ। ইসরায়েলি বাহিনী গাজায় দেড় বছরেও এরকম একদিনের সমান পারেনি।
লসএঞ্জেলস, আমেরিকা
🙈🙉🙊 হনুমান মহাশয় বাংলাদেশ দখল করতে রওনা দেবার আগেই ফটাস 🙄
🔴 মেক্সিকো সিটির একটি ওয়াক্স মিউজিয়ামে বেঞ্জামিন নেতানিয়াহুর মোমের ভাস্কর্য ভাঙতে দেখা গেছে মুখোশধারী এক ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে।
ভাস্কর্যটি ভেঙে ওই ব্যক্তি বলেন, 'ফিলিস্তিন দীর্ঘজীবী হোক, সুদান দীর্ঘজীবী হোক, ইয়েমেন দীর্ঘজীবী হোক এবং পুয়ের্তো রিকো দীর্ঘজীবী হোক।
বাংলাদেশের মানুষ আসলে কি চায়.!!
ঢাকা বিমানবন্দরে একজন প্রবাসীকে আইনশৃঙ্খলা বাহিনী রক্তা ক্ত করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই-
দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে না পারলে আমরা কঠিন পদক্ষেপ নেব।
(সম্ভবত) খতমে বুখারীর অনুষ্ঠানে আফগানিস্তানের উপ- পররাষ্ট্রমন্ত্রী আব্বাস স্টানিকজাই পাকিস্তানকে লক্ষ্য করে বলেন:
❝তোমরা তোমাদের ক্ষেপণাস্ত্র আর ফাইটার জেট নিয়ে অহংকার করো না। তোমরা তো কেবল এসব অস্ত্রের নাম রেখেছ "আবদালী, গজনভী", আর আমার সামনে উপবিষ্ট প্রত্যেকেই রিয়েল "আবদালী" এবং প্রকৃত "গজনভী"। আমরা যদি এই রিয়েল আবদালী এবং প্রকৃত গজনভীদের মাত্র পাঁচজনকে ছেড়ে দেই, তাহলে তোমরা ভারত মহাসাগরে গিয়েও রক্ষা পাবে না। তোমাদের ঠিকানাও খুঁজে পাওয়া যাবে না।❞
(তালেবানের পুরোটা কলিজা)
উল্লেখ্য, পাকিস্তান তাদের ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে "গজনভী, আবদালী"। সুলতান মাহমুদ গজনভী এবং আহমাদ শাহ আবদালীর নামের দিকে সম্পৃক্ত করে তারা তাদের সমরাস্ত্রের এই নাম দেয়।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী "অ্যানালেনা বেয়ারবক" দামেশক সফর করেছে আজ তিন দিন হতে চললো। জুলানীর সাথে সাক্ষাৎ করে সে বিভিন্ন বিষয়ে আলোচনা করে।
জার্মান, ফ্রান্স স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন কোনও ইসলামি রাষ্ট্র গঠন করতে চাইলে ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে কোনও ধরনের সহযোগিতা প্রদান করবে না।
আজকে আমার আলাপের মূল বিষয় এটা নয় যে, ইউরোপীয় ইউনিয়ন কেন জুলালীকে সহযোগিতা করবে না? আজকে ভিন্ন একটি বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী "অ্যানালেনা বেয়ারবক" হলো একজন নারী। চরম পর্যায়ের ইসলাম বিরোধী। জঘন্য লেভেলের মুসলিম বিরোধী এবং অতিমাত্রার ফ্যামিনিস্ট।
দামেশকে পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে স্বাগত জানায় সিরিয়ার নতুন সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। কিন্তু নারী হওয়ায় কেউ তার সাথে হ্যান্ডশেক করেনি। বরং বুকে হাত দিয়ে হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানিয়ে
الجهاد ماضي منذ بعثني الى يوم القيامة
মায়ানমারের আরাকানে লড়াইরত রোহিঙ্গাদের মু জ! হিদ সংঘটন আরসার প্রধান আবু আম্মার জুনুনি নতুন বছরে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওর বক্তব্যে তিনি বলেন -
"আসসালামু আলাইকুম। আজ ১ জানুয়ারী ২০২৫। আমি পুরো রোহিঙ্গা জাতির সামনে হাজির হয়েছি। রোহিঙ্গা জাতি জানেন আপনাদের ছেলেরা আরাকানের জমিতে, আরকানের পাহাড়ে কিভাবে কষ্ট করে মগবাদীদের(বৌদ্ধ) বিরুদ্ধে, জালিম AA(আরকান আর্মী) কিভাবে লড়াই করছে। কনকনে শীতের মধ্যে পাহাড়ে তারা আছে, পরনের জন্য তাদের কোন ভাল কাপড় নাই, এমন পরিস্থিতিতে তারা কত কষ্ট করছে তা আল্লাহ ছাড়া কেউ জানেনা। এজন্য আমি রোহিঙ্গা জাতিদের বলি, আপনাদের দোয়ায় আমাদের সবসময় মনে রাখবেন।
আল্লাহর সাথে আরাকান নিয়ে আমরা যে ওয়াদা করেছিলাম, সেখান থেকে আমরা কখনো পিছু হটবো না। আরাকানের জমিতে অবশ্যই আমরা রোহিঙ্গাদের আবাদ করব।
আমার কমান্ডো সৈনিক, আমার ফিদায়ী(ইসতেহাদি