তুমি ই আমার ঘর, তুমি ই আমার বাড়ি।
জন্মাবধি তুমি ই ছিলে আমার শখের নারী!🖤
কতবার'ই তো পালাতে চাই সব কিছু ছেড়ে,
চক্রাকারে ওই একই দিন, একই সন্ধ্যা, একই রাত একই চিন্তা —এবার ঠিক পালিয়ে যাবো, ভাবতে ভাবতে আর পালানো হয় না কোথাও।
বাস্তবতার অজুহাতে ফেলে আসার নাম ভালোবাসা নয়! বাস্তবতার সাথে যু'দ্ধ করে মানুষটির হাত ধরে পাশে থাকার নামই ভালোবাসা।
সম্পর্কের কদর করতে শিখুন। বি'চ্ছেদ তো অহরহই হয়, আপনি নাহয় শেষ অবধি থেকে যান! 🌸
Disney+ Hotstar
সব ভুল,সব দোষ মানাইয়া নিয়া আজন্মকাল যত্নের সহিত আগলে রাখার নাম হয়তো ভালোবাসা!❤️
© পঞ্চানন
কবে তোমায় পাবো?
হাত টা ধরে, পথ টা ভুলে, মনের কথা কবো!🖤
তোমার যে চাহিয়াছে ভু'লে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন!
প্রেম একটু ব্যাকডেটেড হাওয়াই ভালো,
আধুনিকতায় শুধুই বিচ্ছেদ।🖤
যে পুরুষ যত যত্নবান–তাঁর নারী তত ভাগ্যবতী!🖤🌸
আপনাকে ঠিক ততটুকু ভালোবাসি, যতটুক ভালোবাসলে এইজীবনে আর কাউকে নতুন করে ভালোবাসার আগ্রহ জন্মাবে না। 🖤🌸
ক্ষনিকের জন্য হাত ধরার মানুষের হয়তো অভাব হয় না!
অভাব হয় শুধু হাত ধরে শেষপর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের, তবুও এই সব মানুষের ভিড়ে হাতে গোনা অদ্ভুত কিছু মানুষ থাকে, যারা থেকে যায় জীবনের প্রতিটা ধাপে! এরা শুধু অধিকার স্থাপনই নয় বরং পাশে থাকে,আগলে রাখে, তারা জানে হাসিমুখে প্রিয় মানুষের কষ্ট জড়িয়ে নিতে।
এরকম মানুষ সবাই পায়না, যারা পেলেন তারা ঠকবেন না। তাই তারাও কোনোদিন ঠকাবেন না!❤️