Rakib Khandakar

Rakib Khandakar I love travelling.I already travelled 5/6 countries in the world.

23/02/2025

পাঁচ ওয়াক্ত অজুর পানি মুমিনের জন্য প্রসাধনী। এর উজ্জ্বলতা দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় পাওয়া যাবে।

22/02/2025

টাকা হইলে সবাই পরিবর্তন হইয়া যায়।কেউ তা বুঝায় ব্যবহারে কেউ বুঝায় চলন বলনে।

21/02/2025

মায়ের ভাষায় কথা বলার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

20/02/2025

পাথরের বুকে ফুটল যক ফুল।

My son❤️Farhan
12/12/2024

My son❤️Farhan

Thailand tour 2019
07/12/2024

Thailand tour 2019

16/11/2024
ছিড়া ভর্তার বাদাম অইব😃
24/10/2024

ছিড়া ভর্তার বাদাম অইব😃

অনেকদিন পরে ছোট ভাই কিবরিয়া আর উজ্জ্বল এর সাথে দেখা।
23/10/2024

অনেকদিন পরে ছোট ভাই কিবরিয়া আর উজ্জ্বল এর সাথে দেখা।

পায়া আর নান রুটি
31/08/2024

পায়া আর নান রুটি

03/07/2024

আল্লাহর সৃষ্টি এই দুনিয়ায় সব কিছুর পরিমাপ টাকায় কেন হয়😪।আল্লাহ যদি সব নিয়ামতের বিনিময় চাইতেন তবে আমরা কি করতাম😭😭

28/06/2024

ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন কারন সে গভীর রাতে তার পাপের জন্য ক্ষমা চাইত আল্লাহর কাছে।তবে শেষপর্যন্ত ছাড় দেননি। ধ্বংস করেছিলেন তার সম্রাজ্য তার ক্ষমতা। ঠিক তেমনি আমাদের সমাজে কিছু কিছু বেইমান জালিম অন্যের হক নষ্ট কারী শত জুলুম করার পর মনে হয় আল্লাহর কাছে সুযোগ চায় তাই আল্লাহ তাদেরকে সাময়িক সুযোগ দেন তবে কর্মফল থাকে ভোগ করতেই হয়।আল্লাহ ছাড় দেন ছেড়ে দেননা।কারন মজলুমরা আল্লাহর অতি নিকটবর্তী।

27/06/2024

আপনি যে অবৈধ সম্পদ সন্তানের জন্য রেখে যাচ্ছেন তারাই আপনাকে বিতাড়িত করবে অস্বীকার করবে।

26/06/2024

মোটরসাইকেল চুর, চুনারুঘাট থেকে চুরি করে যাওয়ার সময় নতুন বাজারে হাতে নাতে ধরা খায়। তার বাড়ি মোকামবাজার মৌলভীবাজার বলছে।

05/06/2024

চুনারুঘাটে ইতিহাস হতে যাচ্ছে। ক্ষমতা চিরদিন স্থায়ী নয়। সততা তার সময় মত পুরস্কৃত করে।

আর কোনদিন আম্মা কইয়া  ডাকলে জবাব পাইতাম না। আম্মা😭
01/05/2024

আর কোনদিন আম্মা কইয়া ডাকলে জবাব পাইতাম না।
আম্মা😭

26/04/2024

২২ এপ্রিল ২০২৪, রাত নয়টার দিকে(দুবাই টাইম) বাড়ি থেকে আম্মার গুরুতর অসুস্থতার খবর শুনতে পাই।তড়িঘড়ি করে দেশে যাওয়ার জন্য টিকেট কাটতে ট্রাভেলসে যাই। ইমারজেন্সি কোন টিকেট পাওয়াটা কঠিন হয়ে গেল।একত দুবাইয়ে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ায় ফ্লাইট বিপর্যয় ঘটে। তাই পাইতে কষ্ট হচ্ছিলো। শেষমেশ একটা টিকেট পেলাম ভোর ৪.১৫ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শারজা এয়ারপোর্ট থেকে।যথাযথ সময়ে উপস্থিত হলাম। বিমানের জন্য অপেক্ষা করতে করতে ৪.১৫ এর ফ্লাইট ৬.১৫ বিমান ছাড়লো চট্টগ্রাম এর উদ্দেশ্যে।বাংলাদেশ সময়১২.৩০ মিনিটে চট্টগ্রাম ও ১.৪০ মিনিটে ঢাকা পৌছলাম। ব্যাগ কালেক্ট করে ভাইয়াকে ফোন দিলাম ২ মিনিটে গাড়ির কাছে পৌছে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এর ভিতরে যেকানেই ইন্টারনেট সংযোগ পেয়েছি আম্মার খবর প্রতিনিয়ত নিচ্ছিলাম। আমার ভিতরে অনেক ভয় কাজ করতেছিল।আমি ঢাকা এয়ারপোর্টে এসেই আম্মারে ফোন দিলাম শুধু বললেন "আইঅও রে পুত"। এইটাই মায়ের শেস কথা আমার সাথে। ৩.৩০ মিনিটে নরসিংদী ক্রস করতেছি হঠাৎ ভাইয়ার কাছে ফোন আসলো। ভাইয়ার ফোন রাখতেই মুখটা বিষন্ন দেকলাম। আমার কথা চিন্তা করে কাদতেও পারছিলেন না। আমি হটস্পট কানেকশন নিয়ে ফোন দিলাম আমার ছোট্ট ছেলেটা ফোন ধরে বলে আব্বু দাদু "মইরাগেছইনগা" তার অবুঝ সহজ সরল উত্তর টা আমার জীবনের সবচেয়ে কঠিন ধাক্কা খেলাম স্তব্ধ হয়ে গেলাম চিৎকার করে কান্না করতে থাকলাম আর চিন্তা করলাম জীবনের ২/২.৩০ ঘন্টা কত অমূল্য। আম্মার সাথে ১৫ মাস পরে দেখা হলো কিন্তু আমার আম্মা লাশ হিসেবে দেখার সৌভাগ্য হল। কেননা লাশ হলেও আমার মায়ের মুখটা শেষবারের মত দেখলাম। জানাজা আর কবর দেওয়া নিয়ে সবাই কত ব্যস্ত হয়ে উঠলো। আর আমি শুধু ঘড়ির দিকে থাকালাম আর দেখলাম সময় কত দ্রুত ফুড়িয়ে যাচ্ছে। আমার আম্মার মুখটা কোনদিন ভুলবনা। ১ মিনিট আমার আম্মার সাথে কথা বলতে পারলামনা। হে আল্লাহ আমার আম্মারে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান কইরো। মানুষের দুনিয়ার জান্নাত ত তার মা ই হয়।মৃত্যুর মাধ্যমে আম্মা বুঝাইয়া দিয়া গেলেন। আমার বেহেশত আমি হারাইলাম।

23/04/2024

বিমান বাংলাদেশ না হয়ে বেঈমান বাংলাদেশ হওয়া উচিত ছিলো।৬ ঘন্টা ডিলে, এইটাই প্রথম এইটাই শেষ জার্নি বেঈমানদের সাথে।

Address

Fujairah

Telephone

+971521251265

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib Khandakar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib Khandakar:

Videos

Share