Bangladesh Prabasi Chunati Samity Dubai
- Home
- United Arab Emirates
- Dubai
- Bangladesh Prabasi Chunati Samity Dubai
This is a non political,social develop and Self-esteem Welfare Association we have member from all o
(2)
Address
Dubai
Website
Alerts
Be the first to know and let us send you an email when Bangladesh Prabasi Chunati Samity Dubai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Shortcuts
Category
বাংলাদেশ প্রবাসী চুনতি সমিতি দুবাই একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবক মূলক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে দুবাইয়ে ও সংযুক্ত আরব আমরা অক্লান্ত সুচারু ভাবে সাংগঠনিক কর্মসূচি পরিচালনা করে আসিতেছি আমরা প্রতি জাতীয় দিবস সহ বাংলাদেশের সরকার ঘোষিত কর্মসূচি পালন করছি| আমরা বিশ্বাস করি ★ঐক্য, ★শৃঙ্খলা, ★ সংস্কৃতি, ★শান্তি ★জনসেবা একটি জাতি উন্নতির পথে হাঁটার মূল হাতিয়ার| আমাদের লক্ষ্য ও কর্মসূচি মধ্যে রয়েছে| ★দুবাইতে বাংলাদেশ সর্ম্পক উন্নয়ন।★ সেবা মূলক কাজ করা(দূঃস্হ মানবতার কল্যাণে।)★ বাংলাদেশের উন্নয়নে সরকারকে সহযোগিতা করা ও সকল প্রকার প্রাকৃতিক দূর্যোগে প্রয়োজনে বাংলাদেশের জনগনকে সাহায্য করা।★ বাংলাদেশের সংস্কৃতি ধারণ করার জন্য দুবাইতে সুস্হ ধারার কর্মসূচী গ্রহণ করা ★ বাংলাদেশ কমিউনিটির সকলের সাথে সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্হান সৃষ্টি করা।★ সমিতির সদস্যদের জন্য বাংলাদেশে আবাসিক প্রকল্প গড়ে তোলা। দুবাইতে বসবাসরত বাংলাদেশীদের পরস্পর পরস্পরের সাথে বন্ধুত্ব ও সামাজিক যোগাযোগ তৈরি করা আমাদের মূল লক্ষ্যে। এবং দেশের অসহায় গরীব মানুষ ও কন্যাদায় গ্রস্থ পরিবারকে এককালীন সহযোগিতা ইত্যাদি বাংলাদেশ প্রবাসী সকল জেলা ও অঞ্চলের মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা দুবাই ও সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক সাড়া যোগাতে সক্ষম হয়েছি| মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কথা কে সামনে রেখে আমাদের বাংলাদেশ প্রবাসী চুনতি সমিতির দুবাই 2017 সালে চালু করেছে সিএসডি ব্লাড ব্যাংক|সিএসডি ব্লাড ব্যাংক গ্রুপ একটি 100 সদস্য বিশিষ্ট ব্লাড ব্যাংক গ্রুপ যাহা সার্বক্ষণিক অনলাইনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চালু রয়েছে একজন সুস্থ মানুষ প্রতি তিন মাস অন্তর অন্তর রক্ত প্রদান করতে পারেন এতে তার শারীরিক কোন ক্ষতি হয় না আপনারা যারা স্বেচ্ছায় রক্তদান করতে ইচ্ছুক তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি| আমাদের এই সিএসডি ব্লাড ব্যাংকে রেজিস্টার করার জন্য আমাদের এই রক্তদান প্রকল্প শুধুমাত্র দুবাইতেই নয় বাংলাদেশ সমৃদ্ধ আছে|
তাই আসুন, হ্রদয়ে বাংলাদেশ >বাংলাদেশ প্রবাসী চুনতি সমিতি দুবাই এর ছায়াতলে দাডিয়ে বিশ্বের হ্রদয়বান মানুষের হ্রদয় আমাদের মহতি উদ্দেশ্যটুকু পেীছিয়ে দেই।————————
গৌরবোজ্জল ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি এবং এরই সাথে নৈতিক মূল্যবোধ,দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
আমার দেশ আমার গর্ব আমার অহংকার...