Bangladesh Prabasi Chunati Samity Dubai

Bangladesh Prabasi Chunati Samity Dubai This is a non political,social develop and Self-esteem Welfare Association we have member from all o
(2)

আসসালামু ওয়ালাইকুম,মহান আল্লাহর অশেষ রহমতে আগামীকাল ৩০শে মে, বৃহস্পতিবার চুনতি, সুফিনগর কুতুবিয়া আমিন উল্লাহ মহিলা দাখিল...
29/05/2024

আসসালামু ওয়ালাইকুম,
মহান আল্লাহর অশেষ রহমতে আগামীকাল ৩০শে মে, বৃহস্পতিবার চুনতি, সুফিনগর কুতুবিয়া আমিন উল্লাহ মহিলা দাখিল মাদ্রাসা'র প্রস্তাবিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে, ইনশা-আল্লাহ।

অত্র মাদ্রাসার আর্থিক সহযোগিতার জন্য সকল প্রবাসী ভাই বন্ধুদের হাত সম্প্রসারণের জন্য বিনিত অনুরোধ করছি।

নিবেদনে-
নির্বাহী কমিটি
অত্র মাদ্রাসা।
০১৬০৭-৭৪২৯০০

শোক সংবাদ,শারজার শাসক ও সুপ্রিম কাউন্সিলের সদস্য মান্যবর ডক্টর শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমির রবিবার ইন্তেকাল করেছেন...
11/03/2024

শোক সংবাদ,
শারজার শাসক ও সুপ্রিম কাউন্সিলের সদস্য মান্যবর ডক্টর শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমির রবিবার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন) তাঁর মৃত্যু তে শেখ সাকর বিন রশিদ বিন সাকর আল কাসিমিকে শোক জানিয়েছেন৷
সোমবার সকাল ১০টায় শারজাহস্থ সাহাবা মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।নামাজ শেষে আল জুবাইল কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

সোমবার থেকে শুরু করে তিন দিন ধরে শারজার হোশি এলাকায় মৃতের বাসভবনে সমবেদনা জানানো হবে।অন্যদিকে উনার মৃত্যুতে আদালত তিন দিনের শোক ঘোষণা করেছে,এই সময় পতাকা অর্ধনমিত থাকবে।

আমরা উনার মৃত্যুতে গভির শোক প্রকাশ জানাচ্ছি।এবং বিদেহী আত্বার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
Mizanur Rahman Azhari Muhammad Nurul Islam বাংলাদেশ চুনতি সমিতি দুবাই Mohammad Mizanur Rahman

বেপরোয়া গাড়ি চালানোর কারণে আল রুওয়াইয়াহতে রোলওভার দুর্ঘটনায় পাঁচ যুবক আহত এই সপ্তাহের শুরুতে, বেপরোয়া ড্রাইভিং এবং...
19/12/2023

বেপরোয়া গাড়ি চালানোর কারণে আল রুওয়াইয়াহতে রোলওভার দুর্ঘটনায় পাঁচ যুবক আহত
এই সপ্তাহের শুরুতে, বেপরোয়া ড্রাইভিং এবং স্টান্টের কারণে দুবাইয়ের আল রুওয়াইয়ার একটি বালুকাময় এলাকায় একটি যানবাহন দুর্ঘটনায় পাঁচজন যুবক (18-20 বছর বয়সী) বিভিন্ন ধরনের আহত হয়েছেন।

দুবাই পুলিশের জেনারেল ডিপার্টমেন্ট অফ ট্রাফিকের ডিরেক্টর মেজর জেনারেল সাইফ মুহাইর আল মাজরুই বিশদভাবে জানিয়েছেন যে সোমবার 21:00 টায়, ট্রাফিক টহলরা আল রুওয়াইয়াহতে একটি গাড়ি দুর্ঘটনার রিপোর্টে প্রতিক্রিয়া জানায়।

"19 বছর বয়সী আমিরাতি চালক, এমএএম হিসাবে চিহ্নিত, বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল এবং বালুকাময় এলাকায় স্টান্ট করছিলেন যখন তিনি একটি আকস্মিক উল্টে যান, যার ফলে গাড়িটি উল্টে যায়, যার ফলে চালক এবং চার যাত্রী আহত হয়" তিনি বলেছেন

আল মাজরুই নিশ্চিত করেছেন যে উভয় মোটরচালককে গুরুতর থেকে মাঝারি ধরনের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

দুবাই ট্রাফিক পুলিশের ডিরেক্টর বেপরোয়া কৌশল এবং গাড়ি চালানোর বিরুদ্ধে সতর্ক করেছেন, যা উল্টে যাওয়া দুর্ঘটনা এবং পথচারীদের আহত হতে পারে, মরুভূমি অঞ্চলে যাত্রীদের এবং অন্যান্যদের বিপদে ফেলতে পারে। তিনি চালকদের জীবন রক্ষা করতে এবং তাদের বিরক্ত না করার জন্য পারিবারিক সমাবেশের স্পট এবং ক্যাম্পের কাছাকাছি গাড়ি চালানো এড়াতে অনুরোধ করেছিলেন। উপরন্তু, তিনি অভিভাবকদের কাছে তাদের সন্তানদের মরুভূমিতে এবং সর্বজনীন রাস্তায় প্রাণঘাতী হাতিয়ারে পরিণত হতে পারে এমন বেআইনিভাবে মডিফাই করা যানবাহন থেকে বিরত রাখার জন্য তাদের সন্তানদের একটি ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করার জন্য আবেদন করেছিলেন।

https://m.facebook.com/story.php?story_fbid=858833598958396&id=100044952910672&mibextid=Nif5ozসভা আহবানের নোটিশ:========...
13/11/2023

https://m.facebook.com/story.php?story_fbid=858833598958396&id=100044952910672&mibextid=Nif5oz

সভা আহবানের নোটিশ:
================

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ১৯ দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সঃ) এর ভক্ত অনুরাগীদের নিয়ে এক মতবিনিময় সভা আহবান করা হয়েছে।

দুবাইতে অনুষ্ঠিতব্য সীরতের প্রথম এ সভায় উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।

আপনাদের সানুগ্রহ উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

সভার তারিখঃ ১৯শে নভেম্বর ২০২৩, রবিবার।
দুবাই সময়ঃ বাদে মাগরিব।
সভাস্থলঃ দুবাই সিটি প্যালেস
হোটেল, খালিদ বিন ওয়ালীদ স্ট্রিট, দুবাই, ইউনাইটেড আরব আমিরাত।

বি:দ্র: মাগরিবের নামাজ সভাস্থলের আশে পাশে আদায় করার জন্য সকলের কাছে সবিনয়ে অনুরোধ রইলো।

যোগাযোগ:
মোঃ দিদারুল হক
+971509984512 (দুবাই )
নুরুল ইসলাম তাজু
+971 55 554 1201 (দুবাই)
মুহাম্মদ মিজানুর রহমান
+971526051516 (আজমান)
মুহাম্মদ শাহাবউদ্দীন শিহাব
+971544659348 (শারজাহ)

উপস্থিত সকলের জমায়েত হওয়ার স্থান: শুকরান ইলেকট্রনিকস এলএলসি, বার দুবাই, মিনা বাজার, আস্টুরিয়া হোটেলের সামনে

নিবেদক,
প্রবাসী চুনতি সমিতি, দুবাই এবং সীরত মাহফিল কর্তৃপক্ষ।

★★★★★ · Cell phone store

আলহামদুলিল্লাহ! আমিরাতি মহাকাশচারী "সুলতান আল নিয়াদি" পৃথিবীতে ফিরে এসেছে। সংযুক্ত আরব আমিরাত এই বিজ্ঞানী দেশে প্রত্যাব...
04/09/2023

আলহামদুলিল্লাহ! আমিরাতি মহাকাশচারী "সুলতান আল নিয়াদি" পৃথিবীতে ফিরে এসেছে। সংযুক্ত আরব আমিরাত এই বিজ্ঞানী দেশে প্রত্যাবর্তন উদযাপনের জন্য প্রস্তুতি করছে।

৪২ বছর বয়সী এই মহাকাশচারী স্পেসএক্স ড্রাগন এন্ডেভারে নিরাপদে ফ্লোরিডার জ্যাকসনভিলের উপকূলে আটলান্টিক মহাসাগরে,সংযুক্ত আরব আমিরাতের সময় তখন সকাল ৮.১৭ মিনিট,মহাকাশে ছয় মাসের মিশনের পরে নিরাপদে পৃথিবীর কোলে ফিরে আসেন।আমরা তাঁর এই অভিযানকে বীরত্বের সাথে অভিনন্দ জানাচ্ছি!!!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ১৪ আগস্ট, ২০২৩ তারিখ রোজ সোমবার রাত ৮টা ৪০ ম...
14/08/2023

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ১৪ আগস্ট, ২০২৩ তারিখ রোজ সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশ প্রবাসী চুনতি সমিতি দুবাই এর পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। সেই সাথে আমরা মজলুম এই আলেমের পরিবার, নিকট আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের জন্য সুখবর। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল দু...
13/06/2023

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের জন্য সুখবর।
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল দুবাই-এ পরীক্ষামূলকভাবে জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করেছে যেসব প্রবাসীরা জাতীয় পরিচয় পত্র আবেদন করার জন্য ইচ্ছুক আপনারা আগামী কাল বুধবার ১৪ জুন ২০২৩ তারিখ হতে আবেদন করতে পারবেন।

পরিসংখ্যান বলছে,তাকে দেখে হাহা রিএক্টের সংখ্যা দ্রুত কমে আসছে। দ্রুত কমে আসছে তুচ্ছতাচ্ছিল্য- উপহাস করা কমেন্টের সংখ্যাও...
31/01/2023

পরিসংখ্যান বলছে,
তাকে দেখে হাহা রিএক্টের সংখ্যা দ্রুত কমে আসছে। দ্রুত কমে আসছে তুচ্ছতাচ্ছিল্য- উপহাস করা কমেন্টের সংখ্যাও ! সে এগিয়ে যাচ্ছে, আমরা মেনে নিচ্ছি! মেনে নিতে বাধ্য হচ্ছি, কেননা সে অযোগ্যতার উপর ভর করে যোগ্য হয়ে উঠছে, সে শূন্যের উপর দাড়িয়ে অসংখ্য সংখ্যা লিখছে।

অদূর ভবিষ্যতে আপনার বিশ্ববিদ্যালয়ে মোটিভেশান স্পিকার হিসেবে সে দাড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে যদি বলে বসে,
"হিরো আলম পারলে, আপনিও পারবেন!"
শুনে অবাক হবেন?

বিরুদ্ধ তুফান স্রোতে সাঁতরে কিভাবে নিজের স্বপ্নজয়ের পথে অক্লান্তভাবে ছুটতে হয় তা তিনি দেখাচ্ছেন, শেখাচ্ছেন!

আপনার একটি পোস্টে একটি বিরূপ কমেন্ট নিয়ে তর্ক বিতর্ক হলে সারাদিন আপনার শরীর রাগে গিজগিজ করে, আপনি একটি কাজে দু-তিনবার ফেল মারলেই হতাশা চলে আসে, আপনাকে নিয়ে আশপাশের কেউ কটুক্তি করলেই বিরক্তি আসে,থেমে যেতে ইচ্ছে করে। সেখানে এই মানুষটা কি করছে? আগুন নাহ? জাস্ট আগুন নাহ?
সব পুড়িয়ে দিচ্ছে! 💪🔥

তার প্রচেষ্টাকে আপনার সম্মান জানাতেই হবে, আজ না হয় পরশু, স্বইচ্ছায় অথবা বাধ্য হয়ে। কিন্তু সম্মান আপনাকে জানাতেই হবে!

নিরন্তর শুভকামনা.....
আশরাফুল আলম ( #হিরো_আলম)

  স্টেডিয়াম যেন বাংলাদেশকে না দেয়!কাতারে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নির্মিত 974 স্টেডিয়ামটি ১৮ ডিসেম্বরের পর আর স্টেডিয়াম থা...
27/12/2022

স্টেডিয়াম যেন বাংলাদেশকে না দেয়!

কাতারে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নির্মিত 974 স্টেডিয়ামটি ১৮ ডিসেম্বরের পর আর স্টেডিয়াম থাকবেনা।

৯৭৪ টি সিপিং কন্টেইনার (জাহাজে মালামাল পাঠানোর কাজে ব্যবহৃত স্টিলের বিশালাকৃতির বাক্স) দিয়ে বানানো হয় এই স্টেডিয়ামটি। কাতার প্রশাসন বিশ্বকাপ শেষ হলেই স্টেডিয়ামটি ভেঙে ফেলবে এবং তারা চায় কোন দরিদ্র দেশকে এই স্টেডিয়ামটি দান করতে। নির্মাণের সময় কাতারের টেলিফোন ডায়ালিং কোড +974 এর সাথে মিল রেখে এমন পরিকল্পনা করা হয়েছিল।

বাংলাদেশ তথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্তা ইতোমধ্যে এটা পাওয়ার জন্য কাতারে গিয়ে পৌছেছেন। তারা এটি পেতে আনুষ্ঠানিক আবেদনও করেছেন।
কিন্তু একজন বাংলাদেশী হিসেবে মনে প্রাণে চাই, কাতার যেন এটা বাংলাদেশকে না দিয়ে অন্য কোন দেশকে দান করে, অন্য কোন দেশ নিতে না চাইলে তারা যেন এগুলো গভীর সমুদ্রে ফেলে দেয়! তাও বাংলাদেশেকে না দেওয়া হোক।
কিন্তু কেন?
কারণ এটা বাংলাদেশেকে দান করলে চোরের দল এটা দেশে আনতে অন্তত ৯৭৪ কোটি টাকা খরচ করবে। অথচ ২০০-৩০০ কোটি টাকায় অত্যাধুনিক দৃষ্টিনন্দন স্টেডিয়াম তৈরি করা যায়।

★ স্টেডিয়াম দেখতে ও খুলে আনার পরিকল্পনা করতে ১০০ জনের দল যাবে সরকারি খরচে। খরচ দেখাবে ১০০ কোটি টাকা।
★ এক বছর লাগাবে খুলে আনতে, সেখানেও খোলার খরচ দেখাবে ২০০ কোটি টাকা।
★ জাহাজ ভাড়া দেখাবে ৫০০ কোটি টাকা।
★ কন্টেইনার গুলো এনে যেখানে রাখবে এক বছরে সেই স্থানের ভাড়া দেখাবে ১০০ কোটি!
★ এগুলো ঢেকে রাখার জন্য পলিথিন কেনার খরচ দেখাবে ৫০ কোটি।
★ পাহারা দেওয়ার জন্য নিরাপত্তা প্রহরীর বেতন দেখাবে ২০ কোটি।
★ তেলাপোকা মারার ঔষধ ক্রয় ২ কোটি।
★ উনি এই বিশাল 'কর্মকান্ড' ভিডিও কনফারেন্সে দেখবেন, তার খরচ হবে ২ কোটি টাকা।

সুতরাং এই স্টেডিয়াম আমরা চাইনা। এদেশে বহু স্টেডিয়াম আছে, সেগুলোতেই গরু ছাগল চড়ে বেড়ায় আর দরকার নাই।
CP: M.R

14/08/2022

দুবাই,আজমান,শারজাতে বালির ঝড়। গাড়ী চালাতে সাবধানতা অবলম্বন করুন।

ফিফা ফুটবল  বিশ্বকাপ 2022 এর সময়সূচী
17/07/2022

ফিফা ফুটবল বিশ্বকাপ 2022 এর সময়সূচী

21/06/2022
20/06/2022
17/06/2022

হায় আল্লাহ তুমি হেফাজতের মালিক আমার গ্রামের মসজিদের বিতরে অনেক পানি তুমি রক্কা কর আল্লাহ।

17/06/2022

মহান আল্লাহ পাক হেফাজত করুক সবাইকে -আমীন।

15/06/2022
চট্টগ্রামের সীতাকুণ্ডতে কনটেইনার ডিপোতে আগুনে যারা নিহত হয়েছেন আল্লাহ  তাদের জান্নাতুল ফেরদৌস নছিব করেন এবং যারা আহত হয়ে...
05/06/2022

চট্টগ্রামের সীতাকুণ্ডতে কনটেইনার ডিপোতে আগুনে যারা নিহত হয়েছেন আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস নছিব করেন এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা দান করেন আমিন।

চট্টগ্রামের সরকারি-বেসরকারি সব এম্বুলেন্সকে ভাটিয়ারী বিএমডিপু যাওয়ার আহবান জানিয়েছেন ফায়ার সার্ভিস। সকল সেচ্ছাসেবী সংগঠন...
04/06/2022

চট্টগ্রামের সরকারি-বেসরকারি সব এম্বুলেন্সকে ভাটিয়ারী বিএমডিপু যাওয়ার আহবান জানিয়েছেন ফায়ার সার্ভিস।

সকল সেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার আহবান জানানো হচ্ছে।

সীতাকুন্ডে বিএমডিপো কেমিক্যাল প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে নিহত এবং আহতের সংখ্যা অগণিত। রয়েছে পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস কর্মী, সাধারণ মানুষ।
একের পর এক কন্টেনার বিস্ফোরণ হচ্ছে।

শুভ কামনা
25/05/2022

শুভ কামনা

20/05/2022
হে মহান আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা আপনার কুদরৎ দিয়ে সিলেটে বন্যার পানিতে বন্দী সকল মানুষকে সমস্ত বিপদ থেকে হেফাজত করুন। ...
20/05/2022

হে মহান আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা আপনার কুদরৎ দিয়ে সিলেটে বন্যার পানিতে বন্দী সকল মানুষকে সমস্ত বিপদ থেকে হেফাজত করুন। আমিন।।

আরব আমিরাতের  মহামান্য প্রেসিডেন্ট শেখ খালিফা বিন যায়েদ আল নাহিয়ান আজ মৃত্যুবরণ করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র...
13/05/2022

আরব আমিরাতের মহামান্য প্রেসিডেন্ট শেখ খালিফা বিন যায়েদ আল নাহিয়ান আজ মৃত্যুবরণ করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)
২০০৪ সাল থেকে তিনি মহামান্য প্রেসিডেন্টের ক্ষমতায় ছিলেন।
তাঁর মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সবার আর্থিক সহযোগিতা পেলে এই ড়িজাইনে রুপান্তরিকরন  সম্ভব  হতে পারেমসজিদে বায়তুল্লাহ, সীরত ময়দান, শাহ মন্জিলচুনতি, লোহাগা...
11/05/2022

সবার আর্থিক সহযোগিতা পেলে এই ড়িজাইনে রুপান্তরিকরন সম্ভব হতে পারে
মসজিদে বায়তুল্লাহ, সীরত ময়দান, শাহ মন্জিল
চুনতি, লোহাগাড়া, চট্টগ্রাম
আল্লাহর বান্দাদের মধ্যে অনেকে আছেন যারা এই সাদকায়ে জারিয়ায় শরিক হতে পারে,
Cp: M.R.( #মু. #ইবনে_দিনার_নাজাত) থেকে সংগৃহীত,

মসজিদে বায়তুল্লাহর জন্য যে কোন আর্থিক সহযোগিতা পাঠাতেঃ
ACCOUNT NAME: MOSJID- E- BAITULLAH
ACCOUNT NUMBER: 0331320000518
SOCIAL ISLAMI BANK LTD
LOHAGARA BRANCH
(ROUTING NUMBER: 195154661)

02/05/2022

Address

Dubai

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Prabasi Chunati Samity Dubai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

বাংলাদেশ প্রবাসী চুনতি সমিতি দুবাই একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবক মূলক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে দুবাইয়ে ও সংযুক্ত আরব আমরা অক্লান্ত সুচারু ভাবে সাংগঠনিক কর্মসূচি পরিচালনা করে আসিতেছি আমরা প্রতি জাতীয় দিবস সহ বাংলাদেশের সরকার ঘোষিত কর্মসূচি পালন করছি| আমরা বিশ্বাস করি ★ঐক্য, ★শৃঙ্খলা, ★ সংস্কৃতি, ★শান্তি ★জনসেবা একটি জাতি উন্নতির পথে হাঁটার মূল হাতিয়ার| আমাদের লক্ষ্য ও কর্মসূচি মধ্যে রয়েছে| ★দুবাইতে বাংলাদেশ সর্ম্পক উন্নয়ন।★ সেবা মূলক কাজ করা(দূঃস্হ মানবতার কল্যাণে।)★ বাংলাদেশের উন্নয়নে সরকারকে সহযোগিতা করা ও সকল প্রকার প্রাকৃতিক দূর্যোগে প্রয়োজনে বাংলাদেশের জনগনকে সাহায্য করা।★ বাংলাদেশের সংস্কৃতি ধারণ করার জন্য দুবাইতে সুস্হ ধারার কর্মসূচী গ্রহণ করা ★ বাংলাদেশ কমিউনিটির সকলের সাথে সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্হান সৃষ্টি করা।★ সমিতির সদস্যদের জন্য বাংলাদেশে আবাসিক প্রকল্প গড়ে তোলা। দুবাইতে বসবাসরত বাংলাদেশীদের পরস্পর পরস্পরের সাথে বন্ধুত্ব ও সামাজিক যোগাযোগ তৈরি করা আমাদের মূল লক্ষ্যে। এবং দেশের অসহায় গরীব মানুষ ও কন্যাদায় গ্রস্থ পরিবারকে এককালীন সহযোগিতা ইত্যাদি বাংলাদেশ প্রবাসী সকল জেলা ও অঞ্চলের মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা দুবাই ও সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক সাড়া যোগাতে সক্ষম হয়েছি| মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কথা কে সামনে রেখে আমাদের বাংলাদেশ প্রবাসী চুনতি সমিতির দুবাই 2017 সালে চালু করেছে সিএসডি ব্লাড ব্যাংক|সিএসডি ব্লাড ব্যাংক গ্রুপ একটি 100 সদস্য বিশিষ্ট ব্লাড ব্যাংক গ্রুপ যাহা সার্বক্ষণিক অনলাইনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চালু রয়েছে একজন সুস্থ মানুষ প্রতি তিন মাস অন্তর অন্তর রক্ত প্রদান করতে পারেন এতে তার শারীরিক কোন ক্ষতি হয় না আপনারা যারা স্বেচ্ছায় রক্তদান করতে ইচ্ছুক তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি| আমাদের এই সিএসডি ব্লাড ব্যাংকে রেজিস্টার করার জন্য আমাদের এই রক্তদান প্রকল্প শুধুমাত্র দুবাইতেই নয় বাংলাদেশ সমৃদ্ধ আছে|

তাই আসুন, হ্রদয়ে বাংলাদেশ >বাংলাদেশ প্রবাসী চুনতি সমিতি দুবাই এর ছায়াতলে দাডিয়ে বিশ্বের হ্রদয়বান মানুষের হ্রদয় আমাদের মহতি উদ্দেশ্যটুকু পেীছিয়ে দেই।————————

গৌরবোজ্জল ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি এবং এরই সাথে নৈতিক মূল্যবোধ,দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

আমার দেশ আমার গর্ব আমার অহংকার...

Nearby media companies