SAydul the DUBAI Rider

SAydul the DUBAI  Rider দুবাইতে ফুডপান্ডা /তালাবাত সম্পর্কে এবং রাইডিং অভিজ্ঞতা সম্পর্কে জানতে দয়া করে পেইজটি ফলো দিন❤️❤️

05/01/2025

যাদের বয়স পাসপোর্টে ২১ বছরের নিচে দয়া করে তারা কেউ তালাবাতে আসার জন্য চেষ্টা করবেন না। কারন তালাবাত ২১ বছরের নিচে নেয়না। অন্যান্য কোম্পানি নেয়।

04/01/2025

আমিরাতে যারা বর্তমানে অবৈধ আছেন আপনারা আপনাদের মুল্যবান জিনিস সেইফ যায়গায় রাখবেন। কারো সাথে লেনদেন থাকলে ক্লিয়ার করুন। যেকোনো সময় ধরা খেয়ে দেশে চলে যাওয়া লাগতে পারে।

04/01/2025

কাজের ভিতর হালকা মজা মাস্তি না করলে ভালো লাগেনা😁❤️❤️

04/01/2025

রাস্তার এপার ওপার সেইম নাম্বারের ভিলা। কাস্টমার রেখে ভুলে আরেক ভিলাতে অর্ডার দিয়ে চলে আসছি। তারপর স্যাড সং বাংলাটা😂😂

আজকে বাহিরে আমার অবস্থা ❄️❄️❄️📷Photo made by AI
02/01/2025

আজকে বাহিরে আমার অবস্থা ❄️❄️❄️

📷Photo made by AI

02/01/2025

অর্ডারে আইটেম বেশি তাই আমার বন্ধুর মাথা গরম😂

02/01/2025

দুবাই ড্রাইভিং,

☞রুলস নাম্বার 1ঃ
সিগন্যালের একদম সামনে যে থাকবে সিগন্যাল ছাড়ার পর তাকে হর্ন দিয়ে সজাগ করতে হবে।

😁😁😁

02/01/2025

দুবাইয়ের রাইডার ভাইয়েরা আজকে সাবধানে বাইক চালাবেন। বাহিরে প্রচুর বাতাস এবং বাতাসের সাথে অনেক বালু উড়ে। বাইক রাস্তার এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যায়। বালুর কারনে ঠিক মতো তাকানোও যায়না।

01/01/2025

যারা যারা দুবাই আসতে চাচ্ছেন। মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। ভিসা খোলার সম্ভাবনা আছে। যদি খুলে যায় সাথে সাথেই যেনো আসতে পারেন তাই আগে থেকে প্রস্তুতি নেন। তবে ভিসা পুরোপুরি না খোলার আগে কারো সাথে লেনদেন করবেন না। পাসপোর্টের সাথে কিছু টাকা দিলেও পুরোপুরি টাকা ভিসা চেক না করে দিবেন না।

যারা তালাবাতে আসতে চান আমার মাধ্যমে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের ভালো কোম্পানি মেনেজ করে দিতে পারবো। দয়া করে কেউ দালাল ভাববেন না। আমি রাইডার তাই রাইডারের দু:খ বুঝি। আপনার মনে চাইলে আসবেন না মনে চাইলে না।

এই বাইকটা পার্কিং করা ছিলো আমিও পার্কিং করতেছিলাম। অনেক বাইক এক সাথে রাখা ছিলো। যার কারনে আমার বাইকের সাথে হালকা ভাবে লে...
01/01/2025

এই বাইকটা পার্কিং করা ছিলো আমিও পার্কিং করতেছিলাম। অনেক বাইক এক সাথে রাখা ছিলো। যার কারনে আমার বাইকের সাথে হালকা ভাবে লেগে এই প্লাস্টিকের জিনিসটা ভেংগে যায়। বাইকটা ছিলো একটা পাকিস্তানি রাইডারের। এর দাম সর্বোচ্চ গেলে ২০-৩০ দেরহামের মতো হবে। কিন্তু সে আমার কাছে ৪০০ দেরহাম দাবি করে নয়তো সে পুলিশ কল করবে। এ দেশের আইন খুব করা পুলিশ আসলে আমাকে ৫০০ দেরহাম ফাইন দিবে।
ওকে অনেক সরি বললাম, এটা লাগাতে যত টাকা লাগে আমি দিবো। তবে ৪০০ বেশি হয়ে যায়। আরো অনেক রাইডার আসলো, বললাম ১০০ দেই ভাই মাসের প্রথম দিন হাতে টাকা নাই😓। তাও মানেনাই তার মিনিমাম ২০০ লাগবে। আরো অন্যান্য রাইডার সবাই মিলে বললো ১৫০ দিতে। পরে ১৩০ এ রাজি করালাম। আমার কাছে টাকা ছিলোনা😓 পরে এক বাংগালী ভাই(বেশি পরিচিত না) সে ১০০ দেরহাম দিয়ে হেল্প করলো আমাকে। বললো টাকা হলে দিয়েন আমাকে। তবে কথা হচ্ছে এর থেকে অনেক বড় বড় জিনিস আমি ছেড়ে দিয়েছি এই পাকিস্তানি রাইডারদের।

রাস্তায় চলাকালিন সময় বহুত পাকিস্তানি রাইডার বিপদে পরে আমি অনেক রাইডারদের হেল্প করেছি। নিজের পকেটের টাকা দিয়েও হেল্প করেছি। একবার এক পাকিস্তানি রাইডার আমার হেলমেট ভাংছিলো, ব্রেক ভাংছিলো। আমি ছেরে দিয়েছি। পিছন থেকে মেরে আমার বাইকের পিছনে ক্ষতি করেছিলো আমি ছেড়ে দিয়েছি। আরেকবার পিছন থেকে মেরে আমার মোবাইল ফেলে দিয়ে নষ্ট করে দিয়েছিলো নতুন মোবাইল কেনা লাগছে তাও ছেরে দিয়েছি। এতো ছার দেয়ার ফল আজকে পেলাম। আজকে থেকে কোনো পাকিস্তানি রাইডারদের হেল্প তো করবোইনা যদি সুযোগ হয় এর ৩ গুন টাকা আমি উঠাবো ইনশাআল্লাহ। মানবতা দিয়ে দুনিয়া চলে না তা হারে হারে শিখলাম আজকে।

ওকে গাইস, দোয়া চাই সকলের😎
31/12/2024

ওকে গাইস, দোয়া চাই সকলের😎

30/12/2024

আর মাত্র ১ দিন😓😓😓

30/12/2024

রাস্তার ওপার কাস্টমার তাই হেটেই দিয়ে আসলাম অর্ডার🙂

30/12/2024

দেখুন দুবাইতে রাস্তার এপার ওপার যাওয়া আশায় কত ভেজাল😓

মেয়েদের মন😂😂😂😂
28/12/2024

মেয়েদের মন😂😂😂😂

27/12/2024

যত পারেন কাজের অভিজ্ঞতা তৈরী করুন হোক সেটা ছোটো কাজ। জিবনে কোনো না কোনো কাজে আপনার এই অভিজ্ঞতা কাজে লাগবে।

আলহামদুলিল্লাহ 💖জানুয়ারি থেকে অর্ডার ক্যান্সেল হলেও অর্ডারের টাকা পাবো।
27/12/2024

আলহামদুলিল্লাহ 💖
জানুয়ারি থেকে অর্ডার ক্যান্সেল হলেও অর্ডারের টাকা পাবো।

27/12/2024

20 kg চালের বস্তা নিতে গিয়ে হিমসিম খাচ্ছি😢😢

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAydul the DUBAI Rider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAydul the DUBAI Rider:

Videos

Share