Islami Jibon ইসলামি জীবন

Islami Jibon ইসলামি জীবন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islami Jibon ইসলামি জীবন, Video Creator, Dubai.

দেখে নিন আপনিও এর কোনটির অন্তর্ভুক্ত নন তো,,
04/07/2022

দেখে নিন আপনিও এর কোনটির অন্তর্ভুক্ত নন তো,,

আলহামদুলিল্লাহ
05/07/2020

আলহামদুলিল্লাহ

কুরআন ও হাদিসেও হিজাব সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট। হিজাব সব নারীর জন্য অপরিহার্য। বোরখা ও হিজাব পরায.....

স্বামীর ভালবাসা ও প্রীতি অর্জনকরার জন্য মুসলিম নারীদেরকে কিছুমূল্যবান উপদেশঃ(১) বিভিন্ন উপলক্ষে স্বামীর হাতে,কপালে চুম্ব...
16/06/2020

স্বামীর ভালবাসা ও প্রীতি অর্জন
করার জন্য মুসলিম নারীদেরকে কিছু
মূল্যবান উপদেশঃ
(১) বিভিন্ন উপলক্ষে স্বামীর হাতে,
কপালে চুম্বন করা।
(২) স্বামী বাইরে থেকে এলে সাথে
সাথে স্বাগতম জানানোর জন্য দরজায়
এগিয়ে আসা। তার হাতে কোন বস্তু
থাকলে তা নিজের হাতে নেয়ার
চেষ্টা করা।
(৩) সময় ও মেজাজ বুঝে স্বামীর সামনে
প্রেম-ভালবাসা মিশ্রিত বাক্যালাপ
করা। তার সামনে তার প্রশংসা করা।
সম্মান ও শ্রদ্ধা মূলক আচরণ করা।
(৪) স্বামীর পোশাক-আশাকের
পরিচ্ছন্নতার প্রতি বিশেষ খেয়াল
রাখা। (পরিচ্ছন্ন পুরুষ মানেই তার স্ত্রী
পরিস্কার-পরিচ্ছন্ন)। রান্নার ক্ষেত্রে
স্বামী যা পছন্দ করেন তা নিজ হাতে
প্রস্তুত করতে সচেষ্ট থাকা।
(৫) সর্বদা স্বামীর সামনে হাসি মুখে
থাকা।
(৬) স্বামীর জন্য নিজেকে সুসজ্জিত
রাখা। শরীরে দুর্গন্ধ থাকলে বা
রান্না ঘরের পোষাকে তার সম্মুখে
না যাওয়া। মাসিক ঋতুর সময়ও সুসজ্জিত
অবস্থায় থাকা।
(৭) স্বামীর সামনে কখনই নিজের
কন্ঠকে উঁচু না করা। নারীর সৌন্দর্য
তার নম্র কন্ঠে।
(৮) সন্তানদের সামনে স্বামীর প্রশংসা
ও গুণগান করা।
(৯) নিজের এবং স্বামীর পিতা-
মাতা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের
সামনে আল্লাহর কৃতজ্ঞতার সাথে
সাথে স্বামীর প্রশংসা করা ও তার
শ্রেষ্ঠত্ব তুলে ধরা। কখনই তার বিরুদ্ধে
তাদের নিকট অভিযোগ না করা।
(১০) সুযোগ বুঝে স্বামীকে নিজ হাতে
লোকমা তুলে খাওয়ানো।
(১১) কখনো স্বামীর আভ্যন্তরীন গোপন
বিষয় অনুসন্ধান না করা। কেননা পবিত্র
কুরআনের সুরা হুজুরাতের ১৩নং আয়াতে
আল্লাহ্ বলেন, তোমরা কারো গোপন
বিষয় অনুসন্ধান কর না।” আর নবী
(ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
বলেন, তোমরা কারো প্রতি কুধারণা
থেকে বেঁচে থাক। কেননা ধারণা
সবচেয়ে বড় মিথ্যা।”
(১২) স্বামী কখনো রাগান্বিত হলে চুপ
থাকার চেষ্টা করা। সম্ভব হলে তার
রাগ থামানোর চেষ্টা করা। যদি সে
নাহক রেগে থাকে তবে অন্য সময় তার
মেজাজ বুঝে সমঝোতার ব্যবস্থা করা।
(১৩) স্বামীর মাতাকে নিজের পক্ষ
থেকে (সাধ্যানুযায়ী) কিছু হাদিয়া-
উপহার প্রদান করা।
(১৪) সম্পদশালী হয়ে থাকলে স্বামীর
অভাব অনটনের সময় তাকে সহযোগিতা
করা।
(১৫) স্বামীর অনুমতি ছাড়া; কখনই নিজ
গৃহ থেকে বের না হওয়া।
(১৬) স্বামীর নির্দেশ পালন, তার এবং
তার সংসারের খেদমত প্রভৃতির
মাধ্যমে আল্লাহর কাছে প্রতিদানের
আশা করা।
আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের
সকল মুসলিম মেয়েদেরকে মূল্যবান এই
নসীহতগুলো মেনে চলার তৌফিক দাণ
করুক। আমিন
লাইক দিয়ে একটিভ থাকুন পেজ এ।
নইলে আমরা হারিয়ে যাব আপনার ওয়াল পেজ থেকে।

24/05/2020

সারা দেশে চলছে ঈদের উত্সব।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
ঈদ মোবারক।

20/05/2020

করোনাভাইরাস থেকে বাঁচতে আগামী ১ বছরের জন্য ২২ জরুরী পরামর্শ দিয়েছেন ডা. দেবী শেঠি। পরামর্শগুলো সহজ সরল। অবশ্য পালনে মিলবে জীবন!!!

20/05/2020

"১ মিনিটে ফ্রি ঈদ বাজার"
করোনার প্রভাবে পবিত্র ঈদুল ফিতরে কর্মহীন হয়ে যাওয়া মানুষের মাঝে নতুন পোশাক,শিশু বাচ্চাদের জামা কাপড় এবং খাদ্যসামগ্রী বিতরণ।
সৌজন্যেঃ- ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন।

12/05/2020

দুনিয়াটা টাকাওয়ালাদের হতে পারে!!
কিন্তু পরকাল টা ঈমানদারদের জন্য!!

11/05/2020

আজ ১৭ ই রমজান,,, ঐতিহাসিক বদর দিবস 🌹🌹
বদরি সাহাবিদের উছিলায় আমাদের কে মাফ করে দেন❤❤🌹🌹আমিন।

11/05/2020

মায়ের প্রতি ভালোবাসা প্রত্যেকটা দিন 💟
মাকে ভালোবাসতে কোন দিবস টিবস লাগে না 💚💚
💕 মিজানুর রহমান আল আজহারী 💕

আমি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছি :লেখিকা ড্যানিয়েলে লোডুকা ইউরোপিয়ান বংশোদ্ভূত আমেরিকান।পেশায় তিনি শিল্পী। ব্যক্তিজীবনে ...
11/05/2020

আমি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছি :
লেখিকা ড্যানিয়েলে লোডুকা ইউরোপিয়ান বংশোদ্ভূত আমেরিকান।

পেশায় তিনি শিল্পী। ব্যক্তিজীবনে পাঁচ সন্তানের মা। ইসলাম নিয়ে নিয়মিত লেখালেখি করেন।
আমি কখনোই আল্লাহকে খোঁজার গরজ অনুভব করিনি। যখন কিছুই করার থাকত না, তখন কোনো পুরনো বই বা ভবন দেখে সময় কাটাতাম। কখনো কল্পনাও করিনি আমি মুসলমান হব। আমি খ্রিস্টানও হতে চাইনি।
যেকোনো প্রাতিষ্ঠানিক ধর্মের প্রতিই আমার তীব্র বিতৃষ্ণা ছিল। প্রাচীন কোনো গ্রন্থ আমার জীবনযাপনের পথ-নির্দেশ করবে, তা নিয়ে ভাবিইনি।
এমনকি কেউ যদি আমাকে কয়েক কোটি ডলার দিয়েও কোনো ধর্ম গ্রহণ করতে বলত, আমি সরাসরি অস্বীকার করতাম।

আমার প্রিয় লেখকদের অন্যতম ছিলেন বার্টান্ড রাসেল। তার মতে, ধর্ম হলো কুসংস্কারের চেয়ে একটু ভালো, সাধারণভাবে লোকজনের জন্য ক্ষতিকর, যদিও এর ইতিবাচক কিছু বিষয়ও আছে। তিনি বিশ্বাস করতেন, ধর্ম ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি জ্ঞানের পথ বন্ধ করে দেয়, ভীতি আর নির্ভরতা বাড়িয়ে দেয়। তাছাড়া আমাদের বিশ্বের যুদ্ধ, নির্যাতন আর দুর্দশার জন্য অনেকাংশে দায়ী ধর্ম।

আমার মনে হতো, ধর্ম ছাড়াই তো ভালো আছি। আমি প্রমাণ করতে চাইতাম, ধর্ম আসলে একটা জোচ্চুরি। ধর্মকে হেয় করতে আমি পরিকল্পিত কাজ করার কথা ভাবতাম।
হ্যাঁ, সেই আমিই এখন মুসলমান।
আমি ঘোষণা দিয়েই ইসলাম গ্রহণ করেছি। আর সেটা না করে উপায়ও ছিল না। আমি অনুগত হয়েছি, ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছি।

মজার ব্যাপার হলো, যখন ধর্মাবলম্বনকারীদের সাথে বিশেষ করে মুসলমান হিসেবে পরিচয়দানকারীদের সাথে কথা বলতাম, আমি প্রায়ই লক্ষ করতাম, তারা বিশ্বাস করার আকাক্সক্ষা পোষণ করে। তাদের ধর্মগ্রন্থে যতই সাংঘর্ষিক বিষয় থাকুক, ভুল থাকুক, তারা সবকিছু এড়িয়ে দ্বিধাহীনভাবে ধর্মকে আঁকড়ে ধরে। তারা জানে, তারা কী বিশ্বাস করে।

ব্যক্তিগতভাবে আমি কখনো আল্লাহকে খুঁজকে চাইনি, সেই ইচ্ছাও আমার কখনো হয়নি। একদিন আমার এক বন্ধু ইসলামে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বোঝাতে চাইল, আমি ক্ষুব্ধ হলাম।
কোনো মানুষ যখন কিছু বিশ্বাস করতে চায়, তখন তার মধ্যে অনেক সময়ই এমন একটা বোধ সৃষ্টি হয়, যার ফলে সেটা গ্রহণ করার ব্যাপারে আগ্রহ তার মধ্যে তৈরি হয়।

ধর্মের ব্যাপারেও আমার মধ্যে তেমন একটা ধারণার সৃষ্টি হয়েছিল। আমি ধর্মকে স্রেফ একটা বাজে জিনিস হিসেবে বিশ্বাস করতে চাইতাম।
এমন বিশ্বাস কিন্তু কোনো দৃঢ় প্রমাণের ভিত্তিতে হয়, এমন নয়। স্রেফ অনুমানের ওপর গড়ে ওঠে এ ধরনের বিশ্বাস। আমি যখন কোনো ধর্মীয় বই পড়তাম, তখন সেগুলোর প্রতি আমার কোনো পক্ষপাতিত্ব থাকত না, তবে আমার উদ্দেশ্য থাকত তা থেকে ভুল-ত্রুটি বের করা। এর ফলে আমি আমার উদ্দেশ্যের প্রতি অটল থাকতে পারতাম।

আমার কোরআনের পেপারব্যাক অনুবাদটি পেয়েছিলাম বিনা মূল্যে। একদিন দেখলাম, এমবিএ’র কিছু ছেলে কোরআন বিলি করছে। আমি জানতে চাইলাম, এগুলো কি ফ্রি? তারা হ্যাঁ সূচক জবাব দিলে আমি একটা নিয়ে রওনা দিলাম। এসব বইয়ের প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। কেবল ফ্রি পেয়েছিলাম বলে নিয়েছিলাম। তবে আমার উদ্দেশ্য ছিল, বইটা পড়ে আরো কিছু খুঁত যদি পাওয়া যায়, তবে ধর্মটির বিরুদ্ধে ব্যবহার করা যাবে।

আমি যে কপিটা পেয়েছিলাম, সেটির পাতাগুলো মলিন হয়ে গিয়েছিল, অনেক পুরনো ছিল সেটি। কিন্তু আমি যতই পড়তে থাকলাম, ততই বশীভূত হতে লাগলাম। আমি আগে যেসব ধর্মীয় গ্রন্থ পড়েছি, তা থেকে এটা সম্পূর্ণ ভিন্ন। আমি অর্থ সহজেই বুঝতে পারছিলাম। সবকিছুই ছিল স্পষ্ট।

আমার মনে পড়ল, আমার এক বন্ধু যখন আমাকে ইসলামে আল্লাহ কেমন তা বোঝাচ্ছিল, আমি রেগে গিয়েছিলাম, কিন্তু এবার পাতার পর পাতা উল্টে অনেক জায়গায় দেখতে পেলাম তাতে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘অবশ্যই আল্লাহ ক্ষমাশীল, দয়াময়।’
মনে হলো, পবিত্র কোরআন সরাসরি আমার সাথে কথা বলছে, আমার জীবনের সাথে জড়িয়ে আছে।

এটা একটা ‘পুরনো গ্রন্থ’ কিন্তু পুরোপুরি প্রাসঙ্গিক। এর কাব্যিকতা, কল্পনাশক্তি এবং যেভাবে বার্তা পৌঁছে দেয়, তা আমাকে অন্তর থেকে নাড়া দিল। এর অভূতপূর্ব সৌন্দর্য আমি আগে কখনো টের পাইনি। মরুভূমির দমকা হাওয়া যেন সবকিছু উল্টে দিল। মনে হলো আমি যেন কিছু একটার জন্য দৌড়াচ্ছি।

কোরআন আমার বোধশক্তিতে প্রতিক্রিয়া সৃষ্টি করল। নিদের্শনাবলী দেখে তারপর আমাকে চিন্তা করতে, ভাবতে, বিবেচনা করতে বলল। এটা অন্ধ বিশ্বাস প্রত্যাখ্যান করে, কিন্তু যুক্তি ও বুদ্ধিবৃত্তিকে উৎসাহিত করে। কোরআন মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, স্রষ্টাকে স্বীকার করে নিতে বলে, সেই সাথে আধুনিকতা, মানবিকতা, সহমর্মিতার কথা বলে।

অল্প সময়ের মধ্যেই আমার জীবনকে বদলে দেয়ার আগ্রহ তীব্র হয়। আমি ইসলাম সম্পর্কে অন্যান্য বই পড়তে শুরু করলাম। আমি দেখতে পেলাম, কোরআনে অনেক ভবিষ্যদ্বাণী রয়েছে, অনেক হাদিসেও তেমনটা আছে। আমি দেখলাম, পবিত্র কোরআনে অনেক স্থানে নবি মোহাম্মদকে সংশোধন করা হয়েছে। আমার কাছে অদ্ভূত লাগল। এতেই বোঝা যায়, তিনি গ্রন্থটির লেখক নন।

আমি নতুন পথে হাঁটতে শুরু করলাম, পবিত্র কোরআনের জ্যোতি আর নবি মোহাম্মদের দেখানো রাস্তায়। এই লোকটির মধ্যে মিথ্যাবাদির কোনো আলামত দেখা যায়নি। তিনি সারা রাত নামাজ পড়তেন, তাঁকে নির্যাতনকারীদের ক্ষমা করে দিতে বলতেন, দয়া প্রদর্শনকে উৎসাহিত করতেন। সম্পদ আর ক্ষমতা তিনি প্রত্যাখ্যান করতেন, কেবল আল্লাহর দিকেই নিবেদনের বিশুদ্ধ বার্তাই প্রচার করতেন। আর তা করতে গিয়ে নির্মম নির্যাতন সহ্য করেছেন।

সব কিছুই সরল, সহজেই বোঝা যায়। আমাদের সৃষ্টি করা হয়েছে। এই মহাবিশ্বের জটিল আর বৈচিত্র্যময় কোনো কিছুই ঘটনাক্রমে ঘটেনি। তা-ই সাধারণ বিষয় হলো, সেই একজন- যিনি আমাদের সৃষ্টি করেছেন, তাকে অনুসরণ করতে হবে।

কী ঘটতে যাচ্ছে, আমি বুঝতে পারছিলাম না। তবে এটুকু অনুভব করলাম, আমার সামনে যা রয়েছে, তা হলো সত্য। আগে আমি যেটাকে সত্য ভাবতাম, সেটার আর কোনা অস্তিত্ব ছিল না।

এখন কী
আসলে কোনো বিকল্পই ছিল না। আমি যা আবিষ্কার করেছিলাম, তা অস্বীকার করতে পারছিলাম না, অগ্রাহ্য করতে পারছিলাম না। আগের মতোই চলব, এমনটাও ভাবছিলাম সামান্য সময়ের জন্য। সেটাও সম্ভব ছিল না। আমার কাছে পথ খোলা ছিল কেবল একটাই।

ইসলাম গ্রহণ করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না আমার সামনে। অন্য কিছু করা মানেই ছিল সত্যকে অস্বীকার করা।

11/05/2020

২০৭০ সালে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম (আলহামদুলিল্লাহ)😍😍💞💞

মা জীবিত থাকতে মায়ের সেবা করো, মা এমন একটা সম্পদ,,💓💓💓💓💓💓💓যা হারিয়ে গেলে আর পাবে না,,
07/05/2020

মা জীবিত থাকতে মায়ের সেবা করো, মা এমন একটা সম্পদ,,💓💓💓💓💓💓💓
যা হারিয়ে গেলে আর পাবে না,,

07/05/2020

👉 মসজিদ খুলেদেয়া হয়েছে সকলের জন্য শর্তসাপেক্ষে! #শর্তগুলি কী কী জেনে নেই।

07/05/2020

আমাদের সবাইর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত আমি বিশ্বাস করি আল্লাহ ক্ষমাশীল আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে আমিন 👉🤲👈

★★আপনি কি জানেন, কেন আমরা আমাদের প্রতি ওয়াক্ত নামাজে আত্তাহিয়াতু পড়ি?♦আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া।এই দ...
05/05/2020

★★আপনি কি জানেন, কেন আমরা আমাদের প্রতি ওয়াক্ত নামাজে আত্তাহিয়াতু পড়ি?
♦আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া।এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!
♦আত্তাহিয়াতু আসলে, আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ।
♦যা আমাদের মহানবীর ইসরাউল মিরাজ যাত্রার সময় হয়েছি মহান আল্লাহর সাথে!
♦মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি !
তাহলে কি বলেছিল?
♦কারন আমরা মহান আল্লাহকে বলতে পারব না। আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক ! কারন আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল !
💟 মহানবী (সঃ)
আল্লাহকে উদেশ্য করে বলেছিলেনঃ-
আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু
অর্থ:-যাবতীয় সম্মান , যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য ৷
💟উওরে মহান আল্লাহ বলেনঃ-
আসসালা - মু ' আলায়কা আইয়ুহান নাবিইয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া- বারাকাতুহু
অর্থঃ- হে নবী ! আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক ।
💟এতে মহানবী বলেনঃ-
আসসালা - মু আলায়না ওয়া আলা ইবা - দিল্লা - হিছ ছা - লেহীন
অর্থঃ-আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।
💟মহান আল্লাহ এবং মহানবীর এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেনঃ-আশহাদু আল লা - ইলা - হা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আনণা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ।
অর্থঃ-আমি সাক্ষ্য দিচ্ছি যে , আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে , মুহাম্মাদ তার বান্দা ও রাসূল ' ( বুঃ মুঃ ) ।
সুবহানাল্লাহ,
💜এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম, এবার একটু চিন্তা করুন তো এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে!
💚সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ৷৷ 💚

বিয়ে করতে হলে পর্দাশীল নারিকেই করো যে প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে। সুখ শান্তি তো ওই ঘরে আসবে যেই ঘ...
28/04/2020

বিয়ে করতে হলে পর্দাশীল নারিকেই করো যে প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে।
সুখ শান্তি তো ওই ঘরে আসবে যেই ঘরে স্বামি স্ত্রী সবসময় "নামাজ" আাদায় করে?

🕋রমজানে আমাদের কি কি করনীয়??প্লিজ সবাইকে পড়ার জন্য বিশেষ অনুরোধ রইল৷✍মুজ্জাম্মিল হক✍ ✪➤আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃরসূ...
26/04/2020

🕋রমজানে আমাদের কি কি করনীয়??
প্লিজ সবাইকে পড়ার জন্য বিশেষ অনুরোধ রইল৷
✍মুজ্জাম্মিল হক✍
✪➤আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্‌র মর্জি হলে আদম সন্তানের প্রতিটি সৎকাজের প্রতিদান দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বর্ধিত করা হয়।
(সহীহুল বুখারী ১৮৯৪, ১৯০৪)

♥☞মাহে রমজানে আমাদের করনীয় হলো➤✪ বেশি বেশি করে কুরআন তেলওয়াত ও খতম করা৷
✪ অধিক দুরুদ শরীফ পাঠ করা৷
♦সময় পেলেই আল্লাহর জিকির করা৷যেমন-সুবহানাল্লাহ,আল-আমদুলিল্লাহ,আল্লাহু আকবর,লা-ইলাহা ইল্লালাহ ইত্যাদি৷
💟দৈনিক তারাবির নামাজ পড়া।
♥মা-বাবার বেশি করে খেদমত করা৷ ✪গরিব-অসহায়দেরকে বেশি বেশি দান সদকা করা৷{সহিহ বুখারী-১৯০২} সাদ্যানুযায়ী তাদের কে খাদ্য বা ইফতার দেন৷ {রাসুল[সাঃ] বলেছেন,কেউ যদি কোন রোযাদারকে ইফতার করায়,তবে সে রোযাদের রোযার সাওয়াব পাবে৷ এতে রোযাদারের সাওয়াব কমবে না৷ আল-হাদিস}

✪মিথ্যা পরিহার করা৷ মিথ্যা বলা কবিরা গুনাহ৷মিথ্যা মানুষের চরিত্র নষ্ট করে৷
♦সদা সর্বদা সত্য বলা৷ এটা নেক্কারদের গুন৷
✪গালা-গাল না দেওয়া,কেউ গালি দিলে বলবে আমি রোযাদার৷ এবং ঝগড়া-বিবাদ না করা ও অশ্লীলতায় লিপ্ত না হওয়া৷[সহিহ বুখারী-১৯০৪]
♦দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাস না করা৷ তবে রাতে করা বৈধ আছে৷ {সুরা বাকারাহ-১৮৭}
✪হিংসা না করা৷ হিংসা মানুষের সব নেক আমলকে বরবাদ করে৷
♦অহংকার না করা৷ অহংকার কারীকে আল্লাহ পচন্দ করেন না৷[আল-কুরান]
✪ছোট-বড় সবাইকে সালাম ও মুচকি হাঁসি দিয়ে কথা বলা৷[আল-হাদিস]
♦অযথা কথা না বলে চুপ থাকা৷ যতটুকু বললে সাওয়াব আছে ততটুকু বলা৷{শারহুস সুন্নাহ-হা/৩৭০৫}
✪কাউকে ধোকা না দেওয়া৷রাসুল[সাঃ] বলেন,যে ধোকা দেয় সে আমার উম্মত নয়৷{আল-হাদিস}
➤হযরত আবু হুরায়রা[রাঃ] হতে বর্ণিত,জিব্রাইল [আঃ] রাসুল {সাঃ} এর কাছে এসে বললেন,যে ব্যাক্তি তার মাতা-পিতার বা উভয়ের 1জনকে পেল,কিন্তু সে তাদের খেদমত করলো না,সে ধবংস হোক৷◑যে রমজান পেল,কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হোক৷ ◑যে আমার নাম শুনলো,কিন্তু আমার উপর দুরুদ পাঠ করলো না,সেও ধ্বংস হোক৷ আমি বললাম আমিন৷ [তিরমিযী,আদাবুল মুফরাদ-হাদিস নং-৬৫০]
আল্লাহ যেন সবাইকে আমল করার তাওফিক দেয়৷ আমিন

👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
26/04/2020

👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

26/04/2020

মক্কায় গতকাল ইফতারের পর মাগরিবের নামাজের সুরা পড়ার সময় কান্নায় ভেঙে পড়ছে সবাই 😭 এই ভাবে দোয়া চাইছেন প্রধান ইমাম সাহেব, আল্লাহ কবুল করুক আমিন

26/04/2020

কথাগুলো একবার শুনুন,🤲

আর শেয়ার করুন প্লিজ,

25/04/2020

মাশাআল্লাহ সবচাইতে বড় আল কোরআন মসজিদ

24/04/2020

এই বয়সে এত শুদ্ধ উচ্চারণ করে যে সন্তান
কোরআন তিলাওয়াত করতে পারে....
তার বাবা মা তো অনেক সৌভাগ্যবান..😍❤

জীবনের প্রথম রোজা রাখবেন হিন্দু দেখে মুসলিম হওয়া সেই পরিবারটি, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক,,
24/04/2020

জীবনের প্রথম রোজা রাখবেন হিন্দু দেখে মুসলিম হওয়া সেই পরিবারটি, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক,,

হিন্দু ধর্ম ত্যাগ করায় মাঝে মাঝে হিন্দুপাড়া প্রতিবেশি কেউ কেউ হাসাহাসি, কেউ কেউ গালাগালি করেন। কিন্তু মুসলমানদে....

মসজিদ বন্ধ হলে কি হবেমুমিনের নামাজ কখনও বন্ধ হবে নাহ🕋ইনশাআল্লাহ হে আল্লাহ আপনি সকল মুসলমানদের হেফাজত করেন🙏🙏
24/04/2020

মসজিদ বন্ধ হলে কি হবে
মুমিনের নামাজ কখনও বন্ধ হবে নাহ🕋ইনশাআল্লাহ
হে আল্লাহ আপনি সকল মুসলমানদের হেফাজত করেন🙏🙏

23/04/2020

করোনার বিরুদ্ধে লড়তে গিয়ে অনেকটাই বিপর্যস্ত ব্রিটেন। এরইমধ্যে এসে গেল পবি

মাত্র সাত মাসে কোরআনে হাফিজ হলো জকিগঞ্জের আবিদা.....................ফয়ছল আহমদ, বীরশ্রী থেকে। মাত্র সাত মাসের প্রচেষ্টায় ...
23/04/2020

মাত্র সাত মাসে কোরআনে হাফিজ হলো জকিগঞ্জের আবিদা.....................ফয়ছল আহমদ, বীরশ্রী থেকে।
মাত্র সাত মাসের প্রচেষ্টায় পবিত্র কোরআন মজীদ হিফজ সম্পন্ন করে বিরল নজীর স্থাপন করল মেধাবী কন্যা আবিদা আক্তার। সে জকিগনজ উপজেলার বীরশ্রী ইউনিয়নের লিয়াকতপুর গ্রামের কবির আহমদ ও রুমানা বেগমের বড় মেয়ে। ২০১৮ সালে স্থানীয় লিয়াকতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ব্যবসায়ী পিতার একান্ত ইচ্ছায় সিলেটের একটি মহিলা আবাসিক হিফজ মাদরাসায় তাকে ভর্তি করা হয়। সেখানে ৩/৪ মাস অবস্থান করার পর সে বাড়িতে চলে আসে। অদম্য মেধাবী আবিদা তার পিতাকে জানায় যে,সে বাড়িতে পড়ে বেশি হিফজ করতে পারবে। একপর্যায়ে ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে স্থানীয় বীরশ্রী কুতুবিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ জিয়াউর রহমান এর তত্ত্বাবধানে বাড়িতে নিজ উদ্যোগে শুরু হয় তার প্রচেষ্টা। মাত্র সাত মাসের মাথায় গত ২০ এপ্রিল ২০২০ পবিত্র কোরআন মজীদের হিফজ সম্পন্ন করে এই মেধাবী বালিকা।বর্তমানে তার বয়স সাড়ে ১১ বছর।
মেয়ের এই কৃতিত্বে পিতা কবির আহমদ তাঁর আশা পূর্ণ হওয়ায় মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন এবং মেয়ের জন্য সকলের দোআ কামনা করেন।
হিফজের শিক্ষক হাফিজ জিয়াউর রহমান অদম্য মেধাবী ও কঠোর পরিশ্রমী এই মেয়ের প্রখর স্মৃতিশক্তি ও প্রবল আগ্রহের প্রশংসা করেন এবং তার পিতা মাতার অবদানকে উল্লেখ করেন।
হাফিজে কোরআন আবিদা আক্তার বর্তমানে সোনাপুর মাজহারুল উলুম দাখিল মাদরাসার সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত। সে ভবিষ্যতে কোরআন হাদিসে উচ্চ শিক্ষা নিতে আগ্রহী

20/04/2020

মাশাআল্লাহ অসাধারণ তেলাওয়াত💓💓💓💓💓

19/04/2020

মহামারী ভাইরাসের ইতিহাস

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা জিউন চলে গেলেন অারেকজন নক্ষত্র হাফিজ মাওলানা জোবায়ের অাহমদ অানসারী,,
17/04/2020

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা জিউন
চলে গেলেন অারেকজন নক্ষত্র
হাফিজ মাওলানা জোবায়ের অাহমদ অানসারী,,

17/04/2020

#দেখুনঃ করোনায় বিপর্যস্ত আমেরিকার ওহাইও অঞ্চলের মানুষের আর্তনাদ। আল্লাহ আমাদেরকে ভয়াবহ করোনা থেকে রক্ষা করো। 💘 #আমিন।💘

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islami Jibon ইসলামি জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category



You may also like