Hafiz Md Shahed Ahmed

Hafiz Md Shahed Ahmed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hafiz Md Shahed Ahmed, Digital creator, Dubai.

21/07/2024

বর্তমান সময়ের পুলিশেরা কুকুরের মতো খারাপ একথা বলে কেউ কুকুরদের অবমাননা করবেন না প্লিজ

বরং তারা আরো নিকৃষ্ট ।-আল কুরআন
اولئك كالانعام بل هم اضل-القران

DXN সম্পর্কে অনেকেরই ধারণা নেই।DXN কি? এটি ডাইরেক্ট সেলিং বিজনেস। এখানে কী কোনো টাকা ইনভেস্ট করতে হবে? একদম না। ইনভেস্ট ...
03/03/2024

DXN সম্পর্কে অনেকেরই ধারণা নেই।

DXN কি? এটি ডাইরেক্ট সেলিং বিজনেস।
এখানে কী কোনো টাকা ইনভেস্ট করতে হবে? একদম না।

ইনভেস্ট না করে কিভাবে ইনকাম পাওয়া যায়? DXN বিজনেস থেকেই ইনকাম করা সম্ভব।

ইনভেস্ট নেই ইনকাম আছে এসব অসত্য?
সহজ ভাষায় বললে, আপনি মার্কেটে গিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী প্রতি মাসে কিছু পন্য কিনতে হয়, সেইম পন্যগুলি যখন ব্রান্ড পরিবর্তন করে DXN কম্পানি থেকে সরাসরি PV সহ কিনবেন। তখন কম্পানিরন্যগুলি থেকে লাভ করে থাকে,আর সেই লাভের 6%--71% আমাদের দিয়ে থাকে। এখানেই আপনার আমার ইনকাম।

ইনকাম কত আসবে?
আপনার পারসেন্টিস (%) অনুযায়ী প্রথম মাস থেকেই ইনকাম আসবে।

"এখন আপনার সিদ্ধান্ত আপনার লাইফ"

বিশ্বের যে কোনো দেশ থেকে ফ্রী তে ইন্টারন্যাশনাল বিজনেস করতে চাইলে যোগাযোগ করুন।
বিস্তারিত জানতে চাইলে ইনবক্স করুন বা ইমু হোয়া.......
+971528592597

WhatsApp Group Invite

ল্যাও ঠেলা! 🤭🫣এই যে শহিদ মিনারে পুষ্পার্পণ করে আসেন। সেই শহিদ মিনারের 'শহিদ'  আরবি শব্দ, 'মিনার' ফারসি শব্দ। আর 'পুষ্প' ...
26/02/2024

ল্যাও ঠেলা! 🤭🫣
এই যে শহিদ মিনারে পুষ্পার্পণ করে আসেন। সেই শহিদ মিনারের 'শহিদ' আরবি শব্দ, 'মিনার' ফারসি শব্দ। আর 'পুষ্প' সংস্কৃত শব্দ।

এই শব্দগুলোকে বাংলা ভাষায় মেনে নিয়েছে যে প্রতিষ্ঠান 'বাংলা একাডেমি' সেই বাংলা একাডেমির 'একাডেমি' আবার ইংরেজি শব্দ।

এই যে এতগুলো বিদেশি শব্দের ভীড়ে আমি দুয়েকটা ইংরেজি বলতে কমফোর্ট ফিল করি, এটা কারও সহ্য হয় না। চেতনায় উদ্বেলিত হয়ে জামার কলার ধরে বলে, আরে মিয়া ইংরেজি ঢুকাইও না। কমফোর্ট বলছ কেন? আরাম বলো।

এদিকে আরাম আবার ফারসি শব্দ। কী মুসিবতে আছি! এদিকে মুসিবত আবার আরবি শব্দ!এই পোস্ট পড়ে যে কেউ খুশি হবে তারও উপায় নেই , কারণ, পোস্ট ইংরেজি আর খুশি ফারসি শব্দ!

সৌজন্য : অনিন্দ্য সেন

19/02/2024

এখনো ভাতিজা হসপিটালে আছে,,
ভাতিজার জন্য খাস দোয়ার মোহতায।
ভাতিজার জন্য সবাই দোয়া করবেন।

জিবনে অনেক প্রকার শেম্পু ব্যবহার করেছি , কিন্তু ( Dxn ganozi shampoo) ডিএক্সএন গ্যানোজি শেম্পুর মতো এতো ভালো শেম্পু কখনো...
18/02/2024

জিবনে অনেক প্রকার শেম্পু ব্যবহার করেছি , কিন্তু ( Dxn ganozi shampoo) ডিএক্সএন গ্যানোজি শেম্পুর মতো এতো ভালো শেম্পু কখনো ব্যবহার করিনি।
যেটা মাশরুম দ্বারা তৈরি ন্যাচারাল Organic প্রোডাক্ট, আপনি চাইলেও আমার মতো ব্যবহার করতে পারেন।
Dxn number one

আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক, পীর সাহেব বরুনা'র উপকারী মুল্যবান ৫০ টি নসীহতঃ-~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~(১)-দোস্...
18/01/2024

আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক, পীর সাহেব বরুনা'র উপকারী মুল্যবান ৫০ টি নসীহতঃ-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(১)-দোস্ত আহবাবেরা, গুনাহ ছেড়ে দাও।

(২)-কারো দোষ তালাশ করবে না।

(৩)-আল্লাহর নাফরমানী কখনো করবে না।

(৪)-জামাতের সাথে পাচঁ ওয়াক্ত নামায আদায় করবে।

(৫)-এশরাক, আওয়াবীন, নফল ইত্যাদি নিজের উপর লাযিম করে নিবে।

(৬)-সুন্নাত অনুযায়ী নিজের জীবন কাটাবে।

(৭)-মাতা-পিতার সাথে ভাল ব্যবহার করবে।

(৮)-কাহারো গীবত করবে না।

(৯)-ফেৎনা-ফাসাদ থেকে দূরে থাকবে।

(১০)-সর্বদা নিজেকে খারাপ মনে করবে।

(১১)-বাজারে এদিক-সেদিক ঘুরাফেরা করবে না।

(১২)-দ্বীনি কাজের সাথে জড়িত থাকিবে, এর দ্বারা দ্বীনের মুহাব্বাত বৃদ্ধি পাবে।

(১৩)-চায়ের দোকানে বসে আড্ডা দিবে না।

(১৪)-কাউকে গালি গালাজ করবে না।

(১৫)-কাউকে ছোট মনে করবে না।

(১৬)-সময়ের মূল্যায়ন করবে।

(১৭)-বন্ধুদের সাথে ভাল ব্যবহার করবে।

(১৮)-অযথা টাকা খরচ করবে না।

(১৯)-কাহাকেও মিথ্যা অপবাদ দিবে না।

(২০)-কাউকে হিংসা করবে না।

(২১)-যতটুকু সম্ভব হয় কান, মুখ, চক্ষু হেফাজত করবে।

(২২)-প্রত্যেক নামাযের সময় মিছওয়াক করবে।

(২৩)-পাগড়ী বেঁধে নামায পড়বে।

(২৪)-আল্লাহ রাজি হয় সে রকম একটা মুস্তাহাবও ছাড়বে না।
(২৫)-খারাপ মানুষকে বাঘের মত ভয় করবে।

(২৬)-আল্লাহর সাথে কাউকে শরীক করবে না।

(২৭)-সর্বাবস্থায় আল্লাহর জিকির করবে।

(২৮)-এমন কোন কাজ করবে না, যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হয়।
(২৯)-সুন্নাত অনুযায়ী নামায আদায় করবে।

(৩০)-তাহাজ্জুদ ছাড়বে না, তাহাজ্জুদকে নিজের অভ্যাসে পরিনত করবে।

(৩১)-প্রতিদিন অল্প অল্প করে কোরআন শরীফ পড়বে।

(৩২)-কারো সাথে কর্কশ ভাষায় কথা বলবে না।

(৩৩)-কারো সাথে ঝগড়া ফাসাদ করবে না।

(৩৪)-সর্বাবস্থায় নিজেকে সবার চেয়ে ছোট মনে করবে।

(৩৫)-অন্যকে নিজের চেয়ে ভাল মনে করবে।

(৩৬)-দুষ্ট লোকের সাথে কখনো মেলামেশা করবে না।

(৩৭)-এলাকার লোকদেরকে সুন্নতের তা'লীম দিবে।

(৩৮)-অজ্ঞ লোকদের সাথে তর্ক করবে না।

(৩৯)-কারো সাথে দুশমনি রাখবে না।

(৪০)-অযথা কথা-বার্তা বলবে না।

(৪১)-ছোট বড় সমস্ত গুনাহ ছেড়ে দিবো।

(৪২)-লেনদেন ভালভাবে পরিস্কার করবো।

(৪৩)-মুছিবতের সময় সবর করবো।

(৪৪)-কারো প্রতি খারাপ ধারণা করবো না।

(৪৫)-জাহেল লোকের কথার জবাবে চুপ থাকবো।

(৪৬)-প্রথম কাতারে নামায পড়ার চেষ্টা করবো।

(৪৭)-তাকবীরে উলা যেন ছুটে না যায়, সে দিকে লক্ষ্য রাখবো।

(৪৮)-আল্লাহ নারাজ হয় সে রকম একটা মাকরুহ তানজীহও করবো না।

(৪৯)-সুন্নতের বরখেলাফ কোন কাজ করবে না।
রাসূল সা. এর উপর বেশী বেশী দরুদ শরীফ পাঠ করবো।

(৫০) ফুলের বাগানে পানি না দিলে যেমন ফুল আসে না, বাচ্চা না কাঁদলে যেমন মায়ের কোল দেখে না, তদ্রূপ আল্লাহর জন্য না কাঁদলে আল্লাহও বান্দা বলে ডাক দেবেন না।
আল্লাহ আমাদের সবাইকে এ অনুযায়ী আমল করার তাওফিক দান করুন।

আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন।
30/08/2023

আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন।

30/08/2023
28/07/2023

দুবাইর রাস্তা কতো সুন্দর দেখলেই বুঝা যায়,,
Don’t mind আমি ভিডিও করার সময় পাশের একজন গান,,,,,,,,

শুনলে কাজে লাগবে,,, ইনশাআল্লাহ
27/07/2023

শুনলে কাজে লাগবে,,, ইনশাআল্লাহ

কুমারী মেয়ে চেনার সহজ উপায় M***i arif bin Habib new Bangla waz 2023new মুফতি আরিফ বিন হাবিব ২০২৩👉 M***i Arif bin Habib হুজুরের / ধারাবাহিক তাফসির ওয়াজ পে.....

দেশ ও প্রবাসের সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা,,ঈদ মোবারক ২০২৩
28/06/2023

দেশ ও প্রবাসের সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা,,
ঈদ মোবারক ২০২৩

Address

Dubai

Telephone

+971528592597

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafiz Md Shahed Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hafiz Md Shahed Ahmed:

Videos

Share