MD Nasir Uddin 110

MD Nasir Uddin 110 শৈশবের ভালোবাসার মানুষগুলো এখনো খুঁজি।

11/12/2024
11/12/2024
21/08/2024

আমাদের চট্টগ্রামে গর্ব

জীবনকে খুব জটিল মনে না করে যদি একটু সহজ ভাবে তৈরী করতে চান, তাহলে পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।এই ৩৩% নিয়ম ...
16/07/2024

জীবনকে খুব জটিল মনে না করে যদি একটু সহজ ভাবে তৈরী করতে চান, তাহলে পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।

এই ৩৩% নিয়ম ব্যবহার করে আপনি সহজেই আপনার জীবনকে অনেকটা সমৃদ্ধশালী এবং সুশৃংখল তৈরি করতে পারবেন।

তাত্ত্বিক বিদ্যা এবং প্রায়োগিক বিদ্যার মধ্যে অনেক পার্থক্য আছে, তাই শুধুমাত্র জ্ঞান গ্রহণ করলে হবেনা সে গুলোকে বাস্তবে প্রয়োগ করতে হবে।

১. আপনি যে অবস্থানে আছেন তার থেকে নিচের ধাপের মানুষজনের সাথে ৩৩% সময় ব্যয় করুন। এই মানুষজনকে আপনি সাহায্য করুন দেখবেন এতে আপনি আপনার আত্মতৃপ্তিকে খুঁজে পাবেন।

২. আপনার সমতুল্য মানুষজনের সাথে ৩৩% সময় ব্যয় করুন, যেমন: আপনার বন্ধু-বান্ধব এবং যাদের কাছ থেকে আপনি প্রভাবিত হচ্ছেন দেখবেন, এতে আপনার একঘেয়েমিতা এবং একাকীত্বতা দূর হয়ে যাবে এবং কাজকর্মে অনুপ্রাণিত হবেন।

৩. আপনার থেকে বয়সে বিশ, পঁচিশ বছর বড় এবং অভিজ্ঞ ব্যক্তিবর্গের সাথে ৩৩% সময় ব্যয় করুন, দেখবেন জীবন সম্পর্কে খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন এবং সত্তিকারের সমৃদ্ধি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন।

আমি রাশেদুল ইসলাম কোন গল্প এবং কাহিনীতে বিশ্বাস করিনা, বাস্তবসম্মত কনটেন্ট এবং শিক্ষনীয় কনটেন্ট নিয়মিত এই প্লাটফর্মে পাবলিশ করে যাব আর বিশেষ করে বিজনেস রিলেটেড কনটেন্টগুলো নিয়মিত আমি এই প্লাটফর্মে পাবলিশ করে যাব।

আমার কনটেন্ট গুলো ভাল লাগলে আপনারা শেয়ার করবেন ( জ্ঞান বিতরণ করলে কমবে না বরঞ্চ চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে) এবং একটি আপভোট দিয়ে আমাকে উৎসাহিত করুন যাতে আমি পরবর্তীতে আরো ভালো কনটেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।

পোষ্টের নিচে মন্তব্যর সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের আমি অবশ্যই আশা করি পোস্টগুলোর বিষয়বস্তু গুলো যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই সেখানে মন্তব্য করুন অথবা আমাকে মেনশন করুন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের এই বিষয় সর্ম্পকে অনেক আগ্রহ আছে।

ধন্যবাদ 🙏

“ভালোবাসার মানুষকে কাঁদাতে নেইকারণ সে একটু ভাল থাকার জন্য তোমাকে বেঁচে নিয়েছে”
16/07/2024

“ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই
কারণ সে একটু ভাল থাকার জন্য তোমাকে বেঁচে নিয়েছে”


16/07/2024

“না যেনে প্রিয় মানুষটা কে ভূল বুঝো না
হয়তো আড়ালে সেও তোমার জন্য কাদে”


Admin

16/07/2024

“সব ইচ্ছা কি আর পূরণ হয়!
মাঝে মাঝে অপূর্ণতা নিয়ে বাচতে হয়”


16/07/2024

“বোকা মানুষ গুলো কাউকে ঠকাতে পারে না,
তারা শুধু অভিমান করে যায়”


15/07/2024

💙 হয়তবা আমি তোমাকে সত্যটা বলতে পারব না। সত্য কথাটি হলো,,,, তুমি আমার শুধু ভালোবাসার মানুষই নও। তুমি আমার প্রথম এবং আমার শেষ ভালোবাসা।।।
#সম্মান # mdnasiruddin110

13/07/2024


বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়,জীবনের পাতা তার থেকে অনেক বেশিকিছু শিখিয়ে দিয়ে যায়।
11/07/2024

বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়,
জীবনের পাতা তার থেকে অনেক বেশি
কিছু শিখিয়ে দিয়ে যায়।

11/07/2024

সফল একদিন আমি ও হব ইনশাআল্লাহ

10/07/2024

ভালোবাসার মানুষ গুলো কই

Address

Dubai

Alerts

Be the first to know and let us send you an email when MD Nasir Uddin 110 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Nasir Uddin 110:

Videos

Share