সাম্প্রদায়িক ভারতে চলছে আল্লার ঘর মসজিদ ভাঙ্গার উৎসব !! আল্লাহ কোন জাতিকে ছাড় দেন, ছেড়ে দেন না !! কওমে লুত, কওমে সামুদ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে পৃথিবী বাসীর জন্য আজও উদাহরণ রেখে দিয়েছেন। কওমে হিন্দু এবং ভারতকে আল্লাহ ধ্বংস করতে সেকেন্ডের ব্যাপার মাত্র !! এমনিতেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস "গাজওয়াতুল হিন্দ" সংঘটিত হবে এবং এই যুদ্ধের শহীদ এবং গাজীরা বদর যুদ্ধের শহীদ এবং গাজীর মর্যাদা পাবে। ভারতে সেই যুদ্ধের গ্রাউন্ড তৈরি হচ্ছে। ইনশা আল্লাহ বেঁচে থাকলে সেই যুদ্ধের সৈনিক হবোই হবো ইনশা আল্লাহ।
এই নেন যারা রাস্তায় লাফালাফি করতে চান আর ফেসবুকে আন্দোলন চাঙ্গা রাখতে চান !! আপনাদের নেতা কি বলে শুনুন 😜😜
সন্ত্রাস লীগকে সেনাবাহিনীর ফ্যাদানি !!
অনেক প্রাসঙ্গিক একটা বক্তব্য, শিবিরের দায়িত্বশীল আর জামায়াতের সদস্য হলেই বড় চেয়ারের মালিক হয়ে যায় !!! বাস্তব কাজের কোন অভিজ্ঞতা না নিয়ে বড় বড় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এমডি হয়ে কোটি কোটি মানুষকে ফকির বানিয়ে দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।
দায়িত্বশীলদের মানসিকতার পরিবর্তন করতে হবে। যতটুকু যোগ্য ততটুকুতেই চেষ্টা করতে হবে। যেকোনো কিছু শুরুতে চাকরির মানসিকতা থাকতে হবে, মালিক হয়ে গেলে হবেনা।
ওগো ক্বাবার মালিক শোন আর্জি আমার, আমাকে দিও তুমি শহীদি মরণ।