RS Roni

RS Roni আল্লাহু আঁকবার

আলহামদুলিল্লাহ মধ্য নড়াপাড়া তিনতলা বিশিষ্ট জামে মসজিদের নির্মাণ কাজ চলতেছে প্রবাসী ও দেশবাসী সকলের কাছে আর্থিক সহযোগিত...
01/06/2024

আলহামদুলিল্লাহ মধ্য নড়াপাড়া তিনতলা বিশিষ্ট জামে মসজিদের নির্মাণ কাজ চলতেছে প্রবাসী ও দেশবাসী সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি।

26/01/2024

পালিয়ে বিয়ে করার ব্যাপারে হাদিস।
، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ نِكَاحَ إِلاَّ بِوَلِيٍّ ‏"‏ ‏
আবু মুসা (রাঃ) থেকে বর্ণিত।
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ অভিভাবক ব্যতীত বিয়ে সম্পন্ন হতে পারে না।
এই হাদিস থেকে বুঝা যাই পালিয়ে বিয়ে করা হালাল নয়।
আল্লাহ তায়ালা আমাদের হালাল ভাবে বিবাহ করার তাওফিক দান করুন আমিন।

25/01/2024

‘‘কিয়ামতের দিন বান্দা সেই অবস্থায় পুনরুত্থিত হবে, যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে।’’ [ইমাম মুসলিম, আস-সহিহ: ৭১২৪]

আমাদের মৃত্যু যদি হয় গান শুনতে শুনতে কিংবা মুভি দেখতে দেখতে, তাহলে সেভাবেই আমাদেরকে মৃত্যুর পর পুনরুত্থিত করা হবে।

একবার একজন সাহাবি হজ করছিলেন। আরাফার মাঠে হঠাৎ উটের পীঠ থেকে পড়ে মারা যান। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ব্যাপারে বলেন, আল্লাহ তাকে তালবিয়া (হজের বিশেষ যিকর) পাঠরত অবস্থায় ওঠাবেন।
[ইমাম বুখারি, আস সহিহ: ১২৬৬)

আল্লাহ তাআলা আমাদের সকল কে সহীহ দ্বিনের পথে কবুল করুন ও নেক হায়াত দান করুন।মুসলমান ভাই ও বোনেরা সব সময় আল্লাহর জীকির করতে থাকেন আপনাকে আল্লাহ কবর থেকে সে অবস্থায় তুলবেন।

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when RS Roni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share