13/10/2024
সরকারের কাছ থেকে জনগণ অ্যাকশন দেখতে চেয়েছিলো। কিন্তু দেখা যাচ্ছে তারা কচ্ছপের গতিতে কাজ করছে। সাবের ও মান্নানের মুক্তির মাধ্যমে আ.লীগের প্রতি তাদের সহানুভূতি প্রকাশ পেয়েছে।
২ মাস পেরিয়ে গেলেও আ.লীগের সন্ত্রাসীদের ধরার ব্যাপারে তারা উদাসীন। প্রায় ১৫০০ শহীদ, ৩০০০০ আহত। কিন্তু এখনো পর্যন্ত হাইকমান্ডের ১৫ জন আর নেতাকর্মীদের ৩০০ জনও গ্রেফতার হয়নি। শেখ পরিবারকে সেইফ এক্সিট দেওয়া হয়েছে। ওবায়দুল কাদেররা পালিয়ে গিয়েছে।
গণহত্যার সাথে সরাসরি জড়িত ও নির্দেশদাতাদের দেশে ফিরিয়ে এনে বিচার না করলে,এই দেশের বিপ্লবী জনতা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আ.লীগকে গণহত্যার দায় থেকে দায়মুক্তির জন্য দায়ী করে রাখবে। এই দেশের জনগণ যেমন মাথায় তুলে নাচতে জানে, প্রত্যাশা পূরণ না হলে মাথা থেকে ধপাস করে ফেলতেও জানে। সুতরাং জনপ্রত্যাশা পূরণ করুন, এতে আপনারা ইতিহাস হয়ে থাকবেন।