যেই রাতে আকাশে কোন তারা জ্বলেনি
যেই রাতে আকাশে জ্যোছনায় বাধ ভাঙ্গেনি
যেই রাতে হাওয়ারা গুনজনে কথা বলেনি
যেই রাতে মেঘেদের ঝর্ণা ঝরেনি
যেই রাতে তুমি কোন রজনী খুজোনি
যেই রাতে স্বপ্নরা মন ছবি আঁকেনি
আমি সেই রাতের পাখি..............
তোমা হতে আমার ভিন্ন সময়ে বসবাস
মেঘ ছাই হওয়া প্রহরে বিনিদ্র রজনী
তোমা হতে ভিন্ন সময়ের কথা বলে ।
বিষাক্ত কোন অনুভূতি নয়
কতকগুলো ঝাপসা স্মৃতির ছুটোছুটি
এই আমাকে নিশ্চল করে যায়
স্থবির সেই অনুভূতিতে সময় আটকে পড়ে
অচল গহব্বরের অসীমতায় ।
কষ্টের নয়, ব্যাথাতুর নয়
কোনো কান্না ভেজা ছবি নয়,
কতকগুলো শূন্য অনুভূতি
নিষ্পল চোঁখের কোণে
দু-ফোঁটা জল হয়ে গড়ায় ।#islamic #islam #muslim #islamicquotes #allah #quran #muslimah #islamicpost #allahuakbar #deen #islamicreminders #sunnah #makkah #dua #ramadan #hijab #love #alhamdulillah #islamicreminder #instagram #jannah #prophetmuhammad #muslims #muhammad #pakistan #islamicart #namaz #madinah #madina #quotes
যেই রাতে আকাশে কোন তারা জ্বলেনি
যেই রাতে আকাশে জ্যোছনায় বাধ ভাঙ্গেনি
যেই রাতে হাওয়ারা গুনজনে কথা বলেনি
যেই রাতে মেঘেদের ঝর্ণা ঝরেনি
যেই রাতে তুমি কোন রজনী খুজোনি
যেই রাতে স্বপ্নরা মন ছবি আঁকেনি
আমি সেই রাতের পাখি..............
তোমা হতে আমার ভিন্ন সময়ে বসবাস
মেঘ ছাই হওয়া প্রহরে বিনিদ্র রজনী
তোমা হতে ভিন্ন সময়ের কথা বলে ।
বিষাক্ত কোন অনুভূতি নয়
কতকগুলো ঝাপসা স্মৃতির ছুটোছুটি
এই আমাকে নিশ্চল করে যায়
স্থবির সেই অনুভূতিতে সময় আটকে পড়ে
অচল গহব্বরের অসীমতায় ।
কষ্টের নয়, ব্যাথাতুর নয়
কোনো কান্না ভেজা ছবি নয়,
কতকগুলো শূন্য অনুভূতি
নিষ্পল চোঁখের কোণে
দু-ফোঁটা জল হয়ে গড়ায় ।#islamic #islam #muslim #islamicquotes #allah #quran #muslimah #islamicpost #allahuakbar #deen #islamicreminders #sunnah #makkah #dua #ramadan #hijab #love #alhamdulillah #islamicreminder #instagram #jannah #prophetmuhammad #muslims #muhammad #pakistan #islamicart #namaz #madinah #madina #quotes
এই ভরদুপুরে যখন আমার বুক
বিরান পথের মতো খাঁ খাঁ, যখন আমার ধূসর
দৃষ্টিময় চোখ ফেটে জল ঝরতে চাইছে, যখন
তোমার বিচ্ছেদে আমি কাতর, নতুন করে মনে হলো
তোমাকে আমার খুব প্রয়োজন ছিল
অনেক অনেক বছর আগেই,
যেমন কৃষকের প্রয়োজন ফসলের ঢেউ খেলানো
ক্ষেতের, যেমন কবির প্রয়োজন দ্যুতিপ্রতিম
প্রেরণার, যেমন বিপ্লবীর প্রয়োজন
আলো বিকিরণকারী আদর্শের, যেমন পিপাসার্ত
পথিকের শীতল জল, যেমন অন্ধের
জ্যোতির ঝলক, যেমন মিছিলের
অগ্রযাত্রার জন্যে প্রয়োজন হিল্লোলিত নিশানের।
তুমি আমার হৃদয়ের কদমতলায়
পা রাখার অনেক আগে
ঘুরেছি এখানে সেখানে, হেসেছি খেলেছি
অনেক রঙিন পুতুলের সঙ্গে, অথচ আমার অজান্তে
আমি তোমাকেই খুঁজছিলাম অবচেতনের
কানন –পথে। সেই সব পতুলের
কারো কারো রঙ চটে গ্যাছে
সহজেই, কেউ কেউ ভেঙে লুটিয়ে পড়েছে ধুলোয়,
কারো কারো মন বসেনি খেলায়,
ফলত হয়েছে উধাও আমার চোখে ধুলো ছড়
#reels videoএকজন শিক্ষাগুরু তার ছাত্রকে নিয়ে ফসলি জমির আইল ধরে হাঁটছিলেন। চলতে চলতে তারা একজোড়া পুরাতন জুতা দেখতে পেলো। তারা বুঝতে পারলো জুতাজোড়া কোনো গরিব কৃষকের। হয়তো সে পাশেই কোনো জমিতে কাজ করছে। কিছুক্ষণ পরেই হয়তো কাজ শেষ হলে তা নিয়ে যাবে।
:
ছাত্রটির মাথায় দুষ্টবুদ্ধি চেপে বসলো। সে তার গুরুকে বললো, উস্তাদজি! আমি যদি সেই কৃষকের সাথে মজা করে তার জুতোজোড়া লুকিয়ে রাখি তাহলে কেমন হবে? সে যখন এসে তার জুতা পাবে না তখন তার আচরণ কেমন হয় তা দেখবো। দূর থেকে মজা নিবো!!
:
বিজ্ঞগুরু বললেন, কাউকে অনর্থক কষ্ট দেয়া উচিৎ নয়। বাপু! তুমিতো ধনী বাবার সন্তান। তুমি চাইলে এই কৃষকের মাধ্যমে নিজের জন্য সৌভাগ্যের দ্বারকে খুলতে পারো। তার জুতাজোড়ার মাঝে কিছু টাকা গুঁজে রেখে লুকিয়ে লুকিয়ে তার চেহারার দ্বীপ্তি দেখতে পারো।
:
ছাত্রটি উস্তাদের গভীর প্রজ্ঞার পরিচয় পেয়ে আশ্চর্য হলো। উস্তাদে
#reels videoতুমি তো জানতে জ্বলন্ত তাপে
আমি তোমার বিরহের জ্বালায়
জ্বলেছি, বেগুনী রঙ ধারন করেছিলাম বেদনার ভারে।
দুঃখের পাহাড় সব একটা একটা
করে পেরিয়ে গিয়েছি কি অবলীলায়
তুমি জানতেও চাওনি।
বছরের পর বছর চলে গ্যাছে
পাশাপাশি হাঁটিনি, ভুলেছো কি সব?
শংখচিলের ডানায় ভেসে গ্যাছে হৃদয়ের সব অভিমান, সব চাওয়া
তবুও তুমি আর আমি ছিলাম,
আছি, রইবো চিরদিন পাশাপাশি।। ##gym #fitness #workout #fit #fitnessmotivation #bodybuilding #motivation #gymmotivation #training #gymlife #muscle #health #fitfam #lifestyle #sport #personaltrainer #fitnessmodel #crossfit #exercise #love #healthy #healthylifestyle #instagood #strong #instagram #weightloss #instafit #fitnessaddict #fitnessjourney #cardio
#reelsvide#আমারেই পাবে তুমি।
তাহাদের ভীরে। #viralchallenge
#জিবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার।
হঠাৎ মেঠো পাই যদি আমি তোমারে আবার। #rels#video
#reels video #তবু এই পৃথিবীর সব আলো একদিন নিভে গেলে পরে,
পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে যখন,
মানুষ র’বে না আর, র’বে শুধু মানুষের স্বপ্ন তখনঃ
সেই মুখ আর আমি র’বো সেই স্বপ্নের ভিতরে।
#reels video #পরিশ্রম ধৈর্য্য আর অপেক্ষা সফলতার মূল চাবিকাঠি
##reels video #তবু এই পৃথিবীর সব আলো একদিন নিভে গেলে পরে,
পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে যখন,
মানুষ র’বে না আর, র’বে শুধু মানুষের স্বপ্ন তখনঃ
সেই মুখ আর আমি র’বো সেই স্বপ্নের ভিতরে।