V I D E O

V I D E O Thank you for staying with me. ❣️

Sharing my thoughts, Enjoying the simple pleasures of life.Life’s a journey; enjoy the ride.Turning dreams into reality .☁️
Living, loving, and learning 📖
Try to making life beautiful in my own way .

(নারী ফুটবল প্রসঙ্গ) কোচ বাটলারের সাথে নারী ফুটবলারদের ইস্যু নতুন  দিকে মোড় নিলো। বাফুফে যখন বাটলারের সাথে রিনিউ করলো তখ...
30/01/2025

(নারী ফুটবল প্রসঙ্গ)

কোচ বাটলারের সাথে নারী ফুটবলারদের ইস্যু নতুন দিকে মোড় নিলো। বাফুফে যখন বাটলারের সাথে রিনিউ করলো তখন মনে হয়েছে ফুটবলারদের সাথে কোচের দুরত্ব কমেছে, সমস্যার সমাধান হয়েছে। তবে নারী ফুটবলাররা এতো অল্পতে থেমে গেলে উদ্দেশ্যে তো আর পূরণ হবে না।

ফুটবলারদের বিশাল প্রেস রিলিজের পুরোটাই পড়লাম। ৬টা স্পেসিফিক রিজন মেনশন করলো ফুটবলাররা তবে সেগুলোকে খুবই হাল্কা মনে হয়েছে এবং রিজন গুলো পড়ে মনে হলো এগুলো জাস্ট বলার জন্যই বলা। মানে মিডিয়াকে কিছু কারন দেখাতে হবে নিজেদের অবস্থানের পক্ষে সেজন্য তড়িঘড়ি করে কিছু পয়েন্ট নোট ডাউন করেছে।

কোচ ম্যাচে কাদের স্টার্টিং লাইন আপে রাখবে, কয়টা সাবস্টিটিউশন ব্যবহার করবে, কাকে সাব ইন করবে সেটাও ফুটবলাররা ঠিক করে দিবে? ফুটবলারদের মনমতো না হলেই কোচ খারাপ? কোচ ফিটনেস নিয়ে কথা বললেই সেটা বডি শ্যামিং হয়ে যাবে?

কোচ বাটলারকে নিয়ে মেয়েদের এতো অভিযোগ সেগুলো কী বাফুফে জানতো নাহ? জানতো। এবং বাফুফের কাছে কোচের এক্টিভিটিস গুলো ইতিবাচক ভাবে নিয়েছে বলেই তো রিনিউ করেছে। তাহলে মেয়েরা বাফুফের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোচ হঠানোর কথা বলে কীভাবে?

দেখুন, সবই সিন্ডিকেটের কারিশমা। কোনো বিশেষ গোষ্ঠী চায় না বাটলার কোচ হিসেবে থাকুক বা বিদেশি কেউ আসুক। সেজন্যই এতসব নাটক। যার শুরুটা হয়েছিল সাফের সেই টিকটক স্টেটমেন্ট দিয়ে।

বাফুফে কী ফুটবলারদের সাথে তাল মেলায় নাকি যৌক্তিক সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়। তবে আমরা চাই দেশের ফুটবলের জন্য যেটা ভালো হবে সেদিকেই হাটুক বাফুফে। তারজন্য যদি কড়া পদক্েপ নিতে হয় তাহলে সেটাই হোক।


09/01/2025

Dhaka capitals ❌
Dhaka fixing Team ✅


আমি মেনে নিলাম এখানে যদি যাত্রী দোষ করেছে মধ্যেখানে ব্যাগগুলো রেখে,অনেকে অনেক দিন পর নিজ দেশে আসে অনেক আবেগ কাজ করেছে সে...
09/01/2025

আমি মেনে নিলাম এখানে যদি যাত্রী দোষ করেছে মধ্যেখানে ব্যাগগুলো রেখে,অনেকে অনেক দিন পর নিজ দেশে আসে অনেক আবেগ কাজ করেছে সেজন্য হয়তো যাত্রী চলাচলের জায়গাতে সাময়িক বাধাগ্রস্ত হয়েছে । তবে এইভাবে যাত্রীকে সিকিউরিটি বা বিমান বাহিনীর সদস্যরা মিলে এরেস্ট করতে পারত?কিন্তু এভাবে রক্তাক্ত করা উচিত হয় নাই।পাবলিকের সামনে ,এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট?

একজন মানুষ যতই উশৃংখল হোক তিনজন মানুষ ট্রেনিং প্রাপ্ত চাইলেই কিন্তু দমাতে পারে হাত না তুলে।

এখানে যাত্রীর ও ভুল আছে সেটা আমি মেনে নিলাম কিছু সময়ের জন্য কিন্তু একজন সরকারি কর্মকর্তা থেকে এটাও আশা করা কাম্য নয়।বিমান বাহিনীর সদস্যরা চাইলে আরেকটু প্রফেশনাল হয়ে বিষয়টা হ্যান্ডেল করতে পারত।
একজন প্রবাসী হিসাবে আরেক প্রবাসী ভাইয়ের অপমানের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
#প্রবাসী
#বাংলাদেশ
#যাত্রীহয়রানি
#বিমানবন্দর
#ঢাকা

"ভালো শুরু, দুর্বল শেষ—এটাই যেন সিলেটের আজকের গল্প। শক্তিশালী দল এবং ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও সহজ ম্যাচ হারানো সত্যি...
31/12/2024

"ভালো শুরু, দুর্বল শেষ—এটাই যেন সিলেটের আজকের গল্প। শক্তিশালী দল এবং ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও সহজ ম্যাচ হারানো সত্যিই হতাশাজনক। ভালো বোলিংয়ের পর ছন্দ হারিয়ে ফেলা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগাতে না পারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই হার থেকে শিক্ষা নিয়ে দল যেন আরও শক্তিশালী হয়ে ফিরে আসে, সেটাই প্রত্যাশা।
Sylhet Strikers আমরা তোমাদের পাশে আছি!"




25/12/2024

সবচেয়ে কাছের বলতে আমি আল্লাহ্ বুঝি।যাকে সুখে দুঃখে সবসময় কাছে পাওয়া যায়।

মেহজাবিন মূলত ইচ্ছেকৃতভাবে করেছে জঘন্য কাজটা!তার সিনেমার বিজ্ঞপ্তি হিসেবে!মেহজাবিন চেয়েছিল পজিটিভ হোক বা নেগেটিভ হোক আমা...
18/12/2024

মেহজাবিন মূলত ইচ্ছেকৃতভাবে করেছে জঘন্য কাজটা!তার সিনেমার বিজ্ঞপ্তি হিসেবে!মেহজাবিন চেয়েছিল পজিটিভ হোক বা নেগেটিভ হোক আমার সিনেমা আলোচনায় আসলে হইছে!এতে হলের দর্শক পাবো!
বিষয়টা খুব অদ্ভুত না!এরা বলে আবার মানুষের আইডল!
আমার কলেজের একজন স্যার প্রায়ই বলতেন, "তোমরা সোশাল মিডিয়ায় যাদের সেলেব্রিটি ভাবো এদেরকে কখনোই জীবনের কোনো সময়েই আইডল বানাবে না। করণ এদের মূল্যবোধ একেবারেই নেই,এরা টাকা আর ফেইমের জন্য সবচেয়ে জঘন্য কাজটাও ঢোল পিটিয়ে করতে পারবে।"

মালতী সিনেমা বয়কট করুন!






#মেহজাবিন
#মেহজাবীন

03/12/2024

আপনি কোন দলের সেটা বিষয় না

এই মুহুর্তে কট্টর ভারত বিরোধী মানেই আপনি দেশপ্রেমিক। ❤️

ফেসবুক রিচের ম্যাজিক ফর্মুলা: পর্ব ১"নিয়মিত পোস্টের গোপন রহস্য"🔔 "আপনার পোস্ট কেন ভাইরাল হচ্ছে না?"অনেক কষ্ট করে পোস্ট ...
01/12/2024

ফেসবুক রিচের ম্যাজিক ফর্মুলা: পর্ব ১
"নিয়মিত পোস্টের গোপন রহস্য"
🔔 "আপনার পোস্ট কেন ভাইরাল হচ্ছে না?"
অনেক কষ্ট করে পোস্ট করেন, কিন্তু লাইক-কমেন্ট তো দূরের কথা, মানুষ দেখছেই না?
চিন্তার কিছু নেই! আজ এমন একটি সহজ রহস্য শেয়ার করব, যা আপনার পোস্টের রিচ বাড়াতে সাহায্য করবে।
নিয়মিত পোস্ট কেন জরুরি?
🎯 ধরুন, আপনি একটা দোকান খুললেন, কিন্তু বেশিরভাগ সময় সেটি বন্ধ থাকে। কী হবে?
1.মানুষ আপনার দোকান ভুলে যাবে।
2.বিক্রির সুযোগ হারাবেন।
ফেসবুকে ঠিক একই ঘটনা ঘটে। নিয়মিত পোস্ট না করলে, ফেসবুকের এলগরিদমও আপনার কনটেন্ট দেখানো কমিয়ে দেয়।
👉 নিয়মিত পোস্ট মানে শুধু অ্যাক্টিভ থাকা নয়। এটি আপনার ব্র্যান্ডকে অডিয়েন্সের সামনে বারবার নিয়ে আসে, যা পরিচিতি বাড়াতে সাহায্য করে।
কীভাবে নিয়মিত পোস্ট করবেন?
📅 একটি কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করুন:
সপ্তাহে ৩-৫টি পোস্টের পরিকল্পনা করুন।
পোস্টের ধরন হতে পারে: পণ্যের ছবি, ভিডিও, রিভিউ, বা ট্রেন্ডিং বিষয়।
🕒 সঠিক সময়ে পোস্ট করুন:
অডিয়েন্স কখন বেশি সক্রিয় তা দেখে নিন (Meta Insights থেকে সহজেই জানতে পারবেন)।
📌 পোস্ট শিডিউল করুন:
Meta Business Suite ব্যবহার করে সময়মতো পোস্ট করতে পারেন।
বাস্তব উদাহরণ:
1.মেয়েদের ব্যাগ বিক্রি করেন?
প্রতি সপ্তাহে একটি প্রোডাক্ট ফটো পোস্ট করুন।
একটি ভিডিও বানান, যেখানে ব্যাগ ব্যবহার করার সুবিধা দেখানো হবে।
একটি পোল চালান: "কোন কালারের ব্যাগ আপনার বেশি পছন্দ?"
2.হাতের তৈরি কেক বিক্রি করেন?
একটি সহজ রেসিপি শেয়ার করুন।
কাস্টমারদের রিভিউ বা তাদের ছবি পোস্ট করুন।
বিশেষ অফারের ঘোষণা দিন।
নিয়মিত পোস্টের সুবিধা:
✅ আপনার অডিয়েন্সের সঙ্গে সম্পর্ক তৈরি হয়।
✅ এলগরিদমে আপনার পোস্ট গুরুত্ব পায়।
✅ ব্র্যান্ডের ভিজিবিলিটি বাড়ে।
শেষ কথা:
সফল হওয়ার গোপন রহস্য হলো ধারাবাহিকতা। নিয়মিত পোস্ট করুন এবং আপনার অডিয়েন্সের মনের গভীরে জায়গা করে নিন।
পরবর্তী পর্ব:
📌 "ভালো কনটেন্টের জাদু: অডিয়েন্সকে মুগ্ধ করার উপায়"
এই পর্বে শিখবেন কীভাবে কনটেন্ট দিয়ে আপনার রিচ বাড়াবেন। অপেক্ষায় থাকুন!
নেক্সট পোস্টের জন্য Nishu4shaku ও V I D E O পেজটি ফলো দিয়ে রাখুন।

29/11/2024

আতিফ আসলাম কনসার্ট ❌
প্রেমিক প্রেমিকার মিলনমেলা ✅

23/10/2024





With eyes on the 🏆 at Dubai's Museum of the Future 👀 A historic final awaits at the Women's   2024 🇿🇦🇳🇿  Photo credit - ...
19/10/2024

With eyes on the 🏆 at Dubai's Museum of the Future 👀

A historic final awaits at the Women's 2024 🇿🇦🇳🇿


Photo credit - ICC T20 World Cup

BPL Draft 2025
14/10/2024

BPL Draft 2025


10/10/2024

আমাদের বাসার ছাদ বাগান।
ভিডিও ক্রেডিট - বিশেষ কেউ। 👌🫶
#ছাদবাগান

06/10/2024

first live In tiktok 😲. | Check out shahrukh islam LIVE videos on TikTok! Watch, follow, and discover the latest content from shahrukh islam.

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when V I D E O posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share