JASIM নিওমিত ভিডিও পেতে আমাদের পেইজ টি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ
(1)

25/07/2023
পশ্চিম আফ্রিকার দেশ গিনির এই 'মহিলা পীরের' নাম "সায়্যাদা ফান্তা সাঙ্গারে"। বিভিন্ন উপায়ে তার ঐশ্বরিক ক্ষমতা প্রদর্শন কর...
11/07/2023

পশ্চিম আফ্রিকার দেশ গিনির এই 'মহিলা পীরের' নাম "সায়্যাদা ফান্তা সাঙ্গারে"। বিভিন্ন উপায়ে তার ঐশ্বরিক ক্ষমতা প্রদর্শন করে থাকে সে ভক্ত মুরিদদের কাছে!
সেই পীর দেখিয়েছে, পানির উপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে, অথচ জায়নামাজ পানিতে ডুবছেনা!
তার এই ঐশ্বরিক ক্ষমতা দেখে তার অনেক নতুন নতুন ভক্ত-মুরিদ হতে থাকে। তার ধর্ম ব্যবসাও ফুলে ফেঁপে রমরমা হতে থাকে। কিন্তু তার এরকমের ভেল্কিবাজিতে একসময় অনেকের মনে সন্দেহের বীজ গজাতে থাকে।
একদিন কিছু যুবক তাকে চ্যালেঞ্জ করে সমুদ্রের জলে নেমে দেখতে পান, ওই "মহিলা পীর" সমুদ্রের অগভীর অংশে বিশেষ উপায়ে একটি টেবিল রেখেছে। টেবিলের উপর জায়নামাজ বিছিয়ে রেখে সে এমন সব কর্ম করে যাচ্ছিলো!
অবশেষে তার সকল জারিজুরি ফাঁস হয়ে গেল। "তানা দুয়া" নামে একটি পত্রিকায় তার এইসব ছবি প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হয়। পরে জনগণের সাথে প্রতারণার দায়ে গিনি পুলিশ গ্রেফতার করে ওই মহিলা পীরকে।
আমাদের দেশেও মানুষের আবেগ, অনুভূতি, ভয় নিয়ে এমনতরো প্রতারণা ব্যবসা অনেক পুরোনো এবং বেশ জমজমাট। এইরকম অসংখ্য কেরামতি কিচ্ছা কাহিনী দিয়ে পীরালি ব্যবসা চলছে বহুকাল থেকেই!
অতএব, নিজের জ্ঞান, বুদ্ধি, বিবেচনাকে জাগ্রত করুন,
ধর্মের নামে প্রতারকদের কাছ থেকে দূরে থাকুন। কারণ জ্ঞান যেখানে সীমাবদ্ধ মুক্তি সেখানে অসম্ভব।

ফটো নিউজ — শুক্রবার, মে ২৬, ২০২৩ঢাকা জেলা বিএনপি'র জনসমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ইটের আঘাতে আহত হয়েছেন ঢাকা জেলা...
27/05/2023

ফটো নিউজ — শুক্রবার, মে ২৬, ২০২৩

ঢাকা জেলা বিএনপি'র জনসমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ইটের আঘাতে আহত হয়েছেন ঢাকা জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায় চৌধুরী সহ বেশ কয়েকজন নেতাকর্মী।

23/05/2023

আ-ত্ম-হ-ত্যা বন্ধ করার সবচেয়ে কার্যকরী উপায় হলো বিশ বছরের মধ্যেই ছেলেদের বিয়ে দেওয়া। কারণ এই সময়ের হতাশাজনক পরিস্থিতি নিয়ে কথা বলার মতো পাশে কেউ থাকে না। বউয়ের সাথে প্রেম করলে আর আ-ত্ম-হ-ত্যা করার কথা মাথায় আসবে না। জীবনযুদ্ধে এগিয়ে যাবে। পুরুষের পুরুষত্ব নারীর ভালোবাসায় আবদ্ধ। স্ত্রীর সাথে যার ভালোবাসা যত গভীর, তার পুরুষত্ব ও মানসিক শক্তিও অনেক বেশি।

23/05/2023

ঢাকা সিটি কলেজের একাউন্টিং প্রফেসর গাজী স্যার বিপদে আছেন, বন্ধুরা এগিয়ে আসো তার পাশে দাঁড়াও।।
=====================================
বাণিজ্য বিভাগে যারা পড়াশোনা করেছেন বাংলাদেশে খুব কম ছাত্র-ছাত্রী আছে,যারা ঢাকা সিটি কলেজের একাউন্টিং এর অধ্যাপক গাজী জাহিদ হোসেনকে চেনেন না। মূলত উনি গাজী স্যার নামে পরিচিত। ঢাকা সিটি কলেজের বিখ্যাত প্রিন্সিপাল হাফিজ স্যারের পর যে নামটি আসে সেটি হলেন গাজী স্যার। গাজী স্যার মূলত একজন আদর্শবান মানুষ গড়ার কারিগর। খুলনা বিএল কলেজের ছাত্র এবং খুলনার কৃতি সন্তান আমাদের পিতৃতুল্য শিক্ষক গাজী স্যার খুব বিপদে আছেন। ২৬/১৭ নম্বর মোহাম্মদপুরের তাজমহল রোডের নিজ বাসায় ভাড়াটিয়া মরিয়ম আক্তার মনি'র কাছে জিম্মি। উনি ইউটিলিটির সব বিল পরিশোধ করেন অথচ এই মরিয়ম তার পানির লাইন বন্ধ করে রাখে। প্রায় ২/৩ বছর যাবৎ উনি মানবেতর জীবন যাপন করছেন। নিজের দেশেই পরদেশী। পুরো ঢাকা জুড়ে সরকারি এমন কোন সংস্থা নেই যেখানে তার ছাত্র নেই। অথচ স্যার, স্যারের স্ত্রী অসহায় নাগরিকের মত চোখের জল ভাসানো ছাড়া আর কোন পন্থা নেই। ৭৪ বছরের স্যারের পক্ষে সম্ভব নয় প্রতিদিন তিন তলা পর্যন্ত পানি বহন করে নিয়ে যাওয়া। কলেজের এক বিশেষ কারণে গত পরশু আমি আর আমার বন্ধু রাজ্জাক স্যারের বাসায় গিয়েছিলাম। স্যারের কষ্ট দেখে লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছিল। একাত্তর টিভি স্যারের ঘটনা নিয়ে একটি প্রতিবেদন করেছিল তখন মোহাম্মদ পুর থানার ওসি,এসি, ডিসি স্যারের সহযোগিতায় এসছিলেন পরবর্তীতে আবার নোংরা রাজনীতির বেড়াজালে স্যারের পরিবার। আমার সামর্থ অনুযায়ি শুধু দুকলম লিখতে পারা তাই করলাম। স্যারের স্ত্রী বার বার বলছিলেন শুধু প্রধানমন্ত্রীর কান পর্যন্ত গেলে আমরা এই গজব থেকে বেঁচে যাব, তোমরা একটা কিছু করো। স্যার ও স্যারের স্ত্রী আকুতিতে কলম ধরতে বাধ্য হলাম। আমার একটু লেখায় কোন মজলুম যদি একটু সহানুভূতি পায়, তাতে আমার ক্ষতি কি? ঢাকার দক্ষিণের এক্স মাননীয় মেয়র সাঈদ খোকন উনার ছাত্র। মাননীয় প্রধান মন্ত্রী ও বর্তমান ঢাকা দক্ষিনের সম্মানীত মেয়র ফজলে নূর তাপস স্যার ঢাকা সিটি কলেজ কেন্দ্রের ভোটার স্যার কাঁদতে কাঁদতে এই কথাই বলছিলেন। সে নিজেকে আওয়ামী লীগের নেত্রীর পরিচয় দেয়। তার স্কেন্ডালের শেষ নেই মানবতার জন্য উল্লেখ করলাম না। কাউন্সিলর থেকে শুরু করে কারো কথাই সে শোনে না। বাংলাদেশের উত্তর বঙ্গের মন্ত্রী মহোদয় ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা এখনো চাকুরীতে বহাল আছেন দয়া করে আমার এই স্যারের জন্য কিছু একটা করেন। অন্তত স্যার যাতে বিদ্যুৎ ও পানির সুবিধা পান এবং আইনের মাধ্যমে এই মরিয়ম যেন দ্রুত বাসা ত্যাগ করে। আর আমার, ঢাকা সিটি কলেজের সহপাঠীরা তোমরা প্রশাসনের যে যেখানে আছো স্যারকে সহযোগিতা করো। অম্তত বিষয়টি যেন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর হয় সেই ব্যাবস্থা করে দাও।
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
পড়তে কষ্ট হলে অন্তত শেয়ার করুন।
নাদু ভাই,
লিখে যাবে আমরণ,
ফাউন্ডার কাউন্সিলর,
ঢাকা সিটি কলেজ ছাত্র কাউন্সিল।
ফাউন্ডার যুগ্ন আহবায়ক
ঢাকা সিটিয়ান ক্লাব।

©️ Mohammed Naved Hossain

N.B: ভিডিওটি 2 বছর আগের। Post এর সুবিধার জন্য add করা হয়েছে। সিটি কলেজের ৯১ ব্যাচের ছাত্র মোহাম্মদ নাভেদ হোসেন ও আবদুর রাজ্জাক 2 দিন আগে স্যারের বাসায় গেলে দেখতে পান পরিস্থিতি এখনো আগের মতোই আছে। Main post টি নিচে add করে দেয়া হয়েছে।

https://m.facebook.com/story.php?story_fbid=10225671560268438&id=1012473775&mibextid=Nif5oz

22/05/2023

ব্রান্ড নিউ থ্রি স্টুজেস বাংলা ফানি ডাবিং

22/05/2023

আসসালামু আলাইকুম সবাইকে.. আমার নতুন পেইজ আমাকে সাপোর্ট করুন প্লিজ

22/05/2023

সেই Kate আর এই Kate এর মধ্যে কতো তফাৎ, তাইনা?আমরা কেউই বয়সটাকে, বয়সের ছাপটাকে অস্বীকার করতে পারিনা। কারণ এটা অবশ্যম্ভা...
22/05/2023

সেই Kate আর এই Kate এর মধ্যে কতো তফাৎ, তাইনা?
আমরা কেউই বয়সটাকে, বয়সের ছাপটাকে অস্বীকার করতে পারিনা। কারণ এটা অবশ্যম্ভাবী।
বয়সের স্বাদ সবাইকেই নিতে হবে। তাই যেটা প্রতিরোধ করা অসম্ভব(বয়স), সেটা নিয়ে আমরা সময় নষ্ট না করি।

কিন্তু আমার কথা সেটা না।
কথা হলো, চেহারায় বয়সের ছাপ এসেছে, তাই বলে কি তার সৌন্দর্য কিছু কমেছে?
সেই এনার্জি, সেই চঞ্চলতা, সেই হাসি, সেই দম, সেই ফিটনেস এর কিছু কি কম চোখে পড়ছে?
না।
বরং বয়সের সাথে সাথে ম্যাচিউরিটি তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে।

তারাও বাচ্চা জন্ম দেয়। তাদের পেটও আমাদের পেটের মতো ফুলে ফেলুন হয়ে যায় প্রেগন্যানসিতে।

কিন্তু আমাদের মতো স্হায়ী হয়না।
কারণ তারা জানে, কিভাবে ডিসিপ্লিন লাইফ-এ ফিরতে হয়।
তারা মানে, বয়সের সাথে আনন্দ করে বেঁচে থাকার
কোন সম্পর্ক নেই।
বাচ্চার জন্ম দেয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া না।
সুস্থভাবে বেঁচে থাকার নামই জীবন।
আনন্দ করে বেঁচে থাকার নামই জীবন।

আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বউরা সংসার সংসার করে একেবারে জান উজাড় করে দিই।
নিজের দিকে তাকানোর সময় নেই।
আবার থাকলেও গায়ে মাখিনা।
ধূর, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, আর কে দেখবে ?
এই একটা চিন্তাই আমাদেরকে বয়সের আগে বুড়ি বানিয়ে ফেলে।
দুইটা বাচ্চার মা মানে তুমি এবার সারাদিনে নিজের চুলে চিরুনি করার সময়টাও পাবেনা।

আহা মেয়ে!!!

নিজেকে একটু সময় দাও। ১০টা মিনিট একটু রুপচর্চা করো, একটু চুলচর্চা করো।
একটু এক্সারসাইজ করে, হেলদি ফুড মেইনটেইন করে, নিজেকে ফিট করে, আয়নার সামনে দাঁড়িয়ে দেখো--
বেঁচে থাকাটার একটা নতুন অর্থ খুঁজে পাবে।
তোমার জীবনের অর্থ।❤️❤️❤️

22/05/2023

সাধারন মানুষের লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেবার জন্য। কিন্তু সামনের মানুষটাও টের পাচ্ছেনা তার পিছনে দাঁড়িয়ে আছেন একজন প্রেসিডেন্ট!!!

তাদের সাথে আমাদের পার্থক্যটা খুবই স্পষ্ট।।।

তৈ তৈ তৈ, আমার বৈয়ম পাখি কই?দেশটাকে নোংরামী আর নষ্টামীর সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে যা করার সবটিই করেছে এই ওয়েব সিরিজ ও ...
22/05/2023

তৈ তৈ তৈ, আমার বৈয়ম পাখি কই?

দেশটাকে নোংরামী আর নষ্টামীর সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে যা করার সবটিই করেছে এই ওয়েব সিরিজ ও মহিলাটি!

তাহসানের সাথে বিচ্ছেদের পর ভাবছিলাম তাহসানের কারণে সংসারটা ভাঙলো! কিন্তু পরবর্তীতে ইন্ডিয়ান ফ্লিম প্রডিউসার সৃজিতের সাথে মিথিলার সম্পর্ক সমস্ত ধোঁয়াশা কেটে যায়! মিথিলার পরকীয়ায় সংসার ভাঙে তাহসানের! সাথে এতিম হয়ে যায় ছোট্ট মেয়েটি!

তারপরের ইতিহাসতো সবার জানা! নষ্টামিকে ইনকাম সোর্স বানিয়ে ভারত থেকে নষ্টামির উপর উচ্চতর ডিগ্রী নিয়ে এখন বাংলাদেশে ফসল ফলাচ্ছে!

তুমি পারবা তো?
কি বুঝাতে চেয়েছেন এই বাক্য দিয়ে?
বাক্যটার অর্থ আপনার ছোট্ট এতিম মেয়েটিও বুঝবে!

বাংলাদেশের সামাজিক সংস্কৃতির বিলুপ্তি ঘটাতে এই ধরণের নোংরা সিরিজ একটাই যথেষ্ট!

গ্রামে সন্ধ্যা নেমে এলেই মায়েরা তৈ তৈ তৈ বলে ডেকে হাঁস-মুরগি ঘরে ঢুকায়! এলেন স্বপন মিথিলাকে এই স্বরে ঢেকে কি বুঝাতে চেয়েছে?

নারী কি শুধুই ভোগ্য পণ্য?
টাকার লোভে গিভ এন্ড টেইক কন্ডিশনে এলেন স্বপন নামের এমন কুৎসিত মানুষটির সাথেও লিভ টুগেদারে যাবে মিথিলার মত নারীরা?

বাংলাদেশী সিরিজ প্রডিউসারকে বলছি!
তুমি সত্যিই সফল ব্যবসায়ী! নোংরামী আর নষ্টামিকে ওয়েব সিরিজ নাম দিয়ে বাংলাদেশকে খাইয়ে দিলে!

জয় ভাই জয়!
তোমার মত ন্যারু মাইন্ডের প্রডিউসারের জয়!

মিথিলা-তাহসান!
কি অসাধারণ একটা গল্প ছিল! যে গল্পের পূর্ণতা পেয়ে ২০১৩ সালে তাদের কন্যা আইরা তাহরিম খানের জন্ম হয়েছিল! মেয়েটির বয়স এখন ১০ বছর!

তুমি পারবা বাক্যটি নাহয় থাক!
তৈ তৈ তৈ তৈ,
আমার বৈয়ম পাখি কই? বাক্যটি মেয়েটা বুঝবে না?

আমাদের ছোট্ট ছোট্ট সন্তানেরা, মা বোনেরা কি শিখছে এসব দেখে? নিজেদের সন্তানের মূখে এসব গান শুনতে কেমন লাগছে আমাদের?

ফেসবুক খুলতেই এসব নোংরামি ভাসছে যেন দেশের মানুষের রুচির দুর্ভিক্ষ চলতেছে!

কি আজব একটা ট্রেন্ড চালু করার ধান্দা নিয়ে নেমেছে এরা! পুরুষটিকে নিয়ে বলতেও আমার রুচিতে বাঁধে!

তারচেয়ে মনে হয় হিরু আলমই বেটার ক্যারেক্টার!

জানি এসব অব টপিক!
• তবে চুপ থাকলে এরকম মেয়ে ঘরে ঘরে জন্মাবে!

বন্ধ হোক এসব অপসংস্কৃতির প্রচার!
নিষিদ্ধ হোক ওয়েব সিরিজ নামক এমন কুৎসিত নোংরামির প্রপাগাণ্ডা।

পোস্ট দেখে ওয়েবসিরিজ দেখবেন না।

কাঁঠাল পাইকা ডাইল হইয়া গেছে 😬
22/05/2023

কাঁঠাল পাইকা ডাইল হইয়া গেছে 😬

22/05/2023

আপনি আমাকে Follow দিন আমি আপনাকে ব্যাক দিব। Follow to follow back
🥰ইনশাল্লাহ follow back পাবেন🥰

21/05/2023

Address

UAE
Dubai

Telephone

+971545759166

Website

Alerts

Be the first to know and let us send you an email when JASIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category