Md JUEL ISLAM

Md JUEL ISLAM Alhamdulillah

সোজা কথা,সংক্ষিপ্ত কথা, চুড়ান্ত কথা,শেষ কথা, মিজান আবার আসবে, বিজয়ের বেশে আসবে।মাওলানা লুৎফুর রহমান সাহেব🌺💥সবচেয়ে দুঃখের...
29/12/2024

সোজা কথা,সংক্ষিপ্ত কথা, চুড়ান্ত কথা,শেষ কথা, মিজান আবার আসবে, বিজয়ের বেশে আসবে।
মাওলানা লুৎফুর রহমান সাহেব🌺💥

সবচেয়ে দুঃখের বিষয় 😭 মিজানুর রহমান আজহারী সাহেব এসেছেন কিন্তু আমাদের মাওলানা লুৎফুর রহমান সাহেব বেঁচে নেই।
আজকের এই দিনে হুজুর অনেক খুশি হতেন😥।
ইয়া রব আপনি হুজুরকে জান্নাত দান করুন, আমিন।

01/12/2024
লাখো মুসলিমের পরম দুআ ও মমতায় সিক্ত শহীদ সাইফুল ইসলাম আলিফ। ইনশাআল্লাহ, শাহাদাতের এ পবিত্র রক্তে উজ্জীবিত হবে গোটা উম্ম...
27/11/2024

লাখো মুসলিমের পরম দুআ ও মমতায় সিক্ত শহীদ সাইফুল ইসলাম আলিফ। ইনশাআল্লাহ, শাহাদাতের এ পবিত্র রক্তে উজ্জীবিত হবে গোটা উম্মাহ। উগ্রবাদ ও চরমপন্থা মুকাবিলায় আপনার নাযরানা আল্লাহ কবুল করুন। জেনে রাখুন হে শহীদ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়— আপনার পথেই হাঁটবে আগামীর তরুণরা।
✍️মিজানুর রহমান আজাহারি।

26/11/2024

ভারতীয় গুপ্তচর ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্র দ্রোহের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে ভারতীয় ষড়যন্ত্রের ফাঁদে পরে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা কেউ বিপথগামী হবেন না।🙏

আপনারা রাষ্ট্রের প্রতি অনুগত থাকুন। ৫ ই আগস্ট এর পর সে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল,রাষ্ট্রের দৃষ্টিতে সে একজন অপরাধী,সুতরাং আমাদের সনাতনী ভাইবোনদের বলবো আপনারা বাংলাদেশ রাষ্ট্রের প্রতি আনুগত্য থেকে দেশপ্রেম ও দায়িত্বশীলতার পরিচয় দিবেন।

মুহাম্মাদ সালাম ইসলাম ভাই

26/11/2024

ইসকন হটাও দেশ বাঁচাও

রাস্তায় বেরিয়ে ছিলাম হাটতে সামনে দেখি গোরস্থান সেখানে লেখা ছিল জীবনের গন্তব্য এখানেই শেষ।
24/11/2024

রাস্তায় বেরিয়ে ছিলাম হাটতে সামনে দেখি গোরস্থান সেখানে লেখা ছিল জীবনের গন্তব্য এখানেই শেষ।

এটাই দুনিয়া,,,,
14/11/2024

এটাই দুনিয়া,,,,

একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে কেউ সুখি না কারন এই পৃথিবী সুখের জায়গা না।তার পরও আল্লাহর রহমতে অনেক ভালো আছি❤️আলহামদুলি...
26/10/2024

একটা কথা মনে রাখবেন
এই পৃথিবীতে কেউ সুখি না
কারন এই পৃথিবী সুখের জায়গা না।
তার পরও আল্লাহর রহমতে
অনেক ভালো আছি❤️
আলহামদুলিল্লাহ🥰💖

সময় খারাব গেলেও দিন কেটে যাবে আর ভালো গেলেও দিন কেটে যাবে তাই দূর চিন্তা করে কোন লাভ নেই ভাগ্যে যা আছে তা হবেই তবে দিন য...
25/10/2024

সময় খারাব গেলেও দিন কেটে যাবে
আর ভালো গেলেও দিন কেটে যাবে
তাই দূর চিন্তা করে কোন লাভ নেই
ভাগ্যে যা আছে তা হবেই
তবে দিন যেমনি যায়
আলহামদুলিল্লাহ ভালো❤️

22/10/2024

পৃথিবীর সব সম্পর্ক শেষ হলেও 🖤
বান্ধার সাথে আল্লাহর❤️
সম্পর্ক কখনো শেষ হয় না🥰
কি সুন্দর সম্পর্ক তাই না💖

21/10/2024

এই যে দূ্র্নীতিবাজদের জেলে ঢোকানো হচ্ছে, তাদের কারো বউ-বাচ্চারা কি এসে বলছে— ‘তাদের সাথে আমাদেরকেও ধরে নিয়ে যান, কেননা আমরাও সেই সম্পদ ভোগ করেছি’? এভাবেই কিয়ামতের দিন ভাইবোন, মা-বাবা, স্ত্রী-সন্তান ভেগে যাবে।
পরিবারের জন্য হারামে নামতে ভাবুন।

15/10/2024

★নফসকে বলবে,
“হে নফস! যে জিনিস তোমার জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন,তা অবশ্যই তুমি পাবে। হাঁ-হুতাশ বা উদ্বিগ্ন হওয়ায় কোনো ফায়দা নেই।কল্যাণ একমাত্র সেই বিষয়েই নিহিত আছে,যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা তোমার জন্য ভালো মনে করেন।
সুতরাং তাঁর নির্ধারিত বিষয়ে বিরক্তির কোনো কারণ নেই।”

- ইমাম আবু হামিদ গাযালী রহিমাহুল্লাহ

★লোভ অনেক ভয়ংকর।
সেটা যে কিছুর লোভ, হোক ভালোবাসার বা টাকার বা অন্যকিছুর।

যা তোমার তা তোমারই। যা কাছে আসার তা এমনিই আসবে। জোড় করতে হবে কেন। আর শখের কিছু না পাওয়াই ভালো পেয়ে গেলে যদি শখ কমে যায়!

আলহামদুলিল্লাহ প্রবাস জীবনের আজ একটি বছর পুরন হলো সবাই দোয়া করবেন আমার জন্য
14/10/2024

আলহামদুলিল্লাহ প্রবাস জীবনের আজ একটি বছর পুরন হলো
সবাই দোয়া করবেন আমার জন্য

10/10/2024

আলহামদুলিল্লাহ জীবন থেকে আরো একটি বছর চলে গেল
আল্লাহর রহমতে আরো একটা নতুন বছর পেলাম জীবনে

Address

Abu Dhabi
JUELJN

Telephone

+971563215358

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md JUEL ISLAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md JUEL ISLAM:

Videos

Share