Probashi News - প্রবাসী সংবাদ

Probashi News - প্রবাসী সংবাদ এই পেজের মাধ্যমে প্রবাসীদের মনের কথা তুলে ধরা হয়।আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ।

21/01/2025

দুবাইতে কেবল হাই প্রফেশনাল ট্রান্সফার ভিসা ছাড়া ভিজিট, নতুন ভিসা, ফ্যামিলি ভিসা এখন পর্যন্ত হচ্ছে না।
তাই ভিসার সংক্রান্ত কোন লেনদেন করবেন না।

02/01/2025

:
Abu Dhabi breaks Guinnesss World Record with 50+ minutes Fireworks 🎇

01/01/2025

নতুন বছরে সেলারী পেয়ে প্রথম উপহার কার জন্য দিবেন সাড়া দেন🖐️🖐️👋

01/01/2025

সিন্ডিকেট করে বিমান টিকেটের কৃত্রিম সংকট সৃষ্টি করে ট্রাভেল এজেন্সি গুলি নীরিহ প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

24/12/2024

আমিরাতে বাংলাদেশি ভিসা খোলার সু সংবাদ দিলেন রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি |

যে ভাবে টিভি নিউজগুলো প্রচার করছে মনে হচ্ছে সব কিছু চালু হয়ে যাচ্ছে।।।।

মূল কথা হল ওনার বক্তব্য তে বলেছে ভিজিট ভিসা খুলার সম্ভবনা রয়েছে।। এটা আশাবাদী বক্তব্য।

আরব আমিরাতের অথরিটি থেকে কোন নিউজ নয়।
সুতরাং,,,,,,,,,,,,
আরও বিস্তারিত জানতে পেজে ফলো দিয়ে পাশে থাকুন Probashi News - প্রবাসী সংবাদ

টেপ টেপ অ্যাপে ভালো রেট দে,,,ব্যাংকে কিংবা বিকাশে ১ মিনিটের ভিতর টাকা পৌঁছে যায়।চার্জ সম্পূর্ণ ফ্রী।সাথে ২.৫℅রেমিট্যান্স...
19/12/2024

টেপ টেপ অ্যাপে ভালো রেট দে,,,
ব্যাংকে কিংবা বিকাশে ১ মিনিটের ভিতর টাকা পৌঁছে যায়।
চার্জ সম্পূর্ণ ফ্রী।
সাথে ২.৫℅রেমিট্যান্স দিচ্ছে।
২০০ দিরহাম পাঠালে রেফারেল কোড ব্যবহার করলে ২০ দিরহাম বোনাস।

Check out Taptap Send: I use it to send money to Bangladesh. Get it at https://bit.ly/taptapapp.

Use code PK32 M7WN and transfer over AED 200.00 - we'll both get a bonus to send!

#দুবাই #প্রবাসি #জব

13/12/2024

যেদিন সফল হবেন' সেদিন অনুভব করবেন.. 🖤🌸
কতো সুন্দর ছিলো আল্লাহর পরিকল্পনা.!🖤🌸
#দুবাই #বাংলাদেশ #প্রবাসি #চাকুরি #জব #রাষ্ট্রদূত

13/12/2024

UAE Weather Updates:
Colder days starting next week

𝟮0 দিরহাম ফ্রীতে বোনাস 🎁 জিততে "PK32M7WN"প্রোমো কোডটি ব্যবহার করুন।Check out Taptap Send: I use it to send money to Bang...
12/12/2024

𝟮0 দিরহাম ফ্রীতে বোনাস 🎁 জিততে "PK32M7WN"প্রোমো কোডটি ব্যবহার করুন।

Check out Taptap Send: I use it to send money to Bangladesh. Get it at https://bit.ly/taptapapp.

Use code PK32 M7WN and transfer over AED 200.00 - we'll both get a bonus to send!

সেরা রেটে ফ্রীতে দেশে টাকা পাঠান Taptap Send অ্যাপ দিয়ে খুব সহজেই 🇧🇩🇦🇪
🟢Taptap send অ্যাপ ব্যবহারের সুবিধা :

(1)মোবাইলের মাধ্যমে ডেবিট কার্ড/সেলারী কার্ড দিয়ে মুহুর্তেই দেশে টাকা পাঠাতে পারবেন।
(2)একদম ফ্রীতে বিনা খরচে যত ইচ্ছা টাকা পাঠাতে পারবেন মুহুর্তেই।
(3)সর্বোচ্চ এক্সচেঞ্জ রেটও পাবেন।
(4) খুবই অল্প সময়ের মধ্যেই টাকাটা ট্রানফার হয়ে যাবে।
(5)বিকাশ/নগদ/ রকেট /ক্যাশ পিক-আপ/ ব্যাংক যেটাতেই টাকা পাঠান না কেন, 2.5% সরকারি প্রণোদনা পাবেন।
(6)সবচাইতে আকর্ষণীয় ব্যাপার হলো, প্রথম ট্রান্সফারে আপনি নিচের দিকের HAVE A PROMO CODE? অপশনে PK32M7WN প্রোমো কোডটি ব্যবহার করলে সাথে সাথেই 𝟮0 দিরহাম বোনাস পেয়ে যাবেন। যা আপনার পাঠানো মিনিমাম 200 দিরহামের সাথে 20 দিরহাম যোগ হয়ে যাকে পাঠাবেন তার একাউন্টে জমা হবে।
বি:দ্র: আপনি প্রথম ট্রান্সফারে প্রোমো কোড ব্যবহার না করলে বোনাস পাবেন না।
(7)Taptap send সম্পর্কে আরও বিস্তারিত জানতে Google/ YouTube/Facebook/Instagram/LinkedIn/Twitter ইত্যাদি স্যোসাল মিডিয়া থেকে দেখে নিতে পারেন।
(8) যেকোন সমস্যায় UAE কাস্টমার প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন....

তাহলে আর দেরি কেন?
আজই ডাউনলোড করুন আপনার মোবাইলের play store /app Store থেকে Taptap send অ্যাপটি।

Check out Taptap Send: I use it to send money to Bangladesh. Get it at https://bit.ly/taptapapp.

Use code PK32 M7WN and transfer over AED 200.00 - we'll both get a bonus to send!

যে যে দেশ থেকে 𝗧𝗮𝗽𝘁𝗮𝗽 𝘀𝗲𝗻𝗱 অ্যাপ ব্যবহার করে দেশে টাকা পাঠানো যাচ্ছেঃ
UK, USA, UAE, Canada, France, Spain, Germany, Italy, Mayotte, Netherlands, Ireland, Reunion, Belgium, Portugal.

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। আরব আমিরাতের ভিসা কবে চালু হ...
05/12/2024

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। আরব আমিরাতের ভিসা কবে চালু হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আরব আমিরাত বিভিন্ন সময় বাস্তবতা বিবেচনায় তাদের স্বার্থ সংরক্ষণের জন্য ভিসা পলিসি পরিবর্তন বা পরিমার্জন করে থাকে। এটা সম্পূর্ণই তাদের এখতিয়ার। মূলত জুলাইয়ের ঘটনার আগে থেকেই নানাবিধ কারণে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা প্রদানে আরব আমিরাত সরকার এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করেছিল। জুলাইয়ের পরে এটা আরেকটু কঠিন হয়েছে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, যেসব ক্যাটাগরিতে বাংলাদেশিরা ভিসা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো আরব আমিরাত সরকারের কাছে বিভিন্ন পর্যায়ে তুলে ধরা হচ্ছে। তারা সেগুলো বিবেচনা করবেন এবং খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।

তিনি আরও জানান, সম্প্রতি আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন পর্যায়ের বৈঠকে তাদের দেশে বাংলাদেশিদের কর্মসংস্থানসহ কয়েকটি বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। এছাড়াও বাহরাইন, ওমান, কুয়েত ইত্যাদি দেশেও বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আছে। শুধু আরব আমিরাতেই হচ্ছে তা না। সেজন্য যে উপাদানগুলো দায়ী তা আমরা সবাই জানি।

তিনি আরও জানান, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আরব আমিরাত সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এসময় সেখানে অনিয়মিত এবং অবৈধ হওয়া কর্মীরা নতুন কর্মে নিয়োগ লাভ করে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে। আমরা সে দেশের সরকারের কাছে জেনেছি ৫০ হাজারের বেশি বাংলাদেশি সাধারণ ক্ষমা গ্রহন করে উপকৃত হয়েছেন। যেসব বাংলাদেশি এখনো সেখানে অনিয়মিত বা অবৈধ আছেন তারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে নিয়মিত হবেন। আমরা আশা করি সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে আরব আমিরাত ভিসা উন্মুক্ত করার বিষয়টি পুনর্মূল্যায়ন করবে।
Probashi News - প্রবাসী সংবাদ
Asif vlogs
Asif Chowdhury

নবনিযুক্ত কনসাল জেনারেলকে ভিসা সহজীকরণের আশ্বাস দিয়েছেন দুবাই ইমিগ্রেশন!🇧🇩🇦🇪দুবাই-এ নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল জনা...
27/11/2024

নবনিযুক্ত কনসাল জেনারেলকে ভিসা সহজীকরণের আশ্বাস দিয়েছেন দুবাই ইমিগ্রেশন!🇧🇩🇦🇪
দুবাই-এ নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল জনাব মোঃ রাশেদুজ্জামান দুবাই ইমিগ্রেশনের (জিডিআরএফএ)-এর ডিরেক্টর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আহমদ আল মারী-এর সাথে আজ ২৭ নভেম্বর ২০২৪ তারিখে সংস্থাটির সদর দপ্তরে সাক্ষাৎ করেন।

ডিরেক্টর জেনারেল মারী নবনিযুক্ত কনসাল জেনারেলকে দুবাই-এ স্বাগত জানান এবং তাঁর দায়িত্ব পালনকালে দুবাই ইমিগ্রেশনের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

দুবাইয়ের ডিরেক্টর জেনারেল আহমদ আল মারী এবং বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান দুবাইয়ে বসবাসরত বাংলাদেশীদের কল্যাণ এবং অধিক সংখ্যক বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভিসা সহজীকরণসহ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

আশা করা যায় নবনিযুক্ত কনসাল জেনারেলের এই সাক্ষাৎ এর মাধ্যমে বাংলাদেশিদের জন্য ভালো কিছু বয়ে আনবে।😍

Asif Chowdhury
Asif vlogs
Ministry of Foreign Affairs, Bangladesh
Ministry of Education, Bangladesh

 #দুবাই ড্রাইভিং লাইসেন্স। 🚗 #দুবাই ড্রাইভিং লাইসেন্স এর ব্যাপারে জানা- অজানা তথ্য।🚘 দুবাই ড্রাইভিং লাইসেন্স মানে (সোনার...
26/11/2024

#দুবাই ড্রাইভিং লাইসেন্স। 🚗
#দুবাই ড্রাইভিং লাইসেন্স এর ব্যাপারে জানা- অজানা তথ্য।

🚘 দুবাই ড্রাইভিং লাইসেন্স মানে (সোনার হরিণ) এটা হাতে পেতে হলে নিজের দক্ষতা কিংবা ভাগ্যের উপর নির্বর করে।

🤔 কয়েকটি ধাপের মধ্য দিয়ে এই লাইসেন্স নামের সোনার হরিণ হাতে আসে।

👇 ধাপগুলো নিচে বিস্তারিত তুলে ধরা হলো।

👉 File Opening.
এর সময় অবশ্যই গাড়ি সিলেক্ট করে নেবেন অটোমেটিক না ম্যানুয়েল। তারপর আপনার পছন্দের প্যাকেজ সিলেক্ট করতে হবে। যেমন:_ গোল্ডেন স্যান্স, ওয়ান টাইম রেগুলার, থ্রি টাইম, সিক্স টাইম এবং আনলিমিটেড। একেক প্যাকেজের এমাউন্টও ভিন্ন,ভিন্ন।

👉 Eye Test.
এই টেস্টা ড্রাইভিং স্কুলেও করতে পারেন কিংবা বাহিরেও।

👉 8 Lectures. (Online)
এটা বাধ্যতা মূলক করতেই হবে, না হলে পরবর্তী ধাপে যাওয়া যাবে না। সবগুলো ক্লাস শেষ হলে ইস্কুল আপানার পরিক্ষা নেবে।

👉 Mock Test. (Online)
এটা হলো ইস্কুলের মেধা যাচাই পরিক্ষা যা কম্পিউটারে ৬০ টা প্রশ্ন আসবে সময় ৬০ মিনিট। ৫০ এর উপরে উত্তর দিতে হবে। না হলে পরবর্তী ধাপে যেতে দেওয়া হবে না।

👉 RTA Theory Test. (Online)
যার মধ্যে ৪০ টা প্রশ্ন আসবে ৩০ মিনিটে ৩০ টা উত্তর দিতে হবে।

👉 Simulator training.
যদি আপনার কাছে কোন দেশের লাইসেন্স থাকে, তাহলে এই ট্রেনিং এর প্রয়োজন নাই না থাকলে লাগবে।

👉 Practical 40 Class (20 Hour)
ট্রেইনার আপনাকে প্রতিদিন ২ ঘন্টা করে গাড়ি শেখাবে। সপ্তাহে ২ দিন, ৩ দিন অথবা প্রতিদিন।

👉 Road Assessment test
ইস্কুলের পক্ষ থেকে রাস্তায় গাড়ি চালিয়ে পরিক্ষা নেবে। ফেইল হলে ২ দিন ক্লাস দেবে।

👉 Parking class.
মোট ৫ টা পার্কিং ক্লাস শিখানো হবে। Slop test, Emergency break, Angle parking, Garage parking ও Parall parking. মোট ২ দিন ২ ঘন্টা করে ক্লাস হবে।

👉 Parking assessment test.
ইস্কুলের পক্ষ থেকে পরিক্ষা নেবে যা হবে (স্মার্ট এয়ার্ড টেস্ট) গাড়িতে ক্যামেরা, সেন্সার লাগানো থাকবে। আপার রেজাল্ট কম্পিউটারে চলে আসবে। যেগুলো পাস হবেন আর পূনরায় দিতে হবে না। ফেইল হলে আবার ১ ঘন্টা ক্লাস করে বাকী গুলার পরিক্ষা দিতে হবে।

👉 RTA Parking test.
(স্মার্ট এয়ার্ড টেস্ট) যা দুবাইয়ের সরকারি লোক এসে কম্পিউটারে বসে দেখবে আপনি কেমন পার্কিং করেন। পাস আর ফেইলের রেজাল্ট প্রিন্ট হয়ে ভেরিয়ে আসবে।

👉 RTA Road Test
ফাইনাল রোড টেস্ট আপনার সাথে দুবাইয়ের সরকারের পক্ষ থেকে একজন লোক থাকবে। আপনাকে দেখবে আপনি কেমন ড্রাইভার কেমন ড্রাইভিং পারেন। আপনাকে দিক নির্দেশনা দেবে গাড়ি চালানোর জন্য। উনি যদি মনে করেন আপনি ভালো ড্রাইভার তাহলে লাইসেন্স পাবেন না হলে ফেইল। উনি বলে দেবেন আপনাকে কয়টা ক্লাস নিতে হবে। পরবর্তীতে আবার পরিক্ষা হবে । একটা ডাইভিং লাইসেন্স হাতে পেতে সময় লাগে ৩ মাস, ৬ মাস, ১২ মাস আবার অনেকেই ব্যার্থ হয়ে যান। তাই যারা বাংলাদেশে বসে দুবাই এসে ড্রাইভিং করতে ভাবছেন তারা ভেবে চিন্তে লেনাদেনা করবেন।
Probashi News - প্রবাসী সংবাদ

Breaking news....
02/11/2024

Breaking news....

02/11/2024

বিদেশে যাওয়ার সময় যাত্রাপথে করনীয় কাজ সমূহ

🧳করনীয় কাজ সমূহ

- বিদেশে যাওয়ার পথে যা যা নিতে হবে তার একটি তালিকা তৈরি করুন।

- যে ব্যাগটি বিমানে নিজের সাথে রাখবেন সেখানে টাকা-পয়সা, গহনা, ভ্রমন ও চাকুরী সংক্রান্ত কাগজপত্র রাখুন এবং যে ব্যাগটি বিমানের লকারে দিবেন, সেটির ওজন পরীক্ষা করবেন এবং ২০ কেজির মধ্যে ওজন রাখবেন ।

- ব্যাগটি দড়ি বা প্যাকিং টেপ দিয়ে শক্ত করে বেধে নিতে হবে, যাতে যাত্রাকালীন সময়ে ব্যাগ ছিঁড়ে না যায়। ভ্রমণের জন্য হালকা কিন্তু শক্ত উপাদান দিয়ে তৈরি এবং ভাল তালার ব্যবস্থাসহ ব্যাগ কিনবেন ।

- প্রতিটি ব্যাগে নাম, ঠিকানা ও ফোন নাম্বার লিখেবেন।

- কখনোই ধারালো বস্তু, যেমন- বেড, কাঁচি, ছুরি ইত্যাদি সিকিউরিটি চেকের সময় ধরা পড়ে এবং ফেলে দেয়া হয়। তাই নিষিদ্ধ কোনো জিনিস যেমন- আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকজাতীয় পর্দাথ, নিষিদ্ধ মাদক ও ড্রাগ, আগুন ধরে এমন তরল পর্দাথ (লাইটার), দুর্গদ্ধ বের হয় এমন পদার্থ, মাংস, দুধ, ডিম ও অন্যান্য পোল্ট্রিজাতীয় খাবার , ফুল, ফল, সবজি, পান, গুল, সাদাপাতা ইত্যাদি ব্যাগে নিবেন না। এছাড়াও প্লেন ও এয়ারপোর্টে ধূমপান এবং প্লেনে মোবাইল ফোন ও ট্রানজিষ্টার রেডিও ব্যবহার করা নিষেধ।

- অপরিচিত ব্যক্তির দেয়া কোন জিনিসই বহন করবেন না ।

👮‍♂️ইমিগ্রেশন

-কাউন্টারে প্রার্থীর পাসপোর্ট, ভিসা, জনশক্তি ব্যুরোর ছাড়পত্র ইত্যাদি পরীক্ষা করে সঠিক থাকলে তবেই পাসপোর্ট সিলমোহর করে প্রার্থীকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়া হয় এবং সেখানে বিমানে আরোহণের পূর্ব পর্যন্ত অপেক্ষা করতে হয়। ইমিগ্রেশনের সামনে লাইন দিয়ে দাঁড়ান এবং আপনার পাসর্পোট, ভিসা, ইমিগ্রেশন ও কাষ্টমস ফরমসহ তৈরী থাকুন। অফিসার আপনার সপোর্টে ওই দেশে যাওয়ার তারিখসহ সিল দিয়ে দিবে।

✈️ বিমানে যা করবেন

- বিমানে আরোহণের পূর্বে ইংরেজি ও বাংলায় মাইক্রোফোনে ঘোষনা করা হবে এবং ডিসপ্লে বোর্ড ও টেলিভিশন মনিটরে দেখানো হবে।

- ঘোষণার পরই বোর্ডিং-কার্ড হাতে নিয়ে বিমানের দিকে অগ্রসর হতে হয়।

🍁বিদেশে পৌঁছানোর পর বিমানবন্দরে করনীয়

বিদেশে পোঁছানোর পর বিমানবন্দরে বেশ কিছু কাজ থাকে, যেগুলো সম্পর্কে ঠিক মত জানা না থাকলে হতে হয় বিভিন্ন সমস্যার সম্মুখীন। তাই জেনে নিন, বিদেশে পোঁছানোর পর বিমানবন্দরে করণীয় কাজ গুলো-

১) ব্যাগ সংগ্রহ

ব্যাগ সংগ্রহের জন্য কনভেয়ার বেল্টের সামনে দাঁড়াতে হবে। কনভেয়ার বেল্টের ওপর আপনার ফ্লাইট নাম্বার দেয়া থাকবে, সেটা খেয়াল করতে হবে।

২) কাষ্টমস

আপনার কাষ্টমস ডিক্লারেশন ফরম সাথে রাখুন এবং কাষ্টমস অফিসার চাইলে তা দেখান।

৩) হারানো ব্যাগ খোঁজা

বেল্টে ব্যাগ না পাওয়া গেলে বা ব্যাগ হারিয়ে গেলে সাথে সাথে এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানাতে হবে এবং ক্লেইম ফরম পূরণ করতে হবে। প্রয়োজনে তথ্যকেন্দ্রের সহায়তা নিতে পারেবেন। এয়ারলাইন্স আপনার ব্যাগ খুঁজে আপনার ঠিকানায় যোগাযোগ করে আপনার হারানো ব্যাগ আপনার কাছে পৌছে দিবে। না পাওয়া গেলে টিকেটে উল্লিখিত নীতিমালা অনুযায়ী আপনাকে ক্ষতিপূরণ দিবে।

কারো সাহায্য ছাড়াই নিজে কিভাবে পাসপোর্ট করবেন..বাংলাদেশে পাসপোর্ট করার জন্য আপনাকে নিজেই আবেদন করতে পারেন। ই-পাসপোর্ট (...
15/10/2024

কারো সাহায্য ছাড়াই নিজে কিভাবে পাসপোর্ট করবেন..

বাংলাদেশে পাসপোর্ট করার জন্য আপনাকে নিজেই আবেদন করতে পারেন। ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে, যা সহজভাবে সম্পন্ন করা যায়। নিচে ধাপগুলো দেওয়া হলো:

ধাপ ১: আবেদন ফর্ম পূরণ
১.১. ই-পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ
প্রথমেই আপনাকে বাংলাদেশ ই-পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে:

১.২. রেজিস্ট্রেশন
যদি আপনি নতুন ব্যবহারকারী হন, তাহলে "Create Account" বা "নতুন একাউন্ট তৈরি করুন" অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের সময় আপনাকে নিচের তথ্য দিতে হবে:
- নাম
- ইমেইল আইডি
- মোবাইল নম্বর
- পাসওয়ার্ড তৈরি করতে হবে

এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে, যা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

১.৩. ফর্ম পূরণ
লগইন করার পর আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে নিচের তথ্যগুলো চাওয়া হয়:
- ব্যক্তিগত তথ্য (নাম, জন্ম তারিখ, ঠিকানা)
- জাতীয় পরিচয়পত্রের নম্বর (NID)
- পেশাগত তথ্য (যদি প্রযোজ্য হয়)
- পাসপোর্টের ধরন নির্বাচন (৫ বছর বা ১০ বছরের মেয়াদ)

১.৪. ফর্ম সাবমিশন ও প্রিন্ট
আপনি যখন অনলাইনে ফর্ম পূরণ করবেন, তখন আপনাকে তা যাচাই করতে হবে। যাচাই করার পর ফর্মটি সাবমিট করে তার প্রিন্ট কপি সংরক্ষণ করুন। এটি পরবর্তীতে প্রয়োজন হবে।

ধাপ ২: পাসপোর্ট ফি জমা করা
২.১. ফি নির্ধারণ
আপনার ই-পাসপোর্টের জন্য ফি নির্ধারিত থাকে। এর উপর নির্ভর করে আপনার জমা দিতে হবে:
- ৫ বছরের মেয়াদ (৩২ পৃষ্ঠা): সাধারণ ৩,৪৫০ টাকা (দ্রুত ফি ৬,৯০০ টাকা)
- ১০ বছরের মেয়াদ (৩২ পৃষ্ঠা): সাধারণ ৫,৭৫০ টাকা (দ্রুত ফি ৯,২০০ টাকা)

২.২. ফি জমা দেওয়ার পদ্ধতি
আপনি নিচের যেকোনো মাধ্যম দিয়ে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন:
- ব্যাংক ডিপোজিট: নির্দিষ্ট ব্যাংকে গিয়ে সরাসরি জমা দিতে পারেন।
- অনলাইন পেমেন্ট: ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ), অথবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারেন।

ধাপ ৩: বায়োমেট্রিক তথ্য প্রদান
৩.১. নির্ধারিত কেন্দ্রে উপস্থিতি
আপনার ফর্ম এবং ফি জমা দেওয়ার পর আপনাকে একটি তারিখ দেওয়া হবে। সেই তারিখে নির্দিষ্ট পাসপোর্ট অফিস বা ই-পাসপোর্ট সেন্টারে উপস্থিত হতে হবে।

৩.২. প্রয়োজনীয় কাগজপত্র
বায়োমেট্রিক তথ্যের দিন আপনার সাথে নিচের কাগজপত্রগুলো নিয়ে যাবেন:
- প্রিন্ট করা আবেদন ফর্ম
-জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদ
- আগের পাসপোর্ট (যদি থাকে)
- পাসপোর্ট ফি জমার রশিদ

৩.৩. বায়োমেট্রিক প্রক্রিয়া
সেন্টারে গিয়ে আপনাকে নিচের কাজগুলো করতে হবে:
- আপনার ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ)
- আপনার ছবি তোলা হবে
- স্বাক্ষর প্রদান

ধাপ ৪: পাসপোর্ট সংগ্রহ
৪.১. পাসপোর্ট প্রস্তুতির সময়
বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার পর পাসপোর্ট প্রস্তুতির জন্য কিছু সময় নেয়। সাধারণত ১৫ থেকে ৩০ কর্মদিবস সময় লাগতে পারে, যদি দ্রুত সেবা না নেন।

৪.২. এসএমএস নোটিফিকেশন
পাসপোর্ট প্রস্তুত হলে আপনাকে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়াও ই-পাসপোর্ট ওয়েবসাইটে লগইন করেও আপনার পাসপোর্টের অবস্থা দেখতে পারবেন।

৪.৩. পাসপোর্ট সংগ্রহ
এসএমএস পাওয়ার পর নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র এবং প্রাপ্তি স্লিপ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
পাসপোর্ট প্রক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস:
- সব সময় ফর্ম পূরণ করার সময় সঠিক তথ্য প্রদান করবেন।
- ফি জমা দেওয়ার পর রশিদটি সাবধানে রাখুন।
- ছবি তোলার দিন পরিষ্কার পোশাক পরিধান করবেন এবং মুখ পরিষ্কার রাখতে হবে (ধূসর ব্যাকগ্রাউন্ডে ছবি তোলা হয়)।

আপনি পুরো প্রক্রিয়াটি নিজে সম্পন্ন করতে পারেন, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই।
Probashi News - প্রবাসী সংবাদ
Breaking News

পাসপোর্ট করলে কী কী সুবিধা পাবেন?★★অনেকেই মনে করেন, "এখন তো বিদেশ যাবো না, পাসপোর্ট করে কী হবে?"শুধুমাত্র বিদেশ যাবার প্...
08/10/2024

পাসপোর্ট করলে কী কী সুবিধা পাবেন?
★★অনেকেই মনে করেন, "এখন তো বিদেশ যাবো না, পাসপোর্ট করে কী হবে?"

শুধুমাত্র বিদেশ যাবার প্রসেস হলেই পাসপোর্ট করবেন, এমন না।
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার পাসপোর্ট থাকাটা খুবই জরুরি। পাসপোর্ট থাকলে আপনি বিভিন্ন সুবিধা পাবেন, যেটা পাসপোর্ট ছাড়া সম্ভব না।

পাসপোর্ট থাকলে কী কী সুবিধা পাবেন? আসুন দেখে নিই:⤵️

১.ভিসা-ফ্রি দেশে যাবার সুবিধা:

★★বাংলাদেশী পাসপোর্ট দিয়ে প্রায় ৪০টি দেশে ভিসা-ফ্রি বা অন-এরাইভাল সুবিধা পাওয়া যায়। সেসব দেশে খুব সহজেই ভ্রমণ করতে পারবেন আপনার যদি একটা পাসপোর্ট থাকে।

★★অর্থাৎ, শুধুমাত্র লন্ডন-আমেরিকা যাবার জন্যই পাসপোর্ট না। ঐসব দেশ ছাড়াও অনেক দেশে পাসপোর্ট ছাড়া যাওয়া যায়।

২.ইমার্জেন্সি চিকিৎসা সুবিধা:

★★আপনার যদি হঠাৎ এমন কোনো অসুখ হয় যেটার চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকা আবশ্যক। সেই মুহূর্তে সময়ের অনেক মূল্য। ইমার্জেন্সি পাসপোর্ট করতে যতোদিন সময় লাগবে, এতোদিনে আপনার চিকিৎসা হবে না। এজন্য পাসপোর্ট থাকা দরকার।

৩.পাসপোর্ট হলো ইন্টারন্যাশনাল আইডেন্টিটি কার্ড:

★★আপনার ভোটার আইডি কার্ড বা যেটাকে ন্যাশনাল আইডি কার্ড বলা হয়, এটা দেশের মধ্যেই ব্যবহার করতে পারবেন। কিন্তু, বিদেশের কোনো কিছু করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে। এমনকি আপনি দেশে থেকে বিদেশে ব্যবসা করতে গেলে, অনেক কোম্পানিতে জব করতে গেলে আপনার পাসপোর্ট লাগতে পারে।

৪.স্কলারশিপের আবেদন, কনফারেন্সে যাবার সুযোগ:

★★বেশিরভাগ ভার্সিটিতে আবেদনের সময় পাসপোর্ট লাগে। শুধু তাই না, বিদেশী অনেক ভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রাম থাকে যেখানে ফ্রি-তে যাবার সুযোগ থাকে। অনেকসময় আপনি যে কলেজ-ভার্সিটিতে পড়েন, সেখানকার উদ্যোগেও ঐসব কনফারেন্সে যাবার সুযোগ মিলে।

এরকম শর্ট-নোটিশে যেতে চাইলে পাসপোর্ট থাকতে হয়।

অনেকেই আছে যাদের শুধুমাত্র পাসপোর্ট না থাকার কারণে অনেক কনফারেন্সে সুযোগ থাকা সত্ত্বেও তারা অংশগ্রহণ করতে পারেনি।

৫.পরীক্ষা দিতে পাসপোর্ট প্রয়োজন:

★★বাংলাদেশে থেকেও বিভিন্ন পরীক্ষা দিতে চাইলে পাসপোর্ট প্রয়োজন। যেমন: IELTS, GRE, GMAT, SAT, TOEFL ইত্যাদি।

৬. ডুয়েল কারেন্সী ডেবিট কার্ড:
দেশের বাহিরে অনলাইনে ই-কমার্স বা ইন্টারন্যাশনাল ট্রাঞ্জেকশন করতে অবশ্যই বাংলাদেশের ব্যাংকের কার্ড পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্স্মেন্ট করে নিতে হবে।
এক্ষেত্রেও পাসপোর্ট লাগবে।

যারা পাসপোর্ট করবেন তারা আগে সার্টিফিকেট,এনআইডি কার্ড, পিতা-মাতার এনআইডি কার্ডে আপনার নাম,পিতা/মাতার নাম যেনো একই থাকে লক্ষ্য রাখবেন যদি অমিল থাকে আগে সব কিছু ঠিক করবেন তারপর পাসপোর্ট করবেন অন্যথায় ভোগান্তিতে পড়বেন❤❤️

আবুধাবিস্থ যারা সাধারন ক্ষমা পেয়ে বৈধ হতে যাচ্ছেন তাদের স্টিল  কোম্পানীতে বাংলাদেশীদের চাকুরীর সুযোগ।👎👎👎👎               ...
08/10/2024

আবুধাবিস্থ যারা সাধারন ক্ষমা পেয়ে বৈধ হতে যাচ্ছেন তাদের স্টিল কোম্পানীতে বাংলাদেশীদের চাকুরীর সুযোগ।👎👎👎👎

Address

Abudhabi
Abu Dhabi

Alerts

Be the first to know and let us send you an email when Probashi News - প্রবাসী সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probashi News - প্রবাসী সংবাদ:

Videos

Share