Happiness Digital

Happiness Digital আরব আমিরাতের ভিসা,পার্সপোর্ট সংক্রান্ত যেকোন তথ্য সহযোগিতার জন্য আমাদের পেইজে যুক্ত থাকুন... Happiness Digital Marketing is a the Best Digital Marketing Agency.

If you are looking for the best then your search en right with us. We care for so our mission is to provide with all the required Digital Marketing Service to grow your business. We are the solution to business with the help of digital marketing . Its our gurantee to spread your business network digitally.

অপরূপ
25/01/2025

অপরূপ

24/01/2025

🕋 পবিত্র জুমা মোবারক 🕋
যে ব্যক্তি সূরা কাহাফ এর প্রথম দশটি আয়াত মুখস্ত করবে তাকে দা জ্জা লের অনিষ্ট হতে নিরাপদ রাখা হবে

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে ।
24/01/2025

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে ।

29/12/2024
🔴 জাল টাকা চিনার ৯টি উপায় জেনে নিন- কাজে লাগতে পারে।জীবনে চলার পথে অনেক সময় অনেকের পকেটে জাল টাকা চলে আসে। মূলত কিছু অসা...
28/12/2024

🔴 জাল টাকা চিনার ৯টি উপায় জেনে নিন- কাজে লাগতে পারে।
জীবনে চলার পথে অনেক সময় অনেকের পকেটে জাল টাকা চলে আসে। মূলত কিছু অসাধু ব্যক্তির জাল নোট তৈরির কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই জাল টাকার নোট চেনা সবার জন্য খুব প্রয়োজন।

নিচে জাল টাকার নোট চেনার ৯টি সহজ পদ্ধতি তুলে ধরা হলো:-

১. জাল টাকার প্রথম শর্ত হচ্ছে এই টাকার নোটগুলো নতুন হবে। কারণ জাল টাকার নোটগুলো সাধরণ কাগজের তৈরি তাই পুরাতন হয়ে গেলে সেই নোট নাজেহাল হয়ে যায়।

২. জাল নোট ঝাপসা দেখায়। আসল নোটের মত ঝকঝকে থাকে না। সেটা নতুন হোক আর পুরাতন হোক।

৩. জাল নোট হাতের মধ্যে নিয়ে মুষ্টিবদ্ধ করে কিছুক্ষণ পর ছেরে দিলে এই নোট সাধারণ কাগজের মতো ভাঁজ হয়ে যাবে। আর আসল নোট ভাঁজ হবে না। যদিও সামান্য ভাঁজ হবে তবুও তা জাল নোটের ক্ষেত্রে তুলনামূলক বেশি।

৪. এবার আসুন আসল কথায় আপনি এই মূহুর্তে নতুন (একটি ১০০০ টাকা, ৫০০ টাকা ও একটি ১০০ টাকা)`র নোট এবং পুরাতন পাঁচশত টাকার নোট হাতে নিন। আর এই বর্ণনার সাথে মিলিয়ে নিন।

৫. উপরে বর্ণিত প্রথম তিনটি নোট সোজা করে ধরুন এবার লক্ষ্য করুণ নোটের বাম পাশে উপর থেকে নিচ পর্যন্ত একটি সরল রেখা আছে। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন ওটা কোন রেখা নয়। সেখানে স্পষ্টভাবে ইংরেজিতে বাংলাদেশ ব্যাংক “Bangladesh Bank” কথাটা লেখা আছে।

৬. পুরাতন ৫০০ টাকার নোটে বাম পার্শের নিচে সুন্দর নকশা করে লেখা আছে “৫০০” মূলত সেখানে “Bangladesh Bank” কথাটা লেখা আছে হালকা ও ভারি রং দিয়ে।

৭. টাকা সবসময় দুটি অংশ দিয়ে তৈরি হয়। টাকার দুই পার্শে দু`টো নোট জোড়া লাগানো থাকে এবং এটা হরিনের চামড়া দিয়ে তৈরি বলে পানিতে ভেজালেও খুব তারাতারি ভেঙ্গে যাবে না। আর জাল নোট পানিতে ভেজানোর সাথে সাথেই তা ভেঙ্গে যাবে।

৮. আসল নোট সবসময় খসখসে হবে।

৯. উপরের সবগুলো উপায়ে যদি আসল ও জাল/নকল নোট সনাক্ত করতে কেউ ব্যর্থ হয় তবে তার জন্য সর্বশেষ উপায় “আল্ট্রা ভায়োলেট লাইট”। এই লাইটের মাথ্যমে সনাক্ত করা খুবই সহজ। আসল নোটে এই লাইটের আলো ধরলে নোটের উপর রেডিয়ামের প্রলেপ জ্বল জ্বল করে উঠবে। জাল নোটে তা হয় না।

এক বছরের মধ‍্যে স্বীকৃতি বিশ্বের সবচেয়ে সুন্দর বিমান বন্দর আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ।
12/12/2024

এক বছরের মধ‍্যে স্বীকৃতি বিশ্বের সবচেয়ে সুন্দর
বিমান বন্দর আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ।

Congratulations
08/12/2024

Congratulations

সংযুক্ত আরব আমিরাতে  পাসর্পোট সংশোধনের জন্য নির্দেশনাঃ
04/12/2024

সংযুক্ত আরব আমিরাতে পাসর্পোট সংশোধনের জন্য নির্দেশনাঃ

Happy National Day 🇦🇪
02/12/2024

Happy National Day 🇦🇪

প্রবাসী কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি…..
12/11/2024

প্রবাসী কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি…..

10/11/2024

আরব আমিরাতে অবৈধ ভাবে যারা আছেন,
পার্সপোট,ভিসা এবং চাকুরির যেকোন প্রয়োজনে
আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।

What’s App: 0547553496

03/11/2024

বাতিল করা হবে পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন। চালু হবে অনলাইন ভেরিফাই সিস্টেম। ০৭ দিনে পাসপোর্ট হাতে পাবে সবাই।।

পাসপোর্ট ভেরিফিকেশনে টাকা চাইলে অভিযোগ দেবেন অ্যাপসে বা হটলাইন নম্বরেপাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লে...
29/10/2024

পাসপোর্ট ভেরিফিকেশনে টাকা চাইলে অভিযোগ দেবেন অ্যাপসে বা হটলাইন নম্বরে

পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে অনুরোধ জানিয়েছে পুলিশ।

পুলিশের বিশেষ শাখা (এসবি) জানিয়েছে, কেউ টাকা দাবি করলে ‘Hello SB’ অ্যাপসের মাধ্যমে বা হটলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে।

একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ/নগদ/রকেটে পাসপোর্ট আবেদনকারীর নিকট টাকা দাবী করছে। অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোন প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ধরণের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

পুলিশ জানিয়েছে, পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে কোনো অভিযোগ থাকলে “Hello SB” অ্যাপসের মাধ্যমে অথবা মোবাইল নম্বর ০১৩২০০০৫৯২১ বা ০১৩২০০০5922 বা ০১৩২০৫৩৯৩ বা ০১৩২০০০৬৩৭৮-এ জানানো যাবে।

#বাংলা_প্রবাস #বাংলা_এভিয়েশন

Address

Abu Dhabi
92324

Alerts

Be the first to know and let us send you an email when Happiness Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Happiness Digital:

Share