Bangla Africa News

Bangla Africa News দক্ষিণ আফ্রিকা সহ আফ্রিকার সকল দেশের খবর সবার আগে পেতে লাইক ও ফলো করে পাশেই থাকুন! ধন্যবাদ- Bangla Africa News is a news viewing page.
(2)

This page has been playing a role in conveying information based and maintain highest standard of journalism. truthful and objective news to Bangladeshi citizens living in South Africa and Bengali speaking people living in different countries around the world.In the field of news coverage, we always maintain the highest standards of
journalism. Chief Admin: Nazmul Hasan

★ We believe people can do

more together
than alone and that each of us plays an important role in helping to create a safe
and respectful community.So we've laid out
a set of principles for us to follow on this
page.

★ Let's celebrate the things that bring us
together.

★ Let's choose to treat each other like
neighbours rather than strangers.

★ Let's respect individuality and welcome
diverse backgrounds and perspective.

★ Let's assume people mean well. Our page admin are here for the South
african Bangladesh community and Bangali
speaking people around the World to uphold
these values everyday.

20/11/2022
আসসালামু আলাইকুম🇧🇩🇵🇰🇮🇳মামা মানি দিয়ে প্রিয়জনের কাছে টাকা পাঠান।প্রয়োজন মতো,যেকোনো সময়।মামা মানিতে একাউন্ট খুলতে সরাস...
20/11/2022

আসসালামু আলাইকুম

🇧🇩🇵🇰🇮🇳
মামা মানি দিয়ে প্রিয়জনের কাছে টাকা পাঠান।প্রয়োজন মতো,যেকোনো সময়।

মামা মানিতে একাউন্ট খুলতে সরাসরি আমার সাথে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ / ইমুতে যোগাযোগ করে খুলে নিতে পারেন একাউন্ট।

💰সাউথ আফ্রিকান আইডি লিমিট মাসে 100000 Rand এবং প্রতিদিন ক্যাশ ডিপোজিট 24500 ও EFT 50000 Rand

💰 বাংলাদেশী পাসপোর্ট লিমিট ভিসা সহ মাসিক লিমিট 25000 Rand এবং এক দিনের লিমিট 5000 Rand

💰Asylum এর মাসিক লিমিট 25000 Rand এবং এক দিনের লিমিট 5000 Rand

❤️❤️💚💚তাছাড়া বড় অঙ্কের টাকা পাঠাতে যোগাযোগ করুন সরাসরি আমার সাথে।

🛒🛒 𝐒𝐡𝐨𝐩𝐫𝐢𝐭𝐞 / 𝐏𝐧𝐏 / 𝐩𝐞𝐩 / 𝐬𝐩𝐚𝐫 / 𝐨𝐤 / 𝐆𝐚𝐦𝐞 / 𝐌𝐚𝐜𝐫𝐨 / 𝐑𝐚𝐢𝐧𝐨 / 𝐁𝐨𝐱𝐞𝐫 /𝐂𝐡𝐞𝐜𝐤𝐞𝐫𝐬 এই সুপার শপে টাকা জমা করতে পারবেন ।

💰💰তাছাড়া আপনার এয়ার টাইম মেশিন Flash, Selpal,Topitup,Kazang এবং Blu এর মাধম্যে সর্বোচ্চ 24500 Rand ডিপোজিট করতে পারবেন ।

🏦আপনি শুধু মাত্র EFT করতে পারবেন। ব্যাংক অথবা এটিএম মেশিনে ডিপোজিট করা যাবেনা ।

💵💵এছাড়াও মামা মানি দিয়ে বাংলাদেশে লক্ষ লক্ষ RAND পাঠাতে যোগাযোগ করতে পারেন নাজমুল ভাইয়ের সাথে।

দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে আপনার প্রিয়জনের কাছে বিকাশ,ফ্লেক্সিলোড, এমবি পাঠাতে

Whatsapp /Imo

0644357166

☎️ 0641783075

আসসালামু আলাইকুম....🇧🇩🇵🇰🇮🇳মামা মানি দিয়ে প্রিয়জনের কাছে টাকা পাঠান।প্রয়োজন মতো,যেকোনো সময়।মামা মানিতে একাউন্ট খুলতে ...
18/08/2022

আসসালামু আলাইকুম....

🇧🇩🇵🇰🇮🇳
মামা মানি দিয়ে প্রিয়জনের কাছে টাকা পাঠান।প্রয়োজন মতো,যেকোনো সময়।

মামা মানিতে একাউন্ট খুলতে সরাসরি আমার সাথে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ / ইমুতে যোগাযোগ করে খুলে নিতে পারেন একাউন্ট।

💰সাউথ আফ্রিকান আইডি লিমিট মাসে 100000 Rand এবং প্রতিদিন ক্যাশ ডিপোজিট 24500 ও EFT 50000 Rand

💰 বাংলাদেশী পাসপোর্ট লিমিট ভিসা সহ মাসিক লিমিট 25000 Rand এবং এক দিনের লিমিট 5000 Rand

💰Asylum এর মাসিক লিমিট 25000 Rand এবং এক দিনের লিমিট 5000 Rand

❤️❤️💚💚তাছাড়া বড় অঙ্কের টাকা পাঠাতে যোগাযোগ করুন সরাসরি আমার সাথে।

🛒🛒 𝐒𝐡𝐨𝐩𝐫𝐢𝐭𝐞 / 𝐏𝐧𝐏 / 𝐩𝐞𝐩 / 𝐬𝐩𝐚𝐫 / 𝐨𝐤 / 𝐆𝐚𝐦𝐞 / 𝐌𝐚𝐜𝐫𝐨 / 𝐑𝐚𝐢𝐧𝐨 / 𝐁𝐨𝐱𝐞𝐫 /𝐂𝐡𝐞𝐜𝐤𝐞𝐫𝐬 এই সুপার শপে টাকা জমা করতে পারবেন ।

💰💰তাছাড়া আপনার এয়ার টাইম মেশিন Flash, Selpal,Topitup,Kazang এবং Blu এর মাধম্যে সর্বোচ্চ 24500 Rand ডিপোজিট করতে পারবেন ।

🏦আপনি শুধু মাত্র EFT করতে পারবেন। ব্যাংক অথবা এটিএম মেশিনে ডিপোজিট করা যাবেনা ।

💵💵এছাড়াও মামা মানি দিয়ে বাংলাদেশে লক্ষ লক্ষ RAND পাঠাতে যোগাযোগ করতে পারেন নাজমুল ভাইয়ের সাথে।

দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে আপনার প্রিয়জনের কাছে বিকাশ,ফ্লেক্সিলোড, এমবি পাঠাতে

Whatsapp /Imo

0644357166

ঘুমন্ত অবস্থায় বাংলাদেশী নাগরিকের মৃত্যু!! দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েষ্ট এর, ডেলারিভিল এরিয়ার ফ্রেসগাভাগ নামক জায়গাতে মো...
16/07/2022

ঘুমন্ত অবস্থায় বাংলাদেশী নাগরিকের মৃত্যু!!

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েষ্ট এর, ডেলারিভিল এরিয়ার ফ্রেসগাভাগ নামক জায়গাতে মোঃ কামাল হোসেন নামের একজন বাংলাদেশী নাগরিক গতকাল রাতে ঘুমান্ত অবস্থায় ইন্তেকাল করেছেন। ( ইন্না ইলাইহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম কামাল হোসেনের দেশের বাড়ি মুন্সীগঞ্জ জেলায় বলে জানা গেছে।

তিনি গত পনের- ষোল বছর পূর্বে সাউথ আফ্রিকা এসেছিলেন,বিভিন্ন কারনে দেশে ফিরতে পাড়েননি,
এখন ফিরতে হবে কফিন বন্ধী হয়ে।

দক্ষিণ আফ্রিকায় গলায় দড়ি দিয়ে বাংলাদেশী যুবকের আত্মহত্যা!! #নাজমুল_হাসানঃ দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরের অদূরে ...
20/06/2022

দক্ষিণ আফ্রিকায় গলায় দড়ি দিয়ে বাংলাদেশী যুবকের আত্মহত্যা!!

#নাজমুল_হাসানঃ দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরের অদূরে মোঃ হাবিব মিয়া (২৯)নামের একজন বাংলাদেশী নাগরিক গতকাল রাতে নিজ কর্মস্থলে গলায় ফাঁ'সি দিয়ে নিজেই আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় একজন বাংলাদেশী।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম হাবিব মিয়া ৩ বছর আগে স্বপ্নপূরণের উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান, তিনি তার ভাইয়ের ব্যাবসা পরিচালনা করে আসছিলেন।

প্রতিদিনের মতোই তার বড় ভাই তাকে খাবার দেয়ার জন্য ব্যাবসা প্রতিষ্ঠানে গেলে আজ ১১ ঘটিকায় তিনি দেখতে পায় ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে,পরে তিনি দরজা ভেঙ্গে ভিতরে গেলে তিনি দেখতে পান হাবিব মিয়ার মৃতদেহ ঝুলন্ত অবস্থায়!

কেন আত্মহত্যা করেছে এখনো এর কোনো সঠিক কারন জানা যায়নি।

মরহুম হাবিব মিয়া নোয়াখালীর বাসিন্দা বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকার কোয়াকোয়াতে বাংলাদেশী যুবক খুন!!দক্ষিণ আফ্রিকার ফ্রী স্টেট প্রদেশের কোয়াকোয়া নামক স্থানে অজ্ঞাত সন্ত্রাসী...
12/06/2022

দক্ষিণ আফ্রিকার কোয়াকোয়াতে বাংলাদেশী যুবক খুন!!

দক্ষিণ আফ্রিকার ফ্রী স্টেট প্রদেশের কোয়াকোয়া নামক স্থানে অজ্ঞাত সন্ত্রাসীদের গু"লিতে নাহিদুল ইসলাম জয় নামে বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

নিহতের দেশের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার পেকুয়া গ্রামে বলে জানা গেছে। গত বছর তিনি দেশে গিয়ে বিয়ে করে আসেন। বাবা মায়ের একমাত্র ছেলে ছিলেন নাহিদুল ইসলাম জয়।

স্থানীয় বাংলাদেশী সুত্রে জানা যায়, কয়েকদিন পুর্বে ফারুক নামে এক বাংলাদেশীর কাছ থেকে দোকান ক্রয় করেন। ফারুক আহমেদের সাথে এক কৃষ্ণাঙ্গের ঝামেলা হয়৷
আজ সন্ধ্যার পর এক কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী এসে কাউন্টারে বসা নাহিদুল ইসলাম জয়ের বুকে সরাসরি গু"লি করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরক্ষণে মেডিকেল টিম এসে তাকে মৃত ঘোষণা করে।

চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী বাংলাদেশীর মৃত্যু!!  #নাজমুল_হাসানঃ দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট  প্রভিন্সের বেলকম শহরের প্রবী...
10/06/2022

চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী বাংলাদেশীর মৃত্যু!!

#নাজমুল_হাসানঃ দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের বেলকম শহরের প্রবীণ প্রবাসী মোহাম্মদ ফারক ভাই এর ছোট ভাই কামাল হোসেন (খোকন)গত দুই সপ্তাহ যাবত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বেলা সাড়ে বারোটার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের দেশের বাড়ি দাগনভূঞা।

ইস্টার্ণকেপে মধ্যরাতে কুপিয়ে প্রবীণ বাংলাদেশীকে নৃশংসভাবে হত্যা!!দক্ষিণ আফ্রিকার ইস্টার্ণকেপ প্রদেশের ইংকোবো টাউনের একটি...
10/06/2022

ইস্টার্ণকেপে মধ্যরাতে কুপিয়ে প্রবীণ বাংলাদেশীকে নৃশংসভাবে হত্যা!!

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ণকেপ প্রদেশের ইংকোবো টাউনের একটি গ্রামে গতরাতে (০৯ জুন) কুপিয়ে নৃশংসভাবে এক প্রবীণ বাংলাদেশীকে খুন করা হয়েছে। নিহতের নাম হুমায়ুন কবির (৫৫)। উনার দেশের বাড়ি নোয়াখালী জেলার চৌমুহনীতে।
জানা যায়, গতরাত ১২টার পর হুমায়ুন কবিরের দোকানে একদল ডাকাত পেছনের দেয়াল ভেঙ্গে ঢুকে পড়ে। দোকানে ঢুকে ডাকাতির এক পর্যায়ে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে হুমায়ুনকে। সকালে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হুমায়ুন কবির দুই বছর পূর্বে বাংলাদেশী মালিকানাধীন এই দোকানে চাকুরী নিয়েছিলেন।

স্থানীয় বাংলাদেশী পারভেজ মোহাম্মদ জানান, সেখানকার বাংলাদেশী কমিউনিটির সহযোগিতায় নিহত হুমায়ুন কবিরের মরদেহ দেশে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়েছে।

সীমিত পরিসরে কাজ শুরু হলেও এপয়েন্টমেন্ট ছাড়া যাবেন নাপ্রিটোরিয়া রিফুজি সেন্টারে এপয়েন্টমেন্ট ছাড়া কাউকে ঢুকতে দেয়া হয় না...
24/05/2022

সীমিত পরিসরে কাজ শুরু হলেও এপয়েন্টমেন্ট ছাড়া যাবেন না

প্রিটোরিয়া রিফুজি সেন্টারে এপয়েন্টমেন্ট ছাড়া কাউকে ঢুকতে দেয়া হয় না।
আপনি নতুন আবেদন কিংবা এক্সটেনশনের জন্য আবেদন করে থাকলে, ইমেইলে যে এপয়েন্টমেন্ট তারিখ /সময় দেয়া হবে, সেইদিন হোম অফিসে যাবেন।

আগের মতো সোমবার বা মঙ্গলবারে একসাথে গিয়ে লাইনে দাঁড়িয়ে ঢুকার সিস্টেম নেই।

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশী বংশোদ্ভূত স্কুলছাত্রের মৃত্যু!দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার লোডিয়ামে দীর্ঘদ...
23/05/2022

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশী বংশোদ্ভূত স্কুলছাত্রের মৃত্যু!

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার লোডিয়ামে দীর্ঘদিন থেকে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভূত স্কুল ছাত্র মোহাম্মদ আয়হাম (১৮) আজ সকালে নেটকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছে।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সে কয়েক মাস যাবত অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

সামান্য দাওয়াতের লোক সংখ্যা নিয়ে রাতে স্ত্রী নিশুর সাথে ঝগড়া করে স্বামী সোলেমান।ঝগড়ার এক পর্যায়ে রাতে স্ত্রীকে হত্যা করে...
21/05/2022

সামান্য দাওয়াতের লোক সংখ্যা নিয়ে রাতে স্ত্রী নিশুর সাথে ঝগড়া করে স্বামী সোলেমান।ঝগড়ার এক পর্যায়ে রাতে স্ত্রীকে হত্যা করে সোনাইমুড়ী থানার কালিকাপুর বাজারের পাশের রহিম উদ্দিন ব্যাপারি বাড়ির শফি উল্লাহ মিয়ার প্রবাসী ছেলে নর-পিশাচ সোলেমান। ভোর রাতে ঘরের বাইরে বাথরুমের সামনে অর্ধ-উলঙ্গ লাশ রেখে পালিয়ে গিয়ে শ্বশুর বাড়িতে তাদের মেয়েকে জ্বীনে ধরেছে বলে খবর পাঠায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং নিশ্চিত হত্যা বুঝতে পেরেও হত্যাকারী এবং তার পরিবারের কাউকে জিজ্ঞাসাবাদ ছাড়াই লাশ ময়না তদন্তে পাঠায়। মেয়ের বাবা বেগমগঞ্জ থানার মিরওয়ারিশপুর ইউনিয়নের লালপুর গ্রামের আব্বাস আলি হাজি বাড়ির অক্ষর-জ্ঞানহীন জামাল মিয়া অত্যন্ত সহজ-সরল হওয়ায় ওসি হারুন-অর-রশিদ মেয়ের বাবাকে তার গাড়িতে বসিয়ে থানায় নিয়ে যান এবং মামলার পরিবর্তে অস্বাভাবিক মৃত্যুর কারন জানতে চাই প্রসঙ্গে অভিযোগপত্রে টিপসই নেন। শোকাহত জামাল মিয়া এবং মেয়ের মামা সহ আত্মীয়রা ভেবেছিলো এটাই মামলা! লাশ দাফনের পর সন্ধ্যায় ওসির সাথে মেয়ের বাবা ও মামা দেখা করে আসামিকে গ্রেপ্তারের কথা বললে তিনি জানান ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া ঘাতকের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তার করা তার পক্ষে সম্ভব নয়। এদিকে হত্যাকারী বিদেশ থেকে ছুটিতে থাকায় টিকেট ওকে করে পালিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। সাধারণত ময়নাতদন্তের রিপোর্ট আসতে প্রায় ১-৩ মাস সময় লেগে যায়। এই গৃহবধূ হত্যা ঘটনাটি সারাদেশের প্রায় মিডিয়ার অনেক পত্রিকায় নিউজ হওয়া সত্ত্বেও গত ৪ দিন যাবৎ একটা নরপিচাশ হত্যাকারী নিজ এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং বিদেশে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বিষয়টি নিয়ে মেয়ের মামা গতকাল নোয়াখালি জেলার এস,পি মহোদয়ের সাথে যোগাযোগ করলে এস,পি মহোদয় মেয়ের মামাকে সোনাইমুড়ী থানায় আবার যেতে বলেন এবং মামলা নেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু ওসি মেয়ের মামাকে বিভিন্ন ব্যস্ততা দেখিয়ে মামলা নেওয়া থাক দূরের কথা দেখাই করলেন না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের আবেদন সোনাইমুড়ী থানার ওসি হারুন-অর-রশিদ লাশের সুরুতহাল রিপোর্টে নিশ্চিত হত্যার আলামত পেয়েও মামলা নিয়ে এমন টালবাহানা করার দুঃস্বাহস পায় কোথায়???
নোয়খালীর প্রশাসন, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী এবং সর্বোস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন রইলো এই নিরীহ পরিবারটি অন্তত যেনো তাদের মেয়ের হত্যার সঠিক বিচারটি পায়।
বিঃদ্রঃ কমেন্টসে নিউজ লিংক দেওয়া হলো।

দক্ষিণ আফ্রিকায় চিত্রকর্ম প্রতিযোগিতায় বাংলাদেশী মেয়ের কৃতিত্ব!মারজান আক্তার হাসান একজন আর্ট শিল্পী। কিন্তু পেশাদার নয়, ...
21/05/2022

দক্ষিণ আফ্রিকায় চিত্রকর্ম প্রতিযোগিতায় বাংলাদেশী মেয়ের কৃতিত্ব!

মারজান আক্তার হাসান একজন আর্ট শিল্পী। কিন্তু পেশাদার নয়, শখের বশে চিত্রকর্ম আঁকেন। ছোটবেলা থেকেই আকাআকি করাই ছিলো তার স্বভাব। মনের মাধুরি মিশিয়ে নিজের চিত্রকর্ম দিয়ে মানুষের মন জোগাতে চেয়েছিলেন। অবশেষে সফলও হয়েছেন।
সুদুর দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজের চিত্রকর্ম প্রদর্শন করে মানুষের মনে জায়গা করে নিয়েছেন চিত্রশিল্পী মারজান আক্তার হাসান। গত (১৯ মে) দক্ষিণ আফ্রিকার কুইন্স টাউনে চ্যারিটি সাহায্যার্থে এক চিত্রপ্রদর্শনী ও বিক্রির আয়োজন করে লাভ অব আর্ট নামে একটি সংগঠন। শুধু দক্ষিণ আফ্রিকা নয়, ইউরোপ আমেরিকার কয়েকটি দেশের চিত্রশিল্পীরা নিজেদের চিত্রকর্ম নিয়ে এসেছেন এই প্রদর্শনীতে। অনেক গুনী চিত্রশিল্পীদের দামি দামি চিত্রকর্ম স্থান পেয়েছে কুইন্সটাউনের কুইন হলে। আগামী রবিবার পর্যন্ত এই প্রদর্শনীতে ৪৪ জন চিত্রশিল্পীর ২২৫টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে যেগুলোর প্রতিটির মুল্য ৪০০ রেন্ড থেকে ৩৫ হাজার রেন্ড পর্যন্ত। প্রদর্শনীতে বিক্রিত চিত্রকর্মগুলো থেকে প্রাপ্ত অর্থের ২০% স্থানীয় একটি ওল্ড হোমে দান করা হবে।
দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য দেশের বিখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্মের পাশাপাশি বাংলাদেশী বংশোদ্ভূত মারজান আক্তারের চিত্রকর্মও স্থান পায়। শুধু তাই নয়, মারজান আক্তার এর আটটি চিত্রকর্মের মধ্যে প্রথম দিনেই দুটি চিত্রকর্ম বিক্রি হয়ে যায়।
মারজান আক্তারের এটাই প্রথম কোন প্রদর্শনীতে যিনি নিজের চিত্রকর্ম প্রদর্শন করেছেন। প্রথম দিনেই দুটি চিত্রকর্ম বিক্রি করতে পেরে নিজেকে স্বার্থক মনে করছেন মারজান। তিনি জানান, অনেক বিখ্যাত চিত্রশিল্পীর মাঝে আমার কাজ অনেক তুচ্ছ মনে হয়েছিলো। আবার এটাও বিশ্বাস ছিলো, আমার কাজ মানুষের হৃদয় কাড়বে। আজ থেকে আমার আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে। আমি বিদেশীদের কাছে বাংলাদেশী পরিচয় দিতে পেরে গর্ববোধ করছি।
মারজান আক্তারের স্বামী মোহাম্মদ হাসান বলেন, চিত্রকর্ম অংকন করা অনেক কঠিন কাজ। নিজের মেধা ও কল্পনা শক্তি দিয়ে একটি জিনিসকে ফুটিয়ে তোলার মাঝেই শিল্পীদের সার্থকতা। চিত্রকর্ম অংকন করা অনেক ব্যয়বহুল হলেও আমি আমার প্রিয়তমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আজ তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি।

ইস্টানক্যাপ বাংলাদেশ কমিউনিটির নেতা আব্দুলমাজীদ প্রান্তিক জানান, দক্ষিণ আফ্রিকার বৃহৎ চিত্রকর্ম প্রদর্শনীতে বাংলাদেশী মেয়ে মারজান আক্তারের অংশগ্রহণ ও সফলতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তার মেধা ও যোগ্যতার ফলে স্থানীয়দের মাঝে বাংলাদেশ কমিউনিটির সম্মান বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।
চিত্রশিল্পী মারজান আক্তার হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি থেকে অনার্স মাস্টার্স পাশ করেছেন। তিনি বাংলাদেশের পিজি হাসপাতালে কর্মরত ছিলেন। গত ৮ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। দুই সন্তান ও স্বামীকে নিজে কুইন্সটাউনে বসবাস করছেন।

25/04/2022

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ণকেপ প্রদেশের ইস্ট লন্ডন শহরের অদুরে আইডুচুয়া এলাকায় দীর্ঘদিন থেকে বসবাসকারী বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলামের বিরুদ্ধে তার খালাতো ভাই নবীর হোসেন ফাহিম কর্তৃক মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

নতুন এসাইলাম এর কার্যক্রম শুরু হবে ০৩ মে থেকে।বিশ্বব্যাপী করোনা সংক্রমনের পর ২০২০ সালের মধ্য মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার ...
23/04/2022

নতুন এসাইলাম এর কার্যক্রম শুরু হবে ০৩ মে থেকে।

বিশ্বব্যাপী করোনা সংক্রমনের পর ২০২০ সালের মধ্য মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার হোম অফিস বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে এক বছর পর হোম অফিসের বিভিন্ন বিভাগ খোলা হলেও বন্ধ রাখা হয় অভিবাসীদের জন্য রিফুজি রিসিপশন সেন্টার। ফলে এসাইলাম ও রিফুজি পারমিট/ভিসা স্বশরীরে আবেদন অথবা এক্সটেনশন করার সুযোগ ছিলো না। তবে গতবছর অনলাইনে এসাইলাম এক্সটেনশনের সুযোগ দেয় হোম এফেয়ার্স এবং বিভিন্ন ধাপে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত এসাইলামের মেয়াদ বাড়ানো হয়।

কিন্তু হোম অফিস খোলা না থাকায় এসাইলাম/রিফুজি পারমিট এক্সটেশন করতে না পারায় অনেকে অভিবাসী বিপাকে পড়েছেন। এছাড়াও নতুন অভিবাসীরা কোন ধরণের কাগজ না থাকায় বিড়ম্বনা ও হয়রানির শিকার হচ্ছেন।

এমতাবস্থায় আগামী ৩রা মে থেকে হোম এফেয়ার্সের রিফুজি রিসিপশন সেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে হোম অফিস ডিপার্টমেন্ট। জানা যায়, প্রিটোরিরা, কেপটাউন, মেছিনা, ডারবান ও পোর্ট এলিজাবেথের রিফুজি সেন্টারে নতুন এসাইলাম প্রত্যাশীদের আবেদন গ্রহণ করা হবে। এজন্য নির্দিষ্ট ইমেইলে এসাইলাম প্রত্যাশিরা আবেদন করতে হবে এবং তাদের আবেদন গ্রহণ করে পরবর্তীতে ইমেইলের মাধ্যমের তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

এই প্রক্রিয়াটি এসাইলাম এক্সটেনশনের মতো অনেক কঠিন হবে; পুরো প্রক্রিয়া অনুসরণ করে এসাইলাম পেতে অভিবাসীদের বেগ পেতে হবে বলে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।

New asylum seekers application circular 2022

আবারো পাকিস্তানির হাতে বাংলাদেশী নাগরিক অপহরণ! দক্ষিণ আফ্রিকার নর্দান ক্যাপ প্রভিন্সের (কাটু ডিবান) নামক স্থান থেকে Rumo...
13/04/2022

আবারো পাকিস্তানির হাতে বাংলাদেশী নাগরিক অপহরণ!

দক্ষিণ আফ্রিকার নর্দান ক্যাপ প্রভিন্সের (কাটু ডিবান) নামক স্থান থেকে Rumon Ahmed নামে বাংলাদেশী নাগরিক পাকিস্তানির হাতে কিডনাফ এর শিকার হয়েছে।
গতকাল সকালে ব্যাংকে টাকা জমা দিতে দোকান থেকে বের হয়।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায় না।

পরে রাতে জানা যায় পাকিস্তান হাতে কিডনাফের শিকার 😭

রুমন ভাই কে অপহরণকারী পাকিস্তানি কিডনাপার ১লাখ রেন্ড মুক্তিপণ দাবি করেছে।

রুমন ভাইয়ের দেশের বাড়ি সিলেট জেলার এয়ারপোর্ট থানায়।

সবাই দোয়া করবেন আল্লাহ যেনো ভাইটিকে হেফাজত করেন।
তথ্য ও ছবিঃ কে এম তারেক ভাই

নতুন এ্যাসাইলমের ঘোষণা.করোনা পরিস্থিতিতে দুই বছর বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে এপয়েন্টমেন্টের মাধ্যমে নতুন এ্যাসাইলম চালু ...
11/04/2022

নতুন এ্যাসাইলমের ঘোষণা.

করোনা পরিস্থিতিতে দুই বছর বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে এপয়েন্টমেন্টের মাধ্যমে নতুন এ্যাসাইলম চালু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার হোম এফেয়ার্স।আজ সোমবার হোম এফেয়ার্সের এক ঘোষণায় এমন তথ্য নিশ্চিত করেছে।

হোম এফেয়ার্স বলেছে,নতুন শর্তাবলী অনুসরণ সাপেক্ষে দক্ষিণ আফ্রিকায় নতুন রিফুজিদের এ্যাসাইলম আবেদন গ্রহণ করা হবে।

নতুন এ্যসালাইলম আবেদন প্রার্থীরা [email protected] ই মেইলে নিজের নাম, পাসপোর্ট নাম্বার,টিকানা, দেশ,দক্ষিণ আফ্রিকায় প্রবেশের তারিখ, প্রবেশের সীমানা, মোবাইল নাম্বার,ই মেইল,দক্ষিণ আফ্রিকায় অবস্থানের ঠিকানা এবং পছন্দের হোম অফিসের টিকানা উল্লেখ করে ইমেইল করতে হবে।প্রার্থীর ই মেইলের পর ফিরতি ই মেইলে এপয়েন্টমেন্ট দেওয়া হবে।সেই অনুযায়ী প্রার্থী সশরীরে অফিসে হাজির হয়ে নতুন এ্যাসাইলের আবেদন করতে পারবে।

আবেদনের সময় প্রার্থীকে অবশ্যই পাসপোর্টের মূল কপি,জন্মসনদ,আইডি ডকুমেন্টস ইত্যাদি সংযোগ করতে হবে।
©Bangla Voice Of Africa

সন্ত্রাসীদের গু'লিতে আহত বাংলাদেশী নাগরিককে খোঁজখবর নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দক্ষিণ আফ্রিকার কোয়াডাঙ্গা নামক ...
05/04/2022

সন্ত্রাসীদের গু'লিতে আহত বাংলাদেশী নাগরিককে খোঁজখবর নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

দক্ষিণ আফ্রিকার কোয়াডাঙ্গা নামক জায়গায় একজন বাংলাদেশী নাগরিক সন্ত্রাসীদের গু'লিতে মারাত্মকভাবে আহত হয়ে সেখানকার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছে।
বাংলাদেশ থেকে তার ছোট ভাই আমাদের জানিয়েছে তার ভাইয়ের পাশে কোন বাংলাদেশী বা সাহায্য করার মত কোন লোক নেই। তাই সেখানকার বা আশপাশের বাংলাদেশীদের অনুরোধ করছি একটু খবর নিয়ে আহত সেই ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য।

+27 82 540 0022 নিকটস্থ বাংলাদেশীদের এই নাম্বারে কল করে খবর নেয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। দয়া করে আহত এই ভাইকে সাহায্য করুন।

অজ্ঞাত ব্যক্তির গু'লিতে বাংলাদেশী নাগরিকের মৃত্যু! #নাজমুল_হাসানঃ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নিকটবর্তী নিউল্যান্ডস এ...
30/03/2022

অজ্ঞাত ব্যক্তির গু'লিতে বাংলাদেশী নাগরিকের মৃত্যু!

#নাজমুল_হাসানঃ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নিকটবর্তী নিউল্যান্ডস এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্টানে গতকাল ২৯ শে মার্চ মঙ্গলবার রাত ০৯ টায় সময় অজ্ঞাত ব্যক্তিদের গু'লিতে নির্মমভাবে খুন হয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার মোঃ জিয়াউল হকের ছেলে আবু তাহের মাসুদ রাব্বানী।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আগে থেকে উৎপেতে থাকা অজ্ঞাত ব্যক্তিরা রাব্বানীকে লক্ষ্য করে প্রায় পাঁচ রাউন্ড গু'লি ছোড়ে।গুলিবিদ্ধ আবু তাহের মাসুদকে মেফেয়ারের নেটকেয়ার গার্ডেন সিটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বাংলা আফ্রিকা নিউজ পেজের পক্ষ থেকে আবু তাহের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মন্ত্রীর নেতৃত্বে অভিযানঃ ভুয়া পাসপোর্ট তৈরির অভিযোগে দুই অফিসার সহ ২৮ জন আটক।দক্ষিণ আফ্রিকার হোম এফেয়ার্স মিনিস্টার ড....
26/03/2022

মন্ত্রীর নেতৃত্বে অভিযানঃ ভুয়া পাসপোর্ট তৈরির অভিযোগে দুই অফিসার সহ ২৮ জন আটক।

দক্ষিণ আফ্রিকার হোম এফেয়ার্স মিনিস্টার ড. এরোন মাসলোডি'র নেতৃত্বে ক্রোগার্সড্রপ হোম অফিসে এক সাড়াশি অভিযান চালিয়ে ১৩ সাউথ আফ্রিকান, ১৩ বিদেশী নাগরিক সহ হোম এফেয়ার্সের দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে।
এদের বিরুদ্ধে জাল কাগজপত্র দিয়ে ভুয়া পাসপোর্ট বানানোর অভিযোগ করা হয়েছে। গোয়েন্দা সংস্থা হকস ও ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযানে জাল পাসপোর্ট তৈরির পুরো চক্রকে গ্রেফতার করা হয়। এ সময় আটক দুই অফিসারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ জব্ধ করা হয়েছে।

আর নয় করোনা টেস্ট;খরচ বাঁচলো ভ্রমণকারীদের! দক্ষিণ আফ্রিকায় প্রবেশের সময় বিমানবন্দরে পিসিআর টেস্ট (করোনা টেস্ট) লাগবে না ...
26/03/2022

আর নয় করোনা টেস্ট;খরচ বাঁচলো ভ্রমণকারীদের!

দক্ষিণ আফ্রিকায় প্রবেশের সময় বিমানবন্দরে পিসিআর টেস্ট (করোনা টেস্ট) লাগবে না বলে প্রেসিডেন্ট রামাপোসার ঘোষণা।

এখন থেকে বাংলাদেশে আসা-যাওয়া করতে কোন বিমানবন্দরে করোনা টেস্টের ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট দেখাতে হবে না।

*আমরা শোকাহত*দক্ষিণ আফ্রিকার মান্যবর হাই কমিশনার জনাব নূরে হেলাল সাইফুর রহমান সাহেবের শ্রদ্ধেয় পিতা বার্ধক্যজনিত কারণে ই...
26/03/2022

*আমরা শোকাহত*

দক্ষিণ আফ্রিকার মান্যবর হাই কমিশনার জনাব নূরে হেলাল সাইফুর রহমান সাহেবের শ্রদ্ধেয় পিতা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন (আমিন)।
Bangladesh High Commission-Pretoria

আবারো দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গু'লিতে বাংলাদেশী নাগরিক খুন…!  #নাজমুল_হাসানঃ দক্ষিণ আফ্রিকার kwazulu- Natal প্রদেশের তা...
24/03/2022

আবারো দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গু'লিতে বাংলাদেশী নাগরিক খুন…!

#নাজমুল_হাসানঃ দক্ষিণ আফ্রিকার kwazulu- Natal প্রদেশের তাবিসা এলাকায় গতকাল (২৩ মার্চ) বুধবার রাত অনুমানিক সাড়ে এগারোটায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতের গু'লিতে নির্মমভাবে খুন হয়েছেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের রুহুল আমিন নামের একজন বাংলাদেশী নাগরিক।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাসুদ রানা নামের আরেক প্রবাসী বাংলাদেশী আমাদের জানিয়েছেন, দোকানের পেছনের দরজা ভেঙ্গে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েক রাউন্ড গু'লি করে রুহুল আমিনকে। ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলেও আমাদের জানিয়েছেন মিস্টার রানা।

ধর্মভীরু রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক এবং রুহের মাগফেরাত কামনা করছেন, টাঙ্গাইল কমিউনিটি প্রিটোরিয়া।

বাংলা আফ্রিকা নিউজ পেজের পক্ষ থেকে মরহুম রুহুল আমিনের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ব্লুমফন্টেইনে ডাকাতের গু"লিতে বাংলাদেশী যুবক নিহত! #নাজমুল_হাসানঃ দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইন শহরের নিকটবর্তী মাঙ্গউই ল...
22/03/2022

ব্লুমফন্টেইনে ডাকাতের গু"লিতে বাংলাদেশী যুবক নিহত!

#নাজমুল_হাসানঃ দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইন শহরের নিকটবর্তী মাঙ্গউই লোকেশনের পেইজ সেভেনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গতকাল সোমবার (২১ মার্চ) স্থানীয় সময় রাত আটটায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতের গু"লিতে প্রাণ হারিয়েছেন ফেনী জেলার লক্ষিয়ারা গ্রামের মোঃ সুমন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নিহত মোঃ সুমনের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তার ব্যবসায়িক পার্টনার মোহাম্মদ জুয়েল।

বাংলা আফ্রিকা নিউজ পেজের পক্ষ থেকে নিহত মোঃ সুমনের রুহের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বাংলাদেশ হাইকমিশন প্রিটোরিয়া।সদ্য আগত ১৮১ টি নতুন পাসপোর্ট এর তালিকা (০৪ পৃষ্ঠা)।আপনার রেফারেন্স নাম্বার মিলিয়ে দেখুন।না...
21/03/2022

বাংলাদেশ হাইকমিশন প্রিটোরিয়া।
সদ্য আগত ১৮১ টি নতুন পাসপোর্ট এর তালিকা (০৪ পৃষ্ঠা)।
আপনার রেফারেন্স নাম্বার মিলিয়ে দেখুন।
না থাকলে অপেক্ষা করুন।
ধন্যবাদ।

নিউমোনিয়ায় বাংলাদেশী যুবকের মৃত্যু!নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কিছুক্ষণ  আগে মোঃ আলভি নামে একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী চিকিৎ...
18/03/2022

নিউমোনিয়ায় বাংলাদেশী যুবকের মৃত্যু!

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কিছুক্ষণ আগে মোঃ আলভি নামে একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মরহুম আলভির দেশের বাড়ি ফেনী জেলায়।

জীবিকার সন্ধানে গত ১৫ দিন আগে সড়ক পথে দক্ষিণ আফ্রিকায় এসেছিল আলভি।

কারো পরিচিত হলে আমাদের ইনবক্স করুন প্লিজ!

লেনেশিয়াতে ৬ মিলিয়ন Rand সহ অপহরণকারী আটক।লেনেশিয়া শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ আটক করেছে অপহরনের মাস্টারম...
18/03/2022

লেনেশিয়াতে ৬ মিলিয়ন Rand সহ অপহরণকারী আটক।

লেনেশিয়া শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ আটক করেছে অপহরনের মাস্টারমাইন্ড সহ চারজন অপহরনকারীকে

গত সপ্তাহে অপহরন হয়ে যাওয়া ব্যবসায়ী লোকমান কাজী বিরাট অঙ্কের মুক্তিপণের বিনিময়ে তিনদিন আগে মুক্তি পায়। সেই অপহরণের সূত্র ধরে পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে । তারই প্রেক্ষিতে পুলিশ আজ আটক করতে সক্ষম। এদের মধ্যে একজন মোজাম্বিকের নাগরিক।

জোহানেসবার্গে ৪শ' অবৈধ অভিবাসী গ্রেফতার।সম্প্রতি অপারেশন ডুডুলা আন্দোলনের পর যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু করেছে...
16/03/2022

জোহানেসবার্গে ৪শ' অবৈধ অভিবাসী গ্রেফতার।

সম্প্রতি অপারেশন ডুডুলা আন্দোলনের পর যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু করেছে। গত সপ্তাহে জোহানেসবার্গ সংলগ্ন আলেকজান্ডার, হিলব্রু, সুয়েটো সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪০০ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।
এদের অনেকেই ব্যক্তিগত ও ব্যবসায়িক বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন।

ইমিগ্রেশন ও পুলিশের অভিযান আরো কয়েকদিন অব্যাহত থাকবে। আপনার বৈধ কাগজ পত্র/ভিসা/পারমিট/এসাইলাম সর্বদা সাথে রাখুন।

Address

Gansbaai
7720

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Africa News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Africa News:

Videos

Share


Other Media/News Companies in Gansbaai

Show All