Arif Dhipu

Arif Dhipu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arif Dhipu, Video Creator, .

"অনাহত বাণী মনে তুলে নিয়ে-     রেখো তারে তব স্মরণে,স্থায়ী হয়ে যাবে যখন সে বাণী -    তরিয়া যাইবে মরণে।"      🏵️রবীন্দ্রনা...
02/10/2023

"অনাহত বাণী মনে তুলে নিয়ে-
রেখো তারে তব স্মরণে,
স্থায়ী হয়ে যাবে যখন সে বাণী -
তরিয়া যাইবে মরণে।"
🏵️রবীন্দ্রনাথ ঠাকুর🏵️
( স্ফুলিঙ্গ )

01/10/2023

অন্ধ লোক যদি হঠাৎ করে চোখে দেখতে পায়,তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয়, অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল, আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব মনে হয়! 🥲

জনগণ ব্রীজটিকে জিজ্ঞেস করল তুমি কেমন আছো? উত্তরে ব্রিজটি বলল ভালো নাইরে ভাই... তোমাদের মত আমাকেও বাঁশ দেওয়া হয়েছে।😆😆😆
11/09/2023

জনগণ ব্রীজটিকে জিজ্ঞেস করল তুমি কেমন আছো? উত্তরে ব্রিজটি বলল ভালো নাইরে ভাই... তোমাদের মত আমাকেও বাঁশ দেওয়া হয়েছে।😆😆😆

বুঝলাম না কেমনে কি?😁
09/09/2023

বুঝলাম না কেমনে কি?😁

29/08/2023

হাল ছেড়ে দেওয়ার আগে ভিডিওটি একবার দেখুন | powerful motivational video Bangla #ছাড়পত্র

25/08/2023

জীবনের মুল্য কত !!

23/08/2023

এই ৭ টি কথা কখনোই কাউকে বলবেন না | মোটিভেশনাল ভিডিও | life changing video #ছাড়পত্র

15/08/2023

আপনাকে ডুবাতে এমন ব্যক্তি বসে আছে! যাকে হয়তো আপনি একদিন সাঁতার শিখিয়েছিলেন !! #ছাড়পত্র

13/08/2023

আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলেই আপনি বুঝবেন, পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানো কত কঠিন! 🙂

11/08/2023

এই তিন জায়গায় কখনো লজ্জা পেতে নেই #ছাড়পত্র

09/08/2023

এই পাঁচটি কাজ করলে আপনি সব জায়গায় দাম পাবেন #ছাড়পত্র

09/08/2023

নিজ থেকে মানুষের উপকার করার পর মানুষ যে বাঁশ টা দেয় সেটার স্বাদ কেমন?

08/08/2023
07/08/2023

এই গুনটি না থাকলে আপনি কখনোই সফল হতে পারবেন না | Motivational Story #ছাড়পত্র ‎

06/08/2023

🔥 এক টাকায়ও আল্লাহকে পাওয়া যায়! 🙂 #ছাড়পত্র

03/08/2023

পুরুষ মানুষের কাছে রক্তশূন্যতার চেয়ে অর্থ শূন্যতা কষ্টদায়ক"
বর্তমান দুনিয়াতে অর্থ শূন্য পুরুষ কখনো কারো কাছে প্রিয় হতে পারে না"

03/08/2023
31/07/2023

🔥 কালো ছেলের গল্প | হৃদয় ছুয়ে যাওয়া মোটিভেশনাল উক্তি | Heart Touching Motivational Quotes Bangla #ছাড়পত্র

29/07/2023

🔥 আল্লাহকে কে সৃষ্টি করেছেন | হৃদয় ছুয়ে যাওয়া মোটিভেশনাল উক্তি | Educational Video Bangla ‎ #ছাড়পত্র

22/07/2023

বাঙ্গালী এতই পরিশ্রমের জাতি যে সকালে ঘুম থেকে উঠেই বাথরুমে ফেইসবুক নিয়ে ডুকে আর কাজ শুরু করে দেয়🤣🤣🤣

05/07/2023

🔥 কেউ আপনার ক্ষতি করলে শুধু এই একটা কাজ করুন! #ছাড়পত্র

25/06/2023

ভাগ্য সবার হাতে থাকে না
কিন্তু সিদ্ধান্ত সবার হাতে থাকে
একটা ভালো সিদ্ধান্ত
একটা ভালো ভাগ্য এনে দিতে পারে।

বাঙালি যখন আমেরিকা যায়,আমেরিকাকেও বাংলাদেশ বানায়ে দেয়!'🙂
25/06/2023

বাঙালি যখন আমেরিকা যায়,আমেরিকাকেও বাংলাদেশ বানায়ে দেয়!'🙂

24/06/2023

বাসর রাতের গল্প #ছাড়পত্র

23/06/2023

আল্লাহ মানুষকে ভালোবেসে সৃষ্টি করার পর আবার কেন মৃত্যু দেন #ছাড়পত্র

বাবাদের কষ্ট শেষ হওয়ার মতো নয়,,,😭😭😭 পৃথিবীতে যার বাবা নেই সে বুঝে, এই ভুবনে কত কষ্ট পৃথিবীর প্রত্যেক ছেলে মেয়ের বাবা ...
22/06/2023

বাবাদের কষ্ট শেষ হওয়ার মতো নয়,,,😭😭😭 পৃথিবীতে যার বাবা নেই সে বুঝে, এই ভুবনে কত কষ্ট পৃথিবীর প্রত্যেক ছেলে মেয়ের বাবা কে আল্লাহ পাক সর্বপ্রকার সুস্থ রাখুন, এবং হায়াতে তাইয়েবা দান করুন। আল্লাহুম্মা আমীন।

19/06/2023

হৃদয় ছুয়ে যাওয়া মোটিভেশনাল উক্তি | Heart Touching Motivational Quotes Bangla ‎ #ছাড়পত্র

19/06/2023

হৃদয় ছুয়ে যাওয়া মোটিভেশনাল উক্তি | Heart Touching Motivational Quotes Banglaআমাদের ইউটিউব চ্যানেলঃhttps://www.youtube.com/ আমাদের ফে...

কোটি টাকার চেয়ে ও আনন্দের ছিলো ☺️----যদি পুকুর পাড়ে একটা ডিম কুড়িয়ে পাওয়া যেতো,,,,শৈশব🥰😊😊
18/06/2023

কোটি টাকার চেয়ে ও আনন্দের ছিলো ☺️----যদি পুকুর পাড়ে একটা ডিম কুড়িয়ে পাওয়া যেতো,,,,শৈশব🥰😊😊

08/06/2023

বুদ্ধি যতটুকু বাড়ে সেটা ধোঁকা আর ধাক্কা খেয়ে।
মাছ- মাংস, দুধ- ডিম বা হরলিক্স খেয়ে নয়।

জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন?যখন জানেন "আল্লাহই আপনার জীবন নিয়ন্ত্রক"।
30/05/2023

জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন?
যখন জানেন "আল্লাহই আপনার জীবন নিয়ন্ত্রক"।

29/05/2023

অধিকাংশ মানুষ প্রশংসা করে লোভে!
সমালোচনা করে হিংসায়!
আর সম্পর্ক তৈরি করে স্বার্থে!

একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি অবসরের ৫ বছর পর তার শহরের একটি শাখায় এসেছিলেন টাকা তুলতে।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এ...
28/05/2023

একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি অবসরের ৫ বছর পর তার শহরের একটি শাখায় এসেছিলেন টাকা তুলতে।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এলো না, কারণ কেউ তাকে চিনতে পারেনি। ব্যাংকটিতে যারা কাজ করছেন সবাই নতুন।

তিনি নিজেকে ঐ ব্যাংকের সাবেক এমডি হিসেবে পরিচয় দেন।পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে চা অফার করেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন, "অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে?”

সাবেক এমডি বলেন,"প্রথম ২/১ বছর খুব খারাপ লেগেছে।নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে।এখন আমি বুঝতে পেরেছি, দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। পদ, পদবী, উপাধি, শান-শাওকাত সবই অস্থায়ী। মানুষের ভালোবাসাটা স্থায়ী, বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয়।”

সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয়! এই সত্যটা সময় থাকতে আমরা বুঝতে চাই না!

©️সংগৃহীত

বাবার অর্থ সম্পদ না থাকলে, প্রতিটা মধ্যবিত্ত ছেলেদের সাফল্যের সিঁড়ির পথ এমনটায় মনে হয়!"🖤♥️♥️
21/04/2023

বাবার অর্থ সম্পদ না থাকলে,
প্রতিটা মধ্যবিত্ত ছেলেদের সাফল্যের সিঁড়ির পথ এমনটায় মনে হয়!"🖤♥️♥️

27/02/2023
26/02/2023

বাড়ির বউ তখনই লক্ষী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়!!!

23/02/2023

শক্তির জোরে রিজিক পাওয়া গেলে বাঘ কখনো না খেয়ে থাকত না আর চড়ুই পাখি কখনো রিজিক পেত না, কারন রিজিকের ফয়সালা আসমানে হয় জমিনে নয়

16/02/2023

প্রবাসীদের জীবনেই কেন এত দু:খ আসে | Heart touching motivational Stroy

10/02/2023

প্রত্যাশা ও প্রাপ্তিঃ

১। একজন কয়েদীর কথা জানি। কয়েদী নাম্বার ৪৬৬৬৪, ২৭ বছর জেলে থাকার পরেও তিনি নোবেল শান্তি পুরষ্কার জিতেছেন।
- তিনি নেলসন মেন্ডেলা

২। আরেক পিতৃপরিচয়হীন যুবকের কথা জানি। তার থাকার কোনো রুম ছিল না, বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতেন। ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে পাঁচ সেন্ট করে কামাই করতেন, যেটা দিয়ে খাবার কিনতেন। প্রতি রোববার রাতে তিনি সাত মাইল হেঁটে হরেকৃষ্ণ মন্দিরে যেতেন শুধু একবেলা ভালো খাবার খাওয়ার জন্য।
- তিনি অ্যাপল এবং পিক্সার অ্যানিমেশন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিইও স্টিভ জবস

৩। আরেক যুবকের নাম জানি, মধ্যবিত্ত পরিবারে জন্ম। তাঁকে বলা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউট। স্যাট পরীক্ষায় ১৬০০ নম্বরে ১৫৯০ পান তিনি। কিন্তু কম্পিউটার সফটওয়্যার তৈরির নেশায় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নাম কাটান। ড্রপ আউট হওয়ার ৩২ বছর পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন তিনি।
- তিনি বিল গেটস

৪। আরেক এতিমের কথা জানি। ১১ বছর বয়সে এতিম হন। ১২ বছর বয়সে ঘর থেকে পালিয়ে যান। হতাশ হয়ে ১৯ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেন।
অনেক বিখ্যাত বইয়ের লেখন তিনি তার মধ্যে “আমার বিশ্ববিদ্যালয়” একটি, যদিও তিনি কোনদিন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা সুযোগ পান নাই।
- তিনি বিখ্যাত লেখক, নাট্যকার আর রাজনীতিবিদ
-মাক্সিম গোর্কি

৫। আরেকজন, বাবার সাথে মুদি দোকান করতো। পরিবারে এতই অভাব ছিলো যে, স্কুল নাগাদ পড়েই তাকে থেমে যেতে হয়েছিলো। সেই ব্যক্তিই একসময় হয়ে উঠে বিরাট বিপ্লবী নেতা।
- তিনি চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং

৬। এমন একজনকে জানি যিনি অভাবের তাড়নায় কুলিগিরি করতো। একদিন বাসের কন্ডাক্টরের
কাজের জন্য গেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। যে যুবকটি অংকে পারদর্শী নয় বলে বাসের কন্ডাক্টর হতে পারেনি, পরবর্তীতে সে-ই হন ব্রিটেনের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী। নাম
- জন মেজর

৭। আরেক ছেলের বাবা-মা এতটাই গরিব ছিলো যে, তার জন্মের পর নাম রেজিস্ট্রি করতেই দু’দিন দেরি হয়। কে জানেন? সে-ই আজকের ফুটবল কিংবদন্তী! নাম
- রোনাল্ডো

৮। বাবা ছিলো জেলে। ছেলেকে সাথে করে বাবা মাছ ধরতো কারন অন্য স্বাভাবিক আর ১০ জন থেকে তিনি পানির নিচে মাছকে খুব ভালোভাবে দেখতে পেতেন। সেই জেলের ছেলে শ্রীলঙ্কার ক্রিকেট সুপারস্টার। নাম
-জয়সুরিয়া

৯। পড়ালেখায় মারাত্মক দুর্বল ছিলেন তিনি। কোনো কিছু মনে থাকত না। ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকতেন। ফেল করেছেন বারবার। ক্লার্ক এর চাকরিও করেছেন তিনি। পুরো পৃথিবীকে অবাক করেছেন তিনি তার থিউরি অফ রিলিটিভিটি দিয়ে। নোবেলও পেয়েছেন তিনি। তার নাম
- আলবার্ট আইনস্টাইন

১০। ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র ছিলেন তিনি। স্কুল থেকে বহিস্কারও করা হয়েছিলো তাকে। তিনি পৃথিবী আলোকিত করেছেন তাঁর আবিষ্কার দিয়ে। তাঁর নাম
-টমাস আলভা এডিসন

১১। শব্দগুলোকে তিনি উল্টা লিখতেন। পড়ালেখায় একদম শুন্য। উড়োজাহাজ আবিস্কারের ৪০০ বছর আগে তিনি উড়োজাহাজের মডেল এঁকে গেছেন। তিনি
- লিওনার্ড ডা ভিঞ্চি

১২। পরীক্ষায় তিনি সবসময় ফেল। ২২টা একাডেমিক পুরষ্কার জিতেছেন জীবদ্দশায়। তিনি মিকি মাউস, ডোনাল্ড ডাক এর জন্মদাতা। মিকি মউসের গলার স্বর তার নিজের দেওয়া। তিনি
-ওয়াল্ট ডিসনি

১৩। শব্দের খেলা তিনি বুজতেন না। 7 নাম্বারকে তিনি বলতেন উল্টা নাক!! এই স্প্যানিশ ভদ্রলোক একজন কবি, লেখক, পেইন্টার, কেমিস্ট, স্টেজ ডিজাইনার, ভাস্কর। তিনি
- পাবলো পিকাসো।

পৃথিবীর প্রত্যেকটা মানুষই ইউনিক, তার ভাবনাগুলি তার মতই। সবাই যা পারে, আমাকেও তা-ই পারতে হবে, এমন কিছুতো নয়! শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে কেন? আমাদের সমস্যাটা ওইখানেই।

আমাদের প্রত্যেক ঘরে ঘরে Toppers আর Rankers চাই। জিপিএ ৫, গোল্ডেন পেতে হবে! সবাইকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট.... হতেই হবে!! আঙ্গুলকে টেনে লম্বা করতেই হবে, যেভাবেই হোক...! দরকার হলে আঙ্গুল ভেঙ্গে যাক!!

একটা কথা মনে রাখতে হবে, "পৃথিবীতে সবাই
জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে তালগাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন, তবে সে সারাজীবন নিজেকে অপদার্থই ভেবে যাবে"... আলবার্ট আইনস্টাইন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Arif Dhipu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arif Dhipu:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share