Charbhadrason News of Bangladesh

  • Home
  • Charbhadrason News of Bangladesh

Charbhadrason News of Bangladesh TO NO ABOUT OUR FAVOURITE TO
UPAZILLA.WE TRY ENRICH AND DEVELOP
OUR UPAZILLA BY TAKING EVERYONE VIEW

14/11/2024

চরভদ্রাসন ফ্রেন্ডস পাওয়ার ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধনী ম্যাচ আগামী রবিবার বিকাল৩ ঘটিকায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সাদরে আমন্ত্রিত

14/11/2024
07/11/2024

ফরিদপুর ডায়বেটিস হাসপাতালে ফ্রী চিকিৎসা কিভাবে দিতে হয় তা ভালো ভাবেই জানে।সেবার নামে কতগুলো ডাক্তাররা যে ব্যবসা করতেছে সেসব পরিত্রাণের কোনো উপায় নেই।

শিক্ষার্থীদের ভর্তির নীতিমালা
28/10/2024

শিক্ষার্থীদের ভর্তির নীতিমালা

13/10/2024

মার্কেটে গিয়ে উধাও স্ত্রী।
বিস্তারিত কমেন্টে

13/10/2024

হিরো আলোমের আমেরিকার চশমা। বিস্তারিত কমেন্টে

13/10/2024

বিয়ের গেইটে সংঘর্ষ। আহত ২৫
বিস্তারিত কমেন্টে

10/09/2024

আমরা কি দেশকে নাকি কোনো এক দলকে বেশি ভালোবাসি
আমরা বেশির ভাগ মানুষ দেশকে না দলকে বেশি ভালোবাসি।দলকানা হওয়া থেকে যেদিন আমরা মুক্ত হতে পারবো সেদিন আমরা সোনার বাংলা পাবো

চরভদ্রাসন উপজেলায় শালিপুর চরে দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত ১ ও লক্ষাধিক টাকা ছিনতাই ফরিদপুর জেলার চরভদ্র...
07/09/2024

চরভদ্রাসন উপজেলায় শালিপুর চরে দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত ১ ও লক্ষাধিক টাকা ছিনতাই

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় চর হরিরামপুর ইউনিয়নের বাসিন্দা সুমন সওদাগর (৩৫) এক ভয়াবহ হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও হাতুড়ি নিয়ে সুমনকে মারাত্মকভাবে জখম করে এবং তার কাছ থেকে ১৫০,০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, চর হরিরামপুর এলাকার আমিন খার ডাঙ্গী নিবাসী সেখ কালাম, সেখ ফরিদ, সেখ ফয়সাল, রিয়াজুল ও আরিফা আক্তার মিলে সুমনের ওপর এ নৃশংস হামলা চালায়।

হামলার ঘটনায় আহত সুমন বলেন, আমি ছোট একটা মুদির দোকান করে কোনোমতে সংসার চালাই। রিয়াজুল আমার দোকানে বিভিন্ন সময় বাকি খেয়ে চলে যেতো। গত ৩তারিখ রাতে আমার দোকানে পুনরায় বাকি খাই।আমি বাকি টাকাগুলো তারকাছে ফেরত চাইলে সে আমাকে বিভিন্ন গালিগালাজ করতে থাকে এবং সে নেশাগ্রস্ত ছিলো বিধায় তাকে আমি চলে যেতে বলি একপর্যায়ে সে আমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। এরপর ঘটনা মীমাংসার জন্য ডাকা হলেও তারা আসেনি।
এর পরের দিন বিকাল তিনটার সময় সুমন ও তার স্ত্রী সন্তান নিয়ে তার স্ত্রীর চাচাতো ভাই মোতালেবের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিছুদূর যাওয়ার পর আগে থেকে ওতপেতে থাকা সেক কালাম, রিয়াজুল অন্যরা মিলে হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর নৃশংস হামলা চালায়। এতে তার মাথা ও শরীলের বিভিন্ন অংশ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।
দীর্ঘদিন ছোট ব্যবসা করে জমি কিনার জন্য ১৫০০০০টাকা জোগার করেছিলাম সে টাকা আমার ব্যাগ ছিরে তারা ছিনতাই করে নিয়ে যায়। আমার স্ত্রীর চাচাতো ভাই মোতালেব কে টাকা দেওয়ার জন্য তার বাড়িতে যাইতে ছিলাম। এখনতো আমার সব শেষ হয়ে গেলো।আমি এর সুষ্ঠ বিচার চাই।

আহত সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।আজ ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর যেতে বলেছে কিন্তু আর্থিক অসচ্ছলতার কারনে চিকিৎসা ব্যায় বহন করা তাদের পক্ষে খুবই কষ্টসাধ্য বলে হতাশা ব্যক্ত করেন এবং এই ঘটনায় সুমনের পক্ষ থেকে তার স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আহত সুমনের পরিবারের দাবি, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

31/08/2024

আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে সৈরাচার জন্ম হবে
অলি আহমেদ

31/08/2024

একজন ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না

দাবী জাতীয় পার্টি

15/08/2024

টুকু,পলক ও সৈকতের ১০দিনের রিমান্ড মন্জুর।বিস্তারিত কমেন্টে

11/08/2024

চাটুকারিতা বন্ধ করতে হবে

11/08/2024

একদল যেতে না যেতেই আরেকদল নিয়ে বৈঠক।আপনাদের প্রথা ঠিকই চালু রাখছেন।দলের গোলামী করা বাদ দিলে আপনাদের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে।নাহলে পূর্বের মত শাসকের গোলাম হিসেবে জনগণ মনে করবে।জনগণের সেবক হন তাহলে সম্মানের সাথে বেচে থাকতে পারবেন।

06/08/2024

আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার জন্য সারাদেশে সেনাবাহিনী মোতায়েন অত্যান্ত জরুরি

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Charbhadrason News of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share