Bayannonews বায়ান্ন নিউজ প্রবাসীর কথা

  • Home
  • Bayannonews বায়ান্ন নিউজ প্রবাসীর কথা

Bayannonews বায়ান্ন নিউজ প্রবাসীর কথা ভাষার টানে, সত্য উচ্চারণে আমাদের পথচলা।

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোন ঘটনা-দুর্ঘটনার সংবাদ পাঠাতে পারেন আমাদের ইনবক্সে । আমরা যাচাই সাপেক্ষে তুলে ধরবো জনগণের কাছে।

29/05/2025

ইংল্যান্ডের বাঙালি অধ্যুষিত জনপ্রিয় এলাকা গ্রীনস্ট্রিট
Green Street London England

28/05/2025
15/05/2025

ইলিশের শহর চাঁদপুর থেকে সরাসরি

১৩ মে ২০২৫ তারিখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র আয়োজনে সম্পন্ন হলো ঈদ পুনর...
15/05/2025

১৩ মে ২০২৫ তারিখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র আয়োজনে সম্পন্ন হলো ঈদ পুনর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

আজ বুধবার যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দফা দাবি নিয়ে যাত্রায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিন...
14/05/2025

আজ বুধবার
যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দফা দাবি নিয়ে যাত্রায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ

যুক্তরাজ্যের নতুন ইমিগ্রেশন আইন: ২০২৫ হোয়াইট পেপার অনুযায়ী গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহযুক্তরাজ্য সরকার ১২ মে ২০২৫ তারিখে...
12/05/2025

যুক্তরাজ্যের নতুন ইমিগ্রেশন আইন: ২০২৫ হোয়াইট পেপার অনুযায়ী গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ

যুক্তরাজ্য সরকার ১২ মে ২০২৫ তারিখে ইমিগ্রেশন বিষয়ক একটি নতুন হোয়াইট পেপার প্রকাশ করেছে, যেখানে দেশটির অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ আইনি পরিবর্তন আনা হয়েছে। এই নিয়মগুলো ধাপে ধাপে কার্যকর হচ্ছে এবং ভবিষ্যতের জন্য প্রবাসীদের প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।

১. স্কিল্ড ওয়ার্কার ভিসা (Skilled Worker Visa):

• এখন থেকে কেবলমাত্র RQF Level 6 (ডিগ্রি লেভেল)-এর চাকরির জন্য স্কিল্ড ওয়ার্কার ভিসা প্রদান করা হবে।

• ইমিগ্রেশন স্যালারি লিস্ট (ISL) বাতিল করা হয়েছে।

• স্পনসরশিপ চার্জ ৩২% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে (effective from 9 April 2025)।

২. কেয়ার ওয়ার্কার ভিসা বন্ধ হচ্ছে:

• সেপ্টেম্বর ২০২৫ থেকে Care Worker (SOC Code 6145) ও Senior Care Worker (6146)-এর জন্য নতুন স্পনসরশিপ বন্ধ হয়ে যাবে।

• ২০২৮ সালের মধ্যে ধাপে ধাপে এই ক্যাটাগরির বিদেশি নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

• বর্তমানে যুক্তরাজ্যে থাকা কেয়ার ওয়ার্কাররা নির্দিষ্ট শর্তসাপেক্ষে ভিসা এক্সটেনশন বা অন্য ক্যাটাগরিতে স্যুইচ করতে পারবেন।

৩. স্টুডেন্ট ও গ্র্যাজুয়েট রুট:

• Graduate Visa এর মেয়াদ ২ বছর থেকে কমিয়ে ১৮ মাস করা হয়েছে।

• কিছু বিশ্ববিদ্যালয়ের উপর বিদেশি শিক্ষার্থীদের আয়ের ভিত্তিতে অতিরিক্ত ট্যাক্স বসানোর কথা বিবেচনা করা হচ্ছে যা টিউশন ফি বৃদ্ধির কারন হবে।

৪. স্থায়ী বাসস্থান (ILR) ও নাগরিকত্ব:

• বেশিরভাগ ক্ষেত্রে ILR-এর জন্য এখন ১০ বছর যুক্তরাজ্যে বসবাসের প্রয়োজন হবে, যেখানে আগে ৫ বছর যথেষ্ট ছিল।

• ইংরেজি ভাষা পরীক্ষার মানদণ্ড কঠোর করা হয়েছে।

৫. ডিজিটাল ইমিগ্রেশন সিস্টেম:

• ২০২৫ সালের মধ্যেই সকল ভিসা ও ইমিগ্রেশন নথি হবে সম্পূর্ণ ডিজিটাল (eVisa)।

• আর কোনো BRP (Biometric Residence Permit) বা পাসপোর্টে ভিসা স্ট্যাম্প থাকবে না

বিদেশে পাড়ি জমিয়েছেন সাবেক রাষ্ট্রপতি
08/05/2025

বিদেশে পাড়ি জমিয়েছেন সাবেক রাষ্ট্রপতি

ইংল্যান্ডে বাংলাদেশী ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু ইংল্যান্ডের লন্ড‌নে বাংলাদেশি–অধ্যুষিত টাওয়ার হ‌্যাম‌লেটস কাউন্...
03/05/2025

ইংল্যান্ডে বাংলাদেশী ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

ইংল্যান্ডের লন্ড‌নে বাংলাদেশি–অধ্যুষিত টাওয়ার হ‌্যাম‌লেটস কাউন্সিলের মাইলএন্ড ওয়ার্ডে ভাই‌য়ের ছুরিকাঘাতে ২০ বছর বয়সী হাসান নামের এক ব্রিটিশ বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। ওই ভাইকে গ্রেপ্তার করলেও তাঁর নাম প্রকাশ করেনি পুলিশ। এ ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোর ও ২০ বছর বয়সী এক তরুণী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গে‌ছে, স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে (৩০ এপ্রিল) দুই ভাইয়ের মধ্যে কথা–কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি কাউন্সিল বিল্ডিং ব্লকের ভেতরে একটি ফ্ল্যাটে ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে সংঘটিত হয়।

লন্ডন মে‌ট্রোপ‌লিটন পুলিশের এক‌টি সূত্র বৃহস্প‌তিবার জানায়, মাইলএন্ড এলাকার একটি আবাসিক ভবনে গুরুতর হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা। সেখানে পৌঁছে জরুরি বিভাগের কর্মীরা ২০ বছর বয়সী এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। কিছুক্ষণ পর তিনি মারা যান। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। টাওয়ার হ্যামলেটস পুলিশ নিশ্চিত করেছে যে তারা এটিকে একটি সন্দেহজনক মৃত্যু হিসেবে গণ্য করছে। দুই ভাইয়ের বচসার মধ্যে সংঘটিত এ মর্মান্তিক ঘটনার কারণ উদ্‌ঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

ছুরিকাঘাতে হত্যার এ ঘটনার পাশাপাশি আরও ১৬ বছর বয়সী এক কিশোর ও ২০ বছর বয়সী এক তরুণী আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের আঘাতের বিস্তা‌রিত এখনো জানা যায়নি।

নিহত হাসানের বাবা সালেহ আহমদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘটনার জন্য সোশ্যাল সার্ভিসকে (সরকারি সংস্থা) দায়ী করেন। তিনি বলেন, বহু বছর আগে তাঁরা স্বামী-স্ত্রী আলাদা হয়ে যান। এর পর থেকে সন্তানেরা সোশ্যাল সার্ভিসের অধীনে ছিলেন। বহুবার তিনি সন্তানদের নিজের সঙ্গে রাখার জন্য এবং সন্তানেরাও বাবার সঙ্গে থাকার ইচ্ছা পোষণ করলেও সোশ্যাল সার্ভিস সেই অনুমতি দেয়নি। তিনি আক্ষেপ করে বলেন, ‘সন্তানেরা আমার সঙ্গে থাকলে আজ এ মর্মান্তিক ঘটনা ঘটত না।’

স্থানীয় বাসিন্দারা দুই ভাইয়ের মধ্যে সংঘটিত এ সহিংস ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ ঘটনা পুরো কমিউনিটিকে স্তম্ভিত করে দিয়েছে, যেখানে একজন তরুণ প্রাণ হারিয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী বা কারও কাছে কোনো তথ্য থাকলে তা জানানোর জন্য অনুরোধ করেছে, যাতে তদন্তে সাহায্য হয়।

হত্যাকাণ্ডের খবর‌টি স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ চৌধুরী নিশ্চিত করেছেন। নিহত যুবকের বাবার বাংলাদেশের গ্রামের বাড়ির সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলর কালিজুরি গ্রামে।

#লন্ডন #টাওয়ারহ্যামলেটস

01/05/2025

যুক্তরাজ্যে ১২ বছর বয়সী স্কুল ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক করে তাকে নিয়ে হোটেলে সময় কাটাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক সিলেটী যুবক। উল্লেখ্য ইউরোপে ১৮ বছরের নিচে সবাইকে শিশু হিসেবে গণ্য করা হয় এবং এ সময় শারীরিক সম্পর্ক ধ র্ষ ণ হিসেবে গণ্য হয়। সকল প্রবাসী ভাইদের অনুরোধ সাবধান থাকবেন। ক্ষনিকের আনন্দের জন্য নিজের জীবন ধ্বংস করবেন না।

30/04/2025

শীতশেষে গ্রীষ্মের উঞ্চতা লন্ডনে

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bayannonews বায়ান্ন নিউজ প্রবাসীর কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Our Story

Official page for bayannonews24.net প্রধান কার্যালয়: বায়ান্ন মিডিয়া, ২য় তলা, ইউসি ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সিলেট কার্যালয়: ১৬১/১৬২, ব্লক ডি, লালদিঘী নতুন মার্কেট, বন্দরবাজার, সিলেট-৩১০০ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোন ঘটনা-দুর্ঘটনার সংবাদ পাঠাতে পারেন আমাদের মেইলে। আমরা যাচাই সাপেক্ষে তুলে ধরবো জনগণের কাছে। ইমেইল: [email protected]