Weekly Dakua

Weekly Dakua Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Weekly Dakua, Newspaper, .

29/06/2024

শৈলকুপার খন্দকবাড়ীয়ার আকাশে বৃষ্টি

28/06/2024

কোটচাঁদপুরের কুশনা মাধ‍্যমিক বিদ‍্যালয়ের সভাপতি র বিরুদ্ধে নিয়োগ বানিজ‍্যের অভিযোগ
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ কোটচাঁদপুরের কুশনা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ। ফল প্রকাশের পর নিয়োগ বঞ্চিতদের অবরোধ করে বিদ্যালয়ের সভাপতি ও এক শিক্ষক'কে গণধোলায় দিয়েছে।

শুক্রবার (২৮-০৬-২৪) বিকেলে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের কুশনা মাধ্যমিক বিদ্যালয়ে।
জানা যায়,কুশনা মাধ্যমিক বিদ্যালয়ে ৫ জন জনবল নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিদ্যালয় কতৃর্পক্ষ। যার মধ্যে ছিল অফিস সহকারি, অফিস সহায়ক,নৈশ্য প্রহরী,পরিছন্ন কর্মী,আয়া।
এ সব পদে চাকুরীর জন্য ৭৭ জন আবেদন করেন। তবে পরিক্ষায় অংশ গ্রহন করেন ৪৩ জন।
শুক্রবার ছিল নিয়োগ পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলেও ফলাফল ঘোষণার পর বাদে বিপত্তি। চলে দফায় দফায় নিয়োগ বঞ্চিতদের হামলা ওই বিদ্যালয়ের সভাপতি ও কৃষক লীগ নেতা আব্দুর রশিদ ও শিক্ষক গোলাম কিবরিয়া বিপ্লবের উপর।
তাদের অভিযোগ বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক মিলে চাকুরী দেবার কথা বলে ৫ পদে অর্ধ কোটি টাকার নিয়োগ বানিজ্য করেছেন। এরপর তারা ওই সভাপতি ও এক শিক্ষককে ঘন্টাব্যাপী অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশের সহায়তায় তারা বিদ্যালয় মাঠ ত্যাগ করেন।
ভুক্তভোগী পরিক্ষার্থী শিহাব হোসেন চাকুরী দেবার কথা বলে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক আমার কাছ থেকে ৮ লাখ টাকা নিয়েছেন। এখন আমাকে নিয়োগ না দিয়ে আরো বেশি টাকা নিয়ে অন্য একজনকে নিয়োগ দিয়েছেন। একই কথা বলেন,
আরেক পরিক্ষার্থী রোকন হোসেন। তিনি বলেন, আমার পিতা দরিদ্র মানুষ। নগদ টাকা আমাদের নাই। চাকুরির জন্য জমি বিক্রি করে আমার পিতার কাছ থেকে বিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ ৮ লাখ টাকা নিয়েছেন। অথচ আজ পরিক্ষার পর জানতে পারলাম আমার পরিবর্তে বেশি টাকা নিয়ে অন্য একজনকে নিয়োগ দিয়েছেন।
এব্যাপারে কুশনা মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন,আমার পরিক্ষার্থী থাকায় আমি বোর্ডের কোন দায়িত্বে ছিলাম না। আর নিয়োগে বানিজ্য হয়নি।
তিনি বলেন, যারা চাকুরী পাননি,তারা এ অপপ্রচার করছেন। তারাই সভাপতি, আমার এক শিক্ষককে লাঞ্ছিত করেছেন। এ ছাড়া আমার বাড়িতে ও এসে তারা হামলা চালিয়েছেন।
তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন,এটা সময়ের ব্যাপার। আমরা বসে ব্যবস্থা নেবার ব্যাপারে সিদ্ধান্ত নিবো।
একই সুরে কথা বললেন,বিদ্যালয়ের সভাপতি ও কৃষকলীগ নেতা আব্দুর রশিদ। তিনি বলেন, নিয়োগ স্বচ্চ হয়েছে। আমি কারোর কাছ থেকে কোন টাকা নেয়নি। পরীক্ষায় যারা ভাল করেছেন,তারা চাকুরী পেয়েছেন।
তবে আপনার উপর হামলা কেন,এমন প্রশ্নে তিনি বলেন,যারা নিয়োগ পাননি তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এবং হামলাও চালিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার বলেন, আমি এই নিয়োগ বোডের সদস্য মাত্র। আমার জানামতে নিয়োগ পরিক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। তবে টাকা নেওয়ার ব্যাপারটা আমার জানা নাই।
পরিক্ষার ফলাফল নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন,কমিটির সভাপতিই নিয়োগ বোর্ডের সবকিছু। আমরা ফলাফল তৈরি করে দিয়েছি,প্রকাশ করবেন তিনি। এরপর তিনি নিয়োগ পরিক্ষার ফলাফল না দিয়েই বিদ্যালয়ের মাঠ ত্যাগ করেন।
একইভাবে বিদ্যালয়ের মাঠ ছাড়েন,ঝিনাইদহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা কর্মকর্তা ( অতিরিক্ত)নাজমা সাফায়াত। তিনি বলেন, আমি এখানে ডিজির প্রতিনিধি হিসেবে চিঠি পেয়েছি। এ নিয়োগ বোর্ডের আমরা ৫ সদস্য ছিলাম। ওই ৫ মিলে প্রশ্ন করেছি। এরপর সেই প্রশ্নে পরীক্ষা নেয়া হয়। পরে খাতা দেখে ফলাফলের তালিকা করে দিয়েছি। বিদ্যালয়ের স্যারেরা একটু ব্যস্ত আছেন। কিছুক্ষন পরেই ফলাফলের তালিকা টানিয়ে দিবেন।
এখানে কোন নিয়োগ বানিজ্য হয়েছে কিনা এমন প্রশ্ন তিনি বলেন, সেটা আমার জানা নাই। এখানে স্বচ্ছ পরীক্ষা হয়েছে। পরীক্ষায় যারা ভাল করেছেন আমরা সেভাবে তালিকা করে দিয়েছি।
বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার( এক্সিকিউটিভ ম্যাজিস্টেট) নৌশিনা আরিফের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। কারন তিনি আগেই বিদ্যালয়ের মাঠ ত্যাগ করেছিলেন।
কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে থানায় কেউ কোন অভিযোগ বা জিডি করেননি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

27/06/2024
27/06/2024

আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
বুকে টেনে নিলেন ছোট্ট নীলাদ্রিকে
---
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বৃহস্পতিবার (২৭ জুন ২০২৪) ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে চাঁদপুর সদরের ২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সৌমিত্র সাহা নীলাদ্রি কবি অনন্ত আকাশের লেখা 'আমি রাসেল বলছি' কবিতাটি আবৃত্তি করে। আবৃত্তি শুনে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী দর্শকের সারি থেকে উঠে গিয়ে ছোট্ট নীলাদ্রিকে বুকে টেনে নেন।

- ইয়াসিন কবির জয়

27/06/2024
27/06/2024
27/06/2024

শৈলকুপা থানায় হামলার ঘটনায় মেয়র পুত্র রাজিবকে আটক করেছে ডিবি পুলিশ।

27/06/2024

পরীক্ষা কেন্দ্রে ত‍্যাগ অফিসার নামে পদ আসে?

27/06/2024
27/06/2024
শৈলকুপা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও  ৭ নং হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ইকু শিকদার এর উপর হামলার প্রত...
27/06/2024

শৈলকুপা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৭ নং হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ইকু শিকদার এর উপর হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

জনস্বার্থে মতিউর রহমান এখন অভ্যন্তরীণ সম্পদ বিভাগে
23/06/2024

জনস্বার্থে মতিউর রহমান এখন অভ্যন্তরীণ সম্পদ বিভাগে

21/06/2024

কালীগঞ্জ সরকারি মাহাতাব উদ্দিন কলেজের তিন মামলার তদন্ত ও একটি অনুসন্ধানের ধীর গতি দুদকের
প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের মনিটরিং প্রয়োজন

অত্যন্ত সদালাপী ও সৎ প্রকৃতির মানুষ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামের নিজাম উদ্দিন মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইন্তেক...
18/06/2024

অত্যন্ত সদালাপী ও সৎ প্রকৃতির মানুষ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামের নিজাম উদ্দিন মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করিয়াছে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন) | সাপ্তাহিক ডাকুয়া পরিবার এই অপ্রত্যাশিত মৃত্যুতে গভীর শোকাহত।

সাপ্তাহিক ডাকুয়া ১৬|০৬|২০২৪ প্রিন্ট এডিসন
15/06/2024

সাপ্তাহিক ডাকুয়া ১৬|০৬|২০২৪ প্রিন্ট এডিসন

14/06/2024
কলেজের পিওনের কোটি টাকার আলীশান বাড়ি ডাকুয়া ডেস্ক।।নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ১০ হাজার ১৬১ টাকা বেতনের (মাস্টার রোল;...
14/06/2024

কলেজের পিওনের কোটি টাকার আলীশান বাড়ি

ডাকুয়া ডেস্ক।।নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ১০ হাজার ১৬১ টাকা বেতনের (মাস্টার রোল; অস্থায়ী) পিওন মোহাম্মদ উল্লাহ (৪০)। এক সময় ছিলেন বাসাবাড়িতে পেটেভাতে কাজ করা কর্মী। এখন তিনি অঢেল সম্পত্তির মালিক। তার বিরুদ্ধে অভিযোগ, সেটেলমেন্ট অফিসের দালালিকে পুঁজি করে দখল করেছেন ব্যক্তি নামীয় ও সরকারি খাসজমি। জমি দখল নিয়ে গতকাল তার বিরুদ্ধে বিক্ষোভও করেছেন ভুক্তভোগীরা।

খোঁজ নিয়ে জানা যায়, নড়াইল শহরের ভওয়াখালীতে ১০ শতক জমির ওপর তার ৩ তলা আলিশান বাড়ি রয়েছে মোহাম্মদ উল্লাহর। শহরের প্রাণকেন্দ্র রূপগঞ্জ বাজারসহ পৌরসভায় বিভিন্ন মৌজায় নামে-বেনামে অঢেল সম্পত্তির মালিক তিনি। হাল রেকর্ডে (আরএস) তার নামে রেকর্ড হয়েছে কুড়িগ্রাম মৌজার জাতীয় মহাসড়ক ও রূপগঞ্জ বাজারের সরকারি খাস খতিয়ানের জমিসহ ব্যক্তিনামীয় প্রায় ২ একর জমি। সেটেলমেন্ট অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা, শহরের সন্ত্রাসী ও প্রভাবশালী ভূমি দস্যুদের নিয়ে গড়ে তুলেছেন দুর্নীতির বিশাল সিন্ডিকেট।

13/06/2024
13/06/2024

জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন
যশোর শিক্ষা বোর্ডের সাবেক হিসাব সহকারী আব্দুস সালামসহ স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে দুদকের চার্জশিট দাখিল
ডাকুয়া ডেস্ক।। জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে যশোর শিক্ষা বোর্ডের সাবেক হিসাব সহকারী আব্দুস সালামসহ তার স্ত্রী রিক্তা খাতুন ও ভাই শহীদুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন।দুদক যশোরের তদন্ত নং ০৫|২০২৩ মোতাবেক সহকারী পরিচালক মোশাররফ হোসেন দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪এর ২৭(১) ধারাসহ দন্ডবিধির ১০৯ ধারায় চার্জশিট দাখিল করেন। আব্দুস সালামের নামে ৫০,৫২,০৬৫/=টাকার ও তার স্ত্রী রিক্তা খাতুনের নামে ২৭,১৮,৭৫০/= টাকার স্থাবর সম্পদ আছে। ফলে তাদের উভয়ের মোট সম্পদের পরিমান দাঁড়ায় ৭৭,৭০,৮১৫/= টাকা।অবৈধভাবে অর্জিত টাকা শহীদুল ইসলামের নামে প্রাইম ব‍্যাংক পিএলসি তে থাকা ব‍্যাংক হিসাবে টাকা জমা করে পরবর্তীতে উহা উত্তোলন পুর্বক তাদের নামে থাকা জমির উপর ৬তলা ফাইন্ডেশনে৪তলা পযর্ন্ত কাঠামো সম্পন্ন হওয়ার পর সালাম এর টাকা আত্তসাতের ঘটনা উদঘাটিত হলে নির্মাণ কাজ বন্ধ রেখেছেন। শহীদুল ইসলাম উক্ত বিল্ডিং এর তিন তলা ফ্লোর ভাগে পেয়ে সেখানে বসবাস করছেন।এভাবে শহীদুল ইসলাম তার ভাই সালাম কে সম্পদ অর্জনে সহোযোগীতা করেছেন।

সাংসদ নায়েব আলী কে সরকারী কর্মকর্তাদের  ফুলেল শুভেচ্ছাসততার সাথে দায়িত্ব পালন ও জনগনের সেবক হতে বার্তাডাকুয়া ডেস্ক।। ঝিন...
11/06/2024

সাংসদ নায়েব আলী কে সরকারী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা
সততার সাথে দায়িত্ব পালন ও জনগনের সেবক হতে বার্তা

ডাকুয়া ডেস্ক।। ঝিনাইদহ-১ শৈলকুপার নব-নির্বাচিত এমপি(সংসদ সদস্য) নায়েব আলী জোয়ার্দ্দারের সাথে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করেছেন সরকারী দপ্তরগুলোর কর্মকর্তারা। এ সময় তারা এমপি কে ফুলেল শুভেচ্ছা আর প্রাণঢালা অভিনন্দন জানান। সাংসদ নায়েব আলীও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।
অনেকটা আকর্ষিক ও ঘরোয়া পরিবেশের এই বিশেষ মত বিনিময় সভায় সাংসদ নায়েব আলী বিভিন্ন দপ্তরের খোঁজ-খবর নেন ।

তিনি উপজেলার সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সততার সাথে সরকারী দায়িত্ব-কর্তব্য পালন ও জনগনরে সেবক হওয়ার আহবান জানান।

একইসাথে এসব দপ্তরের মাধ্যমে দেশের তৃণমুলে সরকারের যে উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালিত হচ্ছে তা গুরুত্বের সাথে জনগনের মাঝে তুলে ধরার আহব্বান জানান ।

এ সময় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম সহ সকল দপ্তেরর কর্মকর্তা উপস্থিত ছিলেন।

10/06/2024
অভিনন্দন ঝিনাইদহের শৈলকুপার কৃতিসন্তান ডাঃ শামীম রেজা  সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি  পাওয়ায় সাপ্তাহিক ডাকুয়া পরিবারের পক্...
10/06/2024

অভিনন্দন
ঝিনাইদহের শৈলকুপার কৃতিসন্তান ডাঃ শামীম রেজা সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় সাপ্তাহিক ডাকুয়া পরিবারের পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন রইল!

নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও: পুলিশের সাথে সংঘর্ষ।।পুলিশসহ আহত- ৩০ডাকুয়া ডেস্ক।।নেতাকে ছাড়িয়ে নিতে ও ওসি প্রত্যাহারের দ...
09/06/2024

নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও: পুলিশের সাথে সংঘর্ষ।।পুলিশসহ আহত- ৩০

ডাকুয়া ডেস্ক।।নেতাকে ছাড়িয়ে নিতে ও ওসি প্রত্যাহারের দাবীতে ঝিনাইদহের শৈলকুপা থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ইট পাটকেল নিক্ষেপ করে জনতা। পরে তাদের ছত্রভঙ্গ পুলিশ শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ করেন। পুলিশের গুলিতে আহত হয় অন্তত ৩০ জন। এসময় জনগনের ইটের আঘাতে থানার তদন্ত ওসি রিয়াজুল ইসলামসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।
আহতদের ঝিনাইদহ ও কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জানা যায়,বেশকিছুদিন ধরে শৈলকুপার সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা ওসি প্রত্যাহারের দাবী জানিয়ে আসছিল। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের পরেরদিন বন্দেখালী গ্রামে বাড়ীঘর ভাংচুর ও মারামারির ঘটনা ঘটে। ২৩ মে মামলা দায়ের হয়। সেই মামলায় সাবেক ছাত্র নেত ও ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামের আওয়ামী লীগ নেতা মোস্তাক শিকদারকে গ্রেফতার করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে শত শত মানুষ থানায় এসে ভিড় জমায়।
নিরিহ মানুষকে ধরে হয়রানি করা ও টাকার বিনিময়ে অপরাধীদের ছেড়ে দেয়া এবং নানা ঘুষ দূর্নীতির অভিযোগ এনে ওসি শফিকুল ইসলাম চৌধুরীকে প্রত্যাহারের দাবীতে একটি মিছিল বের করে উপস্থিত বিক্ষুব্ধ জনতা।
ওসি প্রত্যাহারের শ্লোগান দিয়ে মিছিলটি থানার সামনে আসে,এরপর থানা ঘেরাও করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ করে।
পুলিশের গুলিতে ধাওড়া গ্রামের ফিরোজ শিকদার, আলী আকবর, আজগর মন্ডল, তুহিন জোয়ারদার, নাফিজ, সালামত, সুইম, জান্নাত, আসাদুজ্জামান, সাইফুদ্দিন, সাত্তার শিকদার, ইমন শিকদার, আব্দুল ওহাব, ফারুক, জালালসহ অন্তত ৩০ জন আহত হয়। এছাড়াও ইট পাটকেলের আঘাতে শৈলকুপা থানার ইন্সপেক্টর তদন্ত রিয়াজুল হাসানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়ে়ছেন। গুরুত্বর আহতদের ঝিনাইদহ ও কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, ধাওড়া গ্রামের লোকজন থানা ঘেরাও করে আসামী মোস্তাক শিকদারকে ছিনতাই এর চেষ্টা করে। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে থানায় ইটপাটকেল ছোড়ে। এতে ইন্সপেক্টর তদন্ত রিয়াজুলসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করলে বেশ কিছু লোকজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী মামলা হবে বলে জানান তিনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে বলে জানা গেছে।

08/06/2024

Address


Alerts

Be the first to know and let us send you an email when Weekly Dakua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Weekly Dakua:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share