08/04/2022
ইনসেপনাও ডেস্ক- দিন বাড়ছে দাবদাহ। বাংলার পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী। পূর্বাভাস, বাকি রাজ্যেও তাপপ্রবাহ চলবে। শুক্রবারও এমনই আবহাওয়া থাকবে। সপ্তাহের বাকি কদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রায় একই থাকবে। বেলা যত গড়াবে, ততই বাড়বে অস্বস্তি । তবে উত্তরবঙ্গে আবহাওয়া তুলনামূলক মনোরম । সেখানে বৃষ্টি হয়েছে । দক্ষিণবঙ্গে পশ্চিমের বেশ কিছু জেলায় এবং দেশের একাংশে তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদহ এবং দুই ২৪ পরগণা জেলায়।...
https://incepnow.com/forecast-no-rain-in-south-bengal-scattered-heavy-rain-in-north-bengal/
পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী। পূর্বাভাস, বাকি রাজ্যেও তাপপ্রবাহ চলবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্.....