IncepNow

IncepNow No rush for breaking news. No discussion in AC room. We extract news from lives of the nation and th

ইনসেপনাও ডেস্ক- দিন বাড়ছে দাবদাহ। বাংলার পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী। পূর্বাভাস, বাকি রাজ্যেও তাপপ্রবাহ চলব...
08/04/2022

ইনসেপনাও ডেস্ক- দিন বাড়ছে দাবদাহ। বাংলার পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী। পূর্বাভাস, বাকি রাজ্যেও তাপপ্রবাহ চলবে। শুক্রবারও এমনই আবহাওয়া থাকবে। সপ্তাহের বাকি কদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রায় একই থাকবে। বেলা যত গড়াবে, ততই বাড়বে অস্বস্তি । তবে উত্তরবঙ্গে আবহাওয়া তুলনামূলক মনোরম । সেখানে বৃষ্টি হয়েছে । দক্ষিণবঙ্গে পশ্চিমের বেশ কিছু জেলায় এবং দেশের একাংশে তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদহ এবং দুই ২৪ পরগণা জেলায়।...

https://incepnow.com/forecast-no-rain-in-south-bengal-scattered-heavy-rain-in-north-bengal/

পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী। পূর্বাভাস, বাকি রাজ্যেও তাপপ্রবাহ চলবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্.....

ইনসেপনাও ডেস্ক- পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি একই রকম। সংক্রমণের হার কিছুটা কমেছে গত ২৪ ঘণ্টায়। মৃত্যু হয়েছে মাত্র একজনের...
08/04/2022

ইনসেপনাও ডেস্ক- পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি একই রকম। সংক্রমণের হার কিছুটা কমেছে গত ২৪ ঘণ্টায়। মৃত্যু হয়েছে মাত্র একজনের। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। এর ফলে রাজ্যে মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ১৭ হাজার ৬১১। রাজ্যে এই সময়সীমার মধ্যে সুস্থ হয়েছেন ৪৬ জন। এর ফলে মোট সুস্থ হওয়ার মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লক্ষ ৯৫ হাজার ৯০৭। রাজ্যে সুস্থতার হার পৌঁছে গিয়েছে ৯৮.৯২ শতাংশে। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে রাজ্যে। ফলে মোট মৃতের সংখ্যা রয়েছে ২১ হাজার ২০০-এ। রাজ্যে মৃত্যুহার বর্তমানে রয়েছে ১.০৫ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া তথ্যে জানা যাচ্ছে যে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগী রয়েছেন ৫০৪ জন। এর মধ্যে বাড়িতে চিকিৎসাধীন ৪৫৯ জন। সেফ হোমে কেউ নেই। হাসপাতালে রয়েছেন ৪৫ জন। করোনার দাপট কতটা রয়েছে সেটা বুঝতে হলে সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট টেস্ট হয়েছে ১১ হাজার ৫৯৯ জনের। এর ফলে সংক্রমণের হার এ দিন ছিল ০.২৮ শতাংশ। রাজ্যে মোট ২ কোটি ৪৮ লক্ষ ৩৯ হাজার ২৫৩টি নমুনার পরীক্ষা হয়েছে।

https://incepnow.com/corona-situation-under-control-in-westbengal/

পশ্চিমবঙ্গে সংক্রমণের হার কিছুটা কমেছে গত ২৪ ঘণ্টায়। মৃত্যু হয়েছে মাত্র একজনের। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে কোভিড.....

ইনসেপনাও ডেস্ক- করোনার গতিরোধ হয়েছে অনেকটাই। গোটা দেশে মোটামুটি নিম্নমুখীই রয়েছে করোনা সংক্রমণ। কিন্তু উলটো ছবি দেখাচ্ছে...
08/04/2022

ইনসেপনাও ডেস্ক- করোনার গতিরোধ হয়েছে অনেকটাই। গোটা দেশে মোটামুটি নিম্নমুখীই রয়েছে করোনা সংক্রমণ। কিন্তু উলটো ছবি দেখাচ্ছে দিল্লি। সেখানে গত কয়েক দিন ধরেই সংক্রমণ ঊর্ধ্বমুখী। পড়শি হরিয়ানাতেও কিছুটা বেড়েছে সংক্রমণ। এর ফলে ভারতেও কিছুটা বাড়ল সংক্রমণ। তবে সংক্রমণ বাড়লেও অস্বস্তি বা উদ্বেগের কোনো পরিস্থিতি তৈরি হয়নি। দিল্লি সরকারের দাবি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে টেস্ট করা হচ্ছে বলেই সংক্রমণে বৃদ্ধি দেখা যাচ্ছে।...

https://incepnow.com/covid-positive-increase-in-delhi/

কয়েক দিন ধরেই সংক্রমণ ঊর্ধ্বমুখী দিল্লিতে। পড়শি হরিয়ানাতেও কিছুটা বেড়েছে সংক্রমণ। এর ফলে ভারতেও কিছুটা বাড়ল সং.....

ইনসেপনাও ডেস্ক- বসন্তেই তীব্র গরম। তাপপ্রবাহ। বৈশাখ আসতে এখনও দিন পনেরো বাকি। সকাল আর রাতে ঠাণ্ডা থাকলেও দুপুরে তীব্র দা...
01/04/2022

ইনসেপনাও ডেস্ক- বসন্তেই তীব্র গরম। তাপপ্রবাহ। বৈশাখ আসতে এখনও দিন পনেরো বাকি। সকাল আর রাতে ঠাণ্ডা থাকলেও দুপুরে তীব্র দাবদাহে হাঁসফাঁস করছে । আপেক্ষিক আর্দ্রতার জেরে ক্রমেই বাড়ছে অস্বস্তি। এর মধ্যেই আকাশের দিকে তাকাতে শুরু করেছেন বঙ্গবাসী। যদি কোনও সুখবর থাকে!‌ কিন্তু সুখবর কিছু দিতে পারল না আবহাওয়া দফতর। অন্তত দক্ষিণবঙ্গের জন্য। তবে উত্তরে আজ হতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গে অস্বস্তি ক্রমেই বাড়ছে। বৃহস্পতিবারই আবহাওয়া দফতর চার জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল। সেগুলো হল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। ওই চার জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছেই ঘোরাফেরা করেছে। এখনই স্বস্তির কোনও আশা নেই। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আর তাপপ্রবাহও হবে না রাজ্যের কোনও জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিক বা তার থেকে একটু কমই। শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গ লাগোয়া তিন জেলা— বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে আজ হতে পারে বৃষ্টি। তবে সামান্য। তাতে তাপমাত্রা খুব একটা কমবে না।...

https://incepnow.com/no-rain-forecast-for-south-bengal-temperature-increase-alert/

আপেক্ষিক আর্দ্রতার জেরে ক্রমেই বাড়ছে অস্বস্তি। কিন্তু দক্ষিণবঙ্গের জন্য সুখবর কিছু দিতে পারল না আবহাওয়া দফতর। .....

ইনসেপনাও ডেস্ক- শনিবার থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক। পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। নিজেদের স্কুলেই পরীক্ষা দেবে পড়ুয়ারা...
01/04/2022

ইনসেপনাও ডেস্ক- শনিবার থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক। পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। নিজেদের স্কুলেই পরীক্ষা দেবে পড়ুয়ারা। ভেন্যুর সংখ্যা ৬৬২৭। পরীক্ষা দেবে ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬ জন। ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা ৭১ হাজার বেশি। পরীক্ষা হবে ৫৬ টি বিষয়ে। যেহেতু এবার পরীক্ষা হোম সেন্টারে সেহেতু অনেক নিয়ম নিগড়ে সাধারণ নির্বাচনের আদলে প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে একজন করে বিশেষ পর্যবেক্ষক থাকবেন। নিজেদের স্কুলে পরীক্ষায় পক্ষপাতিত্বের অভিযোগ আটকাতে এই ব্যবস্থা। সংসদ সভাপতি জানিয়েছেন, “কোনও ভেন্যুতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেই ভেন্যু সুপারভাইজার ও ইনভিজিলেটর দায়ী থাকবেন। সংসদ এবিষয়ে নিয়মানুযায়ী ব্যবস্থা নেবে। স্কুলের ফল স্থগিত থাকতে পারে। স্কুলের অনুমোদনও বাতিল হতে হতে পারে।” সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, সকাল ১০ টা থেকে দুপুর ১.১৫ পর্যন্ত কঠোর নজরদারিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। শুরুর একঘণ্টার আগে কোনও পরীক্ষার্থী শৌচালয়ে যেতে পারবে না। পড়ুয়া–সহ শিক্ষকদের কাছেও মোবাইল থাকবে না।দ্বাদশ শ্রেণির গুরুত্বপূর্ণ এই পরীক্ষার খাতায় যাতে কেউ রাজনৈতিক স্লোগান না লেখে তা নিশ্চিত করতে চায় সংসদ। উত্তরপত্রে কোনও অশোভন বাক্য, ছবি বা রাজনৈতিক স্লোগান লেখা যাবে না। নির্দেশ অগ্রাহ্য করলে উত্তরপত্রটি বাতিল হবে। অভিভাবকরা স্কুলের প্রবেশপথ পর্যন্ত যেতে পারবেন।...

https://incepnow.com/secondary-exam-2022-stared-from-saturday/

শনিবার থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক। পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। নিজেদের স্কুলেই পরীক্ষা দেবে পড়ুয়ারা।

ইনসেপনাও ডেস্ক- ভয়ঙ্কর অর্থনৈতিক সঙ্কটের মুখে শ্রীলঙ্কা। গত এক সপ্তাহ ধরে দেশে জ্বালানির হাহাকার। প্রায় বন্ধ পরিবহণ। খর...
01/04/2022

ইনসেপনাও ডেস্ক- ভয়ঙ্কর অর্থনৈতিক সঙ্কটের মুখে শ্রীলঙ্কা। গত এক সপ্তাহ ধরে দেশে জ্বালানির হাহাকার। প্রায় বন্ধ পরিবহণ। খরচ বাঁচাতে ১০-১৩ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে দেশ জুড়ে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধেয় বিক্ষোভে ফেটে পড়েন কলম্বোর মানুষ।প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ তাঁর বাসভবনের সামনে বিক্ষোভে শামিল হন। পুলিশের সঙ্গে সংঘর্ষও বাধে বিক্ষোভকারীদের। পরিস্থতি সামাল দিতে প্রাথমিক ভাবে ব্যর্থ হয় পুলিশ। বিক্ষোভ ঠেকাতে বিশেষ টাস্ক ফোর্সকে ডাকতে বাধ্য হয় প্রশাসন। এই ঘটনায় এক মহিলা-সহ মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘‘গত রাতে মিরিহানা, নুগেগোডায় বিক্ষোভের পরে এক জন এএসপি সহ পাঁচ পুলিশ অফিসার আহত হয়েছেন এবং হাসপাতালে তাঁদের চিকিৎসা করা হচ্ছে। পুলিশের একটি বাস, একটি জিপ, দু’টি মোটরবাইক পুড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জলকামান।’’ এই ঘটনার পর কলম্বোর বিভিন্ন জায়গায় কার্ফু জারি করা হয়েছে।...

https://incepnow.com/president-rajapaksas-home-turn-violent-in-colombo-government-imposes-curfew/

News and Views বিশেষ খবর প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল কলম্বো, জারি কার্ফু ২০২২-০৪-০১ Spread the loveইনসেপনাও ডেস্ক-ভয়ঙ্ক...

ইনসেপনাও ডেস্ক- রাজধানী দিল্লি সহ মহারাষ্ট্র, বাংলার মতো রাজ্যগুলি বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি দিয়ে করোনা বিধি প্রত্যাহারের স...
01/04/2022

ইনসেপনাও ডেস্ক- রাজধানী দিল্লি সহ মহারাষ্ট্র, বাংলার মতো রাজ্যগুলি বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি দিয়ে করোনা বিধি প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। একসময়ের অত্যধিক প্রভাবিত রাজ্যগুলিতেও আর মাস্ক পরাও বাধ্যতামূলক নয়। কেন্দ্রের অনুরোধ মেনে আজ থেকেই দেশের অধিকাংশ রাজ্যে প্রত্যাহার হয়ে গেল করোনা বিধি। দেশজুড়ে এই বিধিনিষেধ প্রত্যাহারের দিন অবশ্য নামমাত্র হলেও বাড়ল দেশের দৈনিক সংক্রমণ। শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৫ জন। যা আগের দু’দিনের তুলনায় সামান্য হলেও বেশি। তবে এদিনও কমেছে দেশের অ্যাকটিভ কেস। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে ১৩ হাজার ৬৭২। আপাতত দেশে অ্যাকটিভ কেসের হার ০.০৩ শতাংশ। তবে করোনা এখনও কেড়ে চলেছে সাধারণ মানুষের প্রাণ। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৫২ জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে বেশি। ফলে দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২১ হাজার ১৮১ জন।...

https://incepnow.com/from-saturday-covid-restriction-removed-in-india/

একসময়ের অত্যধিক প্রভাবিত রাজ্যগুলিতেও আর মাস্ক পরাও বাধ্যতামূলক নয়। কেন্দ্রের অনুরোধ মেনে আজ থেকেই দেশের অধিকা...

28/03/2022

ইনসেপনাও ডেস্ক- হ্রদ আর সাগরের মাঝ বরাবর স্যান্ডবার ধরে আনমনে পথ হারাতে আর হঠাৎ জলকেলিরত ডলফিন যুগলের নাচ দেখে উৎফুল্ল হতে চান ! বাঙালির গতানুগতিক বেড়ানোর ঠিকানা দিঘা-পুরী-দার্জিলিং ছেড়ে যেতে চান অফবিট ডেস্টিনেশনে। তাহলে এই গরমেও ঘুরে আসতে পারেন ওড়িশার সাতপাড়া। সাগরের চঞ্চলতা আর হ্রদের নীরবতার- এই দুয়ের মিলন এই সাতপাড়া থেকে দারুণ উপভোগ করতে পারবেন। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ আর শান্ত হ্রদের মাঝে সাতপাড়া। পুরী থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত সাতপাড়া। পুরী গেলেই অনেকেই চিলিকা হ্রদ বেড়াতে যান। এই চিলিকা হ্রদের পূর্ব প্রান্তে অবস্থিত সাতপাড়া। চিলিকা হ্রদ যেখানে গিয়ে বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে, সেখানেই রয়েছে এই অফবিট ডেস্টিনেশন। এই আর এই মিলনস্থল থেকে সূর্যোদয়ের দৃশ্য কোনও ছবির চাইতে কম নয়। বঙ্গোপসাগরের এমন রোমাঞ্চকর দৃশ্য আপনি শুধু এখানেই দেখতে পাবেন।...

https://incepnow.com/offbeat-destination-satpara-in-orisha/

ইনসেপনাও ডেস্ক- শীতের মরসুম জুড়ে দফায় দফায় বৃষ্টি হয়েছে বঙ্গে। কিন্তু মার্চ পড়তেই আবহাওয়া পুরোপুরি বদলে গেছে। এখনও পর্য...
28/03/2022

ইনসেপনাও ডেস্ক- শীতের মরসুম জুড়ে দফায় দফায় বৃষ্টি হয়েছে বঙ্গে। কিন্তু মার্চ পড়তেই আবহাওয়া পুরোপুরি বদলে গেছে। এখনও পর্যন্ত মার্চে কোনো বৃষ্টিই হয় নি দক্ষিণবঙ্গে। দশ বছরে প্রথমবার এমন ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে। দক্ষিণবঙ্গের দুটি অংশে আবার দু’রকম আবহাওয়া। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে এখন শুষ্ক গরম রয়েছে। অন্যদিকে, উপকূলবর্তী এবং কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ঘর্মাক্ত গরম রয়েছে। এই সব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা তুলনামূলক ভাবে কম।...

https://incepnow.com/temperature-hike-in-bengal-no-rain-forecast-for-4-5-days/

গরমের দাপট ক্রমশ বেড়েছে। আগামী চার পাঁচ দিনেও ঝড়বৃষ্টির অনুকূল কোনো পরিস্থিতি তৈরি হবে না বলেই মনে হচ্ছে।

ইনসেপনাও ডেস্ক- মোদি সরকারের একাধিক নীতির বিরোধিতায় ২৮ ও ২৯ মার্চ অর্থাৎ সোম ও মঙ্গলবার বন্‌ধের ডাক দিয়েছে বামেরা। বন্ধে...
28/03/2022

ইনসেপনাও ডেস্ক- মোদি সরকারের একাধিক নীতির বিরোধিতায় ২৮ ও ২৯ মার্চ অর্থাৎ সোম ও মঙ্গলবার বন্‌ধের ডাক দিয়েছে বামেরা। বন্ধের প্রথমদিনের সকাল থেকেই একাধিক রেল স্টেশনে অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা। কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। কোচবিহারে ভাঙচুর করা হয় সরকারি বাস। পরিস্থিতি মোকাবিলার চেষ্টায় পুলিশ। জনজীবনে যাতে ধর্মঘটের প্রভাব না পড়ে সেদিকে নজর রেখেছে রাজ্য। তা সত্ত্বেও সোমবার সকাল থেকেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এল অশান্তির ছবি। এদিন সকালে যাদবপুরের ৮ বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখান বামেদের কর্মী-সমর্থকরা। যাদবপুর স্টেশনে রেললাইনে বসে পড়েন বামেরা। ব্যানার হাতে ট্রেনের প্যান্টোগ্রাফের উপর উঠে পড়েন বাম কর্মীরা। যার জেরে দীর্ঘক্ষণ ব্যহত হয় রেল পরিষেবা। স্টেশনে বাড়তে থাকে ভিড়।...

https://incepnow.com/48-hour-strike-by-cpim-in-bengal/

বন্ধের প্রথমদিনের সকাল থেকেই একাধিক রেল স্টেশনে অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা। কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বি.....

ইনসেপনাও ডেস্ক- দেশের ইতিহাসে এক নয়া নজির। আর পিচ নয়, এবার একবারে স্টিল দিয়ে তৈরি হল রাস্তা। দীর্ঘ গবেষণার পর গুজরাটে তৈ...
27/03/2022

ইনসেপনাও ডেস্ক- দেশের ইতিহাসে এক নয়া নজির। আর পিচ নয়, এবার একবারে স্টিল দিয়ে তৈরি হল রাস্তা। দীর্ঘ গবেষণার পর গুজরাটে তৈরি হল স্টিলের তৈরি রাস্তা। যার নাম দেওয়া হয়েছে ‘গুজরাট স্টিল রোড’। সুরাটের হাজিরা শিল্পাঞ্চল এলাকায় এই রাস্তা তৈরি করা হয়েছে। দেশে প্রতি বছর বিভিন্ন স্টিল প্ল্যান্ট থেকে ১৯ মিলিয়ন টন বর্জ্য নির্গত হয়‌। সেই বর্জ্যগুলিকে এবার পুনর্ব্যবহার করে রাস্তা তৈরি করল কেন্দ্র। স্টিল ও নীতি কমিশন এবং নীতি আয়োগের সহায়তায় সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটের তরফে এই রাস্তাটি বানানো হয়েছে। এই ধরনের রাস্তার ভারবহনের ক্ষমতা অনেক বেশি। আবার পিচ বা ঢালাই দেওয়া রাস্তার থেকে স্টিলের এই রাস্তার ঘনত্ব ৩০ শতাংশ কম। বর্ষার সময়েও অনেকাংশেই ক্ষতি রোধ করবে। এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় ছ’টি রাস্তা রয়েছে। এরপর দেশের বিভিন্ন রাজ্যেও এই ধরনের রাস্তা বানানো হবে। বিশেষত হাইওয়েতে। ভবিষ্যতে অন্যান্য জায়গায় এই স্টিল বর্জ্য দিয়ে রাস্তা বানানো হলে ৩০ শতাংশ পর্যন্ত খরচও সাশ্রয় হবে। প্রথম পাইলট প্রোজেক্টে সাফল্য পাওয়ার পর কেন্দ্রের তরফে হাইওয়ে নির্মাণে এই স্টিলের বর্জ্য ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।

https://incepnow.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a4%e0%a7%88%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/

দেশের এক নয়া নজির। তৈরি হল স্টিলের রাস্তা। ইস্পাত কারখানার বর্জ্য দিয়েই তৈরি হল এই সড়ক।

ইনসেপনাও ডেস্ক- আগামী তিন চার দিন রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা নেই। কিছুটা চড়বে তাপমাত্রার পারদ। সঙ্গে ভ্যাপসা গরমেই দি...
27/03/2022

ইনসেপনাও ডেস্ক- আগামী তিন চার দিন রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা নেই। কিছুটা চড়বে তাপমাত্রার পারদ। সঙ্গে ভ্যাপসা গরমেই দিন কাটবে বাঙালির। হাওয়া অফিস জানাচ্ছে উত্তরবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণের জেলাগুলিতে বর্ষণের আশা নেই। মৌসম ভবন জানিয়েছে, সিকিম থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে বলে জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। এই অক্ষরেখার অবস্থানের ফলে আবহাওয়ার পরিবর্তন হয়েছে বাংলায়। প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকেছে বঙ্গোপসাগর থেকে রাজ্যে।...

https://incepnow.com/hot-in-bengal-continue-for-3-or-4-days/

আগামী তিন চার দিন বাংলায় বৃষ্টির আশা নেই। জানাচ্ছে হাওয়া অফিস। চলবে ভ্যাপসা গরম।

ইনসেপনাও ডেস্ক- ভ্রমণপিপাসুদের জন্য স্বপ্নের এক জায়গা মানস সরোবর। ট্রেকারদের জন্য প্রথম স্থানেই থাকে মানস সরোবর ও কৈলাশ।...
27/03/2022

ইনসেপনাও ডেস্ক- ভ্রমণপিপাসুদের জন্য স্বপ্নের এক জায়গা মানস সরোবর। ট্রেকারদের জন্য প্রথম স্থানেই থাকে মানস সরোবর ও কৈলাশ। কিন্তু তাতে ‌যাবার ঝক্কি ছিল অনেক। সম্প্রতি সংসদে নীতীন গড়করির একটি ঘোষণার পরে স্বাভাবিক ভাবেই পর্যটকদেরও উৎসাহ তুঙ্গে। কারণ এবার আর তিব্বত বা নেপাল হয়ে ‌যেতে হবেনা মানস সরোবর। ভারত থেকেই সরাসরি উত্তরাখণ্ডের পিথোরগড় হয়ে ‌যাওয়া ‌যাবে মানস সরোবর। কৈলাস পর্বত ও মানস সরোবর। বাঙালির স্বপ্নের এই তীর্থস্থান অবস্থিত সুদূর তিব্বতে। প্রতি বছরই লক্ষ লক্ষ পর্যটক ও তীর্থযাত্রীরা সারা পৃথিবী থেকে ছুটে আসেন এই অঞ্চলে। জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মানস সরোবর যাত্রায় তীর্থযাত্রীদের জন্য খোলা থাকে। তবে শীতের দুর্গমতাতেও এই সরোবর এক অনন্য সুন্দর রূপ ধারণ করে। যে কোনও রূপেই শান্ত, সুন্দর, গম্ভীর মানস সরোবরের সৌন্দর্য নিশ্চিত ভাবেই ‘লাইফ টাইম এক্সপিরিয়েন্স’। জীবনে অন্তত একবার এই অভিজ্ঞতা লাভ করলে, তা ভ্রমণপিপাসুদের সারা জীবনের সম্পদ হয়ে থাকে।...

https://incepnow.com/india-making-road-from-pithoragarh-to-manas-sarobar-for-the-travelers/

ট্রেকার ও ভ্রমমপিপাসুদের জন্য সুখবর। ঝক্কি ছাড়াই এবার উত্তরাখণ্ড হয়ে সরাসরি ‌যেতে পারবেন মানস সরোবর। তৈরি হচ্.....

ইনসেপনাও ডেস্ক- তেলে–ঝালে কষিয়ে রান্না না হলে বাঙালির খাওয়াদাওয়া ঠিক জমে না। বাঙালির রসনার সঙ্গে ভীষণ ভাবে জড়িয়ে রয়েছে ...
26/03/2022

ইনসেপনাও ডেস্ক- তেলে–ঝালে কষিয়ে রান্না না হলে বাঙালির খাওয়াদাওয়া ঠিক জমে না। বাঙালির রসনার সঙ্গে ভীষণ ভাবে জড়িয়ে রয়েছে তেল। সিদ্ধ খেলেও আমাদের তেল লাগে। ভাজাভুজি–মাছ–মাংস হলে তো কথাই নেই৷ চিকিৎসকরা যতই দিনে তিন-চার চামচ খাওয়ার কথা বলুন না কেন, সে লক্ষ্মণরেখা প্রায়শই পার হয়ে যায়৷ ফলত শারীরিক সমস্যাও বাড়ে৷ হজমের সমস্যা, পেট খারাপ, পেট জ্বালা করা এ সব তো লেগেই থাকে। যাঁদের ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরলের সমস্যা রয়েছে, তাঁদের কিন্তু একেবারেই তেল খাওয়া ঠিক নয়। হাজার চেষ্টা করেও রান্নায় তেলের ব্যবহার কমাতে পারছেন না?...

https://incepnow.com/easy-tips-to-reduce-oil-in-cooking/

শরীর সুস্থ রাখতে ও খরচ কমাতে কম তেলে রান্না। জেনে নিন কিছু সহজ টিপস্।

ইনসেপনাও ডেস্ক- কখনো গোড়ালি বা কখনো হাত, কালো ছোপ ছোপ দাগ নিয়ে সমস্যায় পড়েন অনেকে। লজ্জায় পোষাকে ঢাকতে হয় হাত পা। তবে ...
26/03/2022

ইনসেপনাও ডেস্ক- কখনো গোড়ালি বা কখনো হাত, কালো ছোপ ছোপ দাগ নিয়ে সমস্যায় পড়েন অনেকে। লজ্জায় পোষাকে ঢাকতে হয় হাত পা। তবে আর চিন্তা করবেন না। ঘরোয়া এক প্যাকের মাধ্যমে সহজেই আপনি মুক্তি পাবেন এর হাত থেকে। ওষুধ ছাড়াই কালো দাগ দূর করতে চান আপনি? কিছু উপায় অবলম্বন করলেই এই কালো দাগের হাত থেকে সহজেই মুক্তি মিলবে। একেবারেই সহজলভ্য উপাদান ও নামমাত্র খরচেই বানিয়ে নিন ঘরোয়া কিছু প্যাক। সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করলে দু’-তিন সপ্তাহের মধ্যেই ভাল ফল মিলবে।...

https://incepnow.com/home-made-pack-remedy-for-black-skin-spot/

কম খরচে বাড়িতে বানানো প্যাকেই দূর করুন হাত পায়ের কালো ছোপ দাগ। কয়েক মাসেই মিলবে সুরাহা। জেনে নিন প্যাক বানানোর প....

ইনসেপনাও ডেস্ক- ফুড সেফটি অফিসার (Food Safety Officer) পদে নিয়োগেরজন্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যম...
26/03/2022

ইনসেপনাও ডেস্ক- ফুড সেফটি অফিসার (Food Safety Officer) পদে নিয়োগেরজন্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারেন। তবে তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি। আবেদনকারীর যোগ্যতা: ফুড টেকনোলজি, বায়ো টেকনোলজি, অয়েল টেকনোলজি, এগ্রিকালচার সায়েন্স, ভেটেরিনারি সার্ভিসেস, বায়ো কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এই বিষয় গুলির যে কোন একটিতে স্নাতক অথবা কেমিস্ট্রিতে স্নাতকোত্তর হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।...

https://incepnow.com/w-b-municipal-service-commission-application-for-the-posts-of-food-safety-office/

ফুড সেফটি অফিসার পদে নিয়োগেরজন্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জ....

ইনসেপনাও ডেস্ক- মার্চের যে ক’টা দিন বাকি রয়েছে সে কদিন বৃষ্টির সম্ভাবনা বিশেষ নেই। যদিও বাংলার আকাশ জুড়ে মেঘের আনাগোনা ...
26/03/2022

ইনসেপনাও ডেস্ক- মার্চের যে ক’টা দিন বাকি রয়েছে সে কদিন বৃষ্টির সম্ভাবনা বিশেষ নেই। যদিও বাংলার আকাশ জুড়ে মেঘের আনাগোনা বেড়েছে প্রচুর। এর ফলে গরমের দাপট এখন কিছুটা হলেও কমেছে। কিছুদিন আগেও কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। সেটা এখন কমে ৩৩-এর ঘরে এসে গিয়েছে। শুক্রবার কলকাতার পারদ ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠতে পারেনি। এর মূল কারণ হল মেঘের আনাগোনা। কিন্তু আকাশ মেঘমুক্ত থাকায় পশ্চিমবঙ্গে ব্যাপক ভাবে বেড়েছে পারদ।...

https://incepnow.com/no-rain-forecast-in-bengal-up-to-march-end/

বাংলার আকাশ জুড়ে মেঘের আনাগোনা বেড়েছে প্রচুর। এর ফলে গরমের দাপট এখন কিছুটা হলেও কমেছে। বৃষ্টির সম্ভাবনা বিশেষ ন...

ইনসেপনাও ডেস্ক- স্বস্তি দিয়ে অবশেষে দু’বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্...
26/03/2022

ইনসেপনাও ডেস্ক- স্বস্তি দিয়ে অবশেষে দু’বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে পরীক্ষা। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। তবে কোভিড পরিস্থিতির মধ্যে এ বারের উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড়ো সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা সংসদ। হোম সেন্টারে পরীক্ষা হওয়ার জন্য প্রতিটি স্কুলকে বিশেষ নির্দেশ পাঠাচ্ছে সংসদ। উচ্চমাধ্যমিকের যে বিষয়ের পরীক্ষা যেদিন হবে ওইদিন সেই বিষয়ের সঙ্গে যুক্ত কোন শিক্ষক-শিক্ষিকা নজরদারির দায়িত্বে থাকতে পারবেন না। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।...

https://incepnow.com/higher-secondary-council-takes-big-decision-on-home-centre/

আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে পরীক্ষা। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। এ বারের উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড়ো সিদ্ধান....

ইনসেপনাও ডেস্ক- এই নিয়ে চতুর্থ বার। গত পাঁচ দিনের মধ্যে ফের বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। শনিবার দুটির দামই লিটারপ্রতি ৮...
26/03/2022

ইনসেপনাও ডেস্ক- এই নিয়ে চতুর্থ বার। গত পাঁচ দিনের মধ্যে ফের বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। শনিবার দুটির দামই লিটারপ্রতি ৮০ পয়সা করে বেড়েছে। তেল সংস্থাগুলির দাবি কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে তেলের দাম বাড়াতে হচ্ছে। গত বছর ৪ নভেম্বর থেকে তেলের দাম বাড়ানো হয়নি। তবে সেটা যে শুধুমাত্র পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে, তা বুঝতে কারও কোনো অসুবিধা ছিল না। গত ১০ মার্চ, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই তেলের দাম বৃদ্ধি নিয়ে জল্পনা শুরু হয়। সেই জল্পনাই আপাতত সত্যি হচ্ছে।...

https://incepnow.com/petrol-diesel-price-hike-again/

গত পাঁচ দিনের মধ্যে ফের বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। শনিবার দুটির দামই লিটারপ্রতি ৮০ পয়সা করে বেড়েছে।

ইনসেপনাও ডেস্ক- জম্মু ও কাশ্মীরের তিন জেলা- গান্ডেরবাল, পুলওয়ামা এবং হান্ডওয়ারায় পৃথক এনকাউন্টারে খতম চার জঙ্গি। শনিবার ...
12/03/2022

ইনসেপনাও ডেস্ক- জম্মু ও কাশ্মীরের তিন জেলা- গান্ডেরবাল, পুলওয়ামা এবং হান্ডওয়ারায় পৃথক এনকাউন্টারে খতম চার জঙ্গি। শনিবার সকালে টুইট করে একথা জানাল কাশ্মীর পুলিশ। বিবৃতিতে বলা হল, ‘গতকাল রাতে আমরা চার-পাঁচটা লোকেশনে যুগ্ম অপারেশন চালিয়েছিলাম। এখনও পর্যন্ত পুলওয়ামায় একজন পাকিস্তানি সহ দুই জইশ ই মহম্মদ জঙ্গি নিহত হয়েছে, গান্ডেরবাল এবং হান্ডওয়ারা একজন করে লস্কর ই তইবার জঙ্গি নিহত হয়েছে। হান্ডওয়ারা এবং পুলওয়ামায় অপারেশন শেষ। এক জঙ্গিকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।’কাশ্মীর জোন পুলিশের টুইটার হ্যান্ডল থেকে পরে এও বলা হল, গান্ডেরবাল এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয় নিরাপত্তা বাহিনীর। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তইবার এক সদস্যকে নিকেশ করেছে বাহিনী। ওখানে অপারেশন এখনও চলছে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার চেওয়া কালান এলাকায় রাতের অন্ধকারে হানা দিয়ে দুই জইশ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। সূত্রের খবর ওই দু’জনকে ফাঁদে ফেলা হয়েছিল। জম্মু-কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনা একসঙ্গে জঙ্গিদের ঘিরে ফেলে এবং তল্লাশি চালায়। বেগতিক দেখে বাহিনীর ওপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালালে খতম হয় তারা।

https://incepnow.com/three-encounter-in-jammu-and-kashmir-kill-4/

জম্মু ও কাশ্মীরের তিন জেলা- গান্ডেরবাল, পুলওয়ামা এবং হান্ডওয়ারায় পৃথক এনকাউন্টারে খতম চার জঙ্গি।

ইনসেপনাও ডেস্ক- ২০১৪ সালের পর সবচেয়ে দামী হয়েছে অপরিশোধিত তেল। বিশ্ব বাজারে ক্রমাগত জ্বালানির মূল্য বেড়ে চলেছে। এই পর...
09/03/2022

ইনসেপনাও ডেস্ক- ২০১৪ সালের পর সবচেয়ে দামী হয়েছে অপরিশোধিত তেল। বিশ্ব বাজারে ক্রমাগত জ্বালানির মূল্য বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে রুশ তেলের উপর নিষেধাজ্ঞা জারি করলে তেলের দাম আরও বাড়তে পারে। তার উপর রাশিয়ার হুমকি ছিল তেলের দাম ব্যারেল পিছু তিনশো ডলার পৌঁছাবে। আর তেলের এই অস্বাভাবিক মুল্যবৃদ্ধির জেরে আমেরিকা-সহ গোটা বিশ্ব সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এই আশঙ্কার কথা ভাবাই এতদিন ধীরে চলো নীতি গ্রহণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যুদ্ধের পরিস্থিতিতে মার্কিন কংগ্রেস থেকে ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল বাইডেনের উপর। অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বৃদ্ধির জেরে তাই এবার কড়া পদক্ষেপ করতে বাধ্য হলেন জো বাইডেন।...

https://incepnow.com/joe-biden-announces-ban-on-import-of-oil-and-natural-gas-from-russia/

অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বৃদ্ধির জেরে তাই এবার কড়া পদক্ষেপ করতে বাধ্য হলেন জো বা....

08/03/2022

ইনসেপনাও ডেস্ক- ভারতীয়দের সুরক্ষিত ভাবে দেশে ফেরানোর জন্য ইউক্রেনে ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। মঙ্গলবার ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে (মস্কোর সময় অনুযায়ী সকাল ১০টা)এই যুদ্ধবিরতি শুরু হয়ে যাবে। সুমিতে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিতভাবে দেশে ফেরানোর জন্যই এই সিদ্ধান্ত নিল ক্রেমলিন।রাশিয়ার বিদেশমন্ত্রক সুমি-সহ মোট পাঁচ শহরের ছাত্রদের সুরক্ষিত ভাবে দেশে ফেরানোর সুবিধা করে দিতে রাজি হয়েছে। সুমি ছাড়া কিভ, খারকিভ, মারিউপোল এবং চারনিগিভ শহরের পড়ুয়াদেরও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছাড়ার জন্য এই যুদ্ধবিরতি ঘোযণা করা হয়েছে বলেও রাশিয়ার বিদেশমন্ত্রক জানিয়েছে। এর আগেও মানবিক করিডর তৈরি করে দিতে ইউক্রেনের একধিক শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। যদিও ইউক্রেনের দাবি, এ সবই রাশিয়ার ‘নাটক’। কারণ এর আগে যুদ্ধবিরতি ঘোষণা করেও রুশ সেনা আক্রমণ চালিয়েছে কিভ-সহ বহু শহরে। প্রাণ গিয়েছে সাধারণ মানুষের। সোমবারও ভারতীয় সময় বেলা সাড়ে ১২টা থেকে খারকিভ, মারিউপুল এবং সুমি শহরে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ-র অনুরোধেই এই সিদ্ধান্ত নেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এ দিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ১৩ দিনে পড়ল। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে রবিবার জানানো হয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে ২৬০ জন অসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। ২৪ ফেব্রুয়ারি থেকে প্রায় সাড়ে ১০ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে অন্য দেশে শরণার্থী হয়ে গিয়েছেন। ইউক্রেনের অভিযোগ, খারকিভের একটি পরমাণু চুল্লির কাছে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই হামলা চালাতে তারা যে গ্র্যান্ড লঞ্চার ব্যবহার করছে, তার নিশানা তেমন পোক্ত নয়। ফলে যে কোনও মুহূর্তে ওই পরমাণু চুল্লিতে বিস্ফোরণ ঘটতে পারে।

https://incepnow.com/russia-declares-ceasefire-in-ukraine-to-help-indian-evacuations/

08/03/2022

ইনসেপনাও ডেস্ক- ভোরের দিকে হালকা ঠাণ্ডা, দুপুরে গরম , আবার দিবাকর পাটে বসলেই আবহাওয়া ফের মনোরম। কয়েকদিন ধরেই আবহাওয়ার এই স্থিতাবস্থাই অব্যাহত কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও একই রকম পরিস্থিতি। আপাতত কোথাওই কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এখনও উত্তুরে হাওয়া বইছে বলে দিনের বেলার দিকে গরম লাগলেও ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা থেকে যাবে। পারদেও খুব একটা হেরফের এখন দেখা যাচ্ছে না। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রাটি স্বাভাবিকের থেকে কিছুটা কমই। দক্ষিণবঙ্গের মধ্যে সব থেকে বেশি শীত শীত ভাব ছিল পুরুলিয়াতে। এ দিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতন, কৃষ্ণনগরেও এ দিন তাপমাত্রা বেশ কম ছিল। সুতরাং সেই সব জায়গাতেও শীত শীত ব্যাপার যথেষ্ট রয়েছে। তবে দিনের বেলার দিকে তাপমাত্রা কিছু কিছু জায়গায় বেশ বেড়েছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরে সর্বোচ্চ তাপমাত্রার বৃদ্ধি তুলনায় অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের মধ্যে উষ্ণতম স্থান ছিল জলপাইগুড়ি এবং কোচবিহার। দুটো জায়গায় এ দিন তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা এখনও কমই। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই রাজ্য জুড়েই। তবে আগামী সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গে নতুন করে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

https://incepnow.com/no-chance-of-rain-as-yet-in-south-bengal/

ইনসেপনাও ডেস্ক- রুশ উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক তেল আমদানি নিয়ে ছুঁড়ে দিলেন কঠিন চ্যালেঞ্জ। ইউক্রেন আক্রমণের পর ...
08/03/2022

ইনসেপনাও ডেস্ক- রুশ উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক তেল আমদানি নিয়ে ছুঁড়ে দিলেন কঠিন চ্যালেঞ্জ। ইউক্রেন আক্রমণের পর থেকেই রাশিয়ার উপর চাপছে একের পর নিষেধাজ্ঞা। ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেই পদক্ষেপের পাল্টাও দিয়ে চলেছে রাশিয়া। এবার রাশিয়ার তেল আমদানির উপর যদি ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা জারি করে, তা হলে তার পরিণতি হবে ‘বিপর্যয়কর’ জানালেন রুশ উপ-প্রধানমন্ত্রী । রুশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সোমবার আলেকজান্ডার বলেন, রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা জারি করার অর্থ বিশ্ববাজারকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া। দাম বাড়বে ভাবনার বাইরে। যা ব্যারেল প্রতি ৩০০ ডলারের উপরে পৌঁছোতে পারে। একই সঙ্গে তিনি বলেন, ইউরোপের বাজারে রাশিয়ার তেলের বিকল্প খুঁজে পাওয়া এক কথায় ‘অসম্ভব’। তাঁর কথায়, এর জন্য এক বছরেরও বেশি সময় লাগবে। কিন্তু মাঝের সময়টা চরম দুর্দশায় পড়তে হবে ইউরোপের মানুষকে।...

https://incepnow.com/russia-says-energy-embargo-could-send-oil-prices-over-300/

রাশিয়ার তেল আমদানির উপর যদি ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা জারি করে, তা হলে তার পরিণতি হবে ‘বিপর্যয়কর’ জানালেন রুশ উপ-....

ইনসেপনাও ডেস্ক- প্রায় দুবছর পর রেকর্ড ভাবে নেমে এল দৈনিক সংক্রমণ। ২০২০ সালের ১৬ মে’র পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ রেকর্ড ক...
08/03/2022

ইনসেপনাও ডেস্ক- প্রায় দুবছর পর রেকর্ড ভাবে নেমে এল দৈনিক সংক্রমণ। ২০২০ সালের ১৬ মে’র পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ রেকর্ড করল ভারত। মৃত্যুও কমে গেল অনেকটাই। সব মিলিয়ে পরিস্থিতির দুর্দান্ত উন্নতি হল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী মঙ্গলবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ২৯ লক্ষ ৭১ হাজার ৩০৮। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত ৩ হাজার ৯৯৩ জন।...

https://incepnow.com/india-covid-cases-come-down-to-below-4000-in-last-24-hrs/

২০২০ সালের ১৬ মে’র পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ রেকর্ড করল ভারত। মৃত্যুও কমে গেল অনেকটাই। সব মিলিয়ে পরিস্থিতির দুর...

ইনসেপনাও ডেস্ক- তৃতীয়বারের জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা। ফরাসি প্রেসিডেন্টের অনুরোধে সাড়া দিয়ে ইউক্রেনের চারটি শহরে সা...
07/03/2022

ইনসেপনাও ডেস্ক- তৃতীয়বারের জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা। ফরাসি প্রেসিডেন্টের অনুরোধে সাড়া দিয়ে ইউক্রেনের চারটি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। ভারতীয় সময় বেলা সাড়ে ১২টা থেকে কিয়েভ, খারকিভ, মারিউপোল ও সুমি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। নিরাপদে মানুষকে বের করার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। ২ দিন আগে পুতিনকে ফোন করে অনুরোধ জানান ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ। তার আগে দু’-দু’বার ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। গত শনিবার যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে হামলার অভিযোগ উঠেছিল রাশিয়ার বিরুদ্ধে। দুই শহরে মানব করিডরের উপর বোমা বর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগ উড়িয়ে দেয় রাশিয়া। রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইউক্রেনের বিরুদ্ধেই মধ্যস্থতারীকে খুনের অভিযোগ ওঠে। সকালে যুদ্ধ বিরতি ঘোষণা। দুপুর গড়াতে না গড়াতেই ফের হামলা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তোলে ইউক্রেন। রুশ গোলা বর্ষণের জন্য মারিউপোলে পিছিয়ে যায় উদ্ধারকাজ!...

https://incepnow.com/once-again-announces-ceasefire-on-request-of-french-president/

ফরাসি প্রেসিডেন্টের অনুরোধে সাড়া দিয়ে ইউক্রেনের চারটি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া।

ইনসেপনাও ডেস্ক- ভোরে বা বিকেলে ফাগুন হাওয়ার পরশ মিললেও দুপুরে যেন গ্রীষ্মের দাবদাহ দক্ষিণবঙ্গ জুড়ে। পূর্বাভাস বঙ্গে আগা...
07/03/2022

ইনসেপনাও ডেস্ক- ভোরে বা বিকেলে ফাগুন হাওয়ার পরশ মিললেও দুপুরে যেন গ্রীষ্মের দাবদাহ দক্ষিণবঙ্গ জুড়ে। পূর্বাভাস বঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই, আরও বাড়বে দিনের তাপমাত্রা। যদিও উত্তর-পশ্চিম ভারতের তুষারপাত আর দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় পরিষ্কার আকাশ দেখা যাবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ পাকাপাকিভাবে উধাও। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় সোমবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রী থেকে সামান্য কমে ২০.২ ডিগ্রি হবে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রী থেকে বেড়ে হয় ৩৩.১ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রী তাপমাত্রা বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। আগামী কয়েকদিনে বাড়বে তাপমাত্রা। রাতের তাপমাত্রা খুব একটা না বাড়লেও দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় হতে পারে এই বৃষ্টি। তারপর থেকে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী তিন-চার দিন। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতে আগামী ২৪ ঘণ্টায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। ভারী বৃষ্টি হবে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, পন্ডিচেরি সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।

https://incepnow.com/the-maximum-temperature-will-rise-in-the-next-few-days/

বঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই, আরও বাড়বে দিনের তাপমাত্রা। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ব....

ইনসেপনাও ডেস্ক- সোমবার যোগীর রাজ্যে শেষ দফার ৫৪ আসনে ভোটগ্রহণ চলছে। ভাগ্য পরীক্ষা হবে রাজ্যের ৩ মন্ত্রীর। সপ্তম দফায় ...
07/03/2022

ইনসেপনাও ডেস্ক- সোমবার যোগীর রাজ্যে শেষ দফার ৫৪ আসনে ভোটগ্রহণ চলছে। ভাগ্য পরীক্ষা হবে রাজ্যের ৩ মন্ত্রীর। সপ্তম দফায় বারাণসী ছাড়া আজমগড়, জৌনপুর, গাজিপুর, চান্দৌলি, মির্জাপুর, ভাদোহি এবং সোনভদ্র জেলার মোট ৬১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। রয়েছে নকশাল অধ্যুষিত বেশকিছু এলাকা। তবে নজরে রয়েছে প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র। এই দফার ভোটের আগে বারাণসীতে প্রচারে এসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক দিয়েছিলেন, উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে উৎখাত করার।...

https://incepnow.com/up-election-2022-phase-7-voting-is-on-in-narendra-modis-varanasi/

সপ্তম দফায় বারাণসী ছাড়া আজমগড়, জৌনপুর, গাজিপুর, চান্দৌলি, মির্জাপুর, ভাদোহি এবং সোনভদ্র জেলার মোট ৬১৩টি কেন্....

ইনসেপনাও ডেস্ক- সংঘর্ষ থামাতে আজই তৃতীয়বারের জন্য বৈঠকে বসতে চলেছে ইউক্রেন-রাশিয়া। তার আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র...
07/03/2022

ইনসেপনাও ডেস্ক- সংঘর্ষ থামাতে আজই তৃতীয়বারের জন্য বৈঠকে বসতে চলেছে ইউক্রেন-রাশিয়া। তার আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অর্থাৎ সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কিকে ফোন করতে চলেছেন । যুদ্ধ পরিস্থিতিতে একাধিকবার ভারতের দ্বারস্থ হয়েছে ইউক্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আরজি জানিয়েছেন যাতে তিনি রাশিয়াকে যুদ্ধ থামাতে অনুরোধ করেন। যুদ্ধ পরিস্থিতিতে এই নিয়ে দ্বিতীয়বার ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করলেন প্রধানমন্ত্রী । এই ফোন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।...

https://incepnow.com/pm-modi-may-speak-with-ukraine-president-zelensky-for-second-time-amid-war/

আজই তৃতীয়বারের জন্য বৈঠকে বসতে চলেছে ইউক্রেন-রাশিয়া। তার আগে প্রধানমন্ত্রী মোদী আজ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন...

07/03/2022

ইনসেপনাও ডেস্ক- দেশের করোনা পরিস্থিতিতে বড়সড় স্বস্তি। দীর্ঘদিন পর হু হু করে কমল দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মহামারীর বলি একশোরও কম। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ৪৩৬২ জন। মৃত্যু হয়েছে ৬৬ জনের। তবে কি বিদায়ের পথে কোভিডের তৃতীয় ঢেউ? পরিসংখ্যানে সেই আশার আলোই দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি অবশ্য চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। রবিবারও দেশে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৫ হাজারের বেশি। প্রাণহানি হয় ১৫৮ জনের। সেখান থেকে সোমবার মৃত্যুর গ্রাফ অনেকটা নেমে এসে দাঁড়াল ৬৬তে। দীর্ঘদিন পর কোভিডের বলি একশোরও কম। এনিয়ে দেশে মোট করোনা ভাইরাস বলি ৫১৫১০২। করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৯৬২০ জন। এ নিয়ে সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ। অনেকটা কমেছে অ্যাকটিভ কেস, পজিটিভিটি রেট। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৫৪,১১৮। যা মোট করোনা আক্রান্তের ০.১৩ শতাংশ। মহামারীর বিরুদ্ধে যুদ্ধে অন্যতম শক্তিশালী হাতিয়ার টিকাকরণ । দেশে সেই কাজ শুরু হয়েছিল একুশের শুরুতেই। আর এ বছরের গোড়া থেকে বয়স্কদের বুস্টার ডোজ ও ১৫ থেকে ১৮ বছর বয়সিদের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। একাধিক ভ্যাকসিন জরুরিভিত্তিতে প্রয়োগে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কোভোভ্যাক্স বুস্টার ডোজের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমোদন মিলেছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে ১৭৮ কোটি ৯০ লক্ষের বেশি মানুষ টিকা পেয়ে গিয়েছেন। সর্বত্রই করোরা পরিস্থিতির উন্নতি দেখা দিয়েছে। খুলে গিয়েছে ছোটদের স্কুলও। তবে সতর্ক থাকতে গুটিকয়েক কোভিডবিধি জারি রয়েছে দেশে। তার মধ্যে অন্যতম, মাস্ক, স্য়ানিটাইজারের ব্যবহার-সহ একাধিক স্বাস্থ্যবিধি মেনে চলা।

https://incepnow.com/coronavirus-in-india-4362-new-cases-in-last-24-hours-66-death/

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when IncepNow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IncepNow:

Shortcuts

  • Address
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share