কওমী ভয়েস ২৪ ডটকম

  • Home
  • কওমী ভয়েস ২৪ ডটকম

কওমী ভয়েস ২৪ ডটকম Qawmivoice24.com
একটি অনলাইন নিউজ পেইজ।
ঠিকানা - সানারপাড়, সাইনবোর্ড, ঢাকা
যোগাযোগ 📞 01973883159
আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ 🇧🇩

07/01/2025

এই প্রচন্ড শীতে
যে সমস্ত নারী-পুরুষ
ফজরের নামাজকে ছাড়েনা তাদের জন্য রইল
অনেক অনেক দোয়া ও মোবারকবাদ।

দূর থেকে দেখা যায় সৌদির লোহিত সাগরে জেদ্দার ভাসমান মসজিদ মসজিদ আল-রাহমা।জেদ্দার সমুদ্রতটে অবস্থিত আল-রাহমা মসজিদ ১৯৮৫ সা...
05/01/2025

দূর থেকে দেখা যায় সৌদির লোহিত সাগরে জেদ্দার ভাসমান মসজিদ মসজিদ আল-রাহমা।

জেদ্দার সমুদ্রতটে অবস্থিত আল-রাহমা মসজিদ ১৯৮৫ সালে নির্মিত হয়। মসজিদটি একই সাথে ফাতেমা আল-যাহরা মসজিদ নামেও পরিচিত এবং জেদ্দার অন্যতম দর্শনীয় মসজিদ এটি। বিশেষত পূর্ব এশিয়ার মুসলিমরা এ মসজিদে বেশি এসে থাকেন।

২৪০০ বর্গমিটার জায়গারর উপর প্রতিষ্ঠিত এই মসজিদটি প্রাচীন ও আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয়ে নির্মিত। আটটি স্তম্ভের উপর দণ্ডায়মান মসজিদটির ছাদে মোট ৫২টি গম্বুজ রয়েছে, তন্মধ্যে একটি গম্বুজ বৃহত্তর। একই সাথে মসজিদটির একটি মিনার রয়েছে। নারীদের নামায আদায়ের জন্যও মসজিদটিতে আলাদা নামাযের স্থান রয়েছে।

লোহিত সাগরের উপর মসজিদটির প্রায় সম্পূর্ণ অংশ অবস্থিত হওয়ায় জোয়ারের সময় মসজিদটিকে পানির উপর ভাসমান বলে মনে হয়। এ কারণে মসজিদটি জেদ্দার ভাসমান মসজিদ হিসেবেও পরিচিত।

সূর্যোদয় ও সূর্যাস্তের সময় লোহিত সাগরের পটভূমিতে মসজিদটির সৌন্দর্য উপভোগের জন্য সউদি আরব এবং অন্যান্য দেশের পর্যটক এবং মুসল্লীরা ভীড় জমান এই মসজিদে। সূত্র: আরব নিউজ

#ভাসমানমসজিদ #জেদ্দারমসজিদ #আলরাহমামসজিদ #লোহিতসাগর #জেদ্দারভ্রমণ #সৌদিআরব #মুসলিমস্থাপত্য #মসজিদেরইতিহাস #দর্শনীয়স্থান #ইসলামিকস্থাপত্য #плавающаямечеть #мечеть #красноеморе #саудовскаяаравия #исламскаяархитектура #путешествиевдубай #историческиемечети #красотамечети #туризммосква

 #সওয়াব_এর_শুভ_উদ্বোধন_সম্পন্ন_হলো।গতকাল সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টন রেস্টুরেন্টে জাতীয় সাংস্কৃতিক, সামাজিক, সেবামূলক প...
02/01/2025

#সওয়াব_এর_শুভ_উদ্বোধন_সম্পন্ন_হলো।

গতকাল সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টন রেস্টুরেন্টে জাতীয় সাংস্কৃতিক, সামাজিক, সেবামূলক প্রতিষ্ঠান SOAB । সওয়াব ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন সম্পন্ন হলো।

মরমী গীতিকবি মরহুম আব্দুল কাদির হাওলাদার এর পরিবারকে ৫০,০০০/- সহায়তা/হাদিয়া প্রদানের মধ্য দিয়ে সাওয়াব ফাউন্ডেশনের যাত্রা শুরু হল।

এসময় উপস্থিত ছিলেন সওয়াব ফাউন্ডেশন এর মূল দশজন সমন্বয়ক। উপস্থিত সমন্বয়কগণের আলোচনায় উঠে এসেছে সওয়াব ফাউন্ডেশন এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হবে, ইসলামি সাংস্কৃতিক অঙ্গনের কবি, গীতিকার, সুরকার, শিল্পী, কলাকুশলী তথা ক্যামেরার সামনের পেছনের প্রতিটি সুবিধা বঞ্চিত সংস্কৃতি কর্মীর বিপদে-আপদে, সুবিধা-অসুবিধায়, সুখে-দুখে, মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে তার পরিবারের পাশে দাঁড়াবে সওয়াব ফাউন্ডেশন। তাছাড়াও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন দুর্গতদের পাশে দাঁড়াবে সওয়াব।

মূল সমন্বয়গণের কথায় আরো উঠে এসেছে SOAB – Society of Arts Bangladesh যার অর্থ- "বাংলাদেশ শিল্প সমিতি" আরবিতে "সওয়াব" শব্দের অর্থ "পুরস্কার"। এই সংগঠন পুরস্কৃত করবে সাংস্কৃতিক কর্মীদের, বাছাই করবে সেরা সংস্কৃতি কর্মীকে, তাদের প্রতিভা বিভিন্ন উপায়ে তুলে ধরবে জাতির সামনে। প্রতিবছর আয়োজন করবে সেরা গীতিকার সুরকার ও শিল্পী সম্মাননার। এছাড়াও আরো নানামুখী উদ্যোগ গ্রহণ করবে সওয়াব যা পর্যায়ক্রমে জানানো হবে জাতিকে। সওয়াবে অন্তর্ভুক্ত হবে দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল ইসলামীক সংস্কৃতি কর্মী।

পরিশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয় সওয়াবের উদ্বোধনী অনুষ্ঠান।

31/12/2024

বাহিরের বিকট আতশবাজির শব্দে...............
উপায় না পেয়ে পাখিরা ঘরে ছোটাছুটি করছে।

আহ্! এই পথ ভ্রষ্ট জাতিকে কে বুঝাতে পারবে?

30/12/2024

গোল টেবিলের সিদ্ধান্ত, মানি না মানবো না।
উত্তাল বীর চট্টলা

দেখা হচ্ছে বিকাল ৩টায় শহীদ মিনার,ঢাকা।

30/12/2024

আগামীকাল শহীদ মিনারে প্রোগ্রামের ঘোষণা "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের"

হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার একটি প্রতিনিধি দল গতকাল নারায়ণগঞ্জ জেলার মারকাজ মসজিদে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ...
24/12/2024

হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার একটি প্রতিনিধি দল গতকাল নারায়ণগঞ্জ জেলার মারকাজ মসজিদে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে ১৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে হামলায় জড়িতরাসহ মামলার সকল আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন হযরত মাওলানা আব্দুল কাদির হাফিজাহুল্লাহ।

তিনি বলেন ঘটনার পাঁচদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ মামলার আসামি ও জড়িতদের কাউকে গ্রেফতার করতে না পারায় প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন হযরত মাওলানা আব্দুল কাদির হাফিজাল্লাহ।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘কার স্বার্থে খুনিদের এখনও গ্রেফতার করা হচ্ছে না? সরকারের উপদেষ্টারা কি করছেন? সরকারের কাছে এখন আমাদের একটাই দাবি অনতিবলম্বে সাদপন্থি হামলাকারী খুনি সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে’।

সংবাদ সম্মেলনে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মানুষদের ওপর হামলাকারী সাদপন্থি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের শাস্তি নিশ্চিত করা, নারায়ণগঞ্জ জেলার সকল মসজিদে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা, নারায়ণগঞ্জ শহরের কালিবাজার, আড়াইহাজার ও রূপগঞ্জ মারকায নামে সাদপন্থিদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার আখড়া স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা, বিশ্ব এজতেমায় হামলায় নারায়ণগঞ্জ জেলার মদদদাতাদের গ্রেফতার, কাকরাইল মসজিদে তাদের প্রবেশ ও তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মাঠে তাদের সকল কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধসহ সরকারের প্রতি ছয় দফা দাবি উত্থাপন করেন বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন জেলার উলামা-মাশায়েখ ও সর্বস্তরের তাওহিদী জনতা।

প্রচারে - মুফতি হুজাইফা আল মাহদী
প্রচার সম্পাদক - হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখা।

23/12/2024

বরাবর,
অফিসার ইনচার্জ,
সিদ্ধিরগঞ্জ থানা,

নারায়ণগঞ্জ।

বিষয়: সা'দপন্থী সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আবেদন।

জনাব,

আমরা সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ মুসল্লি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ, উলামা-মাশায়েখ, ও সচেতন মুসলিম সমাজের প্রতিনিধি হিসেবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, টঙ্গী বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে গভীর রাতে দিল্লির মৌলভি সাদের অনুসারী সন্ত্রাসীরা টঙ্গীর ইজতেমা ময়দানে নিরস্ত্র, ক্লান্ত, ঘুমন্ত তাবলীগের সাথীদের উপর নৃশংস হামলা চালায়।

এই হামলায় ৪ জন নিরীহ সাথীকে নির্মমভাবে শহীদ করা হয়েছে এবং শতাধিক সাথী গুরুতর আহত অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই হামলার পরিকল্পনা ইজরাইলের 'মোসাদ' ও ভারতের 'র' এর এজেন্টদের মাধ্যমে করা হয়। যা জাতীয় দৈনিক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সন্ত্রাসীদের নিয়ে এসে এই নৃশংস কার্যক্রম পরিচালিত হয়। তাদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার কিছু সাদপন্থী সন্ত্রাসীও যুক্ত ছিল।

পূর্বের ঘটনা:

২০১৮ সালের ১ ডিসেম্বর একইভাবে টঙ্গী ইজতেমা ময়দানে সা'দপন্থীরা তাবলীগের সাধারণ সাথী, আলেম ও মাদরাসার ছাত্রদের উপর হামলা চালিয়ে বহু হতাহতের ঘটনা ঘটায়। তাদের এসব কার্যক্রম বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের বিভ্রান্ত করছে এবং মেহনতের পবিত্র কাজের সুনাম ক্ষুণ করছে।

বর্তমান পরিস্থিতি:

আমাদের এলাকায় মাওলানা সাদের অনুসারীরা ভ্রান্ত আকিদা প্রচার এবং ইসলাম-বহির্ভূত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা সাধারণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে মুসলিম উম্মাহর ঐক্য নষ্ট করছে। উগ্র সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে তারা এলাকার শান্তি-শৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত করছে।

আমাদের দাবি:

১. সিদ্ধিরগঞ্জ থানার সকল মসজিদে সা'দপন্থী সন্ত্রাসীদের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
টঙ্গী ইজতেমা ময়দানে নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

২ ৩. মাওলানা সাদ অনুসারীদের ভ্রান্ত মতবাদ প্রচার এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধে দ্রুত কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪ এলাকায় সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং কার্যকর মনিটরিং সিস্টেম চালু করতে হবে।.

আমাদের প্রস্তাব:

তাবলীগের মহৎ কাজ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়া উচিত। আলেমদের বাদ দিয়ে এই কাজ পরিচালনা করলে গোমরাহির পথ খুলে যায়, যার প্রমাণ হলো সা'দপন্থীদের বর্তমান অপতৎপরতা। তাই এলাকায় সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করে তাবলীগের এ মহৎ কাজ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনা করার ব্যবস্থা গ্রহণ করা।

উপসংহার:

আমরা বিশ্বাস করি, আপনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সর্বাত্মক সহযোগিতা করবেন।

পরিশেষে, আমরা আল্লাহ তাআলার কাছে আপনার দীর্ঘায়ু, কল্যাণ এবং দায়িত্ব পালনে সাফল্য কামনা করছি।

নিবেদক,

সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ মুসল্লি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ,

উলামা-মাশায়েখ ও সচেতন মুসলিম সমাজ।

প্রচারে - মুফতি হুজাইফা আল মাহদী
প্রচার সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা।

17/12/2024

ইন্না-লিল্লাহ!
ভারতে মসজিদ ভেঙ্গে ফেলার দৃশ্য। গ্রামবাসীর মাঝে কান্নার ভূমিকা।
হে আল্লাহ আপনি মুসলমানদের সাহায্য করুন 🤲 আমীন।

আজ প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে রাজনৈতিক দলের নেতারা বৈঠক।
04/12/2024

আজ প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে রাজনৈতিক দলের নেতারা বৈঠক।

আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পূর্ণ হল................মরহুম আব্দুল কাদির হাওলাদার ও মরহুম কাজী আল আমিন এর রুহের মাগফেরাত ...
01/12/2024

আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পূর্ণ হল................
মরহুম আব্দুল কাদির হাওলাদার ও মরহুম কাজী আল আমিন এর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও সুধীজন।

৩০ শে নভেম্বর রোজ শনিবার, সময় - বাদ মাগরিব।
স্থান - হ্যাভেন টিউন কার্যালয়, ৫০/১ চতুর্থ তলা, পুরানা পল্টন লাইন, ঢাকা।

আয়োজনে: ইসলামী সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও সুধীজন।

অনেক মরমী গজলের সফল লেখক আব্দুল কাদের হাওলাদার সাহেব আজ তিনিদুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছেন। আল্লাহ তাআল...
20/11/2024

অনেক মরমী গজলের সফল লেখক
আব্দুল কাদের হাওলাদার সাহেব আজ তিনি
দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছেন।

আল্লাহ তাআলা উনার কবরকে
জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন আমীন।

দোয়াপ্রার্থী -
মুফতি হুজাইফা আল মাহদী
প্রতিষ্ঠাতা পরিচালক - স্বপ্নপূরণ শিল্পীগোষ্ঠী

চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা অন্তর্ভুক্ত করায় আমরা হতবাক হয়েছি। সে (ফারুকী) হেফাজত...
11/11/2024

চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা অন্তর্ভুক্ত করায় আমরা হতবাক হয়েছি। সে (ফারুকী) হেফাজত আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-কে তেঁতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছে। যা ক্ষমার অযোগ্য। তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সোমবার (১১ নভেম্বর) ইসলামী এ দলটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

বিবৃতিতে বলা হয়, বিগত সরকার মুজিববাদকে পুঁজি করে একটি ফ্যাসিস্ট শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই জালেম শাসকগোষ্ঠীর পতন নিশ্চিত হয়। মোস্তফা সরওয়ার ফারুকীসহ একাধিক উপদেষ্টা সেই পতিত আওয়ামী সরকারের দোসর। বিভিন্ন সময়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা উপায়ে শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছেন এবং সমর্থন জুগিয়েছেন।

এ ছাড়া সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ সাবেক তথ্য-প্রযুক্তিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ফ্যাসিস্ট সরকারের একাধিক নেতার ঘনিষ্ঠ ছিলেন ফারুকী। তিনি গণঅভ্যুত্থানের পর সেই শাসনের প্রতীক সংস্কারের পক্ষে আওয়াজ তুলে এক প্রকার ফ্যাসিবাদীদের পক্ষে নিজের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দেন। যা দেশবাসীর দৃষ্টিতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিন জুলাই বিপ্লবে হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় এদেশের ছাত্র জনতাসহ আলেম ওলামারা সম্মিলিতভাবে বসিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দুঃখের বিষয়, হলো এই সরকারও ফ্যাসিবাদীদের পুনর্বাসনে সক্রিয় হয়ে উঠেছে। যারা আমাদের ভাইদের হত্যা করেছিল, তাদের বিচার এখনো হয়নি। এর বদলে তারা আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে দ্যর্থহীন ভাষায় বলতে চাই, আমাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে, এদেশের আপামর তৌহিদী জনতা আপনাদেরও ক্ষমা করবে না।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশে কি যোগ্যতাসম্পন্ন লোকের অভাব পরেছে? ফারুকীর মতো একজন নাট্যকারকে কোন যুক্তিতে উপদেষ্টায় নিয়োগ দেওয়া হয়েছে তা দেশবাসী জানতে চায়? আমাদের বক্তব্য স্পষ্ট, শাহবাগীদের অনুসারী, সমকামিতার পৃষ্ঠপোষক, ফ্যাসিস্টের দোসর কাউকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। শহীদ ভাইদের রক্তের সঙ্গে বেইমানি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে কখনোই তা মেনে নেওয়া হবে না।

ক্যারিয়ার বাংলাদেশ ও  ক‌ওমি স্কলরাস ফোরামের আয়োজনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেতৃত্বশীল তারুণ্যের ভূমিকা শীর্ষক গোলটেবিল ব...
08/11/2024

ক্যারিয়ার বাংলাদেশ ও ক‌ওমি স্কলরাস ফোরামের আয়োজনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেতৃত্বশীল তারুণ্যের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক রাজধানীর সেগুনবাগিচাস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন।

তরুণরা জাগলেই জেগে উঠে বাংলাদেশ................

বাইতুল মোকাররমের বয়ান রেকর্ড। ১.অডিও রেকর্ডের অনুমতি আছে, তাই হযরতের কথার মিস্টেক (ইসলামী সুশীলদের দাবী অনুযায়ী) খোঁজা...
26/10/2024

বাইতুল মোকাররমের বয়ান রেকর্ড।

১.অডিও রেকর্ডের অনুমতি আছে, তাই হযরতের কথার মিস্টেক (ইসলামী সুশীলদের দাবী অনুযায়ী) খোঁজার জন্য যত পারেন অডিও রেকর্ড করার জন্য লোক পাঠিয়ে দেন।

২.শর্তসাপেক্ষে ভিডিও করার অনুমতি দেয়া যেতে পারে,সেটা বড়দের সিদ্ধান্ত মোতাবেক হবে, তাও সর্বোচ্চ একটি চ্যানেলের অনুমতি হতে পারে, ৭০/৮০ চ্যানেল মসজিদে গেলে মসজিদের গাম্ভীর্যপূর্ণ অবস্থার বিঘ্নতা ঘটবে।

৩.বাইতুল মোকাররমের খতীব সাহেবের বয়ান পেপারে আসবে, এখান থেকেও সবাই জেনে নিতে পারবে।

৪.এতটুকু নিশ্চিত থাকতে পারেন, হযরতের বয়ানে নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী কোন কথা পাওয়া যাবেনা, কৌতুক , হাস্যরস থাকবেনা,তাফসীরের নামে তোমারে লেগেছে কত যে ভালো/আদু রাতে যদি ঘুম ভেঙে যায় জাতীয় গান গেয়ে সুবহানাল্লাহ বলার কোন কাহিনী ঘটবেনা,হিন্দী গানের নকলে কোন গান থাকবেনা,তাফসীর করতে গিয়ে মনগড়া তাফসীরের নামে অতিতের সব তাফসীর বাদ দিয়ে আধুনিক কোন তাফসীরের সমাহার ঘটবেনা।

লিখেছেন - মাওলানা আরিফ বিন হাবিব দা.বা.

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র এর পথচলা....................... কেন্দ্রীয় “কমিটির শপথ ও ৯ দফা” ঘোষণা আলোচনা। আল্লাহ তা”আলা এই প...
19/10/2024

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র এর পথচলা.......................
কেন্দ্রীয় “কমিটির শপথ ও ৯ দফা” ঘোষণা আলোচনা।

আল্লাহ তা”আলা এই পথচলাকে কবুল করুক আমিন।
আমাদের নতুন পেইজ - জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র

আজ শায়খ আলী হাসান ওসামা খেলাফত মজলিসে যোগদান করেন। আজ বিকাল ৩টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় আমিরে মজলিস মাওলা...
09/10/2024

আজ শায়খ আলী হাসান ওসামা খেলাফত মজলিসে যোগদান করেন।

আজ বিকাল ৩টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন তারুণ্যের আইডল, শায়খ আলী হাসান ওসামা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ডঃ আহমদ আব্দুল কাদের। নায়েব আমির মাওলানা আহমাদ আলী কাসেমী। যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন। মোঃ মুনতাসির আলী। অধ্যাপক আব্দুল জলিল।

উপস্থিত ছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদী (সাইমন সাদী)। মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার প্রমুখ।

গতকাল নারায়ণগঞ্জের জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের ভোয়া ও পকেট কমিটিকে নারায়ণগঞ্জের হেফাজতের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ  ও...
05/10/2024

গতকাল নারায়ণগঞ্জের জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের ভোয়া ও পকেট কমিটিকে নারায়ণগঞ্জের হেফাজতের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের ওলামায়ে কেরাম ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।

ওই কমিটিতে হেফাজতের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কিন্তু উনাদেরকে ভুলভাল বুঝিয়ে
নারায়ণগঞ্জের হেফাজতের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ ও সর্বস্তরের ওলামায়ে কেরামকে ব্যতীত একটি ভোয়া কমিটি গঠন করা হয় যে, কমিটিতে স্বৈরাচার আওয়ামীলীগের পা চাটা কিছু দালালকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। যারা হেফাজতের ব্যানারকে ব্যবহার করে দীর্ঘদিন আওয়ামী লীগের দালালি করেছে।

আজকে নারায়ণগঞ্জের হেফাজতের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের ওলামায়ে কেরাম একত্রিত হয়ে জেলা কমিটি নতুন করে গঠন করার সিদ্ধান্ত হয়েছে।

প্রচারে - মুফতি হুজাইফা আল মাহদী
প্রচার সম্পাদক - হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখা

Address


Alerts

Be the first to know and let us send you an email when কওমী ভয়েস ২৪ ডটকম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কওমী ভয়েস ২৪ ডটকম:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share