18/12/2023
আমি এখনও বলছি আগে বলেছি আমি বাংলাদেশ কে ভালোবাসি 🫶 রাগ একটা করোনে হয়েছিলো,যে বিনা কারনে আমার পিছনে,আমার পেজ এর ক্ষতি করা, কিছু মানুষ সেই সময় আমাকে হেল্প করেছে,বাংলাদেশ থেকে, তো আমি একজন বাঙ্গালী,আমি জানি যে আমি যেই ভাষা বলি,সেই ভাষা কোথা থেকে এসেছে, এর পর হইত কিছু মানুষ আমায় দালাল বলবে,কিন্তু এটাই সঠিক, এর পর আসি আমাকে নিয়ে,আমি অনেকদিন ধরে আমি নিজেকে একটু অনেক কিছু ভেবে নিয়েছিলাম, যেটা আমি manchu dada না এটার জন্যে আমায় সবাই ভালোবাসে না,
আমি অনেক কিছু শিখেছি,অনেক কিছু যেমন টাকা আসে আবার জায়, বন্ধু আসে অনেক টাকা থাকলে,রাগ আসে নেশা করা জায়,আরো অনেক কিছু নিজেকে power full ভাবা শুরু করেছিলাম,কিছু টাকা দেখে,আসলেও তোমরা হইতো জানো না আমি কতো টা বড়ও ভুল করছিলাম,
এর পর আমার family আমার এক দাদা আমায় বার বার বারণ করতে কারোর কথা শুনতাম না, একটা জিনিস জানি উপরে একজন সব দেখছে সে ঠিক সময় মতো সব কিছু ফেরত দেই,আর আমি সেটা পেয়েছি আমায় অনেক মানুষ মারার হুকমি দেই ঘুম এখনও ঠিক ভাবে আসে না রাতে
নিজের ভুল গুলো দেখি আর কষ্ট পাই হইতো এটা আমার সাথে আগে হয়ে গেছে তাই শিখলাম ,
একটা খেলা নিয়ে আমি এতো নিচে নেমে গেলাম আমি তাদের মতো যারা কিছু মানুষ বাজে কাজ করে তাদের দলে নাম লিখলাম,
 সবার আগে দেশ দেশ রক্ষা করার জন্যে আর্মি আছে,পুলিশ আছে,
কিন্তু আমি একজন Artist, আর artist এর কোনো জাত কোনো দেশ হই না,তার কাছে সবাই সমান,
তাঁকে ভালো বলবে, আবার খারাপ, কিন্তু একজন artist কথা অনেক দামী কিন্তু সেটা আমি ভুল বলে দিয়েছি,
বিশ্বাস করো আমি সারাজীবন তোমাদের কে এই কিছু খারাপ কথা জন্যে,মানুষ আমায় খারাপ ভাববে,
কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের কাছে কৃতজ্ঞ,
যে তারপর তোমরা আমাকে ক্ষমা করেছো,
আর কিছু মানুষ হইতো রাগ করে আছে,
রাগ করার কথা আমার কাছ থেকে কোনো দিন তারা এটা আসা করেনি
কিন্তু কথা দিলাম আগামী দিন এমন কোনো কাজ করবো না যে অন্য দেশ বা কারোর খারাপ লাগে
আমি যার জন্যে এই facebook youtube এর কাজ শুরু করেছিলাম সেটাই করবো
আর আমি তোমাদের ক্ষমার যোগ্য না তাও বললাম বাংলাদেশ এর মানুষ এর কাছে একদিন ভালো হয়ে দেখাবো আর আমার বন্ধু বা আমার family তোমাদের সাথে কিছু করেনি তোমাদের যদি ক্ষতি করার থাকে আমার সাথে করে আমার বন্ধু বা আমার family কিছু করে নি ভালোবাসা রইলো 🇧🇩🇮🇳🫶